Hamar Nageswari

Hamar Nageswari মাটি ও মানুষের কথা বলে...

কচাকাটায় যোগাযোগ সমস্যায় সংকুল পূর্বাঞ্চলে জরুরি চিকিৎসা সেবায় অটো এম্বুলেন্স প্রদানজাহিদুল ইসলাম খান, নিজস্ব প্রতিবেদক:...
28/01/2025

কচাকাটায় যোগাযোগ সমস্যায় সংকুল পূর্বাঞ্চলে জরুরি চিকিৎসা সেবায় অটো এম্বুলেন্স প্রদান

জাহিদুল ইসলাম খান, নিজস্ব প্রতিবেদক:

নাগেশ্বরী উপজেলার যোগাযোগ সমস্যায় সংকুল পূর্বাঞ্চলে জরুরি চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্যে কচাকাটা থানায় একটি এ্যাম্বুলেন্স উপহার হিসেবে প্রদান করা হয়েছে। আজ ২৮ জানুয়ারি বিকেল ৫টায় কুড়িগ্রাম জেলা প্রশাসক জনাব নুসরাত সুলতানা এই এ্যাম্বুলেন্সটি প্রদান করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলার নির্বাহী অফিসার জনাব সিব্বির আহমেদ, উপজেলা সহকারী ভূমি কমিশনার জনাব মো. মাহমুদুল হাসান, এবং ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুর রহমান পলাশ।

বক্তারা তাদের বক্তব্যে জানান, নাগেশ্বরী উপজেলার পূর্ব অংশে নদী দ্বারা বিচ্ছিন্ন এলাকা হওয়ায় স্থানীয় জনগণ দীর্ঘদিন ধরে চিকিৎসা সেবা পেতে সমস্যার সম্মুখীন হচ্ছিল। এই এ্যাম্বুলেন্স প্রদান এলাকার স্বাস্থ্য সেবা উন্নয়নের ক্ষেত্রে একটি নতুন দিগন্ত উন্মোচন করবে।

বক্তারা আরও উল্লেখ করেন, এই উদ্যোগটি জনগণের জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে এবং জরুরি মুহূর্তে সময়মতো সেবা পৌঁছে দেওয়া সম্ভব হবে।

কচাকাটা থানার অধীনস্থ জনগণ এ উদ্যোগের জন্য জেলা প্রশাসক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নাগেশ্বরী উপজেলা শাখার ত্রি-বার্ষিক কার্যনির্বাহী কসিটির নির্বাচন সফলভাবে সম্পন্নজাহিদুল ইসলাম খান, নিজস্ব প্রতিবেদকনাগে...
25/01/2025

নাগেশ্বরী উপজেলা শাখার ত্রি-বার্ষিক কার্যনির্বাহী কসিটির নির্বাচন সফলভাবে সম্পন্ন

জাহিদুল ইসলাম খান, নিজস্ব প্রতিবেদক

নাগেশ্বরী উপজেলার বাংলাদেশ শিক্ষক সমিতি (BTA) নাগেশ্বরী শাখার ত্রি-বার্ষিক কার্যনির্বাহী কমিটির নির্বাচন সফলভাবে সম্পন্ন হয়েছে। ২৫ জানুয়ারি নির্বাচনটি অনুষ্ঠিত হয় নাগেশ্বরী আদর্শ বালিকা বিদ্যালয়ে।

সকাল ১০ ঘটিকা থেকে বিকেল ৪ ঘটিকা পর্যন্ত উপজেলার মাধ্যমিক স্তরের বেসরকারি বিদ্যালয়ের ১,১১৫ জন ভোটারের মধ্যে ১,০৫৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

মটর সাইকেল প্রতীক নিয়ে নাগেশ্বরী আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহিদুল ইসলাম ৫৪৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, ছাতা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা নাগেশ্বরী ডি এম একাডেমীর প্রধান শিক্ষক কে এম আনিছুর রহমান পেয়েছেন ৫০৩ ভোট।

