Daily Probaho Barta

Daily Probaho Barta " বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রত্যয়?
(8)

২ টা টমেটো ১০ টাকা দাম দিয়ে কিনেছি।
08/05/2024

২ টা টমেটো ১০ টাকা দাম দিয়ে কিনেছি।

"টাঙ্গাইলের ধনবাড়িতে বাস অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ আহত ৫ জন"আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের মধুপু...
30/04/2023

"টাঙ্গাইলের ধনবাড়িতে বাস অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ আহত ৫ জন"

আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মধুপুর উপজেলার সিমান্তবর্তী ধনবাড়ি উপজেলার ভাইঘাট বাঘিল নামক স্থানে বাসের সাথে অটোরিকশার সংঘর্ষে দুই স্কুল ছাত্রী সহ ৪জন নিহত এবং ৫ জন আহত হয়েছে।
রবিবার (৩০ এপ্রিল) দুপুর ১টার দিকে মধুপুর ধনবাড়ির সিমান্তবর্তী এলাকা বাঘিল নামক স্থানে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ ছাত্রী সহ ২জন অটোরিকশা চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মধুপুর দিক থেকে আসা অটোরিকশার সাথে ধনবাড়ি দিক থেকে আসা বাসটি বাঘিল নামক স্থানে এসে পৌঁছালে পরপর দুইটি অটোরিকশার সাথে সংঘর্ষ হয়।
এই সংঘর্ষে দুই অটোরিকশা চালক ঘটনা স্থলেই মৃত্যু বরণ করেন এবং ভাইঘাট উচ্চ বিদ্যালয়ের ৪ ছাত্রী মারাত্মক ভাবে আহত হয়।
আহতদের চিকিৎসার জন্য মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক ৭ম শ্রেণির ছাত্রী রৌশনী (১৪)কে মৃত ঘোষণা করেন এবং অপর ৩ জনকে আশংকাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। ময়মনসিংহ হাসপাতালে নেওয়ার পথে ৬ষ্ঠ শ্রেণির জুথী নামের আরেক জন স্কুল ছাত্রীর মৃতু হয়। তারা একই বাড়ির ৪জন শিক্ষার্থী অটোরিকশা যোগে ভাইঘাট স্কুলে পরিক্ষা দেওয়ার জন্য যাচ্ছি। বেপরোয়া বাস চায়লকের জন্য এই মার্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা যায়।

10/04/2023

এলাকায় দূর্নীতি দেখলে ৯৯৯ নাম্বারে তাড়াতাড়ি কল করুন।

05/02/2023

টাঙ্গাইলের মাঠে মাঠে মৌ-বক্সের সমারোহ্,উৎপাদন হোচ্ছে সরিষার মধু, বৃদ্ধি পাচ্ছে ফসল।
MIM PURE HONEY 01911638502

বিসমিল্লাহির রহমানির রহিম।
27/01/2023

বিসমিল্লাহির রহমানির রহিম।

28/11/2022

বিশ্বকাপ খেলা দেখতে এসে কাতারে এ পর্যন্ত ৯০০ জন ইসলাম ধর্ম গ্রহন কোরেছে, আলহামদুলিল্লাহ্।

05/11/2022

আলহামদুলিল্লাহ

বিসমিল্লাহির রহমানির রহিম
10/10/2022

বিসমিল্লাহির রহমানির রহিম

06/10/2022
13/09/2022

নাগেশ্বরীর এজিএম কমের বিরুদ্ধে ব্যপক অনিয়ম
ও নারী নির্যাতনের অভিযোগে
মোঃ মজিবর রহমান,নাগেশ্বরী প্রতিনিধি: নাগেশ্বরী পল্লীবিদ্যুৎ অফিসের এজিএম কম রিফাত বিন রফিক এর বিরুদ্ধে ব্যাপক দূর্নীতি ও অনিয়মসহ নারী নির্যাতনের অভিযোগে মামলা হয়েছে। অভিযোগ রয়েছে উপজেলার বিভিন্ন এলাকার গ্রাহকগন মিটারের জন্য আবেদন করার পর বিভিন্ন অজুহাতে বিদ্যুৎ সংযোগ না দিয়ে দিনের পর দিন ঘুরাইতে থাকে। অফিসে মালামাল নাই বলে নুতন মিটার সংযোগ বন্ধ করে দিয়েছে। ফলে মিটার সংযোগ না পেয়ে অনেক ব্যবসায়ীগন তাদের ব্যবসা চালাইতে পারছেনা। এছাড়াও নাগেশ্বরী পল্লীবিদ্যুৎ অফিসে গ্রাহকদের সঙ্গে প্রায় অসৎ আচরন করেন বলে অভিযোগ রয়েছে। নাগেশ্বরী পল্লীবিদ্যুৎ অফিসে এজিএম কম রিফাত বিন রফিক যোগদান করার পর থেকে এই অফিসের গ্রাহক সেবার মান লাঠে উঠেছে বলে ভুক্তভোগী মহল অভিযোগ করছে। অপর দিকে তার বিরুদ্ধে রংপুরের আদালতে নারী ও শিশু নির্যাতন ধারায় মামলা করছে তারই স্ত্রী। এই মামলায় কয়েকদিন আত্মগোপন থাকার পরও জেল খেটেছেন বলে অফিস সুত্রে জানা গেছে

কুড়িগ্রামে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে নারীর আত্মহত্যার চেষ্টা এবং গভীর রাতে দরজায় হাজির পুলিশকুড়িগ্রাম প্রতিনিধি: সামাজিক য...
13/09/2022

