Pirganj24

Pirganj24 Official page for https://www.pirganj24.com, Pirganj's largest and first news publisher by
(14)

pirganj24.com is Pirganj's first 24/7 news service that brings accurate news and unique insight into headlines to a widely dispersed audience. One of the first Internet-only news providers in the Pirganj upazila, its content in Bangla was opened to the public free of charge on 27 Apr 2014, creating what has since been called Pirganj's first online newspaper.

চেনাশোনার কোন্‌ বাইরেযেখানে পথ নাই নাই রেসেখানে অকারণে যায় ছুটে॥ঘরের মুখে আর কি রেকোনো দিন সে যাবে ফিরে। যাবে না, যাবে ন...
08/05/2024

চেনাশোনার কোন্‌ বাইরে
যেখানে পথ নাই নাই রে
সেখানে অকারণে যায় ছুটে॥

ঘরের মুখে আর কি রে
কোনো দিন সে যাবে ফিরে।
যাবে না, যাবে না--
দেয়াল যত সব গেল টুটে॥

বৃষ্টি-নেশা-ভরা সন্ধ্যাবেলা
কোন্‌ বলরামের আমি চেলা,
আমার স্বপ্ন ঘিরে নাচে মাতাল জুটে--
যত মাতাল জুটে।

আজ ২৫ বৈশাখ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মবার্ষিকী!

ঠাকুর-এর জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি!

আহমাদ ইশতিয়াক  (তানভীর) এর টাইমলাইন থেকে, ছবি: gettyimages (11th April 1971)_______অভিমান কতোটা প্রকট হয় দেখেছিলাম শিব...
19/04/2024

আহমাদ ইশতিয়াক (তানভীর) এর টাইমলাইন থেকে, ছবি: gettyimages (11th April 1971)
_______

