Stock Business

Stock Business To know Technical & Fundamental Analyses & Update Stock Exchange? Like & Follow us.
(3)

03/11/2024

T-1 চালু হলে মার্কেট ভলিউম বারবে,
তবে সমস্যাও আছে।

03/11/2024

ICB 1% দিলে খবর আছে।

03/11/2024

সব শেয়ার সস্তা রেটে এবং সাপোর্ট জোনে আছে, অনেক বিনিয়োগ কারিকে দেখতেছি নিয়মিত ছোট ছোট বাই করে যাচ্ছে।
সামনে মার্কেট ভালো হতে যাচ্ছে।
হতাশ না হয়ে টাকা থাকলে এভারেজ করে রাখেন, না হয় ধর্য ধরুন।

04/07/2024

💠 টেকনো ড্রাগ 💠

🔴টেকনো ড্রাগসের আইপিওতে ২৪ গুণের বেশি আবেদন জমা পড়েছে।
কোম্পানিটি ১০০ কোটি টাকা সংগ্রহ করবে। এর বিপরীতে ২ হাজার ৪৮৭ কোটি ১৮ হাজার ১০৪ টাকার আবেদন জমা পড়েছে।

🔴টেকনো ড্রাগসের শেয়ারের কাট-অব প্রাইস নির্ধারণ করা হয়েছে ৩৪ টাকা। কাট-অব প্রাইসের ৩০ শতাংশ কম দামে অর্থাৎ ২৪ টাকা করে সাধারণ বিনিয়োগকারীরা শেয়ার পাবেন।

🔴আর্থিক বিবরণী অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) ২৭ টাকা ৭৪ পয়সা এবং পুনর্মূল্যায়ন ছাড়া যা ২২ টাকা ৫৭ পয়সা।

🔴আলোচ্য অর্থববছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৮ পয়সা।
*কপিটেক্সট*

04/07/2024

১২৩ দেখে খুশি হওয়ার চাইতে
পাবলিক সন্দেহ বেশি করতেছে।
করবেইবা না কেন, তুলে আছার দেয়ার অভ্যেস যে আছে।

দির্ঘ্যমেয়াদে কেউ বাজি লাগাতে চাইলে, এনালাইসিস করে সিউর হতে পারেন। সিনোবাংলা, লেগাছি, হামি।
13/06/2024

দির্ঘ্যমেয়াদে কেউ বাজি লাগাতে চাইলে, এনালাইসিস করে সিউর হতে পারেন।

সিনোবাংলা, লেগাছি, হামি।

13/06/2024

২০২৫ এর আগে মার্কেট কে ঘুড়ে দারাতে দিবে না ওরা।

13/06/2024

দির্ঘ্য পতনের পর মার্কেট ইতিবাচক প্রভাব দেখাচ্ছে।
তবুও মনে হচ্ছে সবই মরিচিকা।

15/05/2024

দেশে-বিদেশে খারাপ কিছু হলেই শেয়ারবাজারে এর নেতিবাচক প্রভাব পড়ে। বাজার অনর্থক চাপেতৈরি হয়। অথচ দেশে-বিদেশে ভালো কিছু হলে এর ইতিবাচক প্রভাব শেয়ারবাজারে দেখাই যায় না।

বর্তমানে গোটা বিশ্ব আর্থিক চাপে রয়েছে। তারপরও বিশ্বের প্রায় শেয়ারমার্কেটেরই রেকড উত্থানের খবর আসছে। কিন্তু বাংলাদেশের শেয়ারমার্কেট এর ব্যতিক্রম। এখানে খারাপ খবরের চাপ দেখা যায়। কিন্তু ভালো খবরের কোনো প্রভাবদেখা যায় না।

দেশের রিজার্ভের সঙ্গে শেয়ারবাজারের সরাসরি কোন সম্পর্ক নেই। অথচ রিজার্ভের নেতিবাচক খবরের বড় টার্গেট হয়েছে শেয়ারবাজার। গত কয়েক দিন শেয়ারবাজারে ভালো ভালো খবর বেরিয়েছে। যার মধ্যে নিয়ন্ত্রক সংস্থার নতুন চেয়ারম্যান, নতুন কমিশন, সরকারি প্রতিষ্ঠানের শেয়ার বাজারে অফলোড করার প্রধানমন্ত্রীর নির্দেশনা, সরকারের কাছ থেকে আইসিবির বড় অর্থ প্রাপ্তির সম্ভাবনা ইত্যাদি। তারপরও বাজারে এভাবে বড় পতন কোনোভাবে কাংখিত নয়।

সুত্র:
-মেহেদি হাসান ভাইয়ের পোস্ট থেকে

25/04/2024

ভাই মার্কেট আর কত নিচে নামবে?
৪৮০০ সুচকে আসুক আগে, তারপর যানাবো।
🙄🙄

০৩% লো/ ১০% হাই = বায়ার আউট 😑
25/04/2024

০৩% লো/ ১০% হাই = বায়ার আউট 😑

31/03/2024

বাজার ঘুরতেছে,
কিন্তু সাহস হারিয়ে গেছে।

29/02/2024

Acmepl
৩ সপ্তাহ যাবত সাইডওয়ে চলছে।
তাই আশাবাদী সামনে এটা একটা টান আসবে।
টার্গেট ২৭.৭ টু ৩২/৩৪ টাকা

28/02/2024

অল্প সময়ের জন্য
BSCCL
কেনা যায়।
টার্গেট ১০%
বাই এরিয়া ১৫০ থেকে ১৫০.৮ টাকা।

ইন্সুইরেন্স সেক্টর বাই মোড এ আছে ❤️যারা Monthly Trading করেন, তারা ইন্সুইরেন্স সেক্টর এ ফোকাস করতে পারেন।
27/02/2024

ইন্সুইরেন্স সেক্টর বাই মোড এ আছে ❤️
যারা Monthly Trading করেন, তারা ইন্সুইরেন্স সেক্টর এ ফোকাস করতে পারেন।

11/02/2024

Big shout out to my newest top fans! S Das Das

OAL next TP-24.44/-
11/02/2024

OAL next TP-24.44/-

Address

Rangpur
5400

Alerts

Be the first to know and let us send you an email when Stock Business posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Stock Business:

Videos

Share