কুড়িগ্রামে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে নারীর আত্মহত্যার চেষ্টা এবং গভীর রাতে দরজায় হাজির পুলিশ

কুড়িগ্রাম প্রতিনিধি: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গভীর রাতে স্ট্যাটাস দিয়ে কুড়িগ্রাম পৌর শহরের হিঙ্গুনরায় মিস্ত্রি পাড়ার এক নারী আত্মহত্যার চেষ্টা করেছেন। তাৎক্ষণিক গভীর রাতে বাড়িতে গিয়ে সেই নারীকে বাঁচিয়েছে সদর থানা পুলিশ।

জানা যায়, মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) গভীর রাতে তার ব্যক্তিগত ফেসবুক আইডি জাকিয়া ফেরদৌসীতে লেখেন, "আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয় আমার পরিবার আমার পুরো জীবনটাকে শেষ করে দিয়েছেন।

তারাই দায়ী আমার মৃত্যুর জন্য" লিখে আত্মহত্যার চেষ্টা করেন। তার ফেসবুক বন্ধুর তালিকায় থাকা ফাউন্ডেশন উদ্যোক্তা তৈরীর কেন্দ্র গ্রুপের সদস্য এ পোস্ট দেখে ৯৯৯ এ কল করে বিষয়টি জানালে রাত্রিকালীন মোবাইল ওয়ান এ ডিউটিরত অফিসার এসআই জাহিদ হাসান তার সঙ্গীয় ফোর্স নিয়ে দ্রুত তার বাড়িতে যায়।

কুড়িগ্রাম সদর থানার উপ-পরিদর্শক (এসআই) জাহিদ হাসান জানান, শহরের হিঙ্গুনরায় মিস্ত্রীপাড়া এলাকায় বাবার বাড়িতে বসবাস করতেন তিনি। দু’টি বিয়ে ডিভোর্স হয়ে যাওয়ার পর হতাশায় পরে আত্মহত্যার চেষ্টা চালান তিনি।

পরবর্তীতে স্থানীয় লোকজনের উপস্থিতিতে
ওই নারীকে কাউন্সিলিং করা হয়। এমন কাজ আর করবেন না বলেও ওই নারী প্রতিশ্রুতি দিয়েছেন।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খান মোহাম্মদ শাহারিয়ার বলেন, ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ঘুমের ওষুধ খেয়ে নিজেকে শেষ করবেন বলে লেখেন। খবর পেয়ে তাকে সনাক্ত করে সুস্থভাবে উদ্ধার করে কাউন্সিলিং এর মাধ্যমে সু-পরামর্শ দেয়া হয়েছে।

রতি কান্ত রায়
কুড়িগ্রাম
মোবাইল : ০১৭২৩৫৬৪৭০৪
তারিখ : ১৩.০৯.২০২২ ইং.

অনিয়মের মাধ্যমে ম্যানেজিং কমিটি গঠনের অভিযোগে সংবাদ সম্মেলনহরিণাকুণ্ডু,ঝিনাইদহ প্রতিনিধিঃঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার ভ...
12/09/2022

অনিয়মের মাধ্যমে ম্যানেজিং কমিটি গঠনের অভিযোগে সংবাদ সম্মেলন

হরিণাকুণ্ডু,ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার ভবানীপুর মাধ্যমিক বিদ্যালয়ে অনিয়মের মাধ্যমে ম্যানেজিং কমিটি গঠনের পায়তারা করছেন প্রধান শিক্ষক মিজানুর রহমান।
ম্যানেজিং কমিটির নির্বাচন স্থগিত ও নির্বাচনের পূনঃতফসিল ঘোষণার দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন শিক্ষার্থীর অভিভাবকরা। শনিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে স্থানীয় ভবানীপুর মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন বাজারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন অভিভাবক সদস্য শামিম হোসেন। এসময় ইমদাদুল হক, মাহমুদ আলী, আজব আলী, মিষ্টার, আলমগীর হোসেনসহ অন্যান্য অভিভাবক সদস্যরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে দাবি করা হয় প্রধান শিক্ষক মিজানুর রহমান আফরিন জাহান লিজা নামের বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য উত্তীর্ণ এক শিক্ষার্থীকে কারিগরী শাখায় নবম শ্রেণিতে ভর্তি দেখিয়ে তার পিতা অহিদুল ইসলামকে ভোটার তালিকায় নাম অন্তভুক্ত করেছেন। এছাড়া হরিণাকুন্ডু সালেহা বেগম ডিগ্রি কলেজের শিক্ষার্থী অনন্যা খাতুনকে নবম শ্রেণিতে ভর্তি দেখিয়ে তার পিতা রবজেল হোসেনকে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করে তালিকা প্রকাশ করা হয়েছে। দশম শ্রেণির শিক্ষার্থী সুরাইয়া ও শান্তা খাতুনের অভিভাবককে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করা হয়নি। ভবানীপুর মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যয়নরত শিক্ষার্থীর অভিভাবক জাভেদ ইকবাল বাদী হয়ে বিজ্ঞ সহকারী জজ হরিণাকুন্ডু আদালতে দেঃ ২০৯/২২ মামলা দায়ের করেছেন। এডহক কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার, প্রিজাইডিং অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, প্রধান শিক্ষক এবং অহিদুল ইসলামকে বিবাদী করা হয়েছে। বিজ্ঞ আদালত তিন কার্য দিবসের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ প্রদান করেছেন। এবিষয়ে খলিশাকুন্ডু গ্রামের নজরুল ইসলামও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ করেছেন।
সংবাদ সম্মেলনে অভিযোগ করেন বিধি বহির্ভূত ভাবে ভবানীপুর মাধ্যমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। গোপনে দায়সারা প্রচারণার নামে নির্বাচনী কার্যক্রম গোপন রাখা, শিক্ষকদের মতামত না নিয়ে শিক্ষক প্রতিনিধি নির্বাচিত করা, অভিভাবকদের না জানিয়ে প্রধান শিক্ষকের মনোনীত প্রার্থীদের একক মনোনয়ন পত্র দাখিলসহ বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করে ম্যানেজিং কমিটি গঠনের পায়তারা চালাচ্ছে।

