Ema Akter

Ema Akter Ema Akter ready to give you full computer skill and freelancing service.

অনলাইন ক্যারিয়ারের সুবিধাঅনলাইনে ব্যবসা অনলাইন ব্যবসা হিসেবে নিজেকে নিয়োজিত করলে যে সকল সুবিধা পাবেন তা হলোঃঘরে বসে কাজ...
15/01/2023

অনলাইন ক্যারিয়ারের সুবিধা
অনলাইনে ব্যবসা অনলাইন ব্যবসা হিসেবে নিজেকে নিয়োজিত করলে যে সকল সুবিধা পাবেন তা হলোঃ

ঘরে বসে কাজ করা যায়
এটি একটি মুক্ত পেশা তাই কাউকে জবাবদিহিতা করতে হয় না
নিজের পছন্দমতো সময়ে কাজ করা যায়
অপছন্দের কাজ গুলো এড করা যায়
আপনি যে সকল কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন শুধুমাত্র সে সকল কাজ করেই নিজের ক্যারিয়ার করতে পারেন
অফিস বা অফিস ম্যাটেরিয়াল এর প্রয়োজন হয় না
কোন রকম ইনভেস্ট করার প্রয়োজন নেই
এখান থেকে যত ইচ্ছা তত ইনকাম করা সম্ভব
এখানে নির্ধারিত কোন সেলারি থাকেনা তাই আপনি যত কাজ করবেন তত ইনকাম করতে পারবেন

অনলাইনে কিভাবে নিজের ক্যারিয়ার গড়বেন। কি শুনতে অবাক লাগছে তাই তো? কিন্তু এটাই সত্য বর্তমানে বিভিন্ন পেশার পাশাপাশি অনল...
15/01/2023

অনলাইনে কিভাবে নিজের ক্যারিয়ার গড়বেন। কি শুনতে অবাক লাগছে তাই তো? কিন্তু এটাই সত্য বর্তমানে বিভিন্ন পেশার পাশাপাশি অনলাইনেও নিজের ক্যারিয়ার গড়া সম্ভব। অনলাইনের মাধ্যমে বিভিন্ন পেশায় নিজেকে নিয়োজিত করে স্বাবলম্বী করতে পারেন আপনার বর্তমান এবং ভবিষ্যৎ। অনলাইন পেশাগুলোর মধ্যে বেশিরভাগ স্বাধীন পেশা। অনেকেই অনলাইনে বিভিন্ন নিজেকে নিয়োজিত করে তাদের ক্যারিয়ার গড়েছেন এবং অনলাইন এ আয় করছেন লক্ষ লক্ষ টাকা।

বর্তমানের চাকরির বাজার কতটা প্রতিযোগিতামূলক এটা কারো অজানা নয়। অনেকেই উচ্চশিক্ষা লাভ করে বিভিন্ন চাকরির পেছনে দৌড়াচ্ছেন। কিন্তু চাকরি নামের সোনার হরিণ টি ধরা দিচ্ছে না। এমতাবস্থায় আপনি যদি অনলাইনে বিভিন্ন কাজ করে আয় করতে পারেন তাহলে চাকরি নামের সোনার হরিণের পেছনে আর দৌড়াতে হবে না।

আত্মকর্মসংস্থানের গুরুত্ব;১. কর্মসংস্থানের প্রধান উৎস সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান। জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে শ্রম জীবী...
13/01/2023

আত্মকর্মসংস্থানের গুরুত্ব;
১. কর্মসংস্থানের প্রধান উৎস সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান। জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে শ্রম জীবী ও চাকরীজীবি লোকের সংখ্যা বেড়েছেভ কর্মসংস্থানের চাহিদা যে হারে বৃদ্ধি পায় সে হারে কর্ম সংস্থানের বাড়ে না।

২. অন্যান্য পেশায় আয়ের সম্ভাবনা সীমিত । কিন্তু আত্মকর্মসংস্থানের থেকে প্রথমে কম আয় হলেও ধীরে ধীরে আয় বাড়তে থাকে ।

