The Daily BRUR Campus

The Daily BRUR Campus বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রথম সংবাদ ভিত্তিক ফেসবুক পেইজ। বেরোবিকে নিয়ে আপনার কোন অভিযোগ, প্রমাণ সহ ইনবক্সে পাঠাবেন। আমরা প্রকাশ করবো।

08/10/2024

ফ্যা*স্টিট সরকার বিদায় নিয়েছে তবে ফ্যা*স্টিট ব্যবস্থা বিদায় নেয়নি, তরুণদের ঐক্যবদ্ধ থাকতে হবে: গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি | ©DRB NEWS

প্রকাশিত হচ্ছে "স্বাধীন বাংলা বিতর্ক প্রতিযোগিতা ২০২৪" এর সর্বশেষ পর্ব "আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা"। আগামী ৮ ও ৯ নভেম...
08/10/2024

প্রকাশিত হচ্ছে "স্বাধীন বাংলা বিতর্ক প্রতিযোগিতা ২০২৪" এর সর্বশেষ পর্ব "আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা"।

আগামী ৮ ও ৯ নভেম্বর, দুদিনব্যাপী এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দল হিসেবে থাকবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর- এর সকল বিভাগের বিতার্কিকগণ।

বিস্তারিত আসছে.......

08/10/2024

সবার অবগতির জন্য আবারো জানানো যাচ্ছে যে, গতকাল (০৭.১০.২৪) ২২ টি বিভাগের প্রতিনিধিরা উপাচার্য স্যারকে ছাত্ররাজনীতি বন্ধ করে বিশ্ববিদ্যালয় আইনে তা অন্তর্ভুক্ত করা এবং ছাত্রসংসদ চালুর জন্য ২২ টি বিভাগ থেকে নেওয়া গনস্বাক্ষর জমা দেয়।
সিন্ডিকেট মিটিং এর মাধ্যমে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।

স্যার সবাইকে বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন এবং প্রধান ফটক উদ্বোধনের জন্য ১২ই অক্টোবর বিশ্ববিদ্যালয়ে উপস্থিত থাকতে আহ্বান জানিয়েছেন। অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয় দিবসে উপস্থিত থাকবেন অন্তর্বর্তীকালীন সরকারের আইসিটি উপদেষ্টা নাহিদ ইসলাম,ইউজিসি চেয়ারম্যান,শিক্ষা সচিবসহ অনেকেই। অনুষ্ঠানসূচি দ্রুতই জানানো হবে।

এছাড়াও আহত শিক্ষার্থীদের চিকিৎসার ব্যাপারে উপাচার্য স্যার দ্রুত ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশ্বাস দিয়েছেন এবং বিশ্ববিদ্যালয়ে দিবসে আহত শিক্ষার্থী ও তাদের পরিবারের সাথে দেখা করবেন।তাদের খুব দ্রুতই আমন্ত্রণ জানানো হবে।

১২ অক্টোবর বিশ্ববিদ্যালয় দিবসের অনুষ্ঠান ও প্রধান ফটক উদ্বোধনের সময়সূচি।
08/10/2024

১২ অক্টোবর বিশ্ববিদ্যালয় দিবসের অনুষ্ঠান ও প্রধান ফটক উদ্বোধনের সময়সূচি।

07/10/2024

সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে,আজকে(০৭.১০.২৪) ২২ টি বিভাগের প্রতিনিধিরা উপাচার্য স্যারকে ছাত্ররাজনীতি বন্ধ করে বিশ্ববিদ্যালয় আইনে তা অন্তর্ভুক্ত করা এবং ছাত্রসংসদ চালুর জন্য ২২ টি বিভাগ থেকে নেওয়া গনস্বাক্ষর জমা দেয়।
সিন্ডিকেট মিটিং এর মাধ্যমে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।

স্যার সবাইকে বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন এবং প্রধান ফটক উদ্বোধনের জন্য ১২ই অক্টোবর বিশ্ববিদ্যালয়ে উপস্থিত থাকতে আহ্বান জানিয়েছেন। অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয় দিবসে উপস্থিত থাকবেন অন্তর্বর্তীকালীন সরকারের আইসিটি উপদেষ্টা নাহিদ ইসলাম,ইউজিসি চেয়ারম্যান,শিক্ষা সচিবসহ অনেকেই। অনুষ্ঠানসূচি দ্রুতই জানানো হবে।