এ বিষয়ে জানতে প্রধান শিক্ষক মিজানুর রহমানের কাছে ফোন করা হলে তা বন্ধ পাওয়া যায়। অধ্যায়নরত শিক্ষার্থীদের নিকট জানতে চাইলে তারা ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পর্কে কিছু জানেন না বলে জানান।
ম্যানেজিং কমিটির সদস্য পদে নির্বাচন করতে ইচ্ছুক মাত্র ১৪জন অভিভাবক সদস্য নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র দাখিল করেন। ৩ জন শিক্ষার্থীর অভিভাবককে ভোটার তালিকা থেকে বাদ দেয়া হয়েছে। কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীর অভিভাবকের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করেছে এডহক কমিটির সভাপতি ও প্রধান শিক্ষক মিজানুর রহমান।
মামলায় অস্থায়ী নিষেধাজ্ঞা হওয়ায় ১৭ সেপ্টেম্বর ভোটগ্রহণ পায়তারা চালিয়ে যাচ্ছেন প্রধান শিক্ষক। বিদ্যালয় সংলগ্ন বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের মালিকের কাছে জানতে চাইলে তারাও প্রতিষ্ঠানটির ম্যানেজিং কমিটির নির্বাচন সংক্রান্ত কোন বিষয় জানেননা বলে অবহিত করেন।
সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়, নির্বাচন সংক্রান্ত যে বিজ্ঞপ্তি পত্রিকায় প্রকাশ করা হয়েছে তা অধিকাংশ অভিভাবক এবং শিক্ষার্থী জ্ঞাত নন।
হরিণাকুন্ডু উপজেলা মাধমিক শিক্ষা কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার মনোনীত ভবানীপুর মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচনের প্রিজাইডিং অফিসার ফজলুল জানান আমি এখনও মামলার কপি হাতে পায়নি তবে মামলার বিষয়টি তিনি শুনেছেন। আদালতে এবিষয়ে জবাব দেয়া হবে বলে তিনি জানান। মামলা নিস্পত্তি না হওয়া পর্যন্ত নির্বাচন করা সম্ভব হবে না।

মাহফুজুর রহমান উদয়
হরিণাকুণ্ডু,ঝিনাইদহ

রাজারহাট উপজেলায় এমপি মহোদয়ের ৩৫টি প্রকল্পের বরাদ্দের চিঠি বিতরণের শুভ উদ্বোধন মোঃ রেজাউল করিম রেজা, রাজারহাট (কুড়িগ্রাম...
11/09/2022

রাজারহাট উপজেলায় এমপি মহোদয়ের ৩৫টি প্রকল্পের বরাদ্দের চিঠি বিতরণের শুভ উদ্বোধন
মোঃ রেজাউল করিম রেজা, রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ ১০সেপ্টেম্বর২০২২ রোজ শনিবার সকাল ১.০০ ঘটিকায় রাজারহাট উপজেলায় মাননীয় সংসদ সদস্য ২৬ কুড়িগ্রাম-২ পনির উদ্দিন আহমেদ (এম.পি) মহোদয়ের রাজারহাট উপজেলায় ৩৫টি প্রকল্পের বরাদ্দের চিঠি বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন।
রাজারহাট উপজেলায় মোট প্রকল্প সংখ্যা ৩৫টি প্রায় ১.০৫ (এক কোটি পাঁচ লক্ষ) টাকা বরাদ্দ প্রদান করেন বিভিন্ন মসজিদ, মন্দির, কবরস্থানসহ অন্যান্য প্রতিষ্ঠানে। রাজারহাট উপজেলা এলজিইডি কর্তৃক বাস্তবায়নে“সার্বজনীন সামাজিক অবকাঠামো উন্নয়ন প্রকল্প-৩ (GSIDP-3)" এর আওতায় রাজারহাট উপজেলাধীন জাতীয় পার্টি, রাজারহাট উপজেলা শাখা কর্তৃক আয়োজিত বরাদ্দের চিঠি হাতে তুলে দিয়ে রাজারহাট উপজেলায় এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন এমপি পুত্র আবু সুফিয়ান পাভেল। এমপি মহোদয়ের অসুস্থতার জন্য পুত্রের সফরসঙ্গী হিসেবে ছিলেন মোঃ আমিনুল ইসলাম, যুগ্ন আহ্বায়ক, পৌর জাতীয় পাটি কুড়িগ্রাম, মোঃ মোক্তার আলী সদস্য সচিব পৌর জাতীয় পাটি কুড়িগ্রাম, মোঃ নুরে আলম সিদ্দিকী লাভলু সদর উপজেলা প্রতিনিধি, মোঃ আব্দুস ছাত্তার, যুগ্ন সাধারণ সম্পাদক, কুড়িগ্রাম জেলা ট্রাক- ট্যাং লড়ী -কাভার ভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়ন। এসময় উপস্থিত ছিলেন আলহাজ্ব আমজাদ হোসেন আহবায়ক, জাতীয় পার্টি, রাজারহাট উপজেলা শাখা, মোঃ আব্দুল ওয়াহেদ সরকার, সদস্য সচিব, জাতীয় পার্টি রাজারহাট উপজেলা। সভাপতি লিটন আহমেদ ও সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম আপেলসহ রাজারহাট উপজেলার জাতীয় পার্টির সকল নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