চেয়ার প্রতীক নিয়ে কচাকাটা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফজলুর রহমান ৬৮৬ ভোট পেয়ে সিনিয়র সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, মাছ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা সুবলপাড় বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুস শফিক পেয়েছেন ৩৬৪ ভোট।

বই প্রতীক নিয়ে ইষ্ট রামখানা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রিয়াজুল ইসলাম ৬০৫ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, ঘোড়া প্রতীক নিয়ে ডায়নারপার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বেলাল হোসেন পেয়েছেন ৪৩৫ ভোট।

নির্বাচনটি সুষ্ঠু, নিরপেক্ষ ও আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বলে জানান আয়োজকরা। নবনির্বাচিত কমিটির প্রতি সমিতির সদস্যরা আশা প্রকাশ করেন যে, তারা শিক্ষকদের অধিকার রক্ষায় এবং শিক্ষা ব্যবস্থার উন্নয়নে কাজ করবেন।

নাগেশ্বরীতে ইসলামি ছাত্র আন্দোলনের নতুন কমিটি গঠিতহামার নাগেশ্বরী ডেস্ক :নাগেশ্বরীতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর নত...
25/01/2025

নাগেশ্বরীতে ইসলামি ছাত্র আন্দোলনের নতুন কমিটি গঠিত

হামার নাগেশ্বরী ডেস্ক :

নাগেশ্বরীতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর নতুন কমিটি গঠিত হয়েছে। আজ ২৪ জানুয়ারি শুক্রবার বিকেল ২:৩০ টায় এক অনুষ্ঠানের মাধ্যমে পুরাতন কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি ঘোষণা করা হয়। এই উপলক্ষে ইসলামী নাশিদ সন্ধ্যার আয়োজন করা হয়।

নতুন কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন, সভাপতি: কে. এম. আবুল হাসান সহ-সভাপতি: আখতারুজ্জামান আব্বাসী সাধারণ সম্পাদক: রেজাউল করিম

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় সভাপতি এডভোকেট হাসিবুর রহমান। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় শূরা সদস্য আলিম আল আসিফ। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি মুহা. আশরাফুল ইসলাম।

এছাড়া আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ২৫ কুড়িগ্রাম-১ আসনের জাতীয় সংসদ সদস্য প্রার্থী মুহা. হারিসুল বারী রনী, মুজাহিদ কমিটির কুড়িগ্রাম জেলা ও উপজেলা নেতৃবৃন্দ, এবং জাতীয় ওলামা মাশায়েখ পরিষদের প্রতিনিধিরা।

উপস্থিত উলামায়ে কেরামের মধ্যে ছিলেন মাওলানা শামসুদ্দিন (প্রিন্সিপাল, নাগেশ্বরী কামিল মাদ্রাসা), মাওলানা আমিনুল ইসলাম (মুহতামীম, হামিউস সুন্নাহ কারামতিয়া মাদ্রাসা) এবং মাওলানা রেজাউল করিম মামুন (পেশ ইমাম ও খতিব, উপজেলা মডেল মসজিদ, নাগেশ্বরী)।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নবগঠিত কমিটির সভাপতি কে. এম. আবুল হাসান। আয়োজন শেষে দেশের খ্যাতনামা কলরব শিল্পী গোষ্ঠী এবং স্থানীয় ইসলামী সংগীত শিল্পীরা মনোমুগ্ধকর পরিবেশনা করেন।

নতুন কমিটির কাছে আশা, তারা ইসলামী আদর্শে শিক্ষার্থীদের নেতৃত্বে অগ্রণী ভূমিকা পালন করবে।

নাগেশ্বরীর ভিতরবন্দে দূর্বৃত্তদের এসিড নিক্ষেপে ঝলসে গেলো বাবা ও মেয়ের শরীরহামার নাগেশ্বরী ডেস্ক :২৩ জানুয়ারি (বৃহস্পতি...
24/01/2025

