Saidpur Darpon

Saidpur Darpon এই মুহূর্তে সংবাদ পেতে পাশে থাকবেন।
(1)

খেলোয়াড় আসে যায়, কেউ কিংবদন্তী হয় কেউ শুধুই খেলোয়াড়ই রয়ে যায়। নেইমারকে নিয়ে অনেক মজা চলে, চলতেই পারে। ২০১৪ বিশ্বকাপে ছ...
26/11/2022

খেলোয়াড় আসে যায়, কেউ কিংবদন্তী হয় কেউ শুধুই খেলোয়াড়ই রয়ে যায়। নেইমারকে নিয়ে অনেক মজা চলে, চলতেই পারে। ২০১৪ বিশ্বকাপে ছেলেটার টূর্ণামেন্ট বীভৎসভাবে বরবাদ করলো এক কলাম্বিয়ান। এবারও প্রথম খেলাতেই সার্বিয়ার সাথে নয়টা ফাউলের মুখোমুখি হয়ে আগামী দুই ম্যাচ খেলতে পারবেনা নেইমার।

আহত হওয়া খেলার অংশ, নেইমারকে নিয়ে মজা করাও খেলার অংশ। মজা করতে করতে একটা ছেলের নৈপূন্যকে গ্রাস করে নেয়া কতটুকু স্পোর্টিং সেটা জানিনা। নেইমার সেলফিশ প্লেয়ার না। গ্রেট লিওনেল মেসি তার বন্ধু এবং বার্সা পিএসজি টিমমেট। আরেক ব্রাজিলিয়ান লিজেন্ড রোনাল্ডিনিও ছিল মেসির গুরু। দিনশেষে তারা আসলে প্রতিযোগী, প্রতিদ্বন্দী নয়। তারা বন্ধু, খেলোয়াড়সুলভ মানসিকতা তাদের অস্তিত্বে বিরাজমান। আমরাও দল সমর্থনে অন্ধ হতে পারি, স্বাভাবিক ব্যাপার। একটা স্কিলড খেলোয়াড় তার পারফর্মেন্স নিয়ে টিকতেই পারছেনা, এটা দূঃখজনক।

বিশ্বসেরাদের খেলোয়াড়ি প্রদর্শনের শ্রেষ্ঠ মঞ্চ এই গ্রেটেস্ট শো অন আর্থ, বিশ্বকাপ ফুটবল। মজায় মজায় অবমূল্যায়িত হয়েই যাচ্ছে ক্ষণজন্মা প্রতিভাগুলো। ব্রাজিল একটি সংঘবদ্ধ টিম, এখানে এককভাবে কেউই সুপার হিরো নয়। নেইমারের উপস্থিতি দলের জন্য শুধুই আত্মবিশ্বাস তৈরীর বিশেষ মাত্রা, নির্ভরতা নয়। সে আগামী দু’ম্যাচ খেলতে পারবেনা, এতে কার কি লাভ জানিনা, যারা এতে আনন্দিত তাদের অভিনন্দন। ব্রাজিল সেকেন্ড রাউন্ডে উঠলে আরো একবার নেইমারকে দেখতে চাই মাঠে, কে জানে ভবিষ্যত কি ! ফিরে এসো নেইমার, ফুটবল তোমাকে ভালবাসে। তুমি অসাধারন কেউ নও, আবার অতি সাধারনও নও, তুমি বিশ্ব ফুটবলের এক দূখী রাজকুমার…

ভালবাসা অবিরাম…

15/10/2022
12/10/2022
28/09/2022

ভাই-বোন❤️❤️

পঞ্চগড়ের আউলিয়া ঘাট দিয়ে তারা দুই ভাই বোন মিলে যাচ্ছিল বদেশ্বরী মন্দিরে পূজা দেখতে। নৌকায় উঠার পর একটু এগুতেই সেটিতে পানি ওঠা শুরু করে। একটু পর ইঞ্জিন বন্ধ হয়ে যায়। এরপরই নৌকাটি তলিয়ে যেতে শুরু করে। শুরু হয় যাত্রীদের হাহাকার। নৌকার সকল যাত্রী পানিতে ডুবে যেতে থাকে। তার সাথে ডুবতে থাকে ভাই-বোন ঈশিতা কলি রায় এবং তর্পণ রায়। পানিতে ডুবতে থাকার সময় ছোট ভাই টেনে তোলে বড় বোনকে।