রেজু বড়ইতলী বিদ্যালয়ে শুরু হয়েছে পুষ্টি মেলা।মোঃ কামাল উদ্দিন জয়'খাদ্যের কথা ভাবলে, পুষ্টির কথাও ভাবুন' নাইক্ষ্যংছড়ি উপজ...
28/08/2022

রেজু বড়ইতলী বিদ্যালয়ে শুরু হয়েছে পুষ্টি মেলা।

মোঃ কামাল উদ্দিন জয়

'খাদ্যের কথা ভাবলে, পুষ্টির কথাও ভাবুন' নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়ন পরিষদ চত্বরে রবিবার সকাল থেকে দিনব্যাপী এ পুষ্টি মেলা। লীন (LEAN) প্রকেল্পর আয়োজনে এবং বিদ্যালয়ের শিক্ষক ও বিদ্যালয় কমিটির সহযোগীতায় এ পুষ্টি মেলা অনুষ্ঠিত হয়।

এ মেলার মুল উদ্দেশ্য হলো শিশুর খাদ্যের পাশাপাশি পুষ্টি সমৃদ্ধ করা। পুষ্টিকর খাবার কি ও কিভাবে তৈরি করতে হবে এবং এর গুনাগুণ সম্পর্কেও মেলায় আগত শিশুদের মায়েদের উপস্থিত ধারণা দেয়া হয়। মেলায় পুষ্টিকর খাবার রান্না করে তা শিশুদের মাঝে পরিবেশন করা হয়।

রবিবারে প্রথম এ পুষ্টি মেলায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেছেন, মানুয়েল ত্রিপুরা ফ্যাসিলিটেটর, বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেন মংচিংঅং শ্মৃতি গণগ্রান্তকার এবং সভাপতি হিসেবে অংশগ্রহণ করেন উৎপল বড়ুয়া প্রধান শিক্ষক অত্র বিদ্যালয় ও গণ্য মান্যব্যক্তিবর্গ সহ বিভিন্ন পেশার গণ মাধ্যমকর্মী।

ছাত্রছাত্রীদের উৎসাহিত দেওয়ার জন্য বিভিন্ন বিতর্ক প্রতিযোগিতার মাধ্যমে এই আয়োজন টি করা হয়। উক্ত প্রতিযোগিতায় যারা অংশ গহণ করেছেন তাদেরকে বিভিন্নভাবে পুরস্কৃত করা। হয়

এই আয়োজনটি হলো মুলত পুষ্টি জ্ঞান সম্পর্কে সম্মুখ ধারণা, পুষ্টি বিষয়ক দক্ষতা ও সচেতনতা সৃষ্টির জন্যই এ পুষ্টি মেলার আয়োজন। সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বয়ে পুষ্টির জ্ঞান সম্পন্ন কমিউনিটি গড়ে তুলতেই আমাদের এই কার্যক্রম।

28/08/2022

পরিবেশ টা ঝকঝকে লাগছে।
01911638502

২০২৩ সালের জানুয়ারি থেকে চাক সহ যে সব কোয়ালিটি সম্পন্ন ১০০% খাঁটি মধু আমাদের MIM PURE HONEY থেকে পাবেন। ১/ সরিষা ফুলের ম...
25/08/2022

২০২৩ সালের জানুয়ারি থেকে চাক সহ যে সব কোয়ালিটি সম্পন্ন ১০০% খাঁটি মধু আমাদের MIM PURE HONEY থেকে পাবেন। ১/ সরিষা ফুলের মধু
২/ ধনিয়া ফুলের মধু
৩/ কালোজিরা ফুলের মধু
৪/ লিচু ফুলের মধু
৫/ সুন্দরবনের মধু
আমাদের MIM PURE HONEY পেজে লাইক ও ফলো দিয়ে সঙ্গে থাকুন।
প্রয়োজনে - 01911638502

24/08/2022

আসসালামু আলাইকুম। প্রিয় গ্রাহক,আশা করি সবাই ভাল আছেন। আমরা কোয়ালিটি সম্পন্ন ১০০% খাঁটি মধু পাইকারি ও খুচরা বিক্রয় করে থাকি।টাকা দিয়ে কেউ মধু ক্রয় করে না, ক্রয় করে বিশ্বাস। আমাদের কাছে পাবেন- সুন্দরবনের মধু, লিচু ফুলের মধু, কালোজিরা ফুলের মধু, ধনিয়া ফুলের মধু, বরুই ফুলের মধু,সরিষা ফুলের মধু।সিজনে আমাদের কাছে পাবেন চাক সহ / রোয়া মধু পাবেন। আপনি যে কোন ফুলের মধু অর্ডার কোরলে আমার কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার ঠিকানায় পাঠিয়ে দিব। আমাদের মধুতে যদি কোন প্রকার সমস্যা মনে হয় আপনার,আপনি মধু ফিরিয়ে দিতে পারবেন। প্লিজ আমাদের পেজে লাইক ও ফলো করুন। ধন্যবাদ
MIM PURE HONEY 01911638502

