Learning With Emon

Learning With Emon যাদের স্বপ্ন বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় তারা এই পেজে যুক্ত হয়ে থাকতে পারেন।

ধন্যবাদ 💖
(2)

🍋লেবুর ভিন্ন রকম ব্যবহার 🍋💁‍♀️রান্নার কাজে লেবুর ব্যবহার এবং প্রয়োজনীয় কিছু টিপসঃ-👇🍋 ফ্রিজে মাছ, মাংস রাখায় গন্ধ ছাড়ছে? ...
24/06/2024

🍋লেবুর ভিন্ন রকম ব্যবহার 🍋

💁‍♀️রান্নার কাজে লেবুর ব্যবহার এবং প্রয়োজনীয় কিছু টিপসঃ-👇

🍋 ফ্রিজে মাছ, মাংস রাখায় গন্ধ ছাড়ছে? ফ্রিজে লেবুর স্লাইস রেখে দিন,দুর্গন্ধ কেটে যাবে।

🍋 আপেল বা অন্যান্য ফল কেটে রাখলে লালচে হয়ে যায়? সামান্য লেবুর রস মেখে রাখুন আর লালচে হবে না।

🍋 ভাত রান্নার শেষ দিকে অল্প পরিমাণ লেবুর রস দিয়ে নিন। ধবধবে সাদা ভাত তো হবেই, সাথে ফ্লেভারও আসবে।

🍋 গলায় মাছের কাঁটা আটকে গেলে অর্ধেকটা লেবু নিয়ে রস চুষে খেয়ে ফেলুন, কাঁটা নরম হয়ে নেমে যায়।

🍋 সাদা কাপড়কে আরো ধবধবে সাদা করতে চান ? গরম পানিতে লেবুর টুকরা দিয়ে ১০ মিনিট ডুবিয়ে রাখলেই হবে।

🍋 মুরগী বা গরুর মাংস সিদ্ধ হতে সমস্যা? রান্না করার আগে লেবুর রস দিয়ে মাখিয়ে রাখুন আধা ঘণ্টা।

🍋 বয়লার মুরগি রান্নার আগে লেবুর রস মাখিয়ে রাখলে বয়লারের উটক গন্ধটা অনেকটাই কমে যায়।

🍋 রান্না অতিরিক্ত ঝাল হয়ে গিয়েছে? লেবুর রস মিশিয়ে দিন এক চামচ, এতে খাবারের অতিরিক্ত ঝাল কমে যায়।

🍋 আদা-রসুন কাটার পর বা পেস্ট বানানোর পর হাত থেকে গন্ধ বের হয়? হাতে লেবুর রস মেখে নিন, এতে হাতের দুর্গন্ধ কমে যায়।

🍋ছোট মাছের চচ্চড়ি রান্নায় পিল করে লেবুর খোসা মাছের ওপরে বিছিয়ে দিন, তারপর ঢাকনা দিয়ে চুলা নিভিয়ে দিন। খোসা গুলো ফেলে দিয়ে পরিবেশন করুন।ফ্লেভারটা অসাধারণ হয়।

🍋 ঘরে ভ্যানিলা এসেন্স নেই? লেবুর খোসা ভেজিটেবল পিলার দিয়ে ছিলে নিন অথবা লেবুর রস ব্যবহার করুন।

🍋 লেবুর সঙ্গে বেকিং সোডা মিশিয়ে খুব সহজেই বেসিন পরিষ্কার করা যায়। এক-দুই টেবিল চামচ বেকিং সোডার এবং এক টেবিল চামচ লেবুর রস এক কাপ গরম জলে মিশিয়ে নিতে হবে। তার পর সেই মিশ্রণটিকে বেসিনে ছিটিয়ে দিতে হবে। কিছুক্ষণ সেটিকে রেখে জল দিয়ে বেসিনটি ধুয়ে নিতে হবে।
সংগৃহীত
Sabiha Shares

19/06/2024

HSC পরীক্ষার্থী, কি অবস্থা?
পড়তেছো তো!!

18/06/2024

do you know?
তৈমুর লঙ কত সালে ভারতে আক্রমন করেন?
ক.১৪৯৮ খ.১৩৯৮
গ.১২০৪ ঘ.১৪৪০

14/06/2024

বাংলাদেশের প্রধান বিচারপতি নিয়োগ দেন কে?

ক.প্রধানমন্ত্রী খ.রাষ্ট্রপতি
গ.স্পিকার ঘ.কেউ নয়

13/06/2024

বাংলাদেশে কোকা-কোলার বিক্রয় কমেছে ২৩ শতাংশ।

তথ্যসূত্র: আল জাজিরা

11/06/2024

বাংলাদেশের কয়টি জেলার
সাথে সুন্দরবন কানেক্টেড?

08/06/2024

পদ্মা ও যমুনা কোথায় মিলিত হয়েছে?

ক.চাঁদপুর খ.গোয়ালন্দ
গ.মাওয়া ঘ.জাজিরা

07/06/2024

ভোর ৩ টা থেকে সকাল ৮ টা পর্যন্ত পড়ালেখা করার শ্রেষ্ঠ সময়। এ সময় ব্রেনে আলফা ওয়েভ বেশি থাকে, ফলে পড়ালেখাতে মনোযোগ আসে খুব।

05/06/2024

দেশের ৩১তম GI পণ্য কোনটি?