নাগেশ্বরীর ভিতরবন্দে দূর্বৃত্তদের এসিড নিক্ষেপে ঝলসে গেলো বাবা ও মেয়ের শরীর

হামার নাগেশ্বরী ডেস্ক :

২৩ জানুয়ারি (বৃহস্পতিবার) নাগেশ্বরী উপজেলার ভিতরববন্দ ইউনিয়নে জমি বিরোধের জেরে মোঃ হাবিবুর রহমান (৬০) ও মোছাঃ ইয়াসমিন নাহার হ্যাপী (৩৩) নামের বাবা ও মেয়ের শরীর, হাত, মুখ এসিড দিয়ে ঝলসে দিয়েছে দূর্বৃত্তরা। আহত হাবিবুর রহমান নাগেশ্বরী উপজেলার ভিতররবন্দ ইউনিয়নের গুঞ্জাবাড়ি মাদ্রাসার ভবানী পুর এলাকার বাসিন্দা বলে জানা গেছে। আহত মোছাঃ ইয়াসমিন নাহার কুড়িগ্রাম সদর হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও অবস্থার অবনতি হওয়ায় মোঃ হাবিবুর রহমানকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেছে কর্তব্যরত চিকিৎসক।

সংবাদ: সংগৃহীত

একটি শোক সংবাদ:নাগেশ্বরী বাজার কেন্দ্রীয় মসজিদের সন্মানিত ইমাম ও খতিব, হাফেজ মাওলানা  মোজাম্মেল হক  রংপুর মেডিকেলে চিকি...
23/01/2025

একটি শোক সংবাদ:

নাগেশ্বরী বাজার কেন্দ্রীয় মসজিদের সন্মানিত ইমাম ও খতিব, হাফেজ মাওলানা মোজাম্মেল হক রংপুর মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
মহান আল্লাহ তায়ালা তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন,আমিন।
জানাজা সময় : আগামীকাল দুপুর ৩ টায় নাগেশ্বরী কেন্দ্রীয় ঈদগাহ ময়দান মাঠে পড়ানো হবে....

নাগেশ্বরীতে বামনডাঙ্গা ইউনিয়ন আওয়ামিলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতারজাহিদুল ইসলাম খান, নিজস্ব প্রতিবেদক:নাগেশ্বরী উপজেলার...
21/01/2025

নাগেশ্বরীতে বামনডাঙ্গা ইউনিয়ন আওয়ামিলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার

জাহিদুল ইসলাম খান, নিজস্ব প্রতিবেদক:

নাগেশ্বরী উপজেলার বামনডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল খালেক বাবু আজ ২১ জানুয়ারি মঙ্গলবার সকালে গ্রেফতার হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, নাগেশ্বরী উপজেলা পরিষদের সামনে থেকে সকাল ১১টায় নাগেশ্বরী থানার ওসি (তদন্ত) অপূর্ব বর্মনের নেতৃত্বে একটি পুলিশ দল তাকে গ্রেফতার করে।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত বছরের ৫ আগস্ট কুড়িগ্রাম জেলা শহরে একটি আন্দোলনে বাধা দেওয়া এবং সৃষ্ট সহিংসতায় হতাহতের ঘটনায় দায়ের করা মামলায় তার নাম উঠে আসে। এই মামলার ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়েছে।

এছাড়া স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, মো. আব্দুল খালেক বাবুর বিরুদ্ধে বিভিন্ন সময় আইন-শৃঙ্খলা বিঘ্নকারী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ ছিল।

গ্রেফতারের পর তাকে নাগেশ্বরী থানায় নেওয়া হয়েছে এবং মামলার আইনি প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে।

নাগেশ্বরীতে রোড এক্সিডেন্টে একজন নিহতহামার নাগেশ্বরী ডেস্ক :আজ ২০ জানুয়ারি (সমবার) আনুমানিক সকাল ৬ ঘটিকায় নাগেশ্বরী সদর...
20/01/2025

নাগেশ্বরীতে রোড এক্সিডেন্টে একজন নিহত

হামার নাগেশ্বরী ডেস্ক :