অভিমান কতোটা প্রকট হয় দেখেছিলাম শিবনারায়ন দাসের কাছে।
গত বছরের জুন মাসের শুরুর দিকের কথা। এক সকালে হঠাৎ মনে হলো যদি জাতীয় পতাকার নকশাকার শিবনারায়ণ দাসের সঙ্গে দেখা করা সম্ভব হয় তাহলে তাঁর সঙ্গে দেখা করে কিছুক্ষণ কথা বলে একটি সাক্ষাৎকার নিয়ে নিবো।
কিন্তু আমার জন্য সবচেয়ে ঝক্কির বিষয় ছিলো এটি যে, আমি তাঁর বাসা চিনিনা। আবার তাঁর ফোন নাম্বারও কারো কাছে নেই। কয়েকজন বন্ধু মারফতে কেবল এটাই জানলাম মানুষটি মনিপুরীপাড়ার একটি ভাড়া বাড়িতে পরিবার সমেত থাকেন।
কিন্তু মনিপুরী পাড়ায় তো হাজারের উপর বাড়ি। তিনি কোন বাড়িতে থাকেন এটি কি করে বের করবো! জানা নেই কিছুই। কেবল ভাবনা যদি কোনভাবে তাঁর সঙ্গে দেখা করার একটা সুযোগ মিলে। সেই চিন্তা থেকেই গেলাম মণিপুরীপাড়ায়। কয়েকজন বয়স্ক লোককে জিজ্ঞেস করলাম, সবার প্রতিউত্তর একটাই, এমন নামে তো কাউকে চিনিনা।
হঠাৎ মনে হলো আমি এলাকার সিকিউরিটি ইনচার্জের সাহায্য নিচ্ছিনা কেন! কারণ সিকিউরিটি ইনচার্জ হয়তো জানতে পারে। মণিপুরী পাড়ার সিকিউরিটি ইনচার্জকে ফোন দিয়ে পরিচয় বলে তাঁর নাম জানিয়ে বললাম যদি ফোন নাম্বার বা বাসার ঠিকানাটা পাওয়া যায়। সিকিউরিটি ইনচার্জ বললেন, ফোন নাম্বার আমার কাছে নেই, তবে বাসার ঠিকানাটা দিতে পারি। তিনি তো বাসা থেকে তেমন বের হননা। কারো সাথে দেখাও করেননা কথাও বলেন না। কারো সাথেই যোগাযোগ নেই। অতঃপর সিকিউরিটি ইনচার্জ মারফত বাসার ঠিকানাটা পাওয়া গেল।
ঠিক তখনই লোডশেডিং শুরু হওয়ায় এক ঘণ্টা তিনি যে বিল্ডিংয়ে থাকেন সে বিল্ডিংয়ের চারপাশে ঘুরঘুর করলাম। বিদ্যুৎ আসতেই বিল্ডিংয়ের সিঁড়ি বেয়ে উঠলাম চতুর্থ তলায়। মনে তখন ধুকধুক করছে। যদি একটাবার তাঁর সঙ্গে দেখা হয় তবে কি প্রথমে কি করবো তাই ভাবছি। ভাবলাম প্রথমে তাঁর পা ছুঁয়ে সালাম বা নমস্কার জানাবো।
চারতলায় উঠে কলিংবেল টিপতেই ভিতর থেকে প্রশ্ন এলো ' কে এসেছেন ? আপনি কে?' বললাম, 'একটা প্রয়োজনে আপনার সঙ্গে কথা বলতে এসেছি।'
জবাব পেয়ে দরজা খুলেই বললেন ‘কি প্রয়োজন? কোথা থেকে এসেছেন?’ বললাম, ‘অমুক পত্রিকা থেকে এসেছি একটা বিশেষ দরকারে। তিনি বললেন 'কি দরকার?' আমি বললাম, 'যদি অনুমতি দেন তো একটু আপনার সঙ্গে কথা বলতে চাই।’ তিনি বললেন, ‘ঠিক আছে এবার আপনি আসতে পারেন।’
বললাম, ‘ভিতরে আসবো?’ পুরোটা বলার আগেই আমার মুখের উপর দিয়েই দড়াম করে তিনি দরজা বন্ধ করে দিয়ে ভিতর থেকে ছিটকিনি লাগিয়ে বললেন, ‘আপনি চলে যান। আমি এসব বিষয়ে কথা বলিনা।'
আমার তখন কী যে অনুভূতি হয়েছিলো তা আমি আসলে ভাষায় বর্ণনা করতে পারবো না। আমার দেশটির উপর তীব্র ঘৃণা জন্মালো। মনে হলো আমি মাটি খুঁড়ে তখনই ঢুকে পড়ি। কিংবা মরে যাই। আর তীব্র এক লজ্জাবোধ আমাকে চরমভাবে গ্রাস করলো। তিনি শিবনারায়ণ দাস যাকে আমরা সামান্য স্বীকৃতিটুকু দিতেও চরম কার্পণ্য করেছি।
তিনি সেই শিবনারায়ণ দাস যার নকশাকৃত পতাকা আমরা গোটা মুক্তিযুদ্ধকালে ব্যবহার করেছি। মুক্তিযুদ্ধকালীন সময় তাঁর নকশা করা পতাকাতেই কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছেন মুক্তিযোদ্ধারা।