কোয়ালিটি সম্পন্ন খাঁটি সুন্দরবনের মধু,কালোজিরা ফুলের মধু, লিচু ফুলের মধু, সরিষা ফুলের মধু, ধনিয়া ফুলের মধু বিক্রয় করা হয়...
21/08/2022

কোয়ালিটি সম্পন্ন খাঁটি সুন্দরবনের মধু,কালোজিরা ফুলের মধু, লিচু ফুলের মধু, সরিষা ফুলের মধু, ধনিয়া ফুলের মধু বিক্রয় করা হয়। ০১৯১১ ৬৩৮৫০২

নবীন-প্রবীণ সেতুবন্ধনের লক্ষ্যে ফুলবাড়ীতে আন্তর্জাতিক যুব দিবস ২০২২ অনুষ্ঠিতকুড়িগ্রাম প্রতিনিধি : ইয়ুথ হাব – ফুলবাড়ী এর ...
13/08/2022

নবীন-প্রবীণ সেতুবন্ধনের লক্ষ্যে ফুলবাড়ীতে আন্তর্জাতিক যুব দিবস ২০২২ অনুষ্ঠিত

কুড়িগ্রাম প্রতিনিধি : ইয়ুথ হাব – ফুলবাড়ী এর আয়োজনে “আন্ত:প্রজন্ম সংহতিঃ কাউকে ফেলে রেখে নয়, বরং সবাইকে নিয়ে সকল বয়সের জন্য একটি বিশ্ব তৈরি করা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার ডাকবাংলো হলরুমে আন্তর্জাতিক যুব দিবস ২০২২ অনুষ্ঠিত হয়েছে।

একটি সামাজিক সংহতি ও সম্প্রীতির যে বিশ্বের স্বপ্ন আমরা ধারণ করি তার মূল চালিকাশক্তি হচ্ছে যুবরা। যুবদের এই চলার পথকে মসৃণ করার জন্য জীবনলব্ধ শিক্ষা ও সঠিক অভিজ্ঞতা দিয়ে পথপ্রদর্শনে সহায়তা করে থাকেন প্রবীণেরা।

আন্তঃপ্রজন্মের এই মেলবন্ধনকে সুদৃঢ় করতে এবং পরিবার, সমাজ ও রাষ্ট্রের সিদ্ধান্তগ্রহণ কাঠামোগুলোতে যুবদের অংশগ্রহণকে নিশ্চিত করে টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রাগুলো পূরণ করতে ইয়ুথ হাব – ফুলবাড়ী এর নেতৃত্বে আয়োজিত হয়েছে টেবিল টক শো (মাগ ফর টক), ব্লাড স্যাম্পলিং ক্যাম্পেইন ও নবীন-প্রবীণ ক্যারাম প্রতিযোগিতা।

প্রবীণদের মধ্যে টেবিল টক-শোতে অংশগ্রহণ করেন মো: রফিকুল ইসলাম, অধ্যক্ষ, সাইফুর রহমান সরকারী কলেজ; আব্দুল আজিজ মজনু, সিনিয়র সাংবাদিক, দৈনিক যুগান্ত এবং নবীনদের মধ্যে অংশগ্রহণ করেন নারী অধিকারকর্মী ও ধরলা নদী যুব সংগঠন এর সদস্য তাপসী রানী রায় ও প্রয়াস যুব সংগঠন এর সাধারন সম্পাদক মানিক মিয়া।

টেবিল টক-শোতে সাইফুর রহমান সরকারী কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম বলেন-প্রবীণ ও নবীনদের মধ্যে একটি সম্মানজনক ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্কই পারে সামাজিক সম্প্রীতি নিশ্চিত করতে।

সিনিয়র সাংবাদিক আব্দুল আজিজ মজনু বলেন- তরুণেরাই সমাজের পরিবর্তনের নেতৃত্ব দিচ্ছে। সমাজব্যবস্থার বাস্তবতাকে বিবেচনায় এনে, নবীন-প্রবীণদের মধ্যে পারস্পরিক যোগাযোগব্যবস্থা গড়ে তুলতে হবে পরিবার, সমাজ ও রাষ্ট্রের সকল পর্যায়ে।

ধরলা নদী যুব সংগঠন এর সদস্য তাপসী রানী রায় বলেন-পারিবারিক অশান্তি এবং মানসিক অত্যাচার একটি বড় কারণ যুবদের বিপথে যাবার। এই বিষয়ে পরিবারের গুরুজনদের নবীনদের সঠিক দিকনির্দেশনা দিতে হবে ও প্রয়াস যুব সংগঠন এর সাধারন সম্পাদক মানিক মিয়া বলেন- তরুণদের কথা বলার সুযোগ করে দিতে হবে। দেশের দুই কোটি তরূণদের নিয়ে পুরো সমাজের গঠনমূলক পরিকল্পনা করতে হবে ।

ব্লাড স্যাম্পলিং ক্যাম্পেইন আয়োজনে ফুলবাড়ী উপজেলার প্রত্যন্ত চরাঞ্চল কুটিবাড়ী চরে বিভিন্ন বয়সী ১৫০ জন নাগরিককে ফ্রি ব্লাড গ্রুপ টেষ্ট করানো হয়।

এছাড়াও ক্যারাম প্রতিযোগিতায় আন্তঃপ্রজন্ম সংহতির মূলভাবকে সামনে রেখে নবীন-প্রবীণ যৌথ দল গঠন করে প্রতিযগিতা অনুষ্ঠিত হয়। খেলা শেষে বিজয়ীদের মাঝে আকর্ষণীয় পুরষ্কার প্রদান করা হয়।