আজ ২০ জানুয়ারি (সমবার) আনুমানিক সকাল ৬ ঘটিকায় নাগেশ্বরী সদর উপজেলার পয়ড়াডাঙ্গার চড়াইখেলা ব্রীজের পাশে ঢাকা টু ভুরুঙ্গামারি গামী পিংকি পরিবহণের নিচে মোটরসাইকেল পিষ্ট হয়ে বাইকারের আকস্মিক মৃত্যু হয়।
জানা গেছে নিহত ব্যাক্তি আব্দুস ছাত্তার (৫৫) কুড়িগ্রাম জর্জ কোর্টের একজন মহুরি বাড়ি ভুরুঙ্গামারির তিলাই ইউনিয়নের দক্ষিণ ছাট গোপালপুরের বানু শেখের পুত্র। প্রতিদিনের ন্যায় আজও বাড়ি থেকে কোর্টে যাওয়ার পথে দূর্ঘটনার স্বীকার হোন।

এ বিষয়ে নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা বলেন, নিহত ব্যাক্তিকে ওনার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং মামলা নেয়া হয়েছে বাস ড্রাইভার সহ সুপারভাইজার হেলপার পলাতক, আমরা আসামি ধরার চেষ্টা করতেছি।

নাগেশ্বরী উপজেলার কালিগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্রী কৃষ্ণ চন্দ্র সরকার নাগেশ্বরী থানা পুলিশের হাতে গ্রেফত...
19/01/2025

নাগেশ্বরী উপজেলার কালিগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্রী কৃষ্ণ চন্দ্র সরকার নাগেশ্বরী থানা পুলিশের হাতে গ্রেফতার।

নাগেশ্বরী উপজেলার বেরুবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এস এম মুকুল মাহমুদ এই মুহূর্ত নাগেশ্বরী থানা পুলিশের হাতে ...
18/01/2025

নাগেশ্বরী উপজেলার বেরুবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এস এম মুকুল মাহমুদ এই মুহূর্ত নাগেশ্বরী থানা পুলিশের হাতে আটক......

সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় সঠিক নেতৃত্ব দিতে হবে-সাবেক ভিপি নুরজাহিদুল ইসলাম জাহিদ, নিজস্ব প্রতিবেদক: গণঅধিকার পরিষদে...
17/01/2025

সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় সঠিক নেতৃত্ব দিতে হবে-সাবেক ভিপি নুর

জাহিদুল ইসলাম জাহিদ, নিজস্ব প্রতিবেদক:

গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, দেশের সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় সঠিক নেতৃত্ব ও দেশপ্রেমের চেতনা নিয়ে কাজ করতে হবে। তিনি জনগণকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে যোগ্য নেতৃত্ব বেছে নেওয়ার আহ্বান জানিয়েছেন।

শুক্রবার (১৭ জানুয়ারি) নাগেশ্বরী উপজেলার নেওয়াশী মহাবিদ্যালয় মাঠে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে নুর বলেন, “আমরা এক ফ্যাসিবাদী শাসনব্যবস্থা হটিয়ে জনগণের শাসন প্রতিষ্ঠা করেছি। ভবিষ্যতে কোনো সরকার যাতে দেশের স্বার্থ বিসর্জন দিয়ে পররাষ্ট্রনীতি পরিচালনা না করতে পারে, সেজন্য জনগণকে সজাগ থাকতে হবে।”

তিনি সীমান্তে ফেলানি হত্যার বিচার না হওয়ার বিষয়টি উল্লেখ করে বলেন, “১৪ বছরেও এ হত্যার বিচার হয়নি, যা আমাদের সার্বভৌমত্বকে প্রশ্নবিদ্ধ করে। এই অন্যায় কোনোভাবেই মেনে নেওয়া যায় না।”

