Muhamnad Emon

Muhamnad Emon আমি আমার কাজ করতে ভালোবাসি
(3)

03/08/2024

ছাত্রদের পক্ষে কথা বলার জন্য নির্দিষ্ট কোন রাজনৈতিক দলের নেতা-কর্মী হওয়া লাগে না!🤫 কেবল শিক্ষা,মনুষ্যত্ব, ব্যক্তিত্ব,বিবেক-বুদ্ধি জাগ্রত থাকলেই সত্য ও ন্যায়ের পক্ষে কথা বলা যায়!✊

03/08/2024

পুলিশ পদত্যাগ করছেন, আইনজীবীরা মুখ খুলছেন, শিক্ষকরা রাজপথে নামছেন, প্রবাসীরা সংহতি জানাচ্ছেন, সাংবাদিক কথা বলছেন, কতক্ষন দমিয়ে রাখবেন? শুরু হয়ে গেছে কিন্তু.... বসন্ত এভাবেই আসে!

12/07/2023
03/02/2023

আল্লাহ কে দেখে যেভাবে দ্বীনের পথে আসলেন পাইলট। নজরুল ইসলাম কাসেমী।
me

শুভ শুভ শুভদিন প্রাণ প্রিয় MD Mobarak স্যারের জন্মদিন          (মিজার্খীল উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ)শুভ হোক আপনার আগামী দি...
03/02/2023

শুভ শুভ শুভদিন প্রাণ প্রিয় MD Mobarak স্যারের জন্মদিন
(মিজার্খীল উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ)
শুভ হোক আপনার আগামী দিন গুলো।

#আজকে এই আনন্দঘন মূহুর্তে আপনাকে জন্মদিনের অসংখ্য শুভ কামনা ও অভিনন্দন জানায়।
আপনি কেবল আমাদের এক জন্য শুধু শিক্ষক নন,আপনি একজন উত্তম অভিভাগ,আপনি একজন পরামর্শক ও পথ নির্দেশক,আপনার মতো এক জন্য শিক্ষক পেয়ে আমি সত্যি গর্বিত,আল্লাহর কাছে আপনার সুস্থতা ও দীর্ঘজীবি কামনা করি,আপনার সব সময় সুন্দর জীবন অতিবাহিত করেন সেই শুভ কামনা করি।
আপনার ইচ্ছা গুলো পূর্ণতা হোক...আমিন।

01/02/2023

-কিছু কিছু মানুষের কাছে ৫০০টাকা কোন দাম নেই...!!!
me

2022 সালের ঘটনা যা কখনোই ইতিহাসের পাতা থেকে মুছে ফেলা সম্ভম নয়😭😭
30/12/2022

2022 সালের ঘটনা যা কখনোই ইতিহাসের পাতা থেকে মুছে ফেলা সম্ভম নয়😭😭

"হযরত মুসা (আঃ) একদিন আল্লাহর কাছে জিজ্ঞাসা করলেনঃ"হে প্রভু! আমার অনুসারীদের মধ্যে কে সবচেয়ে বড় পাপি?" :আল্লাহর উত্তরঃ ...
23/12/2022

"হযরত মুসা (আঃ) একদিন আল্লাহর কাছে জিজ্ঞাসা করলেনঃ
"হে প্রভু! আমার অনুসারীদের মধ্যে কে সবচেয়ে বড় পাপি?"
:
আল্লাহর উত্তরঃ "যে ব্যক্তি সর্বপ্রথম এই পথ অতিক্রম করবে, সে ব্যক্তি-ই হলো তোমার অনুসারীদের মধ্যে বড় পাপি"
:
আল্লাহর কথানুযায়ী হযরত মুসা (আঃ) বসে দেখছেন, কিছুক্ষণ পর দেখলেন এক ব্যাক্তি ছোট একটি ছেলেকে কোলে করে পথ অতিক্রম করছে।
হযরত মুসা (আঃ) বুঝে ফেললেন এই সেই বড় পাপি
:
হযরত মুসা (আঃ) আল্লাহ কে বললেনঃ হে"প্রভু, এখন আমাকে সবচেয়ে নেকী মানুষটিকে দেখান।"
:
আল্লাহর উত্তরঃ "সূর্য ডুবার সাথে সাথে যে লোকটি তোমার পূর্বস্থান দিয়ে চলে যাবে সেই হইলো সবচেয়ে নেকী"
:
হযরত মুসা (আঃ) সূর্য ডুবার বেশ আগের থেকে বসে রইলেন যেই সূর্য ডুবছিলো দেখলেন সে সকালের ঐ ব্যাক্তি-ই ছোট ছেলেকে কোলে করে ফিরে যাচ্ছে।

