31/05/2023
#মধ্যবিত্ত
মধ্যবিত্ত ফ্যামিলিতে জন্ম নেওয়াটা যে কতটা শুখের, সেটাতো যারা মধ্যবিত্ত পরিবারে ছেলে হয়ে জন্মেছে, তারাই ভালো জানে।
একবার পরিবারের সমস্যায় পরলে, পৃথিবীতে আরকিছু ভালো লাগেনা।
এখানে বড় সুখ হলো, সবার মুখের একটু হাসি দেখা।
এদিকে নিজের হাজারটা কষ্ট সবার চোখের আড়ালে লুকিয়ে রাখতে হয়,,
তারপরও সবার সামনে হাসির অভিনয় করে সবাইকে বুঝাতে হয় আমার মতো সুখী কেউ নেই।
হ্যাঁ, আমরা মধ্যবিত্ত...
-পরিবারের চাপ মাথার উপর,
মায়ের স্বপ্ন, বাবার স্বপ্ন পরিবারের সবার চাহিদা, সবার স্বপ্ন, সব কিছুই এই মধ্যবিত্ত ফ্যামেলির ছেলেটার উপর।
তারপরেও হাসিমুখে বলতে হয়, আমি ঠিক আছি, অনেক ভালো আছি।
-মায়ের দেখা সেই পুরোনো স্বপ্নটাও আজকে পুরোন করতে ব্যার্থ হচ্ছি,,
কারণ, আমি মধ্যবিত্ত, আমার যে পকেট ভর্তি টাকা নেই।
এর থেকে বড় কষ্ট আর কি হতে পারে,
আমি সন্তান হয়েও মায়ের দীর্ঘ দিনের দেখা একটা স্বপ্ন পুরোন করতে অক্ষম হচ্ছি।
অনেক জোরে জোরে কাঁদতে ইচ্ছে হয়, কিন্তু পারিনা, কারন আমি মধ্যবিত্ত, আর মধ্যবিত্তদের কাঁদতে নেই।
মধ্যবিত্ত পরিবারের ছেলেরা শুধু পারে সবাইকে সান্ত্বনা দিতে, নিজের কলিজা কেটে হলেও সবার মুখে একটু হাসি ফোটানো।
এরা পারে নিজের স্বপ্ন গুলো ভুলে পরিবারের সবার স্বপ্নগুলো পুরোন করতে।
কিন্তু অনেক সময় কারো কিছু স্বপ্ন পুরোন করতে ব্যার্থ হয়, কারণ স্বপ্ন গুলো একটু বড় থাকে, যা টাকার কাছে হার মেনে যায়।।
আমাদের কোনো ভালো দামি জিনিস ভালো লাগা মানা, বড় বড় রেস্টুরেন্টের ভেতর বসে খাবার ইচ্ছে যাগা মানা, মা-বাবার জন্য দামি ভালো কিছু উপহার দেয়ার কথা ভাবতে মানা, বড়লোক বন্ধুদের সাথে ঘুরতে বা মিশতে মানা, কারণ আমরা মধ্যবিত্ত, আমাদের বড় স্বপ্ন দেখা মানায়না,,,,, আমাদের স্বপ্ন আছে কিন্তু সাধ্য নেই,,
আমি মধ্যবিত্ত ভাই, এমন অনেক ইতিহাস আমাদের জীবনে ঘটে যায়,,,,কারন সব কিছুর পরেও আমরা স্বপ্ন দেখতে ভালোবাসি।
-আমাদের লিখা Status শুধু পড়তে পারবা,,
-আমাদের সমস্যা গুলি শুনতে পারবা,,
-কিন্তু আমাদের চাপা কষ্ট বুঝতে পারবা না
একটা মধ্যবিত্ত পরিবারের ছেলেই জানে বাস্তবতা কি.
এরকম সুন্দর সুন্দর গল্প পেতে পেজটাতে লাইক দিয়ে ফলো দিয়ে সাথে থাকবেন..!!