ঈশিতা-তর্পণ মাড়েয়া বামুন হাট ইউনিয়নের সর্দারপাড়া গ্রামের কৈলাশ চন্দ্র রায় এবং সুচিত্রা রানীর দুই সন্তান। তারা দুইজনই মাড়েয়া উচ্চ বিদ্যলয়ের শিক্ষার্থী। বোন ঈশিতা এবার এসএসসি পরীক্ষা দিচ্ছে। তর্পণ পড়ে ৬ষ্ঠ শ্রেণীতে।

বড়বোন ঈশিতা জানায়, সাঁতার জানতাম । কিন্তু ওড়নায় আমার দুই পা আটকে যায়। আমি খালি ডুবছি আর উঠছি। আর সবাইকে ডাকছি। এমন সময় আমার ছোট ভাই তর্পণ আমার হাত ধরে টানতে থাকে। আমাকে একটি নৌকার কাছে নিয়ে আসে। পরে নৌকাটিতে উঠি। এরপর আর কিছু বলতে পারিনা। বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হওয়ার পর জ্ঞান ফেরে। এই স্মৃতি কোনদিন ভুলতে পারবোনা।

ছোট ভাই তর্পণ জানায়, নৌকাটা ডুবতে থাকলে আমি সাঁতার কাটতে থাকি। পাশে আমার বোন হাবুডুবু খাচ্ছে। আর চিৎকার করে লোকজন ডাকছে। আমি তখন বোনের একটি হাত ধরে ফেলি। এরপর তাকে টানতে থাকি। একটি নৌকা এগিয়ে আসে। আমরা নৌকায় উঠে পড়ি।
©

বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার (০৫ সেপ্টেম্বর ২০২২) বিকেলে নয়াদিল্লীতে হযরত নিজামউদ্দিন আওলিয়া দ...
05/09/2022

বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার (০৫ সেপ্টেম্বর ২০২২) বিকেলে নয়াদিল্লীতে হযরত নিজামউদ্দিন আওলিয়া দরগাহ জিয়ারত করে দোয়া মোনাজাত করেন।

জিয়ারত শেষে দরগাহ পরিদর্শনকালে দরগাহে অনুষ্ঠিত কাওয়ালি প্রধানমন্ত্রী কিছুক্ষণ শুনেন। পরে দরগাহের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে একটি ছবি উপহার দেন। প্রধানমন্ত্রী দরগাহে একটি গিলাপ উপহার দেন।

Today's Best Photo❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
31/08/2022

Today's Best Photo
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️








31/08/2022

কনফিডেন্সে লেভেল হতে হবে হংকং ক্রিকেট টিমের এর আজকের খেলার মতো প্রতিপক্ষ ভারত ১৯৩ টার্গেট দিলেও তারা ৪০ রানের ব্যবধানে হেরে গেছে।
অসাধারণ লড়াই

29/08/2022

ডিজেল-পেট্রোল-অকটেনের লিটারে ৫ টাকা কমানোর সিদ্ধান্ত
** রাতেই প্রজ্ঞাপন জারি করবে জ্বালানি মন্ত্রণালয়

28/08/2022

ভারত পাঁচ উইকেটে জয়ী।
ম্যান অফ দা ম্যাচ নিঃসন্দেহে হার্দিক পান্ডেয়া।

22/08/2022

আগামী বুধবার (২৪ আগস্ট) থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান সপ্তাহে দুই দিন বন্ধ থাকবে।

14/08/2022

সেপ্টেম্বরের শেষ দিকে বিদ্যুতের লোডশেডিং থেকে বেরিয়ে আসা সম্ভব হবে।
বিদ্যুৎ প্রতিমন্ত্রী

05/08/2022

#ব্রেকিং
আজ শুক্রবার রাত ১২টার পর থেকে ডিজেল ১১৪ টাকা, পেট্টোল ১৩০ টাকা, অকটেন ১৩৫ টাকা

03/08/2022

মহাখালীতে বাসের ধাক্কায় পুলিশের এএসআই নিহত
ইন্না-লিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন

28/07/2022

Paragraph: Covid-19

Corona virus which is commonly called Covid - 19 is an infectious disease. It causes illness in the respiratory system of human. It is a new virus that is impacting the whole world badly. It is spreading through contact from person to person.

Covid - 19 was firstly identified in December 2019 in Wuhan the city of China. In March 2020 WHO declared the covid - 19 outbreak the pendemic. Now it has spread throughout the world. The virus is spread by the droplets generated from the cough or sneeze of an infected person.