মুসা (আঃ) হতভম্ব হয়ে আল্লাহকে জিজ্ঞাসা করলেনঃ "প্রভু একই ব্যক্তি মহা পাপি আবার মহা নেকী" .
:
আল্লাহ বললেনঃ "হে- মুসা! সকালে যখন এই ব্যাক্তি ছেলেকে সাথে নিয়ে তোমাকে অতিক্রম করে জঙ্গলে প্রবেশ করলো, তখন কোলের ছেলেটি বাবাকে প্রশ্ন করে ছিলো, বাবা!
এই জঙ্গল কতবড়?
বাবা উত্তরে বলেছিলো,অনেক বড়।

ছেলে আবার প্রশ্ন করলো, বাবা! জঙ্গল থেকে কি বড় কোনো কিছু আছে?
তখন বাবা বলেছিলো, হ্যাঁ বাবা! ঐ পাহাড়গুলো জঙ্গল থেকে বড়। ছেলে পুনরায় প্রশ্ন করলো,পাহাড় থেকে কি বড় কিছু আছে?
বাবা বললো, আছে, এই আকাশ।

ছেলে আবার প্রশ্ন করলো, আকাশ থেকে কি বড় কিছু আছে?
সেই ব্যক্তি বললো, হ্যাঁ, আমার পাপ এই আকাশ থেকেও বড়। ছেলে বাবার এ উত্তর শোনে বললো, বাবা!

তোমার পাপ থেকে বড় কি কোনো কিছু নেই?
তখন বাবাটি চিৎকার দিয়ে ছেলেটিকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বললো আমার পাপ থেকেও অনেক অনেক বড় আমাদের আল্লাহর রহমত।
:
হে-মুসা! এই ব্যক্তির পাপের অনুভূতি ও অনুশোচনা আমার এতোই পছন্দ হয়েছে যে সবচেয়ে পাপি ব্যক্তিকে সবচেয়ে' নেকী ব্যক্তি বানিয়ে দিয়েছি।
মনে রেখো আমার শাস্তির হাত থেকে ক্ষমার হাত বহুগুন বড়।
:
হে আল্লাহ আপনি আমাদের সকলকে পিছনের গুনাহসমূহ ক্ষমা করে সামনের দিনগুলোকে সত্যপথে চলার তাওফিক দান করুন"
আমিন।

23/12/2022

হিন্দু বাড়িতে ইসলামীক কোনো চ্যানেল চলে না.......
আর মুসলিমদের ঘরে,,,,
রাম চন্দ্রের সিরিয়াল চলে
তাহলে দ্বীন ফিরে আসবে কি ভাবে?

..আলহামদুলিল্লাহ.. ৪৮ বছর ধরে গবেষণা করে ইসলাম ধর্ম গ্রহণ করলেন হেড-মাস্টার সুব্রত.
21/12/2022

..আলহামদুলিল্লাহ..
৪৮ বছর ধরে গবেষণা করে ইসলাম ধর্ম গ্রহণ করলেন
হেড-মাস্টার সুব্রত.

ঐ দিন কে ভয় করো,,যে দিন তোমার মুখে তালা লাগিয়ে দেওয়া হবে আর তোমার হাত -পা কৃতকর্মের সাক্ষী  দিবে!সুরা ইয়াসিন(৬৫)
20/12/2022

ঐ দিন কে ভয় করো,,
যে দিন তোমার মুখে তালা লাগিয়ে দেওয়া হবে আর তোমার হাত -পা কৃতকর্মের সাক্ষী দিবে!

সুরা ইয়াসিন(৬৫)

রাসুল (সা.) বলেন, ‘যে ব্যক্তি দুই ঠা'ণ্ডার সময়ের নামাজ আদায় করবে, সে জা'ন্নাতে প্রবেশ করবে।’ (বুখারি, হাদিস : ৫৭৪)
19/12/2022

রাসুল (সা.) বলেন, ‘যে ব্যক্তি দুই ঠা'ণ্ডার সময়ের নামাজ আদায় করবে, সে জা'ন্নাতে প্রবেশ করবে।’ (বুখারি, হাদিস : ৫৭৪)

19/12/2022

কাউকে কষ্ট দেয়ার সময় হিসেব করে দিতে হয়। সেই কষ্ট আপনার কাছে ফিরে এলে, হজম করতে পারবেন তো?

