Md Fazlul Haque

Md Fazlul Haque I am a digital marketer & freelancer, CV writer ,Lead Collect,Social Media Post designer With Canva

09/04/2024

বায়ারকে প্রশ্ন করার কৌশল এবং সম্ভাব্য উত্তর
নিচের প্রশ্ন এবং উত্তর গুলো বায়ার এবং ফ্রিল্যান্সার দুজনের ক্ষেত্রেই হতে পারে।

🟢 প্রশ্ন: Would you like to see some of the work samples?
(আপনি কিছু কাজের নমুনা দেখতে চান?)
➡️ সম্ভাব্য উত্তর: Why not, just go ahead pls.

🟢 প্রশ্ন: Do you want to work without any hassle?
(আপনি কি কোন ঝামেলা ছাড়াই কাজ করতে চান?)
➡️ সম্ভাব্য উত্তর: Yes, I want everything to be clear.

🟢 প্রশ্ন: How much can you help me with this work?
(আপনি এই কাজে আমাকে কতটা সাহায্য করতে পারেন?)
➡️ সম্ভাব্য উত্তর: I can help you with all I have.

🟢 প্রশ্ন: Can you advise me on this?
(আপনি এই বিষয়ে আমাকে পরামর্শ দিতে পারেন?)
➡️ সম্ভাব্য উত্তর: Sure, let me share some of my ideas with you first.

🟢 প্রশ্ন: Are you interested in working with me?
(আপনি কি আমার সাথে কাজ করতে আগ্রহী?)
➡️ সম্ভাব্য উত্তর: Sure, I am eagerly waiting to work with you.

সামনে ৮/১০ পোস্টের মাধ্যমে অনেক গুলা প্রশ্ন দেয়ার চেস্টা করবো।

বি.দ্র: ছবি ১৯জানুয়ারি ফ্রিল্যান্সার কনফারেন্স এর।

  মার্কেটপ্লেস এর সকল তথ্য:ফ্রিল্যান্সার হিসেবে আপনি যদি আপনাকে একটি অ্যাকাউন্ট তৈরি করতে চান। তাহলে আপনাকে আপওয়ার্ক এক...
08/04/2024

মার্কেটপ্লেস এর সকল তথ্য:
ফ্রিল্যান্সার হিসেবে আপনি যদি আপনাকে একটি অ্যাকাউন্ট তৈরি করতে চান। তাহলে আপনাকে আপওয়ার্ক একাউন্ট খোলার নিয়ম সম্পর্কে জানতে হবে।
তাই আমি আপনার সুবিধার জন্য এখানে আপওয়ার্ক একাউন্ট খোলার জন্য একটি তালিকা প্রস্তুত করেছি। সেটি অনুসরণ করে, আপনারা সহজেই আফগান তৈরি করে নিতে পারবেন।
আপওয়ার্ক একাউন্ট তৈরি করার জন্য আপনাকে সরাসরি Upwork.com ওয়েবসাইটে প্রবেশ করে সাইন আপ করতে হবে।
এখানে আপনি ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতে চাইলে অবশ্যই I’m a freelancer, looking for work অপশনটিতে ক্লিক করতে হবে।
অন্যদিকে আপনি যদি একজন ক্লায়েন্ট হিসেবে কাজ করতে চান সেক্ষেত্রে আপনাকে অবশ্যই I’m a client hiring for a project অপশন টি ক্লিক করতে হবে।
এরপরে আপনি যে অপশনটি বেছে নেবেন সে লক্ষ্যে একটি ফর্ম দেওয়া হবে। সেখানে আপনার ব্যক্তিগত তথ্য প্রদান করতে হবে যেমন-
First Name
Last Name
Email
Password
Bangladesh
Create My Account
উপরের তথ্যগুলো সঠিক ভাবে সাবমিট করার পরে আপনার আপওয়ার্ক একাউন্ট এ রিভিউ মোডে চলে যাবে। যখন আপনাকে আপওয়ার্ক একাউন্ট থেকে এপ্রুভ দেয়া হবে তখনই আপনি আপ ওয়ার্ক এর একটি ড্যাশবোর্ড পেয়ে যাবেন।
আপওয়ার্কে কিভাবে কাজ পাবেন ?
আপনারা আপাকে অ্যাকাউন্ট তৈরি করার পরে অ্যাপ্রুভ তারপরে লগইন করে। Find Work অপশনে প্রবেশ করে অপশন থেকে, আপনার পছন্দমত বিভিন্ন ধরনের কাজ খুঁজে নিতে পারবেন।
আপনি এখানে যে কাজটি নির্বাচন করবেন সে কাজের বিষয়ে বিস্তারিত পড়ে নেবেন। আপনি যদি সেই কাজটি সহজভাবে করতে পারেন তাহলে Send a Proposal অপশনে ক্লিক করে দিবেন।
এরপরে আপনার নিজের পরিচয় কাজের দক্ষতা কাজের বিনিময় কত অর্থ সে টি লিখে দেবেন। এরপরে আপনার ক্লায়েন্ট যদি আপনার বিষয়ে জেনে পছন্দ করে।
তাহলে ক্লায়েন্ট সরাসরি আপনার সাথে যোগাযোগ করবে। আর এরকম ভাবে আপনারা পর থেকে বিভিন্ন কাজ করে টাকা উপার্জন করতে পারবেন।
আপওয়ার্ক প্রোপোজাল লেখার নিয়ম:
আপওয়ার্ক প্রোপোজাল লেখার আগে দুইটি জিনিস খুব গুরুত্বপূর্ন; আপনার প্রোফাইল আপওয়ার্ক স্ট্যান্ডার্ড মত আছে কী না, আর আপনি যে জবের জন্যে প্রোপোজাল লিখবেন সেটা ভালমত স্টাডি করেছেন কী না।