Covid-19 symptoms can be very mild to severe. Some people have no symptoms. The most common symptoms are fever, dry cough and breathing problem. Besides these symptoms like fatigue, sore throat, muscle pain, loss of taste and smell can also be seen in the patients of Covid - 19

As we know no proper drug orvVaccine has been developed for the treatment of this disease yet. Prevention is the only cure of it. There are some that we can do.

Cover your nose and mouth with mask. Wash hands regularly with soap and sanitizer.

Maintain a distance of at least 5 to 6 feet.

Avoid touching your eyes, nose and mouth.

Take such things which boost your immunsystem. The government declared lockdown to break the chain of covid - 19. People had to face a lot of troubles due to it. The labourers who earn, troubles and eat daily were out of food. They don't have any work because all the economic, social and educational activities were closed for a long time. It has affected our education badly. People lost their jobs, trades and business. Corona virus is one of the most severe issues that are being faced by

the people around the world. It is necessary that we come out of this situation as soon as possible.

Together we all can bring an end of this pandemic. That's pray to Allah.

27/07/2022

একটি মানবিক আবেদন Emergency Blood লাগবে 🙏🙏🙏🙏🙏🙏🙏

🙋রোগীর সমস্যাঃ‌‍👉 সিজারের জন্য
🔴রক্তের গ্রুপঃ👉 B -
💉রক্তের পরিমাণঃ👉 এক ব্যাগ
⚖️️হিমোগ্লোবিনঃ👉 জানা নাই
📆রক্তদানের তারিখঃ👉২৮-৭-২২
⌚রক্তদানের সময়ঃ👉 যত দ্রুত সম্ভব
🏥রক্তদানের স্থানঃ👉 সৈয়দপুর
☎️যোগাযোগঃ👉01965-768233

নিজে দিতে না পারলে সবাই একটু খুঁজবেন প্লিজ
খুব Emergency 🙏🙏🙏🙏

22/07/2022

বাংলাদেশ রেলওয়েকে আর্মি র হাতে তুলে দেওয়া হোক।

কে কে চান জানাবেন?

20/07/2022

বিশেষ বিজ্ঞপ্তি.......
সৈয়দপুর পৌর এলাকার ১৩,১৪,১৫ নং ওয়ার্ড এ যারা নতুন ভোটার তালিকায় হালনাগাদ করতে ইচ্ছুক তাদেরকে আগামী ২০/০৭/২২ ইং হতে ২৪/০৭/২২ ইং তারিখের মধ্যে যোগাযোগ করার জন্য জানানো যাচ্ছে।
# #
(বিঃদ্রঃ ১৪ নং ওয়ার্ডে আগ্রহীগণ ২০-২২ ইং তারিখ পর্যন্ত বাশঁবাড়ী সঃ প্রাঃ বিদ্যালয় এ বেলা ৩ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে তালিকায় হালনাগাদ করতে পারবেন।)
যোগাযোগঃ
শিউলি সুলতানা
প্রধান শিক্ষিকা
সাবর্ডিনেট কলোনী সরকারী প্রাথমিক বিদ্যালয় সৈয়দপুর।
মোবাইলঃ 01716370856

19/07/2022

অভিযোগ পাওয়া যাচ্ছে এলাকাভেদে লোডশেডিংয়ের যে সময়সূচি করা হয়েছে, তা মানা হচ্ছে না।

আপনার এলাকায় বিদ্যুৎ এর কি অবস্থা?

18/07/2022

- আযান দিলে মসজিদে যাও.!🥰

- হয়তো আল্লাহ তোমাকে শেষ বারের মতো ডাকছে.!🌺

আলহামদুলিল্লাহ নীলফামারীর কিছু কিছু এলাকায় বৃষ্টি হচ্ছে,রাত ২ টার পর আবারো বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
15/07/2022

আলহামদুলিল্লাহ নীলফামারীর কিছু কিছু এলাকায় বৃষ্টি হচ্ছে,রাত ২ টার পর আবারো বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

15/07/2022

আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সৈয়দপুরে ৩৯ ডিগ্রি সেলসিয়াস।