দেশ স্বাধীনের পর সে পতাকা থেকে মানচিত্র ছিঁড়ে তুলে পটুয়া কামরুল হাসানকে নিয়ে আমরা পতাকা সংশোধন করিয়ে শিবনারায়ণ দাসকে ইতিহাস থেকে পুরোপুরি মুছে দিয়েছি। মূল পতাকার নকশা করেও আজ অব্দি কোন প্রকার স্বীকৃতি পাননি শিবনারায়ণ দাস।
তিনি সেই শিবনারায়ণ দাস যিনি ১৯৭০ সালে ছিলেন কুমিল্লা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় ছাত্রনেতা। ডাকসাইটে এই ছাত্রনেতা মুক্তিযুদ্ধের রণাঙ্গণেও প্রাণ বাজী রেখে যুদ্ধ করেছেন, দুর্ধর্ষ গেরিলা যোদ্ধা হওয়ার পরেও কখনোই তিনি ন্যূনতম মুক্তিযোদ্ধার স্বীকৃতিটুকুও পাননি। তাঁর স্ত্রী গীতশ্রী চৌধুরীও নিজেও ছিলেন মুক্তিযোদ্ধা।
তাঁর বাবা শহীদ বুদ্ধিজীবী চিকিৎসক সতীশচন্দ্র দাস মুক্তিযুদ্ধে শহীদ হওয়ার পরেও শহীদ বুদ্ধিজীবী হিসেবে স্বীকৃতি তো দূরের কথা; পাননি শহীদের স্বীকৃতিটুকুও।
কেন তাঁদের অভিমান হবেনা বলতে পারেন? কেন তাঁর আমাদের উপর রাগ হবেনা? আমার ভাগ্য ভালো যে তিনি আমার মুখের উপর দরজা আটকে চলে যেতে বলেছিলেন। অন্তত জুতাপেটা করেননি।
শিবনারায়ণ দাসের সঙ্গী ছাত্রনেতারা মন্ত্রী হয়েছেন, নেহাতই হয়েছেন এমপি। কেউ পেয়েছেন দলের সর্বোচ্চ পদ, রাজপথে পাজেরো হাঁকিয়ে বেড়িয়েছেন। এটি হওয়াটাই তো স্বাভাবিক ছিল। কারণ তাঁদের ত্যাগের ফলেই তো নির্মিত এই স্বদেশ। অথচ শিবনারায়ণ দাসকে আজ ধুঁকে ধুঁকে শ্বাসকষ্টে ভুগতে হয়।
আজ শিবনারায়ণ দাস একটি ভাড়া বাসায় আশ্রয়ী হয়ে থাকেন। সেই বাড়ির প্রতিবেশীদের কাছেই শুনেছি চিকিৎসা করতে হলে আজো চারবার করে ভাবতে হয় শিবনারায়ণ দাসকে।
শিবনারায়ণ দাস যেন আজ এক বিস্মৃত ইতিহাস। যাকে আমরা স্রেফ ভুলে গেছি। আমাদের এক অনন্য কারিগরকে আমরা স্রেফ উচ্ছেদ করেছি। পাঠ্যপুস্তকে জাতীয় পতাকার ইতিহাস লেখা হয়েছে তাঁকে বাদ দিয়েছি।
সর্বত্র জাতীয় পতাকার ডিজাইনার হিসেবে পটুয়া কামরুল হাসানের নাম। নেই কোথাও শিবনারায়ণ দাসের নাম।
এসব ক্ষোভ অভিমান আর প্রচণ্ড কষ্টবোধ থেকেই পুরোপুরি নিভৃতচারী হয়ে গিয়েছিন শিবনারায়ণ দাস। প্রচার বিমুখ শিবনারায়ণ এড়িয়ে চলেছেন সমস্ত কিছু।
এই মানুষটিকে পদে পদে আমরা অপমান করেছি। লাঞ্ছিত করেছি, অপদস্ত করেছি। কিন্তু এরপরেও কি আমাদের বিন্দুমাত্র আত্মসমালোচনা হবেনা? এভাবেই শিবনারায়ণ দাস চলে গেছেন। আমরা কখনোই তাঁকে স্পর্শ করার সুযোগটুকুও পাইনি।
আজ সকালে চির ঘুমের দেশে পাড়ি জমালেন শিবনারায়ণ দাস। আমৃত্যু শিবনারায়ণ দাস সেই অভিমানটুকু জিইয়ে রেখেছিলেন।
কেনইবা রাখবেন না, আমাদের ইতিহাসের অনন্য সেই কারিগরকে যে আমরা তীব্র অবহেলিত, অবাঞ্চিত করে রেখেছিলাম। কি অদ্ভুত আমাদের জাতিগত বৈশিষ্ট্য ভাবতেই ভীষণ লজ্জা লাগে।
আজ মৃত্যুর পর হয়তো শিবনারায়ণ দাস পুষ্পস্তবক পাবেন। তাঁর কফিন হয়তো ফুলে ফুলে ঢেকে যাবে। নানাজন নানা বিবৃতি দিবে। প্রধানমন্ত্রী কিংবা মন্ত্রীরাও শোকবার্তা পাঠাতে পারেন। কিন্তু মৃত্যুর আগে যে শিবনারায়ণ দাস ধুঁকতে ধুঁকতে বেঁচেছিলেন, সেই হিসেব টার কি হবে? হয়তো কখনো শিবনারায়ণ দাস মরণোত্তর রাষ্ট্রীয় পদক পাবেন, তাতে আদৌ শিবনারায়ণ দাসের কি হবে?
বেঁচে থাকতে যে মানুষটিকে আমরা মূল্যায়ন করিনি, স্রেফ মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দিতেও কার্পণ্য করেছি, সেই মানুষটার সামান্য পচা ফুলের স্তবকে কি আসে যায়?