আমি ধরে নিচ্ছি আপনার প্রোফাইল ঠিক আছে। তাহলে আসেন এপ্লাই করি। এখানে কাভার লেটার নিয়ে মূলত আলোচনা হবে।
সেলুটেশনঃ শুরুর কথা
শুরু করবেন কীভাবে এটা একটা বিশাল সমস্যা। আমাদের বাঙ্গালিদের যেমন ‘কাউকে স্যার ডাকবো না’ টাইপ ফালতু সেন্টিমেন্ট আছে আবার দরকারে স্যার স্যার বইলা মুখের ফেনা তুলতেও আমরা ওস্তাদ। আমি বলি কী, স্যার দিয়ে শুরু করবেন না।
আমার অভিজ্ঞতা থেকে দেখছি বাঙ্গালি সবচেয়ে যে জিনিসটা বেশি ইউজ করে সেটা হলো ‘Dear Hiring Manager’। হোয়াট দ্য ফ্লিপ, ম্যান! দয়া করে এই জিনিস লিখবেন না।
আমার মতে, ‘Hey’ অথবা ‘Hi’ দিয়ে শুরু করা সবচেয়ে ভাল (Hello-র চেয়ে এইটা ভাল), সাথে খুব ভাল হয় যদি ক্লায়েন্টের নাম (First Name) জুড়ে দিতে পারেন, না হলে Hey there অথবা Hi there.
আগেও কোথায় যেন লিখছিলাম ক্লায়েন্টের নাম কীভাবে জানবেন। যদি ক্লায়েন্টের ওয়ার্ক হিস্ট্রি থাকে আপওয়ার্কে তাহলে একটু স্ক্রল করে নীচে যান, দেখবেন ফীডব্যাক কমেন্টে পুরনো কোন ক্লায়েন্টের নাম ধরে লিখছে, তাহলে আপনার কাজ হয়ে গেল।
নাম লিখতে পারলে দুইটা জিনিস হবে, আপনার পটেনশিয়াল ক্লায়েন্ট খুশি হবে (সবাই নিজের নাম দেখতে ভালবাসে), আর দ্বিতীয়ত আপনার সিরিয়াসনেস, এক্সট্রা মাইল যাওয়ার চেষ্টা খুব পজেটিভ ইম্প্রেশন দিবে।

