রসুই ঘর

রসুই ঘর আল্লাহ যখন যেভাবে রাখুক তাতে সন্তুষ্ট থাকতে পারলেই জীবন টা সুখী হয়। ধৈর্যতে আছে অনেক শক্তি ……
(3)

03/06/2024

বিস্কুট থেকে লাড্ডু …

31/05/2024

আজকাল কেউই আর 'ব্যক্তিত্বের' প্রশংসা করে না।

যার 'টাকা' আছে তাকেই মানুষ 'ব্যক্তিত্ববান' বলে

29/05/2024

বিদেশের মাটিতে পরিশ্রম করে যারা দেশে টাকা পাঠাচ্ছে এরা সবাই কিন্তু শিক্ষিত না!

দেশের সেই টাকা যারা বিদেশে পাচার করছে এদের একজনও কিন্তু অশিক্ষিত না!!

29/05/2024

সৌদি নাকি দুবাই যাবেন?
দেখে বুঝে শুনে সিদ্ধান্ত নিন।

29/05/2024

জ্যোসনা রাত……

দুবাই এক মিথ্যার শহর। 😞দুবাই এক পাপের শহর 🫢দুবাই দ্বিতীয় লাস ভেগাস 🫢🫢দুবাই ছবিতে টিভিতে বা বিজ্ঞাপনে দেখতে অনেক সুন্দর ...
29/05/2024

দুবাই এক মিথ্যার শহর। 😞
দুবাই এক পাপের শহর 🫢
দুবাই দ্বিতীয় লাস ভেগাস 🫢🫢

দুবাই ছবিতে টিভিতে বা বিজ্ঞাপনে দেখতে অনেক সুন্দর কিন্তু দুবাইয়ের বাস্তব জীবন খুব কঠিন।

দুবাই আরব দেশ বা মধ্যেপ্রাচ্যের এক শহর হওয়া সত্বেও আধুনিক এই শহরে আরব সংস্কৃতি চোখে পরে না বল্লেই চলে।
দুবাই এক জাক-জমক ও রাত জাগা শহর।
দুবাইয়ের সমুদ্র সৈকত আর কিছু পর্যটন এরিয়াতে গেলে বিশ্বাস হয় না যে এটা আরব দেশ।

দুবাইয়ে অতিরিক্ত তাপমাত্রায় আর দাবদাহে মে থেকে সেপ্টেম্বর গরমে অতিষ্ঠ থাকে মানুষের জীবন।
এই সময়ে দিনের বেলা রাস্তা ঘাটে বের হওয়া একাবারেই অসম্ভব বললে চলে। এই দুবাইয়ে নেই কোনো মানবিক বা বন্ধুত্বের ছিটে ফোঁটা।
এই পুরো শহর টা একটা বাণিজ্যিক শহর ।

এখানে ধনীরা আসে অর্থ উড়াতে আর প্রবাসীরা আসে টাকা রুজি করতে। মাফিয়ারা আসে আশ্রয় নিতে
আর বাটপার, চিটাররা আসে তাদের কাজ করতে।

এখানে মনুষ্যত্ব ওয়ালা মানুষ খুঁজে পাওয়া একেবারেই অসম্ভব।
মানুষ আছে কিন্তু মনুষ্যত্ব নেই।
অনেকের টাকা আছে কিন্তু অভাবের শেষ নেই।এখানের সবাই তার নিজের স্বার্থের কথা আগে ভাবে।

বিশ্বের সব মাফিয়া আর জালিয়াত গুলোই পুলিশের হাত থেকে বাঁচার জন্য দুবাইয়ে আশ্রয় নেয়..এটাই দুবাইয়ের বাস্তবতা।বিশ্বের বড় বড় মাফিয়া নাকি এই দুবাই থাকে।এদের মধ্যে ক্রমান্বয়ে রাজত্ব করছে ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ।

দুবাইয়ে অলি গলি যেনো বাংলাদেশের দালাল, বাটপার আর চিটার দের স্বর্গরাজ্য।
এখানে পাবেন একপাশে মসজিদ অন্যপাশে নারী আর মদের দোকান।
যেখানে ইচ্ছা যেতে পারবেন।সবই উন্মুক্ত।

এখানে নিচের দিকে তাকিয়ে চললে ও ঈমান হালকা হবে
সোজাসুজি তাকালে তো ঈমান আরেকটু বেশি হালকা হবে।
আর উপারে তাকিয়ে চললে এক্সিডেন্ট।


একেকটা সাধারণ শ্রমিক কতটা অসহায় দালালদের কাছে। দুবাইয়ের সাধারণ প্রবাসীর চেয়ে দালাল আর বাটপারদের সংখ্যাই যেনো বেশি। 🫢

তারপরও সবাই বলে ……
"হাবিবি কাম টু দুবাই"

28/05/2024

দেশের সকল অসহায় মানুষদের জন্য আল্লাহর হেফাজত চাই।

28/05/2024
28/05/2024

ঋণ মুক্তির জন্য দো‘আ #২

اَللّٰهُمَّ إِنِّيْ أَعُوْذُ بِكَ مِنَ الْهَمِّ وَالْحَزَنِ، وَالْعَجْزِ وَالْكَسَلِ، وَالْبُخْلِ وَالْجُبْنِ، وَضَلَعِ الدَّيْنِ وَغَلَبَةِ الرِّجَالِ

হে আল্লাহ! নিশ্চয় আমি আপনার আশ্রয় নিচ্ছি দুশ্চিন্তা ও দুঃখ থেকে, অপারগতা ও অলসতা থেকে, কৃপণতা ও ভীরুতা থেকে, ঋণের ভার ও মানুষদের দমন-পীড়ন থেকে।

আল্লা-হুম্মা ইন্নী আ‘উযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি, ওয়া আ‘ঊযু বিকা মিনাল-‘আজযি ওয়াল-কাসালি, ওয়া আ‘ঊযু বিকা মিনাল-বুখলি ওয়াল-জুবনি, ওয়া আ‘ঊযু বিকা মিন দ্বালা‘য়িদ্দাইনি ওয়া গালাবাতির রিজা-ল

বুখারী, ৭/১৫৮, নং ২৮৯৩

Address

রায়পুর থানা মসজিদের উত্তর পার্শে
Raypur
3710

Telephone

+8801711129639

Website

Alerts

Be the first to know and let us send you an email when রসুই ঘর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Nearby media companies


Other Digital creator in Raypur

Show All