Swapnil News BD

Swapnil News BD Always Update

দিনাজপুরের, চিরিরবন্দরের,  বিন্যাকুড়ী হরিহরপুর, কাঠুরিয়া পাড়ায় বাসা, পিতা জিয়াবুল ইসলাম,ছেলেটির নাম সাজ্জাদ। বয়স আনুমানি...
25/07/2023

দিনাজপুরের, চিরিরবন্দরের, বিন্যাকুড়ী হরিহরপুর, কাঠুরিয়া পাড়ায় বাসা, পিতা জিয়াবুল ইসলাম,ছেলেটির নাম সাজ্জাদ। বয়স আনুমানিক ১৭/১৮। রাবারড্যামে গোসল করতে নেমে হারিয়ে যায়, হারিয়ে যাওয়ার ৩৫/৪০ মিনিটের মধ্যে লাশ পাওয়া যায়। সর্বশেষ খবর জানা পর্যন্ত লাশ তাদের নিজ বাসায় নিয়ে যাওয়া হয়।
আল্লাহ তার গুনাহ ক্ষমা করুক।

তামাকের ভয়াবহতা জেনেও রংপুর অঞ্চলের কৃষকদের তামাক আবাদ থেকে মুখ ফেরানো যাচ্ছে না। অন্য ফসলে লোকসান হওয়ায় কৃষকরা ঝুঁকছেন ...
19/03/2023

তামাকের ভয়াবহতা জেনেও রংপুর অঞ্চলের কৃষকদের তামাক আবাদ থেকে মুখ ফেরানো যাচ্ছে না। অন্য ফসলে লোকসান হওয়ায় কৃষকরা ঝুঁকছেন তামাক চাষে। দিনে দিনে বাড়ছে এ অঞ্চলে তামাক আবাদের জমি। কৃষি বিভাগ থেকে কৃষকদের তামাক চাষে নিরুৎসাহিত করতে মাঝে মধ্যে সভা, সেমিনার হয়। কিন্তু বাস্তবে কাজের কাজ কিছুই হয় না।রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাবে এবার রংপুরের ৮ উপজেলায় তামাক চাষ দেখানো হয়েছে মাত্র ২ হাজার ৫ শত ২২ হেক্টর জমিতে।কিন্তু এর উল্টো চিত্র দেখা গেছে এবার তামাক আবাদের ব্যাপকতা দেখে। ধারণা করা হচ্ছে, রংপুরে তামাক চাষ হয়েছে কমপক্ষে ১৫ হাজার হেক্টর জমিতে। রংপুর সদর উপজেলার মমিনপুর,হরিদেবপুর,চন্দনপাট ইউনিয়নে।সরেজমিনে দেখা যায়,বাড়ি বাড়ি তামাকের আবাদ। বেশি লাভের আশায় কৃষকরা তামাক চাষ করছে।তামাকের ভয়াবহতা আছে জেনেও বেশি লাভের আশায় দিন দিন বাড়ছে তামাক চাষের জমি।রংপুর সদর উপজেলার মমিনপুর ইউনিয়নের কৃষক মনতাজ আলী এবার প্রায় ১৫০ শতক জমিতে তামাক চাষ করেছেন। তিনি বলেন, তামাকের তেমন রোগ-বালাই হয় না। কায়ো হামাক তামাক আবাদ কইরবার নিষেদ করে না।নগদ টাকার জন্যে হামরা তামাক চাষ করুচি। আলু আবাদ করিয়া খালি লোকসান।দুই টাকা কেজি আলু তাও বিক্রি নাই।আর তামাক চাষ করলে হামাক তেল নাগায়। কম্পানির লোক বাড়ি থাকি তামাক কিনি নিয়া যায়।ওই এলাকার ছোট মটুকপুর গ্রামে কৃষক এমদাদুল হক বলেন, মনে হয় তামাকোত বিষ আছে। ওই কারণে শরীরের টেম্পার জিনিসটা থাকে না। ক্লান্ত মনে হয়। মাঝে মধ্যে দম বন্ধ হয়া আইসে। কষ্ট বেশি হইলেও লাভের জন্যে হামরা তামাক আবাদ করুচি। একই ধরনের কথা বলেন, কাউনিয়া উপজেলার হারাগাছ ইউনিয়নের চরাঞ্চলের কৃষক মোস্তফা ও আমিনুল ইসলামসহ অনেকেই।জানা যায়,রংপুরে ব্যাপকহারে তামাক প্রক্রিয়াজাতকরণসহ তামাক নির্ভর কারখানা গড়ে ওঠায় জনজীবন বিপন্ন হওয়ার আশংকা করা হচ্ছে।এছাড়া বিভিন্ন বিড়ি কারখানায় শিশু ও নারী শ্রমিকরা শ্বাসকষ্টসহ নানা ধরনের জটিল চর্ম রোগে আক্রান্ত হচ্ছে। স্বাস্থ্য বিভাগের এক পরিসংখ্যানে জানা যায়,রংপুরে তামাক কারখানা থেকে বিষাক্ত ধুলি কনা ও খালি পেটে থেকে অধিকহারে ধূমপানের কারণে বার্জাস নামে এক ভয়াবহ রোগে প্রতিনিয়তই লোকজন আক্রান্ত হচ্ছে।তামাক চাষ থেকে দূরে থাকতে শহর ভিত্তিক প্রচার প্রচারনা থাকলেও প্রত্যন্ত গ্রামে সাধারণ মানুষের কাছে এসব বার্তা পৌঁছে না। আর পৌঁছালেও তামাক চাষীদের কাছে আর্থিক বিষয়টিই বেশি গুরুত্ব পায়। তামাক আবাদে আর্থিকভাবে কৃষকরা যে হারে লাভবান হয়, অন্য কোন ফসলে তা হয় না।তামাক মানবদেহের জন্য ক্ষতিকর বলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে গত কয়েক বছর ধরে তামাক চাষে নিরুৎসাহিত করে আসছে বলে জানান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবদুল্লাহ আল মামুন। তিনি বলেন, তামাকের পরিবর্তে আলু,গম,ভুট্টা,সরিষাসহ অন্যান্য ফসল আবাদের পরামর্শ দেওয়া হলেও কৃষকরা এসব শুনছে না।