14/04/2024

পহেলা বৈশাখে পীরগঞ্জের স্লুইসগেটে উপচে পড়া ভিড়।

ভিডিও: শাওন সরকার

এসো হে বৈশাখ, এসো, এসোএসো হে বৈশাখ, এসো, এসোতাপসনিশ্বাসবায়ে মুমূর্ষুরে দাও উড়ায়ে,তাপসনিশ্বাসবায়ে মুমূর্ষুরে দাও উড়া...
14/04/2024

এসো হে বৈশাখ, এসো, এসো
এসো হে বৈশাখ, এসো, এসো
তাপসনিশ্বাসবায়ে মুমূর্ষুরে দাও উড়ায়ে,
তাপসনিশ্বাসবায়ে মুমূর্ষুরে দাও উড়ায়ে,
বৎসরের আবর্জনা
দূর হয়ে যাক, যাক, যাক
এসো, এসো
এসো হে বৈশাখ, এসো, এসো।

আমরা আসছি.. এই বৈশাখে...
13/04/2024

আমরা আসছি.. এই বৈশাখে...

সকলকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা
10/04/2024

সকলকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা

স্বাধীনতা আমাদের আজন্ম সাধনার ফসল
26/03/2024

স্বাধীনতা আমাদের আজন্ম সাধনার ফসল

 # # শপথ নিলেন দ্বাদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সংসদ সদস্যরাআওয়ামী লীগ থেকে নির্বাচিত সংসদ সদস্যরা দ্বাদশ জাতীয় সংসদ নি...
10/01/2024

# # শপথ নিলেন দ্বাদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সংসদ সদস্যরা

আওয়ামী লীগ থেকে নির্বাচিত সংসদ সদস্যরা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শপথ নিয়েছেন। বিদায়ী স্পিকার শিরীন শারমিন চৌধুরী রংপুর–৬ আসন থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হয়েছেন।

জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে আজ বুধবার সকাল ১০টায় নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করান একাদশ জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

সংসদ সদস্য হিসেবে প্রথমে তিনি নিজেই নিজের শপথ নেন। এরপর আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দলটি থেকে নির্বাচিত সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করান স্পিকার। পরে সবাই শপথপত্রে সই করেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ০৭-০১-২০২৪ তে রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে প্রতিদ্বন্দ্বী ৭ জন প্রার্থীর নাম, রাজনৈতিক দল এবং প্রতী...
07/01/2024

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ০৭-০১-২০২৪ তে রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে প্রতিদ্বন্দ্বী ৭ জন প্রার্থীর নাম, রাজনৈতিক দল এবং প্রতীকগুলো নিম্নরূপ।

পীরগঞ্জ টোয়েন্টিফোর কুইজ টাইম!জানেন কী?দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কতজন প্রার্থী রংপুর-৬ (পীরগঞ্জ) থেকে অংশ নিচ্ছেন?সঠিক...
06/01/2024

পীরগঞ্জ টোয়েন্টিফোর কুইজ টাইম!

জানেন কী?

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কতজন প্রার্থী রংপুর-৬ (পীরগঞ্জ) থেকে অংশ নিচ্ছেন?

সঠিক উত্তরটি কমেন্টে জানান এবং পোস্টটি শেয়ার করুন।

সঠিক উত্তরদাতাদের ভিতর থেকে একজনকে লটারির মাধ্যমে আগামীকাল বিজয়ী ঘোষণা করা হবে। উত্তর দেওয়ার শেষ সময় আজ রাত ১১:৫৯ টা।



31/12/2023

আগামী ১ জানুয়ারি বিনামূল্যে তিন কোটি ৮১ লাখ শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে নতুন বই বিতরণ করবে সরকার।
সরাসরি লাইভ
সৌজন্যে: বিটিভি

Boishakh Das অভিনন্দন! আপনি আমাদের গতকালের কুইজের বিজয়ী! সঠিক উত্তরদাতাদের ভিতরে থেকে দৈবচয়নে আপনি নির্বাচিত হয়েছেন! আপন...
29/12/2023