এছাড়াও আহত শিক্ষার্থীদের চিকিৎসার ব্যাপারে উপাচার্য স্যার দ্রুত ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশ্বাস দিয়েছেন এবং বিশ্ববিদ্যালয়ে দিবসে আহত শিক্ষার্থী ও তাদের পরিবারের সাথে দেখা করবেন।তাদের খুব দ্রুতই আমন্ত্রণ জানানো হবে।

১২ অক্টোবর, বিশ্ববিদ্যালয় দিবস সফল হোক। সেই সাথে আবেগ ভালোবাসার প্রধান ফটকও পূর্ণতা পাক।
07/10/2024

১২ অক্টোবর, বিশ্ববিদ্যালয় দিবস সফল হোক। সেই সাথে আবেগ ভালোবাসার প্রধান ফটকও পূর্ণতা পাক।

শহীদ আবরার ফাহাদের পঞ্চম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক আল আমিন ইসলাম ও সদস্য স...
07/10/2024

শহীদ আবরার ফাহাদের পঞ্চম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক আল আমিন ইসলাম ও সদস্য সচিব রাশেদ মন্ডল এর নেতৃত্বে মৌন মিছিল ও স্মরণ সভা পালন করা হয়।

07/10/2024

"শিক্ষক রাজনীতি সকল নষ্টের মূল, ছাত্র রাজনীতির সাথে শিক্ষক রাজনীতিও বন্ধ করতে হবে"- অধ্যাপক ড. তাজুল ইসলাম।

07/10/2024

খাসি উৎসব-২০২৪
দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ (১৩ তম ব্যাচ)
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর।

07/10/2024

মাস্টারমাইন্ড কাল বিএনপিকে নসিহত দিলেন, বিএনপিকে নাকি পরিশুদ্ধ হয়ে আসতে হবে।

অথচ মাস্টারমাইন্ড নিজে উপদেষ্টা হয়ে দুই মাসে প্রশাসনকে শুদ্ধ করতে পারলেন না কেন?

আবু সাঈদকে সন্ত্রাসী বলা ম্যাজিস্ট্রেট দুই মাস দায়িত্বে থাকলো কীভাবে?

কোন সাহসে সে সরকারি আমলা হয়ে সরকারকে হুমকি দেয়?

জনপ্রশাসন উপদেষ্টা আসলে কী করতেছে? ২ মাস হয়ে গেল, এখনও প্রশাসন থেকে আওয়ামীলীগ এর দালালদের সরানো হচ্ছে না কেন?

নভেম্বর চলে আসতেছে। ইলেকশনে যদি ট্রাম্প জিতে যায়, ডক্টর ইউনূসকে নিয়ে ওয়েস্ট এর মাতামাতি অটোমেটিক বন্ধ হয়ে যাবে।

হাসিনার এক মাসের হুমকিকে সাধারণ ভাবে দেইখেন না।

হাসিনা ফিরবে। আওয়ামীলীগও ফিরবে। আবু সাঈদকে সন্ত্রাসী বলা আমলা শুধু একজন না। প্রশাসনে হাজার হাজার আছে।

যাদের ধর্মের নাম আওয়ামীলীগ। যাদের নবীর নাম শেখ মুজিব। এদের হাতে এখনও ক্ষমতা কেন? এদের হাতে এখনও কমান্ড কেন? প্রশাসন কেন?

গাজীপুর ঢাকা রাস্তা আজ পর্যন্ত অফ হয়ে আছে।

শেয়ার বাজার থেকে টাকা লুট হচ্ছে। ডিমের সিন্ডিকেট ভাঙা গেল না। জিনিসপত্রের দাম কমতেছে না, মানুষ অলরেডি কথা বলতে শুরু করে দিয়েছে।

এসব নিয়ে সরকার আজ পর্যন্ত একটা কথা বলেছে?

খালি এক কথা। সংস্কার হবে, সংস্কার হবে। আবু সাঈদকে সন্ত্রাসী বলা আমলাদের দিয়ে কিসের সংস্কার করবেন আপনারা?

