ফ্যা*স্টিট সরকার বিদায় নিয়েছে তবে ফ্যা*স্টিট ব্যবস্থা বিদায় নেয়নি, তরুণদের ঐক্যবদ্ধ থাকতে হবে: গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি | ©DRB NEWS
"শিক্ষক রাজনীতি সকল নষ্টের মূল"
"শিক্ষক রাজনীতি সকল নষ্টের মূল, ছাত্র রাজনীতির সাথে শিক্ষক রাজনীতিও বন্ধ করতে হবে"- অধ্যাপক ড. তাজুল ইসলাম।
খাসি উৎসব-২০২৪ দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ (১৩ তম ব্যাচ)
খাসি উৎসব-২০২৪
দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ (১৩ তম ব্যাচ)
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর।
আবু সাইদকে নিয়ে ক *টুক্তি করার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ
সরাসরি: ১৬ তম ব্যাচের ভর্তির জন্য ব্যাংকে টা কা দিতে নবাগত শিক্ষার্থীদের লম্বা লাইন।
বৃষ্টির দিনে কবিতার গান🌸
vocal: Evrahim Rahman Evan
মেয়েদের জয়! ছেলেরা হেরে গেল যে গানে!!🙃
এমন যদি হতো আমি পাখির মত!
_কনসার্ট ফর রিশাদ🌸
"কনসার্ট ফর রিশাদ" অনুষ্ঠানে বেরোবি'র উপাচার্য প্রফেসর ড.শওকাত আলী।
"কনসার্ট ফর রিসাদ" এর পারফর্ম আমাদের হৃদয় ছুঁয়ে গেছে। হাজার হাজার মানুষ, সবার কন্ঠেই একই সুর।
মঞ্চে তখন জলের গানের পারফর্ম চলছিলো।
এই অবেলায় তোমারই আকাশে নীরব আপষে ভেসে যায়।
শিরোনামহীন ব্যান্ডের সেরা এই গানটিতে একসাথে প্রায় ১৫০০০ দর্শক কন্ঠ মিলিয়েছে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন টঙের গানসহ আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা, এতো সুন্দর একটি আয়োজন উপহার দেওয়ার জন্য।
📷 RJ Ripon Ahmed
আমার হৃদয়ও পিঞ্জারার পোষা-পাখি রে, আমারে কান্দায়া পাও কি সুখ।
শিল্পী: হৃদয় জে জে।
এই অবেলায় তোমারই আকাশে নীরব আপষে ভেসে যায়।
শিরোনামহীন ব্যান্ডের সেরা এই গানটিতে একসাথে প্রায় ১৫০০০ দর্শক কন্ঠ মিলিয়েছে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন টঙের গানসহ আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা, এতো সুন্দর একটি আয়োজন উপহার দেওয়ার জন্য।
📷 RJ Ripon Ahmed
তুমি চেয়ে আছো তাই আমি পথ হেটে যাই।
ব্যান্ড: শিরোনামহীন
মঞ্চে গান গাইছে "শিরোনামহীন"