24/06/2023
- আমায় ডেকেছিলেন শাশুড়িমা?
- হ্যাঁ। আজ তো তোমার বৌভাত, আরেকটু পরেই ভাতকাপড়ের অনুষ্ঠান। তোমায় কয়েকটা কথা বলার দরকার আজ।
- আমি জানি শাশুড়িমা, আপনি কি বলবেন! আমাদের পাশের বাড়ির রুন্টুকেও ওর শাশুড়ি বলেছিল।
- তাই? তা বলো দেখি কি বলব?
- এই যে আজ থেকে এই সংসারের দায়ভার আমার। আমি নতুন বৌ।আজ থেকে সবার সুখী দুঃখের সব দায়িত্ব আমার। সবাইকে আগলে রাখতে হবে। পরিবারের সবাইকে মাথায় করে রাখতে হবে…
- মরণদশা গো! সবাইকে মাথায় রাখতে গেলে তো মাথা ভেঙে পড়ে যাবে!
- অ্যাঁ?!
- হ্যাঁ বৌমা। এসব ছাঁইপাশ কথা কে বলে?! শোনো এই বাড়ির কাউকে মাথায় চড়াবে না। সবাই যখন মাথায় চড়ে নেত্য করবে, তখন আমি তো পারবই না, আমার শাশুড়িও তোমায় বাঁচাতে পারবে না।
- অ্যাঁ?
- অ্যাঁ অ্যাঁ করো না। এই বাড়ির লোকগুলোর চরিত্র বলে দিচ্ছি, শুনে শুনে মুখস্ত করে নাও। বুঝলে?!
- আচ্ছা। শাশুড়িমা।
- তোমার একমাত্র পিসিশাশুড়ি কিন্তু কাল থেকেই খোকাখুকু কবে আসবে জানতে চাইবে। তার সাথে ওদের পাড়ার দুধওয়ালার মেজো ছেলের ভাইয়ের বৌ বিয়ের দুমাসের মধ্যেই বাচ্চা নিয়ে কি ভীষণ বুদ্ধিমানের কাজ করেছে, সেটাও জানাবে।
- সেকি?!
- এবার লিচুডাঙার মেজো মাসিমা। উনি তোমায় বিয়ের পর জিন্স পরার অপকারিতা আর ঘোমটা দিয়ে শাড়ি পরার উপকারিতা বোঝাবেন।
- আমি ওনাকে জিন্স পরার উপকারিতা বুঝিয়ে দেব।
- সাব্বাস। এই নাহলে আমার বৌমা। এবার আসি, তোমার শ্বশুরের চরিত্রে।
- শ্বশুর?!
- হ্যাঁ! পিসিশাশুড়ি আর মেজোমাসিমার থেকেও খারাপ চরিত্র ওনার। তোমার শ্বশুর ডায়েট করেন। নিজে মাটন বিরিয়ানির বদলে ভেজিটেবল স্যুপ খান এবং অন্যকেও খাওয়ানোর চেষ্টা করেন।
- এটা তো রীতিমতো একটা ফাঁদ!
- ফাঁদে পা দেওয়া চলবে না। এবার তোমার বরের চরিত্র। সে ছেলে এক প্লেট মাটন বিরিয়ানি খেতে পারে না। হাসফাঁস করে, ঢেঁকুর তোলে আর বাকি বিরিয়ানি বুকে আগলে বসে থাকে।
- তাহলে বাকি বিরিয়ানিটা কেড়ে খেয়ে নেওয়া তো আমার সাংসারিক কর্তব্যের মধ্যে পড়ে।
- একদম বৌমা! স্বামীর প্রতি স্ত্রীর কর্তব্য।
- বলছি শাশুড়িমা, আপনি কি বিরিয়ানি শেষ করতে পারেন নাকি আমাকে সেটাও খাবলে নিয়ে শাশুড়ির প্রতি বৌমার কর্তব্য…
- এই বৌমা, আমার চরিত্র তো তোমায় বলাই হল না। শোনো, শোনো। আমি আবার আমার বিরিয়ানির প্যাকেটের আশেপাশে যাকেই বেশী ঘোরাঘুরি করতে দেখি তাকেই খ্যাঁক করে কামড়ে দেই। হেহেহে!
- অ্যাঁ?!
#শাশুড়িমার_চরিত্র
লেখায় : Ankita Ghosh