দুই মাস তো হলো। আর কতোদিন আপনাদের লাগবে মিনিমাম একটা শৃঙ্খলা আনতে?

এই মুহূর্তে ঐ ম্যাজিস্ট্রেটকে গ্রেফতার করেন। তার থেকে বের করেন, কার সিগন্যালে সে এই সরকারের কাউন্ট ডাউন শুরু করেছিলো? শেখ হাসিনার নেক্সট প্ল্যান কী?

আর কার অবহেলাতে এমন সাইকো একজন মহিলা বিপ্লবের দুই মাস পরেও দায়িত্বে বহাল থাকতে পারে, তাকে খুঁজে বের করে শাস্তি দেন। পদত্যাগ করান।

আর যদি না পারেন, দ্রুত নির্বাচন দিয়ে রাজনৈতিক সরকারের হাতে ক্ষমতা দিয়ে সরে যান। ওরা এসে মেরে ধরে যেমনে হোক, ঠিক করুক।

নিজেদের পরিশুদ্ধ করার নাম নাই, আজ পর্যন্ত প্রশাসনটাকেই আওয়ামীলীগ মুক্ত করতে পারলেন না, আর সকাল বিকাল এরে ওরে বিশুদ্ধ হওয়ার যখন পরামর্শ দিতে থাকেন, তখন আমাদের হাসি পায় না, ভয় লাগে।

এতো বড় একটা বিপ্লবের দায়ভার কাঁধে নিয়ে আপনাদের কী করার কথা ছিলো, আর আপরারা করতেছেনটা কী?

_Sadiqur Rahman Khan

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শহীদ স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত
07/10/2024

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শহীদ স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত

৪৮ ঘণ্টার মধ্যে তাপসী তাবাসসুমকে স্থায়ীভাবে বহিষ্কার ও গ্রেফতার করা না হলে উত্তরবঙ্গ ব্লকেড ও লংমার্চ টু বিভাগীয় কমিশন...
07/10/2024

৪৮ ঘণ্টার মধ্যে তাপসী তাবাসসুমকে স্থায়ীভাবে বহিষ্কার ও গ্রেফতার করা না হলে উত্তরবঙ্গ ব্লকেড ও লংমার্চ টু বিভাগীয় কমিশনারের কার্যালয় কর্মসূচির ঘোষণা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

07/10/2024

আবু সাইদকে নিয়ে ক *টুক্তি করার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

বেরোবি পরিবহন পুলের নতুন পরিচালক মোঃ মাসুদ রানাবেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের পরিবহন পুলের নতুন পরিচালক হিসেবে দায়িত...
07/10/2024

বেরোবি পরিবহন পুলের নতুন পরিচালক মোঃ মাসুদ রানা

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের পরিবহন পুলের নতুন পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ মাসুদ রানা। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলীর অনুমোদনক্রমে রেজিস্ট্রার স্বাক্ষরিত এক অফিস আদেশে তাঁকে এই পদে দায়িত্ব প্রদান করা হয়। এই নিয়োগ আদেশ ০৩ অক্টোবর ২০২৪ তারিখ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে।

আবু সাইদকে নিয়ে ক* টুক্তি করার প্রতিবাদে বি' ক্ষোভ সমাবেশ। আমাদের অস্তিত্বের প্রশ্নে এতোটুকুও ছাড় নয়। আপনাদের সবার উপস্থ...
07/10/2024

আবু সাইদকে নিয়ে ক* টুক্তি করার প্রতিবাদে বি' ক্ষোভ সমাবেশ। আমাদের অস্তিত্বের প্রশ্নে এতোটুকুও ছাড় নয়। আপনাদের সবার উপস্থিতি কাম্য।

