হাসির গল্প

হাসির গল্প This page is basically provide funny story or jocks. To enjoy with our happiness like our page & stay with us.

বাদীর জেরা- ১।  আপনি কি বিল্লুকে আপনার ঝাপি থেকে   মাছ নিয়ে যেতে দেখছেন? - জ্বী। ২। দেখার পরেও আপনি চুপ করে বসেছিলেন? - ...
23/09/2024

বাদীর জেরা-
১। আপনি কি বিল্লুকে আপনার ঝাপি থেকে মাছ নিয়ে যেতে দেখছেন?
- জ্বী।
২। দেখার পরেও আপনি চুপ করে বসেছিলেন?
- না।
৩। বিল্লুকে তাড়া করেছিলেন?
- জ্বী।
৪। ধরতে পারেননি?
- না।
💚💚 বিল্লু আপনার চেয়ে বুদ্ধিমান এবং বেশি দৌঁড়াতে পারে।
- সত্য নয়।
৫। বিল্লুকে তাড়া দেওয়ার সময়ে অন্য কেউ দেখেছে?
- মনে পড়ছে না।
৬। আপনাকে বিল্লুকে তাড়া করতে দেখেছে এরকম কোনো সাক্ষী আছে আপনার কাছে?
- না।
💚💚 আপনি বিল্লুকে মাছ চুরি করতে দেখেননি। তাড়াও করেননি।
-- সত্য নয়।

৭। বিল্লু কী মাছ নিয়েছিল?
-- রুই মাছ।
৮। বাজারে আপনি একাই কি রুই মাছ বিক্রি করেন?
- না।
৯। আরও অনেকে রুই মাছ বিক্রি করে?
- হ্যাঁ।
১০। অন্যদের মাছের চেয়ে আপনার মাছের চেহারা সাইজ আলাদা? অন্যদের মাছের সাথে মেলালে আপনার দোকানের মাছ আলাদা করা যায়?
- না।
১১। বিল্লুর কাছের যে রুইমাছ এরকম মাছ আপনি ছাড়াও আরও অনেকে বিক্রি করে?
- হ্যাঁ।
১২। বিল্লুর কাছের পাওয়া মাছটা আপনার দোকানের কিনা প্রত্যক্ষদর্শী সাক্ষী ছাড়া তা যাচাই করার আর কোনো উপায় আছে?
- না।
১৩। বিল্লুকে মাছ নিয়ে যেতে আপনি ছাড়া আর কেউ দেখেছে এরকম কোনো সাক্ষী কি আপনি কোর্টে উপস্থাপন করেছেন?
- না।
😏😏পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণের অভাবে বিল্লুর বিরুদ্ধে চুরির অভিযোগ প্রমাণিত না হওয়ায় বিল্লুকে সসম্মানে মুক্তি দেওয়া হয়েছে।