কাউকে কষ্ট দেয়ার প্রেক্ষিতে সেও আপনাকে কষ্ট দিলে হিসেব কিছুটা সমান সমান হয়ে যায়। কিন্তু, কাউকে কষ্ট দেয়ার পর সে যদি চুপ হয়ে যায়,উল্টো আপনাকে আঘাত না করে। তাহলে তো মহা বিপদ।
স্বয়ং সৃষ্টিকর্তা সেই হিসেব নিতে বসলে, আপনার কি হবে? ভেবে দেখেছেন কখনো?

আমরা আসলে এসব ভেবে দেখিনা। তাই প্রতি নিয়ত মানুষের সাথে প্রতারণা করে যাই, ঠকিয়ে যাই, অন্যের হক মেরে খাই, দিনশেষে একটা অবলীল মানুষের বিশ্বাস ভেঙে দিয়ে, হারিয়ে যাই। ভুলে যাই~ উপরেও কেউ একজন বসে আছেন।
যে সবটা দেখেন, সবটা শুনেন। 🍂

তরবারির আঘাতের ক্ষতের প্রতিষেধক আছে, কিন্তু জিহবার ক্ষতের কোন প্রতিষেধক নেই’। ইয়া আল্লাহ~ আমাদের জিহবার গুনাহের থেকে রক্ষা করো 🤲

09/10/2022

আলহামদুলিল্লাহ! আজকে আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাহু আলাইহি ওয়াসালাম জন্মগ্রহণ করেছিলেন। চলুন আমরা সবাই আমার নবীর উপর একবার দুরুদ শরিফ পরি❤️❤️

اَللّٰهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ، وَعَلَى آلِ مُحَمَّدٍ، كَمَا صَلَّيتَ عَلَى إِبْرَاهِيمَ، وَعَلَى آلِ إِبْرَاهِيْمَ، إِنَّكَ حَمِيْدٌ مَجِيْدٌ، اَللّٰهُمَّ بَارِكْ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ، كَمَا بَارَكْتَ عَلَى إِبْرَاهِيمَ وَعَلَى آلِ إِبْرَاهِيمَ، إِنَّكَ حَمِيْدٌ مَجِيْدٌ

হে আল্লাহ! আপনি (আপনার নিকটস্থ উচ্চসভায়) মুহাম্মাদকে সম্মানের সাথে স্মরণ করুন এবং তাঁর পরিবার-পরিজনকে, যেমন আপনি সম্মানের সাথে স্মরণ করেছেন ইবরাহীমকে ও তাঁর পরিবার-পরিজনদেরকে। নিশ্চয় আপনি অত্যন্ত প্রশংসিত ও মহামহিমান্বিত। হে আল্লাহ! আপনি মুহাম্মাদ ও তাঁর পরিবার পরিজনের উপর বরকত নাযিল করুন যেমন আপনি বরকত নাযিল করেছিলেন ইবরাহীম ও তাঁর পরিবার-পরিজনের উপর। নিশ্চয় আপনি অত্যন্ত প্রশংসিত ও মহামহিমান্বিত।
বুখারী, (ফাতহুল বারীসহ) ৬/৪০৮, নং ৩৩৭০; মুসলিম, নং ৪০৬।

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর উপর দরূদ পাঠের ফযীলত❤️
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “যে ব্যক্তি আমার উপর একবার দরূদ পাঠ করবে, তার বিনিময়ে আল্লাহ্ তার উপর দশবার দরুদ পাঠ করবেন।” [১]

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, “তোমরা আমার কবরকে ঈদ তথা সম্মিলনস্থলে পরিণত করবে না, আর তোমরা আমার উপর দরূদ পাঠ কর;কেননা তোমাদের দরূদ আমার কাছে পৌঁছে যায়, তোমরা যেখানেই থাক না কেন।” [২]

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, “যার সামনে আমার নাম উল্লেখ করা হলো অতঃপর সে আমার উপর দরূদ পড়লো না, সে-ই কৃপণ।” [৩]