04/07/2022

আমি একদিন প্রচন্ড সুখী মানুষ হবো!🖤

যতবারই হত্যা করো, জন্মাবো আবার। দারুণ সূর্য হবো। লিখবো নতুন ইতিহাস।
25/06/2022

যতবারই হত্যা করো, জন্মাবো আবার। দারুণ সূর্য হবো। লিখবো নতুন ইতিহাস।

ভর্তি চলছে......ভর্তি চলছে.....আপনার সন্তানকে সযত্নে অংকন শেখাতে সৈয়দপুর আর্ট একাডেমীতে ভর্তি চলছে,,,,,,,,,, প্লে হতে দশ...
21/06/2022

ভর্তি চলছে......ভর্তি চলছে.....
আপনার সন্তানকে সযত্নে অংকন শেখাতে সৈয়দপুর আর্ট একাডেমীতে ভর্তি চলছে,,,,,,,,,,
প্লে হতে দশম শ্রেণি পর্যন্ত স্কুলের সকল আর্টের সিলেবাস সহ বিভিন্ন প্রতিযোগিতা মূলক আর্ট শেখানো হয়।

বিঃদ্রঃ আসন সংখ্যা সীমিত
তাই আপনার সন্তানকে ভর্তি করতে আজই যোগাযোগ করুণ।

বিস্তারিত জানতে
পরিচালক
মোঃ জাবেদ আত্তারী
01740003426,01322762210

18/06/2022

চারদিকে আল্লাহর গজব শুরু হয়েছে...😥😥
আল্লাহতায়ালা ইরশাদ করেছেন, আমি (নবী) ইউনুসের প্রার্থনা মঞ্জুর করেছি। তাকে দুঃখ থেকে মুক্তি দিয়েছি।
অনুরূপভাবে যে মুমিনরা এ দোয়াটি পড়বে আমি তাদেরও মুসিবত থেকে মুক্তি দিব। -সূরা আম্বিয়া : ৮৮
হজরত নবী করিম (সা.) ইরশাদ করেছেন, যে মুসলমান হজরত ইউনুস (আ.)-এর ভাষায় দোয়া করবে; সে যে সমস্যাতেই থাকুক না কেন- আল্লাহতায়ালা তার ডাকে সাড়া দিবেন।
-তিরমিজি

لَا إِلَهَ إِلَّا أَنْتَ سُبْحَانَكَ إِنِّي كُنْتُ مِنَ الظَّالِمِينَ

উচ্চারণ : লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জোয়ালিমীন।

অর্থ : আপনি ব্যতীত আর কোনো উপাস্য নেই।
আমি আপনার পবিত্রতা ঘোষণা করছি।অবশ্যই আমি পাপী। -সূরা আল আম্বিয়া : ৮৭

এ দোয়াটি আমাদের কাছে দোয়ায়ে ইউনুস নামে বেশি পরিচিত।
#আসুন আমরা সবাই এই দোয়া বেশি বেশি পাঠ করি আল্লাহর কাছে ক্ষমা চাই😥

17/06/2022

ব্রেকিং নিউজ..
সারাদেশে বন্যার কারণে আগামী ১৯ জুন থেকে শুরু হতে যাওয়া এসএসসি পরীক্ষা স্থগিত।

14/06/2022

ফুটবল প্রেমিকদের দেখতে চাই

ভারত যদি তাঁর নিন্দামূলক বক্তব্যর জন্য ক্ষমা না চাই, আমি আর কখনো ভারতে খেলতে যাবো না! আমি আইপিএল ও বয়কট করবো,এবং আমি আমা...
08/06/2022

ভারত যদি তাঁর নিন্দামূলক বক্তব্যর জন্য ক্ষমা না চাই, আমি আর কখনো ভারতে খেলতে যাবো না! আমি আইপিএল ও বয়কট করবো,এবং আমি আমার সহকর্মী মুসলিম ভাইদের কাছে ও তাই করার জন্য আবেদন করবো!!!

আমি মুহাম্মাদ (সঃ) কে ভালোবাসি!🖤

🗣 মঈন আলী

04/06/2022

ভর্তি হয়েছো কোথায়?
চট্টগ্রাম ইউনিভার্সিটিতে।
ওহ, আচ্ছা। ওখানে তো জিপিএ-টিপিএ লাগে না, তাই না? সবাই ভর্তি হতে পারে! ঢাবিতে চান্স পাইলা না। ঢাবিতে চান্স পেলে লাইফে আর কিছু লাগতো না!

