News Bayanno

News Bayanno News Portal

উদারতা যুব ফাউন্ডেশন এর পক্ষ থেকে এএমএফ শিক্ষাবৃত্তি প্রদান 🎓আশাশুনি সরকারি কলেজের ১৪ জন মেধাবী ও প্রতিশ্রুতিশীল শিক্ষার...
01/11/2025

উদারতা যুব ফাউন্ডেশন এর পক্ষ থেকে এএমএফ শিক্ষাবৃত্তি প্রদান 🎓
আশাশুনি সরকারি কলেজের ১৪ জন মেধাবী ও প্রতিশ্রুতিশীল শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হয়েছে এএমএফ শিক্ষাবৃত্তি।
এই উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীরা যেমন অনুপ্রাণিত হয়েছে, তেমনি উদারতার এই প্রয়াস তাদের শিক্ষাজীবনে এক নতুন প্রেরণা যোগাবে।
📅 তারিখ: ১লা নভেম্বর ২০২৫, শনিবার
স্থান: উদারতা যুব ফাউন্ডেশন কার্যালয়, মাড়িয়ালা
#উদারতা_যুব_ফাউন্ডেশন িক্ষাবৃত্তি #মানবতার_অগ্রযাত্রায়_উদারতা #শিক্ষার_আলো

একের পর এক উদারতা'র বি‌ভিন্ন বৃত্তি ব্যাচের স্টুডেন্টদের ধামাকা রেজাল্ট টানা তিনবার কলেজ ফার্স্ট হয়েছে আমাদের এএমএফ (এনএ...
31/10/2025

একের পর এক উদারতা'র বি‌ভিন্ন বৃত্তি ব্যাচের স্টুডেন্টদের ধামাকা রেজাল্ট টানা তিনবার কলেজ ফার্স্ট হয়েছে আমাদের এএমএফ (এনএম-২) ব্যাচের স্টুডেন্ট অপি সরকার। আমরা এএমএফ এর প্রতিটা স্টুডেন্টের সাপ্তাহিক পরিক্ষা, ক্লাস সহ শিক্ষাবান্ধব সব কিছুর সাপোর্ট দিয়ে থাকি।

30/10/2025

🩺✨ মানবতার সেবায় এক অনন্য নাম — ডাঃ হাবিবুল্লাহ স্যার
ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই ডাঃ হাবিবুল্লাহ স্যারকে, যিনি অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে মানবসেবার প্রকৃত উদাহরণ স্থাপন করেছেন। ❤️
আপনার মতো নিবেদিতপ্রাণ চিকিৎসক সমাজে সত্যিকারের অনুপ্রেরণা।
আপনাকে দেখে আমরা মুগ্ধ হই — আপনি বাস্তবের নায়ক, মানবতার সঙ্গী। 🌿

🙏 ধন্যবাদ স্যার, মানবতার পথে উদারতার সঙ্গে থাকার জন্য।
#ডাঃহাবিবুল্লাহ #মানবসেবা #উদারতা_যুব_ফাউন্ডেশন

🌿 যেখা‌নে মানবতার গল্প, সেখা‌নেই উদারতা যুব ফাউন্ডেশন 🌿উপকূলের গ্রামীণ মানুষদের পাশে থেকে স্বাস্থ্যসেবার আলো ছড়িয়ে দিতে ...
25/10/2025

🌿 যেখা‌নে মানবতার গল্প, সেখা‌নেই উদারতা যুব ফাউন্ডেশন 🌿

উপকূলের গ্রামীণ মানুষদের পাশে থেকে স্বাস্থ্যসেবার আলো ছড়িয়ে দিতে আজ শ্রীউলার পুইজালা ভুবন মোহন রাধা বল্লভ মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো একদিনব্যাপী বিনামূল্যের মেডিকেল ক্যাম্প। 🩺

📅 তারিখ: ২৫ অক্টোবর ২০২৫ (শনিবার)
🕙 সময়: সকাল ১০টা – বিকেল ৪টা

ক্যাম্পের উদ্বোধন করেন উদারতা যুব ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জুবায়ের আহম্মেদ শিমুল। সভাপতিত্ব করেন পুইজালা ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা মাসুদুজ্জামান রানা।
এমবিবিএস চিকিৎসকদের মাধ্যমে মেডিসিন, গাইনী ও মা-শিশু বিষয়ক চিকিৎসা সেবা গ্রহণ করেন তিন শতাধিক রোগী। পাশাপাশি ফ্যামিলি হেলথ কেয়ারের ল্যাব প্রধান সোহাগের নেতৃত্বে চার শতাধিক মানুষের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ধারণ সম্পন্ন হয়।

এই আয়োজনকে সফল করতে পাশে ছিলেন স্বাধীন, ফুয়াদ, দেলোয়ার, শাহিন, সোহেল, সুমাইয়া, রহমত, শামীম, মোস্তাকিম, রা‌শেদ সহ অসংখ্য স্বেচ্ছাসেবক। ❤️

মানবতার সেবা—এটাই আমাদের শক্তি, এটাই উদারতা। ✨
#সেবাইআমাদেরঅঙ্গীকার

🌿🏆 মানবতার পথে উদারতার গর্বিত স্বীকৃতি 🏆🌿উপকূলের মানুষ ও মানবতার জন্য নিরলস কাজের স্বীকৃতি হিসেবে উদারতা যুব ফাউন্ডেশন আ...
16/10/2025