ফার্স্ট সেনটেন্সঃ
মনে রাখবেন ক্লায়েন্ট এই লাইনটায় চোখ বুলাবেই। তো গুরুত্বপুর্ন হলো আপনি একটা ভাল ইম্প্রেশন দেন।
কিন্তু এই জায়গাটায় আমি সারাজীবন ভুল করে আসছি। একটু ব্যাখ্যা করি।
আমি সারাজীবন শুরু করে আসছি এইভাবেঃ
Hi *****,
I have gone through your job post and I believe I will be able to help you with ……
সাধারনভাবে দেখলে মনে হবে ঠিকই তো আছে, আমিও তাই ভাবতাম, আসলে পুরোটাই ভুল। ভুলটা এপ্রোচে।
লক্ষ্য করে দেখবেন, একটা বাক্য তার মধ্যে দুদুবার (আসলে ৩) ‘I’ লেখা হইছে। এটাকে যদি ‘I’ এপ্রোচ বলি তাহলে মনে রাখবেন আপনি এভাবে লিখবেন না, আপনি লিখবেন ‘U’ এপ্রোচে।
Hi *****,
You are looking for …… and my experience and skill closely match with your requirement.
এই দুই লেখার অর্থ কাছাকাছি, কিন্তু পরেরটা আমার মতে অনেক ইফেক্টিভ।
কাজের কথাঃ
প্রথমেই বলছিলাম যে, জব পোস্ট পড়তে হবে মন দিয়ে। এই অংশ হলো আপনার সেই পরীক্ষা। আপনি যে পড়ছেন, নিজেকে পারফেক্ট ম্যাচ মনে করেন সেটা প্রমান হবে কীভাবে?
আপনার এক্সপার্টিজ লেভেল যে মাপের হোক, জব রিকুয়ারমেন্ট ম্যাচ করানোর ব্যাপার আছে। সেক্ষেত্রে প্রশ্ন করেন, টেকনিক্যাল এবং স্পেসিফিক প্রশ্ন, আজাইরা হাংকি পাংকি না।
আবার অনেক ক্লায়েন্ট আছে জব ডেস্ক্রিপশন লিখতে পারে নাই ঠিকমত সেটা সময়ের অভাবে হোক বা অন্য কোন কারনে। আপনি প্রশ্ন করে জেনে নেন।
এরপর আপনি একটু পরামর্শদাতা হন, ব্যাখ্যা করেন আপনার পুরনো সিমিলার কাজের ক্ষেত্রে কী কী সমস্যা হইছিলো এবং কীভাবে সমাধান করছেন। আবার আপনার পুরনো কোম্পানির বিজনেস সিক্রেট নিয়ে ডিসকাশন কইরেন না যেন!
এই পার্টটা একটু বড়ই করেন, সমস্যা কী! তবে মনে রাখবেন থাম্ব রুল হলো, ক্লায়েন্টের জব পোস্ট যদি বড় হয় তাহলে বুঝবেন বেটা বেশি কথা বলতে এবং পড়তে ভালবাসে। আপনাকেও একটু বিশদে লিখতে হবে। ছোট জব পোস্ট যারা করেন তারা কম কথায় কাজ সারতে পছন্দ করেন, তাই আপনিও যত কম কথায় সম্ভব লিখবেন।
যাই হোক, এই পার্টের একটা এক্সাম্পল দেইঃ
জবটা ছিল, একটা ইকমার্স স্টোরের প্রডাক্ট ডেসক্রিপশন লিখতে হবে।
Hi *****,
You are looking for …… and my experience and skill closely match with your requirement.
After reviewing your job post, I would ask you the following questions:
-Should it be a bland paragraph story-driven with bullet points?
-Who’s your target market?
ABCD, the company I currently work with sells products to African American women and I am an Asian male. This would give you an idea of my adaptive style.
In addition to ABCD, I worked with EFGH, IJKL, MNOP etc. in the past and among which EFGH and IJKL are multi-millionaire e-commerce companies. I hope, the experience would help me doing this job for you.
সার্ভিস অফারঃ
এই পর্যায়ে আপনি কী কী দিতে পারবেন তা লিখতে থাকেন। ধরেন, আপনি ক্লায়েন্টের টাইম জোনে কাজ করতে পারবেন সেটা জানান, টার্ন এরাউন্ড টাইম কী রকম হবে সেটা বলেন (ওর কত দ্রুত লাগবে জানতে হলে আগের প্রশ্নের সাথে করে ফেলেন)। যদিও আপনার প্রাইস কী হবে সেটা অন্য জায়গায় বলা হইছে, আপনি কোন ডিসকাউন্ট দিতে পারবেন কী না কিলিয়ার করেন, বা ফ্রি স্যাম্পল করবেন কী না এটাও লিখতে পারেন।
Hi *****,
You are looking for …… and my experience and skill closely match with your requirement.