পুলিশের সুনাম ক্ষুণ্ণ করার অভিযোগে চিত্রনায়িকা মাহিয়া মাহি গ্রেফতার হয়েছেন।তাকে ডিজিটাল নিরাপত্তা মামলায় গ্রেফতার দেখানো...
18/03/2023

পুলিশের সুনাম ক্ষুণ্ণ করার অভিযোগে চিত্রনায়িকা মাহিয়া মাহি গ্রেফতার হয়েছেন।তাকে ডিজিটাল নিরাপত্তা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।শনিবার দুপুর পৌনে ১২টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়।শনিবার সকালে চিত্রনায়িকা ওমরাহ পালন শেষে দেশে ফিরলে তাকে গ্রেফতার করা হয় বলে বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মহানগর পুলিশ কমিশনার মোল্যা নজরুল ইসলাম।এর আগে শুক্রবার তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দুটি করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। ওই দিন রাতে বাসন থানার উপপরিদর্শক (এসআই) রোকন মিয়া বাদী হয়ে এ মামলা করেন।এ ছাড়া জমিদখলের অভিযোগে তাদের বিরুদ্ধে হুকুমের আসামি করে আরও একটি মামলা করেন স্থানীয় বাসিন্দা ইসমাইল হোসেন।এর আগে শুক্রবার ভোরে স্বামীর সঙ্গে ওমরাহ পালনরত মাহি সৌদি আরবের মক্কা শহর থেকে ফেসবুক লাইভে রকিবের গাড়ির শোরুম ভাঙচুর ও হামলার অভিযোগ করেন।ফেসবুক মাহিয়া মাহি বলেন,ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের পূর্ব পাশে ‘সনিরাজ কার প্যালেস’ নামে তার স্বামীর একটি গাড়ির শোরুম রয়েছে।সেখানে দুর্বৃত্তরা হামলা করেছে।তারা শোরুমের গেট ভেঙে ভেতরে ঢুকে আসবাব, দরজা-জানালা, টেবিল-চেয়ার ভাঙচুর করেছে। শোরুমের সাইনবোর্ড খুলে ফেলেছে।অফিসকক্ষ তছনছ করে টাকাপয়সা লুট করে নিয়ে গেছে।শুক্রবার ভোরে মাহি ফেসবুকে লাইভে এসে ঘটনার বিস্তারিত জানান।এর পর তিনি ফেসবুকে বেশ কয়েকটি পোস্ট করেন এই হামলা নিয়ে।মাহির অভিযোগ,ইসমাইল ওরফে লাদেন নামে প্রতিপক্ষ তাদের শো রুম দখল করে নিয়েছে। আর এই কাজে সহযোগিতা করেছেন জিএমপি কমিশনার মোল্যা নজরুল ইসলাম।তিনি দেড় কোটি টাকার বিনিময়ে গাড়ির শোরুম দখল করে দিচ্ছেন।মাহি এও জানান,দেশে ফিরে ১৮ মার্চ শনিবার বিকাল ৫টায় ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ সংলগ্ন সনি রাজ কার প্যালেসে সংবাদ সম্মেলন করে এ ঘটনার বিস্তারিত তিনি জানাবেন।ইসমাইল হোসেন ওরফে লাদেন ও মামুন সরকার নামে দুজনের নেতৃত্বে ওই হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেন মাহি।এ সময় ফেসবুকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বিরুদ্ধে ‘ঘুস’ নেওয়ার অভিযোগ তোলেন মাহি।পুলিশ কমিশনার মোল্লা নজরুল ইসলাম বলেন, ‘শুক্রবার ভোরে বিষয়টি জানার সঙ্গে সঙ্গে পুলিশ পাঠানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুপক্ষই পালিয়ে যায়। তাদের জমিসংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনা ঘটে।এ সময় ইসমাইল হোসেনসহ তার পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছে।তারা চিকিৎসাধীন।এ ঘটনায় শুক্রবার রাতে আহত ইসমাইল বাদী হয়ে ২৮ জনের বিরুদ্ধে বাসন থানায় একটি মামলা করেছেন।এ বিষয়ে তদন্ত চলছে বলে জানান তিনি।মাহির ফেসবুক লাইভের পর সংবাদ সম্মেলন করেন স্থানীয় বাসিন্দা ইসমাইল হোসেন।তিনি সংবাদ সম্মেলনে পাল্টা অভিযোগ তুলে বলেন,রকিব সরকার তার প্রায় সোয়া ১১ শতাংশ জমি দখল করে গাড়ির শোরুম করেছেন।স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে সরকারের বিভিন্ন দপ্তরে তিনি এ বিষয়ে অভিযোগ দিয়েছেন।