৩. আত্মকর্মসংস্থানে নিয়োজিত ব্যক্তিদের সামাজিক মর্যাদা বৃদ্ধি পায়।

৪. আত্মকর্মসংস্থানের মানসিকতা যুবসমাজকে দেশপ্রেম ও সেচ্ছামূলক কাজে উৎসাহিক করে।

৫. আত্মকর্মসংস্থানের জন্য বয়স কোনো সমস্যা নয় এর মাধ্যমে যে কোনো বয়সের মানুষ তার দক্ষতা অনুযায়ী অর্থ উর্পাজন করতে পারে।

৬. আত্মকর্মসংস্থানের সাথে যুক্ত থাকলে তরুনরা কোনো সমাজ বিরোধী কজে লিপ্ত হয় নৃ।

৭. আত্মকর্মসংস্থানের মূল এবং বড় মুলধন হলো নিজের দক্ষতা।

৮. আত্মকর্মসংস্থান একটি স্বাধীন পেশা । তাই এখানে নিজের বাড়িতে কাজ করা যায় আলাদা খরচ করতে হয় না।

আলহামদুলিল্লাহ!!সারা বাংলাদেশ থেকে ৩০০ ফ্রিল্যান্স মার্কেটারদের নিয়ে আজকে Success Biz Family কর্তৃক চমৎকার একটি Lucky C...
13/01/2023

আলহামদুলিল্লাহ!!
সারা বাংলাদেশ থেকে ৩০০ ফ্রিল্যান্স মার্কেটারদের নিয়ে আজকে Success Biz Family কর্তৃক চমৎকার একটি Lucky Coupon Program আয়োজিত হয়েছে!!!



The future Begins here

ছোট্ট স্বাধীন এই দেশের কয়েকটি সমস্যার মধ্যে অন্যতম একটা সমস্যা হলো বেকারত্ব। সমস্যা এত প্রকট যে এশিয়া মহাদেশের মধ্যে আমা...
12/01/2023

ছোট্ট স্বাধীন এই দেশের কয়েকটি সমস্যার মধ্যে অন্যতম একটা সমস্যা হলো বেকারত্ব। সমস্যা এত প্রকট যে এশিয়া মহাদেশের মধ্যে আমাদের এদেশ দ্বিতীয় স্থানে। ১০ বছর আগে এদেশে প্রায় ১২ লাখ মানুষ বেকার ছিল। কিন্তু বর্তমান দ্বিগুণ হয়ে বেকার জনসংখ্যা দাঁড়িয়েছে প্রায় ২৭ লাখে। বেকারত্ব আমাদের জন্য যেন একটা অভিশাপে হয়ে গেছে। কর্মসংস্থান না পেয়ে লাখো যুবক পথে পথে ঘুরে। চাকরিতে সীমিত পদের জন্য হাজার হাজার আবেদন পড়ে। এত আবেদনকারীর মাঝে নিজেকে অসহায় লাগে। এমন পরিস্থিতিতে চাকরি না পেয়ে দুশ্চিন্তায় কুরে কুরে খায় অগণিত যুবককে। আর যখন কোনো শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় থেকে উচ্চ শিক্ষিত হয়ে বের হয় তার জন্য তো আরো বেদনাদায়ক। চিরায়ত প্রবাদ ‘লেখাপড়া করে যে, গাড়ি-ঘোড়া চড়ে সে’ এটাকে এমনভাবে বলাই যেন মানানসই ‘লেখাপড়া করে যে, বেকার বেশে হয় সে।’ এটা থেকে কি বুঝা যায়, এরা কি যোগ্য নয়? আমাদের দেশে বেকারত্বের মূল কারণ অদক্ষ শিক্ষাব্যবস্থা, স্বজনপ্রীতি, মানসিকতা পরিবর্তনের অভাব, অতিরিক্ত আত্মসম্মানবোধ, পুঁজির অভাব।

16/12/2022

Localmarket place কাজ করার জন্য Skill Test Submit করলাম

14/12/2022

Hello!
Assalamualikum,
Welcome to my page.I am Ema Akter. I am here to help you Technology.
Thank you😊

Address

Satkania, Chattogram
Chittagong
4386

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ema Akter posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ema Akter:

Share

Nearby media companies


Other Digital creator in Chittagong

Show All