নুর আরও বলেন, “বর্তমান অন্তর্বর্তী সরকারকে সুষ্ঠু ও অবাধ নির্বাচনের আয়োজনের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। যদি তারা এ দায়িত্ব পালনে ব্যর্থ হয়, তবে তাদেরও ছাড় দেওয়া হবে না। গণতন্ত্রের প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনা জরুরি।”

সভায় গণঅধিকার পরিষদের মুখপাত্র ফারুক হোসেন, কেন্দ্রীয় সহ-সচিব মাসুদ রানা মোন্নাফ, রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক নূরে এরশাদ সিদ্দিকীসহ অন্যান্য নেতারা বক্তব্য দেন।

স্থানীয় জনগণ ও নেতৃবৃন্দ গণতন্ত্র সুরক্ষায় ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার করেন এবং দেশের সার্বিক উন্নয়নে সঠিক নেতৃত্ব ও দেশপ্রেমের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

মতবিনিময় সভাটি স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে এবং গণতন্ত্র ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।

সীমান্ত হত্যা বন্ধের দাবিতে মার্চ ফর ফেলানী-২০২৫ সফল ভাবে সম্পন্ন হামার নাগেশ্বরী ডেস্ক : বাংলাদেশ-ভারত সীমান্তে ফেলানী ...
16/01/2025

সীমান্ত হত্যা বন্ধের দাবিতে মার্চ ফর ফেলানী-২০২৫ সফল ভাবে সম্পন্ন

হামার নাগেশ্বরী ডেস্ক :

বাংলাদেশ-ভারত সীমান্তে ফেলানী হত্যার ন্যায়বিচার এবং সীমান্তে নির্বিচারে হত্যা বন্ধের দাবিতে আয়োজিত “মার্চ ফর ফেলানী-২০২৫” সফলভাবে সম্পন্ন হয়েছে। নাগেশ্বরী উপজেলা শহর থেকে শুরু করে ফেলানী হত্যার স্থল সীমান্তে গিয়ে শেষ হওয়া এই লং-মার্চে সাধারণ মানুষ, ছাত্র-জনতা, পেশাজীবী সংগঠন এবং মানবাধিকার কর্মীদের বিশাল অংশগ্রহণ দেখা যায়।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকালে কুড়িগ্রামের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এই লং-মার্চে যোগ দেন। জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে এই আয়োজন সীমান্ত হত্যার বিরুদ্ধে এক ঐতিহাসিক প্রতিবাদে রূপ নেয়।

লং-মার্চে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম। তিনি বলেন, “সীমান্তে লাশের মিছিল আর দেখতে চাই না। এটি মানবাধিকারের চরম লঙ্ঘন। ন্যায়বিচারের জন্য আমাদের আন্দোলন চালিয়ে যেতে হবে।”

জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ বলেন, “বিএসএফ কর্তৃক ফেলানীসহ ৬০০ নিরপরাধ বাংলাদেশিকে হত্যা করা হয়েছে। সীমান্ত হত্যা বন্ধে আন্তর্জাতিক চাপ ও কার্যকর নীতিমালা প্রয়োজন। আমরা এই আন্দোলন চালিয়ে যাব, যতদিন ন্যায়বিচার প্রতিষ্ঠিত না হয়।”

২০১১ সালে ১৫ বছর বয়সী ফেলানী খাতুনকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) গুলি করে হত্যা করে। তার লাশ কাঁটাতারের বেড়ায় ঝুলে থাকার মর্মান্তিক দৃশ্য আজও জাতির হৃদয়ে দাগ কেটে আছে। এই হত্যার ১৪ বছর পেরিয়ে গেলেও ফেলানীর পরিবার বিচার পায়নি।

২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত সীমান্তে বিএসএফের গুলিতে অন্তত ৬০০-এর বেশি বাংলাদেশি নিহত হয়েছেন বলে মানবাধিকার সংস্থাগুলোর তথ্য জানিয়েছে।

লং-মার্চের শেষ বক্তব্যে আয়োজকরা বলেন, “সীমান্ত হত্যার প্রতিবাদ কুড়িগ্রাম থেকে শুরু হলেও এই আন্দোলন সারাদেশে ছড়িয়ে দেওয়া হবে। আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণে জাতিসংঘসহ বিভিন্ন সংস্থার সহযোগিতা নেওয়া হবে।”