শুনলাম ঢাবিতে চান্স পেয়েছো। কোন সাবজেক্ট?
সয়েল সাইন্স।
সেটা আবার কী?
মৃত্তিকা বিজ্ঞান।
এসব মৃত্তিকা-টিত্তিকা পড়ে চাকুরী বাকুরী কিছু হবে না। ফিজিক্স, কেমিস্ট্রি পেলে কিছু একটা হতো!

এপ্লাইড কেমিস্ট্রিতে ভর্তি হয়েছো জেনে খুবই খুশী হয়েছি। মেডিকেল ইঞ্জিনিয়ারিং ওগুলোতে ট্রাই করো নাই?
জী করেছিলাম।
মেডিকেলে চান্স পেলে পেছনে ফিরে তাকাতে হতো না। পাও নাই, কি আর করার! দেখো পড়াশোনা শেষে একটা সরকারি চাকুরী পাওয়া যায় কি না!

তোমার বাবার কাছে শুনলাম রংপুর মেডিকেলে চান্স পেয়েছো। আমার এক ভাতিজা পড়তো খুলনা মেডিকেলে। এখন একটা ক্লিনিকে জব করে। মেডিকেলে পড়ে বিসিএস না হলে লাভ নাই। বুয়েট অথবা অন্ততপক্ষে ইঞ্জিনিয়ারিং পড়লে কাজের অনেক সুযোগ। দেশে বিদেশে প্রচুর ডিমান্ড আছে।
একটা অসুস্থ সময় পার করছে দেশ! অসুস্থ প্রতিযোগিতা চারদিকে। পরিত্রাণের কোনো উপায় নেই। একমাত্র উপায় মৃত্যু! সে পথেই এগুচ্ছে অনেকে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইমন হোসেন সুমন। সরকারি তিতুমীর কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত ৪৪ তম বিসিএস পরীক্ষা দিতে এসে অসুস্থ হয়ে পড়ে। লক্ষ লক্ষ চাকুরী প্রার্থীদের ভীড় ঠেলে নেয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। জানা যায় স্ট্রোক করেছে। সেখান থেকে আগারগাঁও নিউরোসাইন্স হস্পিটাল। আইসিইউ। টানা আটদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে শুক্রবার সকালে হেরে গেছেন তিনি। জিতে গেছে বিসিএস। জিতে গেছে সমাজ। জিতে গেছে সিস্টেম।

বাংলাদেশ সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ কমিশনের সহকারী পরিচালক মেহেদী হাসান। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন করা এ শিক্ষার্থী আটটি সরকারি চাকুরীর সুযোগ পেয়েছিলেন। তারপরও গত তিনমাস রাতে একটুও ঘুমাতে পারেনি। অপ্রাপ্তি, দুঃশ্চিন্তা, হতাশা জেঁকে বসেছিলো মেহেদীর। সুইসাইড নোটে লিখেছেন, 'নিদ্রাহীনতা আর পারছি না'। মেহেদী মৃত্যুর জন্য কাউকে দায়ী করেনি বলেই কি কেউ দায়ী নয়?

মেহেদীর সুইসাইড, ইমনের স্ট্রোক, অকালমৃত্যু। এসবের জন্য দায়ী এই দেশ, এই সিস্টেম। আমি আইনের লোক হলে এসব মৃত্যুর জন্য আসামি হিসেবে পুরো দেশের নাম লিখতাম। কারণ হিসেবে লিখতাম এক অসুস্থ প্রতিযোগিতার, এক অসুস্থ সময়ের।

© সুমন নূর

আগামী ১৫ হতে ২১ জুন ২০২২ সারাদেশে একযোগে জনশুমারি ও গৃহ গণনা ২০২২ এর তথ্য সংগ্রহ শুরু হবে। এ উপলক্ষ্যে নীলফামারী জেলার স...
30/05/2022

আগামী ১৫ হতে ২১ জুন ২০২২ সারাদেশে একযোগে জনশুমারি ও গৃহ গণনা ২০২২ এর তথ্য সংগ্রহ শুরু হবে। এ উপলক্ষ্যে নীলফামারী জেলার সকল উপজেলা শুমারি সমন্বকারী, জোনাল অফিসার ও আইটি সুপারভাইজারগণের ০৪ (চার) দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালার উদ্ভোধন করেন জনাব খন্দকার ইয়াসির আরেফীন, জেলা প্রশাসক, নীলফামারী।