রতি কান্ত রায়
কুড়িগ্রাম
মোবাইল : ০১৫৫৬৬২৪৩২০

মৌলভীবাজার জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ৪৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার মোঃ জাকির হোসেন (মৌলভীবাজার) প্রতিনিধিঃমৌল...
13/08/2022

মৌলভীবাজার জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ৪৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

মোঃ জাকির হোসেন (মৌলভীবাজার) প্রতিনিধিঃ

মৌলভীবাজার সদর পৌরসভার গির্জাপাড়া থেকে শুক্রবার (১২ আগস্ট ২০২২) মৌলভীবাজার জেলা গোয়েন্দা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মৌলভীবাজার সদর পৌরসভার গির্জাপাড়া থেকে ৪৫ পিস ইয়াবাসহ মোঃ শামীম মিয়া (৩৫) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয়। মাদক কারবারি মোঃ শামীম মিয়া সদর পৌরসভার মাইজপাড়া এলাকার মৃত তরিক উল্লাহর ছেলে।

মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম জানান, জেলা গোয়েন্দা শাখার মাদক বিরোধী অভিযানে ৪৫ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতর বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

কুড়িগ্রাম সরকারি কলেজে রাখীবন্ধন অনুষ্ঠান পালিত কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রাম সরকারি কলেজে রাখীবন্ধন অনুষ্ঠান পালিত হয়ে...
12/08/2022

কুড়িগ্রাম সরকারি কলেজে রাখীবন্ধন অনুষ্ঠান পালিত

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রাম সরকারি কলেজে রাখীবন্ধন অনুষ্ঠান পালিত হয়েছে। শুক্রবার (১২ আগস্ট) সকালে কলেজ মাঠের নজরুল মঞ্চে সনাতন বিদ্যার্থী সংসদ, কুড়িগ্রাম সরকারি কলেজ শাখার উদ্যোগে এই সাংস্কৃতিক অনুষ্ঠানটি পালিত হয়।

অনুষ্ঠানে কুড়িগ্রাম সরকারি কলেজের প্রায় ৫০ জন হিন্দু শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এই দিন দিদি বা বোনেরা তাদের ভাই বা দাদার হাতে রাখী নামে একটি পবিত্র সুতো বেঁধে দেন। এই রাখীটি ভাই বা দাদার প্রতি দিদি বা বোনের ভালবাসা ও ভাইয়ের মঙ্গলকামনা এবং দিদি বা বোনকে আজীবন রক্ষা করার ভাই বা দাদার শপথের প্রতীক। অনুষ্ঠানে দাদা বা ভাইদের পক্ষ থেকে বোন বা দিদিদের উপহার প্রদান করা হয়। হিন্দু পঞ্জিকা মতে শ্রাবন মাসের শুক্লা পক্ষের পূর্ণিমা তিথিতে এই উৎসব পালন করা হয়ে থাকে।

আয়োজক সংগঠনটির সভাপতি তাপস রায় বলেন, এই আয়োজনটি ভাই-বোনদের সম্পর্ক দৃঢ় করবে। আমরা এধরনের আয়োজন অব্যাহত রাখবো। অনুষ্ঠানে অংশগ্রহনকারী শিক্ষার্থী বৃষ্টি রায় বলেন, দাদার হাতে রাখী পড়াতে পেরে ভালো লাগছে। এই দিনটি বারবার ফিরে আসুক। আয়োজকদের অসংখ্য ধন্যবাদ।

রাখিবন্ধন উৎসব হল একটি মহাপবিত্র ও সুন্দর সংহতির অনুষ্ঠান। এই অনুষ্ঠানের দ্বারা ভাই-বোনের মধ্যে ভালোবাসা ও স্নেহের বন্ধনকে দৃঢ় শক্তিশালী ও পুনরুজ্জীবিত করে তোলে। এই চিরন্তন পবিত্র উৎসব পরিবারের সকল সদস্যদের পাশাপাশি সমাজ তথা সমগ্র মানবজাতিকে সুসম্পর্কের বন্ধনে আবদ্ধ করে ও ঐক্যকে নিশ্চিত করে।

রাখিবন্ধন অনুষ্ঠানে ভাইদের পাশাপাশি বোনরা নতুন পোশাক পরিধান করে এবং মিষ্টি মুখ করানোর মধ্য দিয়ে ভাইদের হাতে পবিত্র সুতো বা রাখি বেঁধে দেয়। পরিবর্তে ভাইরা বোনদেরকে উপহার দিয়ে থাকে।

উল্লেখ্য, ‘রাখিবন্ধন’ বা ‘রাখিপূর্ণিমা’ একটি সুপ্রচলিত পবিত্র উৎসব। প্রধানত এই দিনে ভাই-বোনের সম্পর্ক আজীবন রক্ষা করার উদ্দেশ্যে দাদা বা ভাইয়ের ডান হাতের কব্জিতে দিদি বা বোনেরা পবিত্র সুতো বেঁধে দেয়। এর মাধ্যমে দিদি বা বোনেরা, দাদা বা ভাইয়ের মঙ্গল কামনা করে থাকে। রাখিবন্ধন উৎসবটি দক্ষিণ এশিয়ার সকল জাতি ও বর্ণের মানুষের মধ্যে প্রচলিত। তবে হিন্দু, জৈন, বৌদ্ধ ধর্মের মানুষদের মধ্যেই বেশী প্রচলিত থাকে। তবে বর্তমানে এদেশের পাশাপাশি বিদেশেও এই উৎসব খ্যাতি অর্জন করেছে।