ক.যশোরের খেজুরের গুড় খ.রাজশাহীর মিষ্টি পান
গ.জামালপুরের নকশিকাঁথা ঘ.টাঙ্গাইল শাড়ি

05/06/2024

শেখ মুজিব " বিশ্ববন্ধু" উপাধি পান কত সালে ?

ক.১৯৭১ খ.১৯৬৯
গ.১৯৭২ ঘ.১৯৭৩

01/06/2024

একাত্তরের দিনগুলি,, কার লেখা?

ক. সুফিয়া কামাল খ. জাহানারা ইমাম
গ. সেলিনা হোসেন ঘ. নীলিমা ইব্রাহীম

31/05/2024

"ইঁদুর কপালে" - এর বিপরীত বাগধারা কোনটি?

ক. অদৃষ্টের পরিহাস খ. একাদশে বৃহস্পতি
গ. অন্ধকার দেখা ঘ. কেউকেটা

28/05/2024

স্বাধীনতা যুদ্ধে সর্বপ্রথম শত্রুমুক্ত জেলা কোনটি?

ক)কুষ্টিয়া খ)ঢাকা
গ)যশোর ঘ)সিলেট

27/05/2024

কালবৈশাখীর ইংরেজি,

ক. Dark Westerlies খ. West Westerlies
গ. North Westerlies ঘ. Black Westerlics

27/05/2024

‘ইতর’ শব্দের বিপরীত শব্দ কোনটি?

ক. অভদ্র খ. মিথ্যা
গ. উত্তম ঘ. ভদ্র

26/05/2024

প্রথম স্মার্ট গ্রাম?

ক)লালাখাল খ)হিজলি

গ)পটিয়া ঘ)মুলাদি

25/05/2024

আজ নজরুলের কত তম জন্মদিন?

#শুভ জন্মদিন বিদ্রোহী 💖

24/05/2024

বি ইউনিট - ঢাকা বিশ্ববিদ্যালয়
MCQ-
Bangla -15*1= 15
English - 15*1= 15
GK- 30*1= 30

Written
Bangla- 20
English - 20

24/05/2024

অসমাপ্ত আত্মজীবনী বইয়ে
কতসাল পর্যন্ত ঘটনা স্থান পায়?

ক.১৯৫৫ খ.১৯৬৬
গ.১৯৬৭ ঘ.১৯৫০

23/05/2024

২০২৬ সালের এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারি মাসের পরিবর্তে ডিসেম্বর মাসে
© ঢাকা পোস্ট

23/05/2024

শেখ মুজিব, জেলে থাকা অবস্থায় কয়টি চিঠি লিখেছিলেন?

22/05/2024

শনিতে সাত মঙ্গলে তিন,
আর সব দিন দিন..

এ কথা কোন গল্পে বলা হয়েছে?

22/05/2024

বিশ্বকাপ ফুটবল ২০২৬ কততম আসর অনুষ্ঠিত হবে?
ক. ২২ তম
খ. ২৪ তম
গ. ২৩ তম
ঘ. ২৫ তম

21/05/2024

অপেক্ষা এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক) অ + পেক্ষা
খ) অপ + ইক্ষা
গ) অপে + ইক্ষা
ঘ) অপ + ঈক্ষা

21/05/2024

*কোনটি শুদ্ধ বানান?
ক. শকট
খ. সকোট
গ. শকোট
ঘ. সকট

20/05/2024

রেইনকোট গল্পে মিসক্রিয়েন্ট বলতে কাদের বুঝানো হয়েছে?

অনুপ্রেরণা  !! সদিচ্ছা থাকলে সাবজেক্ট/প্রতিষ্ঠান/রেজাল্ট এসব কোনো বিষয়ই না, সেটি ভাইটি প্রমাণ করে দিয়েছেন।উনার একাডেমিক ...
20/05/2024

অনুপ্রেরণা !!

সদিচ্ছা থাকলে সাবজেক্ট/প্রতিষ্ঠান/রেজাল্ট এসব কোনো বিষয়ই না, সেটি ভাইটি প্রমাণ করে দিয়েছেন।

উনার একাডেমিক রেজাল্ট:
⚠️এসএসসি ৩.৩৮
⚠️এইচএসসি ৪.০০ (ইংরেজিতে D গ্রেড)
⚠️অনার্স ২.৮৮ (ইতিহাস)

কলেজ: কারমাইকেল কলেজ, রংপুর (জাতীয় বিশ্ববিদ্যালয়)
মাস্টারর্স: নেই

ZeeLqad Mithu
অফিসার (ক্যাশ) বাংলাদেশ ব্যাংক
(সুপারিশপ্রাপ্ত)

#সংগৃহীত

19/05/2024
19/05/2024

কত ক্রশ পথ হেটে মৃত্যুঞ্জয় রা স্কুলে যেতো?

19/05/2024

৭ কলেজের সাবজেক্ট চয়েস শুরু ২৯ মে থেকে।

চলবে ২৩ জুন পর্যন্ত।

Address

Rangpur

Telephone

+8801853265646

Website

Alerts

Be the first to know and let us send you an email when Learning With Emon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Learning With Emon:

Videos

Share