সীমান্ত হত্যা বন্ধের এই দাবিকে একটি ঐতিহাসিক মাইলফলক হিসেবে আখ্যা দিয়ে আয়োজকরা মনে করেন, “মার্চ ফর ফেলানী-২০২৫” বাংলাদেশের প্রতিবাদী জনগণের ঐক্যের নতুন ইতিহাস সৃষ্টি করেছে।

নাগেশ্বরী উপজেলা ছাত্রলীগের ফেসবুক নেতা বেরুবাড়ি ইউনিয়নের মওয়ামারি গ্রামের আবু বক্কর সিদ্দিকে পুত্র রুবেল আহমেদ (২৯) কে ...
15/01/2025

নাগেশ্বরী উপজেলা ছাত্রলীগের ফেসবুক নেতা বেরুবাড়ি ইউনিয়নের মওয়ামারি গ্রামের আবু বক্কর সিদ্দিকে পুত্র রুবেল আহমেদ (২৯) কে গ্রেফতার করেছে নাগেশ্বরী থানা পুলিশ ।

নাগেশ্বরীতে "তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ” শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিতজাহিদুল ইসলাম খান , নিজস্ব প্রতিবেদক :নাগেশ্...
14/01/2025

নাগেশ্বরীতে "তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ” শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত

জাহিদুল ইসলাম খান , নিজস্ব প্রতিবেদক :

নাগেশ্বরী উপজেলায় “তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ” শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১৪ ডিসেম্বর (মঙ্গলবার) সকাল ১১ ঘটিকায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ কর্মশালার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিব্বির আহমেদ।
কর্মশালায় স্থানীয় শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক এবং রাজনীতিবিদগণ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল তরুণ প্রজন্মের দৃষ্টিতে একটি উন্নত ও সম্ভাবনাময় বাংলাদেশের রূপরেখা উপস্থাপন করা।
অংশগ্রহণকারীরা প্রত্যেকে তাদের ভাবনা লিখিত আকারে উপস্থাপন করেন। এতে শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ, দুর্নীতিমুক্ত প্রশাসন এবং তরুণদের জন্য কর্মসংস্থান বৃদ্ধির মতো বিষয়গুলো উঠে আসে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তার বক্তব্যে বলেন, “তরুণ প্রজন্মের চিন্তা ও মতামত গ্রহণ করে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার পথে আমরা এগিয়ে যেতে চাই। আপনাদের মতামত ভবিষ্যতে উন্নয়ন পরিকল্পনায় কাজে লাগবে।”
কর্মশালাটি সবার মধ্যে ব্যাপক উৎসাহ জাগিয়ে তোলে এবং আগামীর উন্নত বাংলাদেশ গঠনে নতুন আশার সঞ্চার করে।

একটি শোক সংবাদ :-নাগেশ্বরী মহিলা কলেজ এর প্রভাষক মোঃ মোজাম্মেল হক (একাউন্টিং) আজ আনুমানিক বিকেল ৪.১০মিনিটে স্বাস্থ্য কমপ...
12/01/2025

একটি শোক সংবাদ :-

নাগেশ্বরী মহিলা কলেজ এর প্রভাষক মোঃ মোজাম্মেল হক (একাউন্টিং) আজ আনুমানিক বিকেল ৪.১০মিনিটে স্বাস্থ্য কমপ্লেক্স, নাগেশ্বরীতে চিকিৎসাধীন অবস্থায় দুনিয়ার সংক্ষিপ্ত সফর শেষ করে অনন্ত জীবনে পারি জমালেন।

আল্লাহ মরহুমের সকল ভুলত্রুটি ক্ষমা করে দিয়ে জান্নাতুল ফেরদাউস দান করুন। তার স্ত্রী ও অবুঝ সন্তানদের রহমতের চাদরে আবৃত করুন এবং পরিবারের সকল কে সবরে জামিল দান করুন।

"আমিন"

মরহুমের জানাজার নামাজ আগামীকাল ১৩ জানুয়ারী ২০২৫ সকাল ১০.০০ টায় সাপ খাওয়া হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ.......