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, “পৃথিবীতে আল্লাহর একদল ভ্রাম্যমাণ ফেরেশতা রয়েছে যারা উম্মতের পক্ষ থেকে প্রেরিত সালাম আমার কাছে পৌঁছিয়ে দেয়।” [৪]

রাসুলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, “যখন কোনো ব্যক্তি আমাকে সালাম দেয়, তখন আল্লাহ আমার রূহ ফিরিয়ে দেন, যাতে আমি সালামের জবাব দিতে পারি।” [৫]❤️❤️❤️🌹🌹🌹

💠,,বিয়ের পর বউ এর সাথে প্রথম রাতটা কেমন কাটাবো, সেটা নিয়ে আমাদের সবারই কতো জল্পনা কল্পনা।💠 কিন্তু মৃত্যু পর কবরে প্রথম র...
08/10/2022

💠,,বিয়ের পর বউ এর সাথে প্রথম রাতটা কেমন কাটাবো, সেটা নিয়ে আমাদের সবারই কতো জল্পনা কল্পনা।

💠 কিন্তু মৃত্যু পর কবরে প্রথম রাত টা কেমন কাটবে,সেটা নিয়ে কি আমরা এক বারও ভাবি.....??? সে দিন সগবাস হবে কবরের মাটি,, ঘুটঘুটে অন্ধকার,, ভয়ংকর পোকামাকড়ের সাথে। সেই দিন কবর আমাদের কে জড়িয়ে ধরবে,, ( দুই পাশের মাটি দুই পাশ থেকে চাপা দিবে),,,। এতো জোরে জরিয়ে ধরবে যে ডান পাজেড় হাড় বাম পাজড়ে ঢুকে যাবে,, বাপ পাজড়ের হাড় ডান পাজরে ঢুকে যাবে,,, সাপ বিচ্ছু ইত্যাদি পোকা মাকড়ের চুমু দিবে দংশন / কামড় দিবে। আরো অন্যান্য শাস্তি গুলো তো আছেই,। সেই দিন কেমন লাগবে,। জাহান্নাম তো অনেক পরে,,। কবরের কথা ভাবলে কী বুকটা কেপে উঠে না,,,
কিন্তু আমারা তো ব্যাস্ত দুনিয়ার রং তামাসায়। অপর দিকে লাশের খাটলি টা আমাদের অপেক্ষা,, খুব একটা দেরি হয় নাই। এখনো সময় আছে। চলেন না হারাম কাজ গুলো ছেড়ে একটু নেক আমল করি বিশ্বাস করেন আল্লাহ অল্প তেই খুশি হয়ে যাবে,,,,,
কপি পোস্ট

08/10/2022

_____সূরা মূলক-এর আমল করছেন তো? না হলে এখন থেকে শুরু করে দিন 🥰_____

-হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, কুরআন মাজিদে ৩০ (ত্রিশ) আয়াত বিশিষ্ট একটি সূরা রয়েছে, যা তার তেলাওয়াতকারীকে ক্ষমা করে দেয়ার আগ পর্যন্ত তার জন্য সুপারিশ করতেই থাকবে। আর সুরাটি হলো تَبَارَكَ الَّذِي بِيَدِهِ الْمُلْكُ অর্থাৎ সুরা মূলক।’ (মুসনাদে আহমদ, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ)

- রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, ‘আমার মন চায় প্রত্যেক মুমিনের হৃদয়ে যেন সুরা মূলক মুখস্ত থাকে।’ (বাইহাকি)

-রাসুলুল্লাহ (সা:) সুরা মূলক না পড়ে ঘুমাতেন না__🥰

08/10/2022

ভয় কর তাঁকে, যিনি তোমাদেরকে এবং তোমাদের পূর্ববর্তী লোক-সম্প্রদায়কে সৃষ্টি করেছেন।

(সূরা শু'য়ারা ১৮৪)

02/10/2022

Alhamdulillah..
me

اللَّهُمَّ أَجِرْنِي مِنَ النَّارِউচ্চারণ : আল্লাহুম্মা আঝিরনি মিনান নার।অর্থ : ‘হে আল্লাহ! আমাকে জাহান্নামের আগুন থেকে ...
30/09/2022

