Sumon

Sumon Tour Operator | Tour Planner | Tour Guide |Researcher | Rural Tourism & Heritage Conservation Worker
(5)

04/06/2024

পুদুং গ্রাম থেকে কালিম্পং শহরে | বাজার করতে..

কালিম্পং এর ছোট্ট একটি গ্রাম ও গ্রামীণ জীবনের সাথে..
03/06/2024

কালিম্পং এর ছোট্ট একটি গ্রাম ও গ্রামীণ জীবনের সাথে..

North Bengal Bird Festival | Association for Conservation & Tourism | Visit Dooars 2024 | Sumon's Tourism |
02/06/2024

North Bengal Bird Festival | Association for Conservation & Tourism | Visit Dooars 2024 | Sumon's Tourism |

02/06/2024

কালিম্পং এর অচেনা পাহাড়ি গ্রামে | Kalimpong Offbeat Destination

31/05/2024

ডুয়ার্সের জলদাপাড়া রাইনু কটেজ | প্রিয় মিঠুন দার আস্তানায়.

31/05/2024

ডুয়ার্সের জঙ্গলের পাশে জলদাপাড়া সীসামারা নদীতে..

30/05/2024

পাহাড়ের পথে পথে নানা গল্প থাকে , জীবনের গল্প , প্রকৃতির কোলে বেড়ে ওঠা মানুষগুলোর যাপনের গল্প । এই গল্পগুলোই আমাকে ভীষণ টানে বলেই হয়তো শিলিগুড়ি থেকে সরাসরি শিলং এসে হোটেলে না গিয়ে আশেপাশে ঘুরে বেড়ানো শুরু করেছি । আমি জানি আগামীকাল থেকে বাণিজ্যিক ট্যুরিজমের নিয়মিত যে স্পট কাভার সেটি শুরু হয়ে যাবে। তাই শিলং এর নতুন ইন্টার স্টেট বাস টার্মিনাল এ নেমেই এর সৌন্দর্যে মুগ্ধ হয়ে ভাবলাম আশেপাশের প্রাণ প্রকৃতি ও জীবনের মাঝে আগে নিজেকে সঁপে দেই । তাই আগে আশেপাশে ঘুরে, এই মেঘের রাজ্য মেঘালয়ের শিলং এর ISBT বাস স্ট্যান্ড থেকে পুলিশ বাজার যাওয়ার রাস্তা ধরে হাঁটছি । রাস্তায় পেয়ে যাই এক স্থানীয় ভাইকে , তিনি আমাকে চমৎকার একটি গ্রামের রাস্তার পাশে নামিয়ে দেন । আমাদের হাতে যেহেতু বেশ কিছু সময় আছে এবং আজকে পুলিশ বাজারে হোটেলে ওঠা ছাড়া তেমন কোনো কাজ নেই তাই চমৎকার এই গ্রামটি ঘুরে আসা যাক । সেই অভিজ্ঞতা জানানো ও মেঘালয়ের পাইনবনের কোলে অবস্থিত এই গ্রামটি দেখানোর লোভ সামলানো গেলো না । যেকোনো জায়গায় ভ্রমণের জন্য সবার আগে প্রয়োজন ভ্রমণ এক্সপার্টদের কাছ থেকে সঠিক ভ্রমণ পরিকল্পনা গ্রহণ করা । তাহলে আপনার ভ্রমণ হবে আরও আনন্দময় । ভ্রমণ সংক্রান্ত যেকোনো বিষয়ে সহযোগিতার জন্য যোগাযোগ করুন আমাদের সাথে +8801877027277 ( What's App ) এই নাম্বারে । ভালবাসা অবিরাম ।

29/05/2024

ডুয়ার্সের গরুমারা জঙ্গল সাফারির পর আদিবাসী নৃত্য || Camping de Dooars | Sumon's Tourism | Visit Dooars 2024

29/05/2024

ডুয়ার্সের জঙ্গল ও আদিবাসী গ্রামের পাশে প্রকৃতির কাছাকাছি সবচেয়ে সুন্দর হোমস্টে ♥ Camping de Dooars

ডুয়ার্সের গরুমারা জঙ্গলের সবচেয়ে সুন্দর হোমস্টে Camping De Dooars এর শেষ বিকেল ♥
28/05/2024

ডুয়ার্সের গরুমারা জঙ্গলের সবচেয়ে সুন্দর হোমস্টে Camping De Dooars এর শেষ বিকেল ♥