10/01/2025

নাগেশ্বরীর সন্তান ঢাকা কলেজের মেধাবী শিক্ষার্থী আবির মাহমুদের কন্ঠে কুরআন তেলেওয়াত

নাগেশ্বরীতে বেরুবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের সেক্রেটারি মীর মুকুলকে গ্রেফতারহামার নাগেশ্বরী ডেস্ক : নাগেশ্বরী থানা থানা পুলিশে...
09/01/2025

নাগেশ্বরীতে বেরুবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের সেক্রেটারি মীর মুকুলকে গ্রেফতার

হামার নাগেশ্বরী ডেস্ক :

নাগেশ্বরী থানা থানা পুলিশের বিশেষ অভিযানে বেরুবাড়ির মওয়ামারী থেকে ছাত্রলীগের সেক্রেটারিকে গ্রেফতার করা হয়।

জানা গেছে মওয়ামারি গ্রামের এনামুল হকের ছেলে মীর মুকুল ফ্যাসিস্ট আওয়ামী সরকারের ছাত্রলীগের ইউনিয়ন সেক্রেটারি ছিলেন।

থানা প্রশাসন জানায় আওয়ামী লীগের ১৬ বছরে নানা অপকর্মের সঙ্গে জড়িত থাকার কারনে তাকে গ্রেফতার করা হয়।

ঘটনার বিষয়ে নাগেশ্বরী থানা অফিসার ইনচার্জ বিষয়টি নিশ্চিত করেন।পরে আসামি মুকুলকে ফুলবাড়ি থানার মামলায় গ্রেফতার দেখিয়ে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

নাগেশ্বরীতে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি মল্লিক'কে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশহামার নাগেশ্বরী ডেস্ক :নাগেশ্বরী থানা পুল...
09/01/2025

নাগেশ্বরীতে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি মল্লিক'কে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ

হামার নাগেশ্বরী ডেস্ক :

নাগেশ্বরী থানা পুলিশের একটি চৌকস টিম অদ্য ৯ জানুয়ারি (বৃহস্পতিবার) বিকাল আনুমানিক ০৪:৩০ ঘটিকায় নাগেশ্বরী থানাধীন দক্ষিণ রামখানা ইন্দিরাটার এলাকা থেকে ফুলবাড়ী থানাধীন অনন্তপুর কাশিপুর এলাকার মাদক কারবারি মোঃ মল্লিক আলী (৪৪) কে ৪ কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করে।

উক্ত বিষয়ে নাগেশ্বরী থানায় গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে । কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে কুড়িগ্রাম জেলা পুলিশের আইনি কার্যক্রম অব্যহত রয়েছে।

বাংলাদেশ শিক্ষক সমিতি নাগেশ্বরী উপজেলা শাখার  ত্রিবার্ষিক কার্যনির্বাহী কমিটি নির্বাচন ২৫ জানুয়ারি ২০২৫ এ নেওয়াশী জাগরনী...
08/01/2025

বাংলাদেশ শিক্ষক সমিতি নাগেশ্বরী উপজেলা শাখার ত্রিবার্ষিক কার্যনির্বাহী কমিটি নির্বাচন ২৫ জানুয়ারি ২০২৫ এ নেওয়াশী জাগরনী বালিকা বিদ্যাবিথীর সিনিয়র সহকারী শিক্ষক মোঃ জাহিদুল ইসলাম খান অতিরিক্ত সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় উপজেলা শিক্ষক/কর্মচারী ঐক্য পরিষদের পক্ষ্য হতে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন....

Address

Rangpur
5660

Alerts

Be the first to know and let us send you an email when Hamar Nageswari posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Hamar Nageswari:

Videos

Share