اللَّهُمَّ أَجِرْنِي مِنَ النَّارِ
উচ্চারণ : আল্লাহুম্মা আঝিরনি মিনান নার।
অর্থ : ‘হে আল্লাহ! আমাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা কর।’

হায়রে মানব জীবন! রাত ২.৩০ টায়  #রোগীটা মারা গেল। বয়স প্রায় ৭০, সাথে শুধু স্ত্রী।জিজ্ঞেস করলাম, বাড়িতে খবর দিয়েছেন? ...
10/09/2022

হায়রে মানব জীবন!
রাত ২.৩০ টায় #রোগীটা মারা গেল।
বয়স প্রায় ৭০, সাথে শুধু স্ত্রী।
জিজ্ঞেস করলাম, বাড়িতে খবর দিয়েছেন? রোগী তো সন্ধ্যা থেকেই খারাপ ছিলো।
কেউ আসেনি?
এরপর এক #নিষ্ঠুর বাস্তবতার মুখোমুখি হলাম যার জন্য আমার কোন মানসিক প্রস্তুতি ছিল না--
#রোগীর দুই ছেলে, #বড় জন সৌদি আরব, #ছোট ছেলে বাড়িতে। বড় ছেলের জোরাজুরিতেই হাসপাতালে আসা। ছোট ছেলের আপত্তি অগ্রাহ্য করে কেন হাসপাতালে আনা হলো, এই অপরাধে বৃদ্ধ বাবাকে একবারও দেখতে আসেনি সে। উল্টো তাকে বাবার খারাপ অবস্থা জানানো হলে তার ভাষ্য ছিলো-
" আমি তো হাসপাতালে নিতে বলিনাই, #সৌদি থিকা আইসা বাপেরে দেইখা যাইতে কও"

জিজ্ঞেস করলাম, #আত্মীয়_স্বজন….??

জানালো কেউ আসবে না, যখন তাদের #প্রয়োজন ছিল তখন এসেছে।
এখন লাশ নিতে আসলে যদি দুই #পয়সা খরচ করতে হয়..!
রাত ২.৩০ টায় ষাটোর্ধ্ব নারী তার সদ্য #প্রয়াত #স্বামীকে নিয়ে একটি উপজেলা #হাসপাতালের ওয়ার্ডে,
সাথে নেই কোন চেনা মুখ…!!
কল্পনা করতেও বোধহয় কষ্ট হয়…!!
আমাকে জিজ্ঞেস করলেন, কয়টা বাজে বাবা ?
#আজান দিতে আর কতক্ষণ…..??
আমি বললাম বেশিক্ষণ না, দুই-আড়াই ঘণ্টা….!!

ভদ্রমহিলা আমার হাত ধরে ফেললেন-
"আমারে হাসপাতাল থেকে বাইর করে দিয়েন না, সকাল হইলেই ভ্যান নিয়া চইলা যামু"!

শোকার্ত নারীটি যেন ঠিকমতো #শোক প্রকাশ করারও সুযোগ পাচ্ছে না। একবার লাশের কাপড় ঠিক করছে, কিছুক্ষণ #দোয়া পড়ছে, কিছুক্ষণ আস্তে আস্তে #কান্না করছে, আবার একা একা এই #লাশ বাড়ি পর্যন্ত কিভাবে নিয়ে যাবে সেটাও বোধহয় আনমনে ভাবছে।

আমি শুধু তার মাথায় হাত রেখে আস্তে করে বলতে পারলাম, "থাকেন, কোন সমস্যা নাই"।

#ওয়ার্ড থেকে বের হয়ে ৭০ বছরের বৃদ্ধের দিকে তাকিয়ে ভাবতে লাগলাম #জীবন টা ঠিক কতটা #নিষ্ঠুর হতে পারে !!
শেষ পরিণতি হিসেবে #মৃত্যুর পর #লাশটা নেওয়ার মানুষটাও নেই।
আহারে জীবন……..!!

এই জীবন নিয়ে আবার কত #বড়াই আমাদের # কত বড়াই জায়গা-জমি নিয়ে….!!
অথচ ঠিকমতো #দাফন_কাফন পাবো কিনা তার কোন নিশ্চয়তা নেই! 😭😢😭😢😭😢

-ডা: মোঃ সেলিম

Address

Satkania

Website

Alerts

Be the first to know and let us send you an email when Muhamnad Emon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Muhamnad Emon:

Videos

Share

Nearby media companies