25/05/2024

রাজা ভাত খাওয়া || কথিত আছে যেখানে একসাথে ভাত খেয়েছিলো ভূটান ও কুচবিহার এর রাজা

23/05/2024

চারদিকে দিগন্ত বিস্তৃত সবুজ ধানক্ষেতের মাঝে একটি মাত্র বটবৃক্ষ। সেই বটবৃক্ষের বেশিরভাগ ডালেই নানা ধরনের পাখির বাসা। সন্ধ্যে নামার আগে পাখিরা তাদের গৃহে ফিরছে, বটবৃক্ষটি পাখির কলকাকলিতে মুখর। আমি নানা জায়গা ঘুরে আবার যখন বাসায় আসি ,সময় পেলেই আমি এই বটবৃক্ষের কাছে আসি। এই বটবৃক্ষের আমার দেয়া একটি নাম আছে " পাখি বৃক্ষ "। আগামীকাল আবার দেশের বাইরে যাচ্ছি, আবার বন পাহাড়ের পথে। কিন্তু আমি মনে করি যাদের সত্যিকারের ভ্রমনের নেশা কিংবা প্রান প্রকৃতিকে ভালবেসে ঘুরে থাকেন, তারা তাদের আশেপাশে অনেক সৌন্দর্য খুজে পাবেন। নিজের ভাললাগার জন্য ঘুরুন, নিজেকে জিজ্ঞেস করুন। ভালবাসা অবিরাম ♥

17/05/2024

পাহাড়ে পর্যটন || এই সময়ে কোথায় ঘুরতে যাবেন?

16/05/2024

North Bengal Bird Festival এর গজলডোবা পর্বের শেষ দিনে আমাদের রাতের খাবারের আমন্ত্রণ জানায় La Vita Nouva Resort & Spa . সেখানে চারটে দেশের ( BBIN Bhutan, Bangladesh , India , Nepal ) প্রাণ প্রকৃতি প্রেমী মানুষদের মধ্যে আলোচনা হয়েছে এই অঞ্চল নিয়ে । তার বিস্তারিত কিছুটা তুলে ধরার চেষ্টা করেছি । ভালবাসা অবিরাম ।

Beauty Of NAGALAND♥♥♥ Photo: Raj Basu Dada♥♥
15/05/2024

Beauty Of NAGALAND♥♥♥
Photo: Raj Basu Dada♥♥

09/05/2024

নদীর গতিপথ, প্রকৃতি ও ইতিহাসকে পর্যালোচনা করলে দেখা যাবে , আমাদের এই অঞ্চলের সভ্যতা বিকাশের ক্ষেত্রে হিমালয় ও হিমালয়ের পাদদেশের ডুয়ার্স অঞ্চলের গুরুত্ব ছিল অপরিসীম । মহাস্থানগড় বা সোমপুর মহাবিহার থেকে রংপুর হয়ে একদিকে আসাম অন্যদিকে পশ্চিমবাংলা হয়ে বিহার পর্যন্ত হিমালয়ের পাদদেশের এই অঞ্চল ডুয়ার্স নামে পরিচিত। গোটা পৃথিবীর খাদ্য ভাণ্ডারে নতুন শস্য যুক্ত করা থেকে পৃথিবীর সবচেয়ে পুরনো বিদ্যাপীঠ , সবকিছুতেই যে অঞ্চলটি ছিল সবচেয়ে এগিয়ে এবং সবচেয়ে উন্নত অঞ্চল , দেশভাগের মধ্য দিয়ে শুরু হয়ে , আজকের দিনে এসে সেই অঞ্চলটি এখন সামগ্রিকভাগ্যে সবচেয়ে পিছিয়ে থাকা অঞ্চল । শুধু বাংলার হিসেবেও বাংলাদেশের উত্তরাঞ্চল তথা সোমপুর বিহার কিংবা মহাস্থানগড় থেকে হিমালয়ের দিকের পুরো উত্তরাঞ্চল , এবং সেখান থেকে শুরু পশ্চিমবাংলার উত্তরাঞ্চল, একসময়ের সবচেয়ে গুরুত্বপূর্ন অঞ্চল , আজ দেশ ভাগ্যের কারণে সীমান্তবর্তী অঞ্চল এবং সবচেয়ে পিছিয়ে পড়া অঞ্চল ।