22/09/2024

হাসতে হাসতে পেট ব্যাথা হয়ে যাবে 😃😃

স্ত্রী – বুঝলে, আজ রাত্রে আমি রান্না করছিনা, হোটেলে খাবো।☺
স্বামী – কোনও ব্যাপার না। Done!
স্বামী – হ্যাঁ, তো কোথায় খাবে ভাবছো ? একটা মাঝামাঝি রেস্টুরেন্টে গেলেই হবে, কি বলো ?
স্ত্রী – মোটেই না। আজ ক্যাণ্ডেল লাইট ডিনার করবো, রয়্যাল প্যালেস হোটেলে যাবো।
স্বামী – (একটুক্ষণ চুপ থাকার পর) ও, আচ্ছা। ঠিক আছে তবে। সন্ধ্যা সাতটায় যাবো তো ? তৈরী থেকো।
স্ত্রী – Sure
সন্ধ্যা ৬:৩০ মিঃ গাড়িতে করে যেতে যেতে ..
স্বামী – আজকাল ফুচকা ওয়ালার সংখ্যা এ রাস্তায় বেশ বেড়েছে। জানো তো, একবার আমি বন্ধুদের সঙ্গে বাজি রেখে ৩০ টা ফুচকা খেয়েছিলাম, আর বাজি জিতে গেছিলাম !
স্ত্রী – এ আর এমন কী বাহাদুরি !
স্বামী – বাহাদুরিই ! আমাকে আজ পর্যন্ত ফুচকা খাওয়াতে কেউ হারাতে পারেনি।
স্ত্রী – ছাড়ো তো! ফুচকা খাওয়াতে তোমাকে আমি গুনে গুনে হারাতে পারি।
স্বামী – তুমি !! হাসালে প্রিয়তমা ! আমি ভালোমতোই জানি , তুমি গো হারা হারবে। গোটা বিশেক বড়জোর , তারপরই হাঃ হাঃ হাঃ
স্ত্রী – হয়ে যাক চ্যালেঞ্জ। দাঁড় করাও গাড়ি, এক্ষুণি-
……..
স্বামী ৩০টা ফুচকা খেয়ে কৃত্রিম ঢেঁকুর তুলে খাওয়া বন্ধ করে দিল। পেট তো স্ত্রীরও ভরে গেছিলো, তবুও আরো একটা ফুচকা খেয়ে নিয়েই স্ত্রী খুশিতে, আনন্দে চেঁচিয়ে উঠলেন “জিতে গেছি, জিতে গেছি “।
স্বামী স্মিত হেসে হার স্বীকার করে নিলেন।
……..
বিল এসেছিল ৩২০ টাকা আর স্ত্রী যখন ঘরে ফিরেছিলেন, তখন তিনি ছিলেন জেতার আনন্দে উৎফুল্ল ।
ইহাই ম্যানেজমেন্ট, সর্বনিম্ন বিনিয়োগে সর্বোচ্চ প্রাপ্তি এবং কর্মীর সম্পূর্ণ সন্তুষ্টি !!!
😌😌😌

08/05/2024


রাত্রে স্বামী স্ত্রী দুজনে শুয়ে ছিলো। রাত দুটোর সময় হঠাৎ স্ত্রীর ফোনে ম্যাসেজ টোন বেজে উঠলো.....চমকে উঠে স্বামী স্ত্রীর ...
25/03/2024

রাত্রে স্বামী স্ত্রী দুজনে শুয়ে ছিলো। রাত দুটোর সময় হঠাৎ স্ত্রীর ফোনে ম্যাসেজ টোন বেজে উঠলো.....
চমকে উঠে স্বামী স্ত্রীর ফোনে BEAUTIFUL লেখা দেখে স্ত্রীকে উঠিয়ে বললো,
“তোমার ফোনে ম্যাসেজ এসেছে BEAUTIFUL.
তোমার ফোনে এমন ম্যাসেজ, কেনো...??”
স্ত্রী ধড়পড় করে উঠে বললো:
“এই ৪৫ বছর বয়সে কে আর BEAUTIFUL বলবে....!!” তারপর মোবাইল দেখে চিৎকার করে স্বামীকে বললো, “এবার থেকে চশমা পরে ফোন হাতে নেবে। ওটা BEAUTIFUL লেখা নয়....
ফোন চার্জে দেওয়া ছিলো,
তাই BATTERYFULL লেখা দেখাচ্ছে...। 😂😁🤣

16/01/2024

স্বামী বাজারে গেছে আর ফেরার নাম নেই।😃🤣😂
স্ত্রী ফোন করলাে
স্ত্রীঃ হ্যালাে তুমি কোথায়?
স্বামীঃ গত ঈদের আগের দিন আমরা যে জুয়েলারি দোকানে গিয়েছিলাম, তুমি
একটা হার পছন্দ করেছিলে, মনে আছে?😑
স্ত্রীঃ হাঁ হাঁ মনে আছে।
স্বামীঃ কিন্তু তখন আমার কাছে অতাে টাকা ছিলাে না মনে আছে?🥴
স্ত্রীঃ মনে থাকবেনা কেন সব মনে আছে।
স্বামীঃ তখন তােমার মন খারাপ হয়ে ছিল মনে আছে।
স্ত্রীঃ আরে ধুর মনে থাকবেনা কেন সব মনে আছে।
স্বামীঃ তখন আমি বলেছিলাম যে হারটা একদিন আমি তােমায় কিনে দিব।
স্ত্রীঃ এবার ভীষণ খুশি হয়ে বল্লো- মনে আছে ‘জান’ তারপর বলাে।
স্বামীঃ আমি সেই জুয়েলারি দোকানের পাশে যে নাপিতের দোকান আছে সেই
নাপিতের কাছে চুল কাটাচ্ছি। ফিরতে একটু দেরী হবে ...🤣😂

'বাইসাইকেল ধীরে ধীরে মেরে ফেলছে পৃথিবীকে!'কথাটি একজন ব্যাংকারের। তিনি যখন বিষয়টি ডিটেইলসে বলেন, বড় বড় অর্থনীতিবিদরাও তাত...
09/05/2023

'বাইসাইকেল ধীরে ধীরে মেরে ফেলছে পৃথিবীকে!'