🌿🏆 মানবতার পথে উদারতার গর্বিত স্বীকৃতি 🏆🌿

উপকূলের মানুষ ও মানবতার জন্য নিরলস কাজের স্বীকৃতি হিসেবে উদারতা যুব ফাউন্ডেশন আজ পেয়েছে দৈ‌নিক কাল‌বেলা কর্তৃক প্রদত্ত সম্মাননা স্মারক।
এ অর্জন শুধু উদারতার নয় — এটি প্রতিটি স্বেচ্ছাসেবকের আন্তরিকতা, ভালোবাসা ও দায়িত্ববোধের প্রতিফলন।
মানবতার সেবায় আমাদের পথচলা আরও দৃঢ় হোক,
স্বপ্ন থাকুক সেই উপকূলের মুখে হাসি ফোটানোর।

উদারতা মানেই মানুষ, উদারতা মানেই অনুপ্রেরণা। 💫

#কাল‌বেলা #‌স্বেচ্ছা‌সেবক

📚✨দু’চোখ ভরা স্বপ্ন নি‌য়ে দূরন্ত বে‌গে উপকূ‌লের শিক্ষা অঙ্গনে এগিয়ে চ‌লে‌ছে উদারতা যুব ফাউন্ডেশন। 🌊উপকূলীয় এলাকার মেধাব...
16/10/2025

📚✨
দু’চোখ ভরা স্বপ্ন নি‌য়ে দূরন্ত বে‌গে উপকূ‌লের শিক্ষা অঙ্গনে এগিয়ে চ‌লে‌ছে উদারতা যুব ফাউন্ডেশন। 🌊
উপকূলীয় এলাকার মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় এগিয়ে নিতে উদারতার “AMF” শিক্ষাবৃত্তি হয়ে উঠেছে এক অনন্য আশীর্বাদ। উদারতা যুব ফাউন্ডেশন শুধু বৃ‌ত্তি প্রদান ক‌রে না মেধাবী মেন্টর নি‌য়ে এসে দুই বছর যাবৎ তা‌দের গাইডলাইনের ভিতর রা‌খে যার ফলাফল জয়নাব আক্তার সুমা 🌟
🎉 ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করায় আশাশুনি সরকারি কলেজ এর মেধাবী শিক্ষার্থী জয়নাব আক্তার সুমা -কে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। 💐
উদারতা পরিবার তার এই সাফল্যে গর্বিত। ❤️

আন্ত‌রিক কৃতজ্ঞতাঃ আ শি ক ( উদারতা'র শিক্ষা বিভাগের প্রধান) এবং তার টিম‌কে অক্লান্ত প‌রিশ্রম করার জন‌্য।

🌸🙏 শারদীয় শুভেচ্ছা 🙏🌸হিন্দু ধর্মাবলম্বী সকল ভাই-বোনকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।শারদীয় দুর্গোৎসব হোক ভ্রাতৃত্ব, ...
27/09/2025

🌸🙏 শারদীয় শুভেচ্ছা 🙏🌸

হিন্দু ধর্মাবলম্বী সকল ভাই-বোনকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
শারদীয় দুর্গোৎসব হোক ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন দৃঢ় করার উপলক্ষ।
আপনার জীবন ভরে উঠুক শান্তি, আনন্দ ও সমৃদ্ধিতে।
অশুভ শক্তির বিনাশ হোক, সত্য ও শুভ শক্তির জয় হোক।

শুভেচ্ছান্তে,
উদারতা যুব ফাউন্ডেশন।

উপকূ‌লের সব থে‌কে বৃহৎ মেধা উৎসব এ আপনা‌কে সাদর আমন্ত্রন রইল।
21/09/2025

উপকূ‌লের সব থে‌কে বৃহৎ মেধা উৎসব এ আপনা‌কে সাদর আমন্ত্রন রইল।

🏡 একটি ঘর, এক জীবনের স্বপ্নপূরণ 🌸নজরুল ইসলামের মেয়ের বিয়ে ঠিক হলেও, না ছিল নিজের ঘর, না ছিল নিরাপদ আশ্রয়। দুঃশ্চিন্তা...
16/09/2025

🏡 একটি ঘর, এক জীবনের স্বপ্নপূরণ 🌸

নজরুল ইসলামের মেয়ের বিয়ে ঠিক হলেও, না ছিল নিজের ঘর, না ছিল নিরাপদ আশ্রয়। দুঃশ্চিন্তার ভারে নুয়ে পড়েছিলেন তিনি।
ঠিক তখনই উদারতা যুব ফাউন্ডেশন এগিয়ে এসেছে—তার হাতে তুলে দিয়েছে একটি নতুন ঘর। যেখানে কন্যার হাসি, পরিবারের স্বপ্ন আর ভালোবাসার আলো জ্বলবে নতুন করে।
একটি ছোট্ট উদ্যোগ বদলে দিতে পারে একটি পুরো পরিবারের ভবিষ্যৎ। আজ নজরুল ইসলামের চোখের জল আনন্দাশ্রুতে পরিণত হয়েছে—আর সেটিই আমাদের সবচেয়ে বড় অর্জন।
💙 আসুন, আমরা সবাই মিলে পাশে দাঁড়াই মানবতার—কারণ ভালোবাসাই পৃথিবীর সবচেয়ে বড় শক্তি।
#উদারতা_যুব_ফাউন্ডেশন #মানবতার_জয় #নতুন_আশ্রয় #ভালোবাসার_বিজয়

Address


Alerts

Be the first to know and let us send you an email when News Bayanno posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Media Company?

Share