07/10/2024

স্বপ্নগুলো হোক শুধুই নিজের
------------+++++------------
স্বপ্নগুলো সাজাতে হবে নিজের মত করে। তবে এক্ষেত্রে আবেগ প্রবণ হওয়া যাবে না। তোমার অনেক বড় কিছু হতে ইচ্ছে করে। অনেক ধনী হতে মন চায়। পৃথিবীর সেরা প্রফেশনে নিজেকে দেখতে মন চায়। বিসিএস ক্যাডার, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কিংবা বড় কোম্পানিতে বড় পদে চাকরি করতে মন চায়। এসব চাওয়া বা ইচ্ছা তোমার মাঝে কীভাবে তৈরি হলো বা হয়েছে? তুমি কী ভালোভাবে বুঝে-শুনে সিদ্ধান্ত নিয়েছো নাকি অন্য কারো দ্বারা পরিচালিত হয়ে সিদ্ধান্তগুলো নিচ্ছো? এসব সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে কিছু বিষয় অবশ্যই বিবেচনায় রাখতে হবে যেমন: পরিস্থিতি, সময়, আর্থিক বিষয়, নিজ সক্ষমতা, পারিপার্শ্বিকতা, দূর্নীতি, সামাজিক স্থবিরতা, সঠিক মূল্যায়ন পাওয়ার সম্ভাবনা ইত্যাদি। এসব বিষয়কে সমন্বয় করেই ভবিষ্যৎ সিদ্ধান্ত নিতে হয় কিংবা বর্তমানের কাজ চালিয়ে যেতে হয়। অন্যথায় তুমি অনেক পরিশ্রমী, অনেক উপযুক্ত হওয়া সত্ত্বেও তোমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে নাও পারো। আর তখন শুরু হয় অসম্ভব মানসিক যন্ত্রণা, হতাশা সর্বোপরি একটা সুন্দর জীবনের বিনাশও হতে পারে। হতে পারে তোমার স্বপ্নটা অনেক ছোট। তোমার সেই স্বপ্নটাকেই তোমার মত করে সাজাও তাহলেই তুমি ভালো থাকবে। আসলে জীবনে ভালো থাকতে পারাটাই প্রধান বিষয়। তুমি বাদাম বিক্রেতা হও , সবজি বিক্রেতা হও কিংবা অন্য যেকোন সৎ পেশার মাধ্যমে জীবন চালাও, যদি তুমি সেটিকে উপভোগ করতে পারো তাহলেই জীবন সুন্দর। হতে পারে তুমি পিএইচডি ডিগ্রিধারী, খুব উচ্চ শিক্ষিত কিন্তু অল্প টাকার ব্যবসা করতেই তোমার ভালো লাগে তবে তুমি তাই করো। মানুষের কথায় কিছু আসে যায় না। আসলে স্বপ্ন তোমাকে অনেকেই দেখাবে। কিন্তু মনে রাখতে হবে, স্বপ্ন পূরণ করতে হবে কেবল তোমার নিজেকেই। মানুষ নানাভাবে তোমাকে খোঁচাবে, তোমার এই হতো, সেই হতো, এই হবে, সেই হবে ইত্যাদি ইত্যাদি। তুমি যদি তাদের কথায় নিজেকে ছেড়ে দাও তবে নিশ্চিতভাবেই তুমি হেরে যাবে। আসলে সমস্যা হলো, প্রতিটি মানুষ তার নিজের perspective এ তোমাকে কথা বলবে। কাউকে হয়তো খুঁজে পাবে না যে, তোমার perspective এ তোমাকে কথা বলবে। আর ঠিক এই কারণে আমরা নিজেকে চিনতে ভুল করি। আমরা প্রায়ই বলি, অমুক আমার চেয়ে খারাপ ছাত্র ছিল তারপরেও আমার চেয়ে ভালো চাকরি পেয়েছে, বেশি টাকার মালিক হয়েছে। অর্থাৎ যার যা হওয়ার কথা নয় সে তাই হয়েছে আর যার যা হওয়ার কথা ছিল সে সেটি হতে পারেনি। এসব কেন হয় জানো? ঐ যে শুরুতেই বলেছি, পরিস্থিতি, সময়, সুযোগ সবার ক্ষেত্রে আলাদা আলাদা। আসলে মোদ্দাকথা হলো, জীবনটাকে সহজভাবে নিতে হবে, যা চলে গেছে যাক না। কোনকিছুর জন্য আফসোস জীবনকে সবচেয়ে বিষাদগ্রস্ত করে তোলে। সমাজের, মানুষের ভয়/ নিন্দা/ উপহাসগুলোকে এড়িয়ে চলো। নিজের জীবনটাকে সৎভাবে চালাও। সৎ কাজ যত ছোট হোক, অল্প টাকার হোক, মানুষের কারণে সেটিকে ছেড়ে দিও না। তোমাকে ছেড়ে যাক না হয় সব ফেইক সম্পর্কের মানুষগুলো। কিছুতেই নিজেকে নিজে ছেড়ে দিও না। নিজেকে সব পরিস্থিতিতেই ভালো রাখার চেষ্টা করো। হৃদয় ভরে হাসতে শেখো। দেখবে তোমার চেয়ে সুখী আর কেউ নেই।