রতি কান্ত রায়
কুড়িগ্রাম
মোবাইল : ০১৭২৩৫৬৪৭০৪

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে  ভারত সরকার 'রাখি বন্ধন উৎসব' উপলক্ষে উপহার পাঠিয়েছে বেনাপোল প্রতিনিধি :আগামীকাল ...
10/08/2022

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত সরকার 'রাখি বন্ধন উৎসব' উপলক্ষে উপহার পাঠিয়েছে

বেনাপোল প্রতিনিধি :
আগামীকাল রাখি বন্ধন উৎসব উপলক্ষে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার পাঠিয়েছে ভারত। এ সময় উভয় দেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বুধবার (১০ আগস্ট) দুপুর ১টার দিকে দু'টি প্যাকেটে উক্ত উপহার প্রদান করা হয়।

উক্ত উপহার প্রদানের সময় ভারতের একটি প্রতিনিধি দল বেনাপোল আইসিপি বিজিবি ক্যাম্পে উপস্থিত হন। প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন বনগাঁ পৌরসভার মেয়র গোপাল শেঠ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারটি বাংলাদেশের পক্ষে গ্রহন করেন ৮৫ যশোর-১, শার্শা আসনের সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন। এ সময় ভারত থেকে আসা প্রতিনিধি দলের প্রত্যেকের উপহার প্রদান করা হয়।

উপহার গ্রহন কালে এমপি শেখ আফিল উদ্দিন বলেন, রাখি বন্ধন উৎসবে আমাদের প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন ভারত সরকার। পাশাপাশি আমরাও ভারত থেকে আসা ভারতীয় প্রতিনিধিদেরকে উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছি।

তিনি আরও জানান, সৌহার্দ্য, সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ সুসংহত রাখতে দু'দেশের মধ্যে বিভিন্ন জাতীয় ও ধর্মীয় উৎসবগুলোতে একে অপরকে মিষ্টি ও বিভিন্ন সামগ্রী উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করে থাকি। এমন কর্মকাণ্ডের ফলে দুই দেশের মাঝে বিরাজমান সুসম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে তিনি মনে করেন।

নাভারণে ব্যবসায়ীকে হত্যা চেষ্টা: নগদ ৭০ হাজার টাকা ছিনতাইবেনাপোল প্রতিনিধি: যশোরের নাভারণে শাহিন হোসেন নামে এক কাঁচামালে...
10/08/2022

নাভারণে ব্যবসায়ীকে হত্যা চেষ্টা: নগদ ৭০ হাজার টাকা ছিনতাই

বেনাপোল প্রতিনিধি: যশোরের নাভারণে শাহিন হোসেন নামে এক কাঁচামালের আড়ৎদার ব্যবসায়ীকে হত্যার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এসময় তার কাছে থাকা নগত ৭০ হাজার টাকা ছিনতাই করে নিয়েছে চিহ্নিত সন্ত্রাসীরা।

বুধবার সকাল ৬টার দিকে শাহিন হোসেন বাড়ি থেকে বাজারের উদ্দেশ্যে আসার পথে তার উপর এ হামলা হয়। পরে স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় শাহিনকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহত শাহিন হোসেন ঝিকরগাছা উপজেলার ডাঙ্গি গ্রামের আব্দুস সাত্তারের সেজো ছেলে এবং চ্যানেল এস টেলিভিশনের সিনিয়র রিপোর্টার ইসমাইল হোসেনের ভাই।

সাংবাদিক ইসমাইল হোসেন বলেন, গত সোমবার (৮ আগষ্ট) খাজুরা গ্রামের সুমন হোসেনের স্ত্রী আন্না খাতুন তরকারি কিনতে আসে শাহিনের আড়তে। পরের দিন আন্না খাতুন একটি একশত টাকার ছেড়া নোট এনে শাহিনকে বলে এই টাকা তুমি দিয়েছো পাল্টিয়ে দাও। শাহিনও এই ছেড়া টাকা তাকে দেয়নি বলে অস্বীকার করলে তাদের মধ্যে বাকবিতন্ডা হয়। আজ সকালে পূর্ব পরিকল্পিত ভাবে শাহিনকে হত্যা ও ছিনতাই করার উদ্দেশ্যে আসে আন্না খাতুনের স্বামী মৃত দেলোয়ার হোসেনের ছেলে সুমন, একই এলাকার লিয়াকত হোসেনের ছেলে সুজন সহ ৬-৭ সন্ত্রাসী। শাহিন হোসেন কাছে এলেই আচমকা দেশীয় অস্ত্র নিয়ে ঝাপিয়ে পড়ে তারা। এলোপাতাড়ি পিটিয়ে মাথায় মারাত্মক ভাবে আঘাত করে শাহিনকে রক্তাক্ত অবস্থায় ফেলে যায় তারা। এসময় শাহিনের কাছে থাকা আড়তের ৭০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় সন্ত্রাসীরা।

স্থানীয়রা জানান, সুমন ও সুজন সহ অন্যান্য সন্ত্রাসীরা এলাকার চিহ্নিত মাদক কারবারির সাথে জড়িত। মাদক কেনাবেচা সহ প্রকাশ্যে তারা মাদক সেবন করে। পাশাপাশি চুরি ছিনতাই সহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ডের সাথে জড়িত তারা।