কথাটি একজন ব্যাংকারের। তিনি যখন বিষয়টি ডিটেইলসে বলেন, বড় বড় অর্থনীতিবিদরাও তাতে চিন্তার খোরাক পেয়েছেন। আরবান সাইক্লিং ইনস্টিটিউট ব্যাংকার বলেন, একজন সাইক্লিস্ট দেশের অর্থনীতির জন্যে দুর্যোগ স্বরূপ। তিনি গাড়ি কিনেন না। ফলে গাড়ি কেনার জন্য ধারও করতে হয় না তাকে। একজন সাইকেল ব্যবহারকারী ইন্সুরেন্স করেন না। জ্বালানী কিনেন না, তাকে এমনকি গাড়ি মেরামত বাবদও কোনো খরচ করতে হয় না।

ব্যাংকার আরো বলেছেন, যিনি সাইকেল চালিয়ে অভ্যস্ত, তাকে পার্কিং করার জন্যে কোনো পয়সা দিতে হয় না। সাইকেলের কারণে বড় ধরনের কোনো দুর্ঘটনার ঘটে না, ফলে হাসপাতালও রোগী পায় না।

সাইকেল চালানো মানুষ বহুলেইনের রাস্তাও ব্যবহার করে না। এমনকি লোকটি মোটাও হয় না সাইকেল চালানোর কারণে।

ব্যাংকার বলছেন, অর্থনীতির জন্যে স্বাস্থ্যবান মানুষ মোটেও উপকারী বা প্রয়োজনীয় নয়। তাদের ডাক্তার দেখাতে হয় না। হাসপাতালে যেতে হয় না। ওষুধই কিনতে হয় না। তারা দেশের জিডিপিতে কোনো অবদান রাখে না।
অন্যদিকে, ম্যাকডোনাল্ডসের একটা নতুন শপ হওয়া মানে কিছু লোকের চাকরি হওয়া। পাশাপাশি কমপক্ষে ৩০ জনের আয়ের সুযোগ করে দেয় নতুন দোকানটি। তারা হলেন ১০ জন হার্টের ডাক্তার, ১০ জন ডেন্টিস্ট এবং ১০ জন ডায়েটিশিয়ান ও পুষ্টিবিদ।

সুতরাং ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন, সাইকেল কিনবেন নাকি ম্যাকডোনাল্ডসের দোকান? আর যারা পায়ে হাঁটে, তারা সবচেয়ে খারাপ। কারণ তারা একটি সাইকেলও কেনে না

05/04/2023
24/03/2023

রমজানের ১ম দিনে তালেব বসের মহৎ কাজ

23/03/2023

রোজায় অনিহা। বি সি এস কাদের কে ধোলাই. Ramadan

22/03/2023

Lover boy taleb trailer

-একটি ছেলে রোজ বারে এসে এক সাথে তিন গ্লাস মদ নিয়ে আস্তে-আস্তে চুমুক দিয়ে তিনটা গ্লাস খালি করে চলে যায়।বার টেন্ডারের কাছে...
12/11/2022

-একটি ছেলে রোজ বারে এসে এক সাথে তিন গ্লাস মদ নিয়ে আস্তে-আস্তে চুমুক দিয়ে তিনটা গ্লাস খালি করে চলে যায়।

বার টেন্ডারের কাছে ব্যাপারটা বেশ আশ্চর্য্য লাগত। সে একদিন ছেলেটাকে জিজ্ঞেস করেই বসল, "আচ্ছা, আপনি রোজ এসেই তিনটে গ্লাস কেন নেন, এক গ্লাসেই তো তিন পেগ খেতে পারেন!"