Boishakh Das অভিনন্দন! আপনি আমাদের গতকালের কুইজের বিজয়ী! সঠিক উত্তরদাতাদের ভিতরে থেকে দৈবচয়নে আপনি নির্বাচিত হয়েছেন! আপনি আমাদের তরফ থেকে পাচ্ছেন মোবাইল রিচার্জ। দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন।

পীরগঞ্জ টোয়েন্টিফোর কুইজ টাইম!জানেন কী?আগামী ৭ই জানুয়ারি ২০২৪ কততম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে?সঠিক উত্তরটি কমেন্ট...
28/12/2023

পীরগঞ্জ টোয়েন্টিফোর কুইজ টাইম!

জানেন কী?

আগামী ৭ই জানুয়ারি ২০২৪ কততম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে?

সঠিক উত্তরটি কমেন্টে জানান। সঠিক উত্তরদাতাদের ভিতর থেকে একজনকে লটারির মাধ্যমে বিজয়ী ঘোষণা করা হবে। উত্তর দেওয়ার শেষ সময় আগামী ২৯ ডিসেম্বর বিকাল ২:৫৯ পর্যন্ত।



  আয়োজন করতে যাচ্ছে কুইজ প্রতিযোগিতা। যেখানে যেকেউ অংশ নিয়ে জিততে পারবেন পুরষ্কার। চোখ রাখুন পীরগঞ্জ টোয়েন্টিফোরের ফেসবু...
27/12/2023

আয়োজন করতে যাচ্ছে কুইজ প্রতিযোগিতা। যেখানে যেকেউ অংশ নিয়ে জিততে পারবেন পুরষ্কার। চোখ রাখুন পীরগঞ্জ টোয়েন্টিফোরের ফেসবুক পাতায়।

 # খালেদা জিয়ার কেবিনে ঢোকার চেষ্টা, যুবক কারাগারেএক ব্যক্তি খালেদা জিয়ার কেবিনের সামনে গত ২৩ ডিসেম্বর বিকেল ৫টার দিকে  ...
26/12/2023

# খালেদা জিয়ার কেবিনে ঢোকার চেষ্টা, যুবক কারাগারে

এক ব্যক্তি খালেদা জিয়ার কেবিনের সামনে গত ২৩ ডিসেম্বর বিকেল ৫টার দিকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন। একপর্যায়ে তিনি কেবিনে প্রবেশের চেষ্টা করলে বিষয়টি সিসিটিভি ক্যামেরায় দেখে হাসপাতালের কর্মীরা তাকে আটক করেন।

খালেদা জিয়ার সঙ্গে অনুমতি ছাড়াই দেখা করার চেষ্টা করায় তাকে ভাটারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

পুলিশের জিজ্ঞাসাবাদে তার দাবি, তিনি ফরিদপুরের সদরপুর উপজেলা ছাত্রদলের কর্মী। ব্যক্তিগত কাজে এভারকেয়ার হাসপাতালে এসে দলের নেত্রীকে দেখার চেষ্টা করেছিলেন। তার নাম সুজন।

সুজন নামের ওই তরুণকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত।

26/12/2023

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনী প্রচারণা উপলক্ষে রংপুরের পীরগঞ্জের জনসভায় বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

২৬ ডিসেম্বর পীরগঞ্জে নির্বাচনী জনসভায় আসছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি এবং পীরগঞ্জের পুত্রবধূ শেখ হাসিনা। প্রধানমন্ত্...
25/12/2023

২৬ ডিসেম্বর পীরগঞ্জে নির্বাচনী জনসভায় আসছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি এবং পীরগঞ্জের পুত্রবধূ শেখ হাসিনা। প্রধানমন্ত্রী রংপুরের দুটি নির্বাচনী সভায় উপস্থিত থাকবেন। বেলা ১১টায় তারাগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে এবং বিকেল ৩টায় পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জনসভায় বক্তব্য দেবেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা।

ছবি: Shah Waliul Islam Oli

Happy   to our
25/12/2023

Happy to our


আমরা আসছি নতুন রূপে নতুন চমক নিয়ে... সাথেই থাকুন।
24/12/2023

আমরা আসছি নতুন রূপে নতুন চমক নিয়ে... সাথেই থাকুন।

23/12/2023

Pirganj24 আসছে...
নতুন রূপে...