সাবেক পুলিশ সুপার বাবুল আক্তার ও বিদেশে 'পলাতক' সাংবাদিক ইলিয়াস হোসাইনসহ ৪ জনের বিরুদ্ধে মামলা করেছেন পুলিশ ব্যুরো অব ইন...
19/10/2022

সাবেক পুলিশ সুপার বাবুল আক্তার ও বিদেশে 'পলাতক' সাংবাদিক ইলিয়াস হোসাইনসহ ৪ জনের বিরুদ্ধে মামলা করেছেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চট্টগ্রাম মেট্রোর পুলিশ সুপার নাইমা সুলতানা____

06/09/2022

চিরিরবন্দর পাইলট উচ্চ বিদ্যালয়ে দুই সাইকেল চোর আটক

দিনাজপুরের চিরিরবন্দরে উপজেলায় সাইকেল চুরি করতে গিয়ে মন্সুর আলী (৩৫) ও লিখন ইসলাম (২০) নামের দুই চোরকে আটক করে পুলিশে সোপর্দ করে শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকালে চিরিরবন্দর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় ক্যাম্পাসে এই ঘটনা ঘটে। আটককৃত চোরদের দেওয়া তথ্য মতে মন্সুর আলী দিনাজপুর মিশন রোডের বাসিন্দা মৃত মোশাররফ হোসেনের পুত্র ও লিখন ইসলাম নীলফামারী সদর উপজেলার উত্তর চওড়া এলাকার বাসিন্দা আনিসুর রহমানের পুত্র।

ভরত রায় প্রত্যয়
প্রতিনিধি- drbtv.live

25/08/2022
23/08/2022
📣অনলাইন ইনকামের সেরা অ্যাপ✅💗রেজিষ্ট্রেশন করলেই ১৫০/- বোনাস💘🏵️রেজিস্টেশন করে ১০০ টাকা দিয়ে আইডি এক্টিভ করলেই ২০০/- বোনাস।...
21/08/2022

📣অনলাইন ইনকামের সেরা অ্যাপ✅

💗রেজিষ্ট্রেশন করলেই ১৫০/- বোনাস💘

🏵️রেজিস্টেশন করে ১০০ টাকা দিয়ে আইডি এক্টিভ করলেই ২০০/- বোনাস।💸

১৫০ + ২০০ =৩৫০/- 🤑

🏵️30৳ প্রথম মোবাইল রিচার্জ করলেই 30 টাকা স্বাগতমবোনাস বোনাস।💸

১৫০+২০০+৩০=৩৮০/-
ওয়াও মাত্র দুই মিনিটের ইনকাম।
৫০০/- হলেই উত্তলন করা যাবে।🤐
বিকাশ, নগদ, রকেট, উপায়, সেল্ফইন।

🏵প্রতি এক্টিভ রেফারে ৬০৳ বোনাস 💸

🎆 প্রতিদিন ২টি কাজ করে মাসে ১৫ -২০ হাজার টাকা ইনকাম করতে পারবেন।
👇👇👇👇👇👇👇
১. আপনার প্রয়োজনীয় মোবাইল রিচার্জ করা অথবা অন্য যে কোন নাম্বারে মোবাইল রিচার্জ করা।

২. রেফার করা।(রেফারকৃত সদস্যদের সব কাজ বুঝিয়ে দেয়া ও আইডি এক্টিভ রাখা)

#আইডি এক্টিভ রাখতে মাসে অন্তঃত ১বার যেকোন একটি মোবাইল রিচার্জ করে আইডি এক্টিভ রাখা ।
🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩

👉 এই লিংকে ক্লিক করে ফ্রি রেজিষ্ট্রেশন করুন

👇👇👇👇👇👇
https://myduranta.com/reg.php?ref_id=D88270R
👆👆👆👆👆👆

📢📢 বিস্তারিত জানতে 👇👇
Inbox or 01647660727

Address

Saidpur
Saidpur
5250

Telephone

+8801770138948

Website

Alerts

Be the first to know and let us send you an email when Swapnil News BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Swapnil News BD:

Share


Other Media/News Companies in Saidpur

Show All