উদ্ভোধন কালে জেলা প্রশাসক বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশে প্রথমবারের মত অনুষ্ঠিত হতে যাচ্ছে ১ম ডিজিটাল শুমারি। তিনি বলেন, সঠিক ও টেকসই পরিকল্পনা প্রণয়ন, জনসংখ্যার দীর্ঘমেয়াদি প্রক্ষেপণ, নির্বাচনী এলাকা নির্ধারণ, জাতীয় সম্পদের বরাদ্দ বিভাজন সহ দেশের সকল নীতিমালা প্রণয়নের জন্য জনশুমারির গুরুত্ব অনেক। নীলফামারীতে বসবাসকারী সকলকে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদেরকে সহযোগিতা করার জন্য আহবান জানান।

জনশুমারির তথ্য সঠিক ও সুন্দরভাবে সংগ্রহ করার জন্য নীলফামারী জেলাকে দুটি শুমারি জেলায় ভাগ করা হয়েছে। নীলফামারী ১ অংশে রয়েছে কিশোরগঞ্জ, সৈয়দপুর ও নীলফামারী সদর উপজেলা এবং নীলফামারী ২ অংশে রয়েছে ডিমলা, ডোমার ও জলঢাকা উপজেলা। নীলফামারী ১ অংশে সমন্বয়কারী হিসেবে আছেন জনাব মোঃ আতাউর রহমান, উপপরিচালক, জেলা পরিসংখ্যান কার্যালয়, নীলফামারী, এবং নীলফামারী ২ অংশে সমন্বয়কারী হিসেবে আছেন জনাব সাজেদুর রহমান, পরিসংখ্যান কর্মকর্তা, নীলফামারী সদর।
উপপরিচালক আতাউর রহমান বলেন, নীলফামারী জেলায় ৬ জন উপজেলা শুমারি সমন্বয়কারী, ৪৮ জন জোনাল অফিসার ও আইটি সুপারভাইজার, ৪৬৭২ জন তথ্যসংগ্রহকারী ও ৮০৪ জন সুপারভাইজার হিসেবে দায়িত্ব পালন করবেন।

পরিসংখ্যান কর্মকর্তা সাজেদুর রহমান বলেন, এবারই প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশি ও বিদেশী নাগরিকের তথ্যও সংগ্রহ করা হবে। নীলফামারী জেলায় একটি পরিকল্পিত ও সুষ্ঠু শুমারি সম্পন্ন করার জন্য সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

28/05/2022

দৈনিক আলাপন

16/05/2022

১৫ই জুন ২০২২ খ্রি. তারিখ থেকে ২১শে জুন ২০২২ খ্রি. তারিখ পর্যন্ত দেশব্যাপী জনশুমারি ও গৃহগণনা কার্যক্রম পরিচালিত হবে।

"জনশুমারিতে তথ্য দিন
পরিকল্পিত উন্নয়নে অংশ নিন"

24/04/2022

মুহাম্মদ (সা.) এর পোশাক দেখতে ইস্তাম্বুলে হাজারো মানুষের ঢল

তুরস্কের গণমাধ্যম ডেইলি সাবাহ বলছে, নবীর প্রেমে পাগল হযরত উওয়াইস আল-কারনি (রা.)-কে উপহার হিসেবে পোশাকটি দেন হযরত মুহাম্মদ (সা.)। তার বংশধররা এটি দীর্ঘ ১৪শ বছর ধরে যত্ন সহকারে সংরক্ষণ করে আসছেন।
ALHUMDULILLAH ❤️

মুহাম্মদ (সা.) এর পোশাক দেখতে ইস্তাম্বুলে হাজারো মানুষের ঢলতুরস্কের গণমাধ্যম ডেইলি সাবাহ বলছে, হযরত উওয়াইস আল-কারনি (রা....
24/04/2022

মুহাম্মদ (সা.) এর পোশাক দেখতে ইস্তাম্বুলে হাজারো মানুষের ঢল

তুরস্কের গণমাধ্যম ডেইলি সাবাহ বলছে, হযরত উওয়াইস আল-কারনি (রা.)-কে উপহার হিসেবে পোশাকটি দেন হযরত মুহাম্মদ (সা.)। তার বংশধররা এটি দীর্ঘ ১৪শ বছর ধরে যত্ন সহকারে সংরক্ষণ করে আসছেন।
ALHUMDULILLAH ❤️

Address

Saidpur
5310

Website

Alerts

Be the first to know and let us send you an email when Saidpur Darpon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Saidpur Darpon:

Videos

Share


Other Media/News Companies in Saidpur

Show All

You may also like