AI দিয়ে  #পীরগঞ্জ আঁকিয়ে নিলাম। এমন পীরগঞ্জ কেমন লাগতেছে? স্লুইস গেট, বিস্তৃর্ণ ফসলী সবুজ জমি, টিনের চালা ঘর, মাটির রা...
19/12/2023

AI দিয়ে #পীরগঞ্জ আঁকিয়ে নিলাম। এমন পীরগঞ্জ কেমন লাগতেছে? স্লুইস গেট, বিস্তৃর্ণ ফসলী সবুজ জমি, টিনের চালা ঘর, মাটির রাস্তা, নৌকা, আদিগন্ত সবুজ।

I did   with
19/12/2023

I did with



১৬ই ডিসেম্বর একটি স্মরনীয় দিন, তাৎপর্যপূর্ণ দিন। কিন্তু এই মাসটিও বিজয়ের।এই মাসে বিজয় এসেছিল আমাদের সবুজের প্রান্তরে!বিজ...
17/12/2023

১৬ই ডিসেম্বর একটি স্মরনীয় দিন, তাৎপর্যপূর্ণ দিন। কিন্তু এই মাসটিও বিজয়ের।

এই মাসে বিজয় এসেছিল আমাদের সবুজের প্রান্তরে!
বিজয় এসেছিল বাতাসে মিলিয়ে যাওয়া ধর্ষিতার চিৎকারের ভূখন্ডে!
বিজয় এসেছিল মাটিতে শুকিয়ে যাওয়া রক্তের দেশে!
বিজয় এসেছিল নদীমাতৃক দেশে পানার মতো সারি সারি লাশের রাজ্যে!
বিজয় এসেছিল এই মৃত্যু উপত্যকায়!
বিজয় এসেছিল লাল-নীল দিপাবলির দেশে!
তাই সকলকে বিজয়ের মাসের শুভেচ্ছা!

04/12/2023

কম্পিউটার কীভাবে কাজ করে?
এআই কী? কীভাবে কাজ করে সেটা? AI মানেই কি ChatGPT?
প্রোগ্রামিং কি শক্ত কিছু?
ফেসবুক কীভাবে তৈরি?
ইউটিউব কীভাবে কাজ করে?

সব প্রশ্নের উত্তর জানতে এবং এক ঘন্টার কোডিংয়ের মজা নিতে তোমরা সবাই চলে আসো আগামী ১২ ডিসেম্বর সকাল ১০টায় উপজেলা পরিষদে।

বিস্তারিত জানতে, ফ্রি নিবন্ধন করতে কমেন্টের লিংকে ভিজিট করো।

ঢাকার মহাখালীতে খাজা টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮ ইউনিট কাজ করেছে।  ফায়া...
26/10/2023

ঢাকার মহাখালীতে খাজা টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮ ইউনিট কাজ করেছে। ফায়ার সার্ভিস বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বিকালে ৫টা ৫মিনিটে আগুনের সংবাদ পায়। ভবনটিতে ব্যাংক সহ বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে।

হতাহতের খবর এখনও জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

আমতলী থেকে গুলশান এক নম্বরমুখী সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায় আগুন লাগার পর।

খাজা টাওয়ারে আগুন লাগার কারনে ইন্টারনেট বন্ধ আছে। বাংলাদেশের সবচেয়ে বড় ডাটা সেন্টার আছে খাজা টাওয়ারে।

শুভ বিজয়া! 🎉🥳
24/10/2023

শুভ বিজয়া! 🎉🥳

শুভ মহাঅষ্টমী!
22/10/2023

শুভ মহাঅষ্টমী!

21/10/2023
পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী শাহজাদা মো. আসাদুজ্জামান পুলিশের অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পেয়েছেন...
04/06/2022

পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী শাহজাদা মো. আসাদুজ্জামান পুলিশের অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পেয়েছেন। গত ২রা জুন ২০২২, বৃহস্পতিবার তিনি সহকারী পুলিশ মহাপরিদর্শক হতে অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পান। বিস্তারিত কমেন্টে।

Address

Pirganj
Rangpur
5470

Alerts

Be the first to know and let us send you an email when Pirganj24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Pirganj24:

Videos

Share