ছেলেটি উদাসভাবে বলল, "আমরা তিন জন বাল্যকালের বন্ধু ছিলাম। এখন ওরা কর্মসূত্রে অনেক দুরে থাকে। এ জন্য দুই গ্লাস ওদের আর এক গ্লাস আমার জন্য নিই। তাতে আমার মনে হয় ওরা আমার পাশে বসে আমার সাথেই মদ্যপান করছে।"

কয়েক মাস পর আচমকা একদিন সেই ছেলেটি শুধু দুই গ্লাস মদ চাইল। আর ওকে কিছুটা মনমরা আর উদাস লাগছিল। সেদিন সে দুই গ্লাসেই চুমুক দিচ্ছিল।

বার টেন্ডার ভাবল; হয়ত ওর এক বন্ধু মারা গেছে। সে তাকে স্বান্তনা দেবার জন্য ওর পাশে এসে দাঁড়াল। জিজ্ঞেস করল, "আপনার এক বন্ধুর কি হয়েছে? আজ শুধু দুই গ্লাস কেন চাইলেন?"

ছেলেটি বড় অমায়িকভাবে বলল, "আমার দুই বন্ধুই সুস্থ-সবল আছে রে ভাই। কিন্তু আমার স্ত্রীর অত্যাচারে বাধ্য হয়ে আমি মদ্যপান করা ছেড়ে দিয়েছি! তাই আজ শুধু ওদের পেগটা খাচ্ছি!" 🥴

বাসে গাদাগাদি ভিড়। এক ভদ্রলোক একটি দামী স্যুটকেস নিয়ে উঠলেন। অধ্যাপক টাইপ চেহারা।প্রশ্ন করলেন-"আচ্ছা, পলাশীর যুদ্ধে নবাব...
30/09/2022

বাসে গাদাগাদি ভিড়। এক ভদ্রলোক একটি দামী স্যুটকেস নিয়ে উঠলেন। অধ্যাপক টাইপ চেহারা।

প্রশ্ন করলেন-"আচ্ছা, পলাশীর যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের কারণ কী?"

সকলেই চুপ করে শুনতে থাকলেন তার কথা। কেউ কোনও কথা বলছেন না দেখে তিনি আবার শুরু করলেন -

"পলাশীর প্রান্তরে সেদিন নবাব সিরাজউদ্দৌলার সৈন্য ছিল অনেক। লর্ড ক্লাইভের সৈন্য অল্পসংখ্যক থাকা সত্ত্বেও নবাব পরাজিত হয়েছিলেন। আপনারা বলবেন যে জগৎ শেঠ, মীর জাফরদের গাদ্দারির কারণে নবাব পরাজিত হয়েছিলেন। কিন্তু এই ইতিহাস সবটাই সত্য নয়। সত্য ইতিহাস জানতে হবে।"

একজন কৌতূহলী যাত্রী জানতে চাইলেন -- "তবে সত্য ইতিহাসটা কী?"

"সত্য ইতিহাস আজ আপনাদের সামনে তুলে ধরতে চাই। ক্লাইভ দূরবীন দিয়ে নবাবের সৈন্যদের গতিবিধি লক্ষ্য করলেন। পলাশীর আম বাগান তখন শূন্য। মীর জাফর তার আয়ত্ত্বাধীন সৈন্য নিয়ে কেটে পড়েছে। ক্লাইভ তো অবাক। নবাবের সৈন্যরা তবে গেল কোথায়? নিশ্চয়ই কোনও চাল চেলেছে।

হঠাৎ নজর পড়ল আমগাছের দিকে। একটি ডাল নড়ে উঠল। ক্লাইভ এবার দেখল যে, নবাবের সৈন্যরা আম গাছের ডালে ডালে বসে আছে। নিচ দিয়ে যেতে গেলেই তারা গেরিলা আক্রমণ করবে বলে প্রস্তুত।

ক্লাইভ কাছাকাছি না গিয়ে দূর থেকে কামান আর বন্দুক তাক করল। ফলন্ত গাছ থেকে আমের সাথে সাথে টুপটুপ করে ঝরে পড়তে লাগল নবাবের সৈন্য। আহ্!"

ভদ্রলোকের বলার ভঙ্গিতে যাদু ছিল। সকলেই মন দিয়ে শুনছিলেন তার কথা। তিনি আবার বলে উঠলেন -

"নবাবের সৈন্যরা সকলেই ইংরেজদের হাতে মারা পড়লেন। কিন্তু আমার প্রশ্ন আপনাদের কাছে। আম গাছের ডাল সেদিন নড়ে উঠল কেন? কী ছিল ষড়যন্ত্র?"

যাত্রীদের সকলের মনে প্রশ্ন জেগে উঠল। তাই তো, আম গাছের ডাল নড়ে উঠল কেন? গাছের ডাল না নড়লে তো ক্লাইভের নজরে আসত না সৈন্যদের অবস্থান!