স্থানীয়রা আরো বলেন, শুধু তাই না, স্থানীয় ৯ নং উলাশী ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলামের পৌষ্য সন্ত্রাসীরা তারা। তিনার মদদে এই সকল সন্ত্রাসীরা দিন দিন সুশীল সমাজের সাধারণ মানুষকে বেঁচে থাকা কঠিন করে দিচ্ছে। এলাকার সাধারণ মানুষ তাদের ভয়ে কথা বলতে পারেন না বলে অভিযোগ করেন অনেকে।

এবিষয়ে শার্শা থানার অফিসার ইনচার্জ মামুন খান বলেন, এ সংক্রান্ত একটি মামলা হয়েছে এবং পুলিশি অভিযান শুরু করা হয়েছে। তদন্তপূর্বক দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহন করবো

৯২ কোটি টাকার সম্পত্তি ১৯ কোটি টাকায় চাল রশিদের কাছে নিলামে বিক্রি,রুখে দিলো আদালতএইচ,এম, সাইফ উদ্দীন আল-আজাদ, কুষ্টিয়া ...
05/08/2022

৯২ কোটি টাকার সম্পত্তি ১৯ কোটি টাকায় চাল রশিদের কাছে নিলামে বিক্রি,রুখে দিলো আদালত

এইচ,এম, সাইফ উদ্দীন আল-আজাদ, কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ-

কুষ্টিয়ায় ৯২ কোটি টাকার সম্পত্তি মাত্র ১৯ কোটি টাকায় নিলামে বিক্রির অভিযোগ উঠেছে ব্র্যাক ব্যাংক খাজানগর শাখার বিরুদ্ধে।
একটি সুত্রে জানা যায়, কুষ্টিয়ার আইলচারায় অবস্থিত মেসার্স বিশ্বাস ট্রেডার্স এন্ড ভিআইপি রাইচ মিল ব্র্যাক ব্যাংক খাজানগর শাখার নিকট ঋণ চাইলে ব্যাংক কর্তৃপক্ষ জমির ভ্যালুয়েশন করে ৯২ কোটি টাকা। ব্র্যাক ব্যাংক খাজানগর শাখা সকল কাগজপত্র যাচাই বাছাই করে উক্ত ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ৪৩ কোটি টাকা ঋণ প্রদান করে। ভিআইপি রাইচ মিল সময়মতো ঋণের
কিস্তি দিতে ব্যর্থ হলে ব্যাংক কর্তৃপক্ষ অতি গোপনে অখ্যাত কাগজে নিলাম বিজ্ঞপ্তি দিয়ে কুষ্টিয়ার চাউল রশিদের মালিকানাধীন রশিদ এন্টারপ্রাইজের
নামে মাত্র ১৯ কোটি টাকায় নিলামে বিক্রি করে। ব্যাংক যেখানে ৪৩ কোটি টাকা পাবে, ব্যাংকের হিসাবে ঐ সম্পত্তির মূল্য ৯২ কোটি টাকা, সেখানে মাত্র ১৯ কোটি টাকায় নিলামের রহস্য কি?
বিষয়টি জানতে পেরে মেসার্স বিশ্বাস ট্রেডার্স, ভিআইপি রাইচ মিল ও ভিআইপি
ফ্লাওয়ার মিলের প্রোপাইটার শফিকুল ইসলাম উচ্চ আদালতে রিট করেন। রিটে
হাইকোর্ট নিলামের সকল কার্যক্রম স্থগিত করে ব্যবসা প্রতিষ্ঠানের মালিকের
কিস্তি করে দিয়েছে। জানা যায়, ব্র্যাক ব্যাংক লিঃ খাজানগর শাখা গত
২৪/০৩/২০২২ ইং তারিখে নিলাম করে। উক্ত নিলামের বৈধতা চ্যালেঞ্জ করে
হাইকোর্টে রিট পিটিশন করেন প্রতিষ্ঠানের মালিক শফিকুল ইসলাম। রিট পিটিশন
নং-৯১০১/২০২২, তারিখ : ০২/০৮/২০২২ ইং। হাইকোর্ট ডিভিশনের যৌথ বেঞ্চ এক
শুনানী অন্তে গত ২৪/০৩/২০২২ ইং তারিখে অনুষ্ঠিত নিলামের সকল কার্যক্রম
স্থগিত করে।
এর ফলে শফিকুল ইসলাম মেসার্স বিশ্বাস ট্রেডার্স, ভিআইপি রাইচ মিল ও
ভিআইপি ফ্লাওয়ার মিলের মালিকানা বহাল থাকে। চাল রশিদের ব্যাংক
কর্তৃপক্ষের সাথে গোপন যোগসাজসে পানির দরে কোটি টাকার সম্পত্তি হাতিয়ে
নেওয়ার পাঁয়তারা রুখে দিয়েছে উচ্চ আদালত। একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ীকে
রাতারাতি পথে বসিয়ে চাল রশিদের এহেন আচরণে ক্ষুব্ধ আইলচারা, খাজানগর সহ
কুষ্টিয়ার ব্যবসায়ী সমাজ।

04/08/2022

সরকার বলছে দিনে ২ ঘন্টা কারেন্ট থাকবেনা। এখন দিনে ৫/৮ ঘন্টা কারেন্ট থাকছেনা।
এ্যাকেতে নাচনি বুড়ি,তাতে আবার ঢোলের বাড়ি!!!

03/08/2022
03/08/2022

দেশের অবস্থা কেমন বর্তমানে?

Address

Kulia
Satkhira
9431

Telephone

+8801911671437

Website

Alerts

Be the first to know and let us send you an email when Daily Probaho Barta posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Daily Probaho Barta:

Videos

Share

Category


Other Newspapers in Satkhira

Show All

You may also like