মো. শহিদুল ইসলাম
প্রভাষক (ভূগোল বিভাগ)
রংপুর ক্যাডেট কলেজ,
বেরোবি (তৃতীয় ব্যাচ)

বুকের ভিতর অনেক ঝড়, বুকে পেতেছি গু* লি কর।শহীদ আবু সাইদ চত্বর,বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর।
07/10/2024

বুকের ভিতর অনেক ঝড়, বুকে পেতেছি গু* লি কর।

শহীদ আবু সাইদ চত্বর,
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর।

আবু সাইদকে নিয়ে এ রকম বাজে মন্তব্য করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
07/10/2024

আবু সাইদকে নিয়ে এ রকম বাজে মন্তব্য করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শুরু হচ্ছে আন্ত:বিভাগ ফুটসাল ফুটবল টুর্নামেন্ট-২০২৪। যত দ্রুত সম্ভব নিজের বিভাগের টিমকে রেজিস...
06/10/2024

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শুরু হচ্ছে আন্ত:বিভাগ ফুটসাল ফুটবল টুর্নামেন্ট-২০২৪। যত দ্রুত সম্ভব নিজের বিভাগের টিমকে রেজিস্ট্রেশন করুন।

বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান, অংশগ্রহণ করতে রেজিষ্ট্রেশন করুন।
06/10/2024

বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান, অংশগ্রহণ করতে রেজিষ্ট্রেশন করুন।

06/10/2024

ময়মনসিংহ মেডিকেল কলেজ ক্যাম্পাস ও হোস্টেলে বিভিন্ন অ প রাধে জড়িত থাকার অ প রাধে ২৮ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

Sports Camps Premier League এ অংশগ্রহণ করছেন যারা এক নজরে.....দেখে নিন আপনার নামে রেজিষ্ট্রেশন হয়েছে কিনা।আমরা আর অল্প ক...
06/10/2024

Sports Camps Premier League এ অংশগ্রহণ করছেন যারা এক নজরে.....

দেখে নিন আপনার নামে রেজিষ্ট্রেশন হয়েছে কিনা।আমরা আর অল্প কয়েকদিনের মধ্যে ইনশাআল্লাহ রেজিষ্ট্রেশন বন্ধ করে দিবো।যারা,এতদিন সমস্যার জন্য করতে পারেননি তাদের জন্য সর্বোচ্ছ আর ৩/৪ দিন সময় দিবো আমরা।এর সাথে যারা টিম নিতে চান আমাদের সাথে যোগাযোগ করার জন্য বলা হলো✅।রেজিষ্ট্রেশন করলে কমেন্ট বক্সে ডান লিখে দিবেন ধন্যবাদ।
Sports Campus

১৬ তম ব্যাচের ভর্তির জন্য ব্যাংকে টা কা দিতে নবাগত শিক্ষার্থীদের লম্বা লাইন।
06/10/2024

১৬ তম ব্যাচের ভর্তির জন্য ব্যাংকে টা কা দিতে নবাগত শিক্ষার্থীদের লম্বা লাইন।

06/10/2024

সরাসরি: ১৬ তম ব্যাচের ভর্তির জন্য ব্যাংকে টা কা দিতে নবাগত শিক্ষার্থীদের লম্বা লাইন।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে আবু ত্বহা মুহাম্মদ আদনান ভাই 🥰🥰
05/10/2024

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে আবু ত্বহা মুহাম্মদ আদনান ভাই 🥰🥰

Address

Rangpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when The Daily BRUR Campus posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Nearby media companies


Other Media/News Companies in Rangpur

Show All