ভদ্রলোক বললেন, "কেন নড়ে উঠেছিল গাছের ডাল? কে বলতে পারবেন?"

যথারীতি সকলেই চুপ করে থাকলেন। ভাবগতিক এমন যে, "আমরা জানি না, আপনিই বরং বলে দিন।"

তিনি তখন স্যুটকেস খুললেন। একটি জিনিস বের করে সকলকে দেখিয়ে বললেন -

"ডাল নড়ে ওঠার কারণ ছিল- চুলকানি, দাউদ, চর্মরোগ। বড় মারাত্মক এই রোগ, বুঝলেন? নবাবের এক সৈন্যের ছিল চুলকানি। এই চুলকানির জন্যই সেদিন ডাল নড়ে উঠেছিল। ডাল না নড়লে ক্লাইভ নিশ্চিহ্ন হয়ে যেত।

আর তাই আমি এনেছি চুলকানির মলম। দাম মাত্র ত্রিশ টাকা!☺️

অন্ধকার সিনেমা হল। এক মহিলা ওয়াশরুম থেকে বের হয়ে, নিজের সিটের দিকে আগাচ্ছেন। কর্নারের ভদ্রলোককে উদ্দেশ্য করে বললেন, 'ভাই...
26/09/2022

অন্ধকার সিনেমা হল। এক মহিলা ওয়াশরুম থেকে বের হয়ে, নিজের সিটের দিকে আগাচ্ছেন। কর্নারের ভদ্রলোককে উদ্দেশ্য করে বললেন, 'ভাই, একটু আগে বাইরে যাবার সময় আমি কি আপনারই পায়ে পাড়া দিয়েছিলাম?

প্রচন্ড রেগে ভদ্রলোক, 'হ্যাঁ, দিয়েছিলেন। এখন কি ন্যাকামি করে ক্ষমা চাইবেন?'
: না না ভাই৷ ওসব ইচ্ছা আমার নেই। মানে শিওর হলাম যে আমার সিটটা এই লাইনেই।

25/09/2022

ছাত্র: স্যার, আমি কি একটা প্রশ্ন করতে পারি..?😇

স্যার: করো😒

ছাত্র: একটা আস্ত হাতিকে কিভাবে ফ্রিজে রাখবেন ..?😊

স্যার: জানি না!🙄

ছাত্র: খুব সহজ, আগে ফ্রিজটা খুলবেন, তারপর হাতিটাকে সাবধানে ঢুকাবেন, ব্যস!😊

আরেকটা প্রশ্ন ..!😇

স্যার: কি..?😒

ছাত্র: একটা গাধাকে কিভাবে ফ্রিজে ভিতর রাখবেন..😶

স্যার: খুব সহজ, ফ্রিজটা খুলবো তারপর গাধাটাকে রেখে দিবো!!😊

ছাত্র : হয় নাই স্যার,😒

আগে হাতিটাকে বের করতে হবে তারপর..😊

স্যার: ওহহ... ওকে!!😒

ছাত্র: স্যার আরেকটা প্রশ্ন, বনের সমস্ত পশুপাখি সিংহ মামার জন্মদিনের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবে, কিন্তু একজন ছাড়া। সেটা কে...?😶

স্যার: মনে হয় বাঘ! কারণ একজন আরেকজনকে দেখতে পারে না!!😐

ছাত্র: হয় নাই স্যার, এটা হবে গাধা কারণ সে এখনো ফ্রিজের ভিতরে..😶

স্যার : আমার সাথে মজা করো...না!!😐

ছাত্র : না স্যার!

আরেকটা শেষ প্রশ্ন.....প্লিজ স্যার😊

স্যার : ওকে😒

ছাত্র: অসংখ্য কুমির ভর্তি নদী আপনাকে পার হতে হবে, কিন্তু কিভাবে??🙄

স্যার: কোন অবস্থাতেই সম্ভব না। তবে একটা বড় নৌকা দিয়ে পার হওয়া যাবে!😑

ছাত্র: হয় নাই স্যার😒

আপনি সাঁতরে সহজেই নদী পার হতে পারেন। কারণ কুমিরগুলোও সিংহের জন্মদিনে গেছে।🙂

Address

Rangpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when হাসির গল্প posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category

Nearby media companies