21/06/2024
মৃ'ত্যুর সাথে পাঞ্জা লড়ছে প্রিতি,তার মনে হচ্ছে এখনি সে পরপারের অধিবাসী হয়ে যাবে।কিন্তু এ দুনিয়া সে ছাড়তে চায় না,তার যে অনেক স্বপ্ন এখনো অপূর্ণ রয়ে গেছে।
এমন সময় ডক্টর আরিয়ান এসে বলে,
--আপনি কোনো চিন্তা করবেন না,আপনি এখন বিপদ মুক্ত,আপনাকে উনি যদি সময় মত নিয়ে না আসতো,আপনি হয়তো আর দুনিয়ার আলো দেখতে পেতেন না।
প্রিতি আশ্চর্যান্বিত হয়ে বললো,
--উনি মানি কে?কার কথা বলছেন আপনি?
--আরে যেই ছেলেটা আপনাকে কোলে করে হসপিটালে নিয়ে এসেছে,আমি তার কথা বলছি।
প্রিতির তো কিছুই মাথায় ঢুকছে না,তবে তার এটুকু খেয়াল আছে,কেউ একজন তাকে কোলে করে হসপিটালে নিয়ে এসেছে।সে গাড়ি ড্রাইভ করার সময় কন্ট্রোল হারিয়ে ফেলে,ফলে সে গাড়ি নিয়ে গাছের সাথে গিয়ে ধাক্কা খায়।
--আচ্ছা আপনি বেডে শুয়ে রেস্ট নিন,আমি আসছি।
ডক্টর আরিয়ান এটা বলে কেবিন থেকে বের হয়ে যায়!
প্রিতির তো কিছুই ভালো লাগছে না,এখন সে বাসায় যাবে কি করে!এমন সময় আকাশ কেবিনের দরজা খুলে ভিতরে প্রবেশ করলো।
--এই যে আপনি কেমন আছেন এখন?
--দেখতেই তো পারছেন কেমন আছি,আবার প্রশ্ন করছেন কেন?
--আরে বাবা আপনি রেগে যাচ্ছেন কেন?
আমি তো এমনি জিজ্ঞেস করেছি।
--এমনি জিজ্ঞেস করবেন কেন?আর আপনি আমার কেবিনে কোন সাহসে প্রবেশ করেছেন?
--আরে ডক্টর বললো আপনি এখন বিপদ মুক্ত,তাই আপনাকে দেখতে আসলাম।আর আমিই সেই ছেলে যে আপনাকে হসপিটালে নিয়ে এসেছি।
--ওহ ডক্টর তাহলে এত সময় আপনার কথাই বলছিলো!আচ্ছা শুনেন থেংক ইউ।আমাকে সঠিক সময়ে হসপিটালে নিয়ে আসার জন্য।আর শুনেন আমার খুব খিদে পেয়েছে কিছু খাবো আমি,আমাকে কিছু খেতে দিন?
--আচ্ছা ওয়েট আমি এখনি কেন্টিন থেকে খাবার নিয়ে আসছি।
অন্যদিকে প্রিতির মা-বাবা তো টেনশনে শেষ।উনাদের মেয়ে কোথায় চলে গেলো!সেই সকালে বের হয়েছে,এখনো বাড়ি ফিরছে না।প্রিতির আম্মু তো কেঁদে কেটে চোখ লাল বানিয়ে ফেলেছে।বার বার বলছেন,"এই প্রিতির আব্বু আমার মেয়ে কোথায়?সে এখনো আসছে না কেন?"
প্রিতির আব্বুও চুপ করে আছে।উনার মাথায়ও যেনো কিছু ঢুকছে না।মেয়েটা তো এত সময় কখনো বাহিরে থাকে না,কিন্তু আজ কি হয়েছে যে এখনো বাড়ি ফিরছে না দুপুর পেরিয়ে বিকেল হতে চললো,নাহ এভাবে আর বসে থাকলে চলবে না।তিনি লোক লাগিয়ে দেয়,প্রিতির খোঁজ করার জন্য।
অন্যদিকে আকাশ কি নাস্তা নিয়ে যাবে উনার জন্য,ওর তো মাথায় কিছু কাজ করছে না,পকেটেও টাকা নাই,আছে মাত্র ত্রিশ টাকা,এটা দিয়ে কি হবে,সে নিজেও তো না খেয়ে আছে।ধুর আমার যা