After reviewing your job post, I would ask you the following questions:
-Should it be a bland paragraph with bullet points or story-driven?
-Who’s your target market?
-How soon do you need this to be done?
ABCD, the company I currently work with sells products to African American women and I am an Asian male. This would give you an idea of my adaptive style.
In addition to ABCD, I worked with EFGH, IJKL, MNOP etc. in the past and among which EFGH and IJKL are multi-millionaire e-commerce companies. I hope, the experience would help me doing this job for you.
কল অব একশন:
এতক্ষন তো জাল বিছাইলেন, এইবার মাছ তোলার পালা। ক্লায়েন্টের সাথে পরবর্তী যোগাযোগের একটা ক্লিয়ার লাইন তৈরী করেন। এরকম হতে পারেঃ
Hi *****,
You are looking for …… and my experience and skill closely match with your requirement.
After reviewing your job post, I would ask you the following questions:
-Should it be a bland or paragraph story-driven with bullet points?
-Who’s your target market?
-How soon do you need this to be done?
ABCD, the company I currently work with sells products to African American women and I am an Asian male. This would give you an idea of my adaptive style.
In addition to ABCD, I worked with EFGH, IJKL, MNOP etc. in the past and among which EFGH and IJKL are multi-millionaire e-commerce companies. I hope, the experience would help me doing this job for you.
If any of that sounds like what you need, please let me know a convenient time for you for a discussion skype or through Upwork message room.
Best Regards,
Mahedi Hasan SHuvo
P.S. I’m happy to write a sample for free in any style you choose.
পূর্বের জব এক্সপেরিয়েন্স :
ক্লায়েন্ট এর মধ্যে কিছু জব এক্সপেরিয়েন্স চায় আবার কিছু নাও চাইতে পারে। যদিও ক্লায়েন্ট কোনো জব স্যাম্পল না চায় তাও আপনি স্যাম্পল দিয়ে দেন। এতে আপনার প্রফেশনালিজম প্রকাশ পাবে তারাও আপনাকে বুজতে পারবে। আপনি ডাইরেক্ট আপওয়ার্ক প্রোফাইল প্রতিফলিও লিংক দিয়ে দিতে পারেন।
যদি আপনার জব স্যাম্পল ক্লায়েন্টকে ইমপ্রেস করার মতন হয় তাহলে ক্লায়েন্ট এর কাছে থেকে সহজেই আপনি কাজ পেতে পারেন।
প্রফেশনাল ও বন্ধত্বপূর্ণ হন :
ক্লায়েন্ট এমন কাউকে চায় না যার সাথে সহজেই কমিউনিকেশন করা যাবে না। ভালো যোগাযোগ বিশাল একটা অংশ। আপনার লিখা যাতে প্রফেশনাল হয়ে থাকে। আপনি যদি ভালো ইম্প্রেশন তৈরি করতে পারেন তাহলে খুব সহজেই ক্লায়েন্ট এর সাথে আপনি ফ্রেন্ডলি হতে পারবেন।
শেষের পরের শেষঃ
উপরে লক্ষ্য করেন, P.S. দিয়ে দিয়ে একটা লাইন লেখা আছে। এভাবে দিলে লাভ হইলো ক্লায়েন্ট মনে করে একটা বিশেষ কিছু অফার দিছে যেটা কাভার লেটারের ভেতরে দিলে সেম ফিল ক্রিয়েট করতো না।

পুরা লেখাটা পড়ে আপনি কি শিখলেন তা কমেন্টে জানাবেন।

Upwork connects businesses with independent professionals and agencies around the globe. Where companies and freelancers work together in new ways that unlock their potential.

Address

Rangpur
5300

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md Fazlul Haque posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share