দেশ ভাগের পরবর্তী সময়ে ধীরে ধীরে একসময়ের এই বিস্তীর্ন ডুয়ার্স অঞ্চল যা সবচেয়ে গুরুত্বপূর্ন অঞ্চল এবং যা বাংলাদেশের রংপুর অঞ্চল নামে পরিচিত তাকে আমরা ভুলে যেতে বসেছি। আমাদের এবারের আলচনায় উঠে এসে এই প্রসঙ্গ , সেইসাথে আমাদের নানা প্রকার জানা - অজানা ইতিহাস । দেশভাগকে অস্বীকার করার উপায় নেই , কিন্তু দেশ আলাদা হলেও আমরা একই অঞ্চলের মানুষ , খাদ্যাভ্যাস থেকে ভাষা কোথাও আমাদের মাঝে কোনো পার্থক্য নেই । দেশ আলাদা হলেও , যারা আমরা প্রাণ প্রকৃতিকে ভালবাসি, আমাদের গৌরবোজ্জল ইতিহাসকে ভালবাসি , তারা আবার কেন এক হতে পারব না? আমাদের মাঝে তো বিভেদ নেই । আমরা যারা একই ল্যান্ডস্কেপ শেয়ার করি তারা সবাই কেন একভাবে ভাবতে পারবো না ? আমাদের বুকের উপর দিয়ে বয়ে যাওয়া নদীর মত , আমাদের ব্রক্ষপুত্রের মত , তিস্তা , ধরলা, জলঢাকা, তোর্সা , রায়ঢাক কিংবা আত্রাই মহানন্দার মত ...

আমরা পারবো , আমাদের সবাইকে এক করতে পারে একমাত্র গ্রামীণ পর্যটন । যা নিয়ে কাজ করছি আমরা চারটে দেশের ( বাংলাদেশ , ভুটান ,ইন্ডিয়া , নেপাল BBIN) অনেক মানুষ, যারা বর্তমানে চারটে দেশের হলেও তারা সকলেই একই ল্যান্ডস্কেপ শেয়ার করে । ভ্রমণ সংক্রান্ত যেকোনো সহযোগিতা কিংবা বিস্তারিত জানতে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে । ভালবাসা অবিরাম।

অত্যন্ত আনন্দের সাথে জানানো হচ্ছে যে, এ বছর আবারও ৬ষ্ঠ বারের মত হিমালয়ান অরেঞ্জ ট্যুরিজম ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হতে যাচ্ছে...
08/05/2024

অত্যন্ত আনন্দের সাথে জানানো হচ্ছে যে, এ বছর আবারও ৬ষ্ঠ বারের মত হিমালয়ান অরেঞ্জ ট্যুরিজম ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হতে যাচ্ছে কলকাতার সিটি সেন্টারে আগামী ৬ ,৭ ও ৮ ডিসেম্বর ২০২৪। যারা অনুষ্ঠানে যুক্ত থাকতে চান সময়টা মনে রাখবেন। আমি নিজেও উপস্থিত থাকবো। দেখা হবে ,কথা হবে, আড্ডা হবে। আর বাংলাদেশ থেকে যারা যুক্ত হতে চান, দ্রুত ভিসার জন্য আবেদন করবেন। বিস্তারিত জানতে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে। ভালবাসা অবিরাম ♥

07/05/2024

বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের সবচেয়ে বড় নদী আত্রাই যা মহাভারতে উল্লেখিত কয়েকটি নদীর মধ্যে একটি । হিমালয়ের পাদদেশের ডুয়ার্স অঞ্চলের বৈকন্ঠপুরের জঙ্গল থেকে শুরু হয়ে চমৎকার এই নদীটি শিলিগুড়ি লাগোয়া অঞ্চল দিয়ে বের হয়ে ভারতের দক্ষিণ দিনাজপুর দিয়ে বাংলাদেশ অংশের দিনাজপুরে প্রবেশ করে 'গবুরা ' ও 'কঙ্করা ' নামে বিভক্ত হয়ে বরেন্দ্র ভূমি অতিক্রম করে চলন বিলে গিয়ে পতিত হবার আগ পর্যন্ত ৩৯০ কিলোমিটার বিশাল অঞ্চল পাড়ি দিয়েছে যার মধ্যে ভারতে ১২১ কিলোমিটার এবং বাংলাদেশে ২৬৯ কিলোমিটার ।

আমরা যখন ভ্রমণ করি তখন যদি এটিকে দেশের সীমানা দিয়ে ভাগ না করে একটি কন্টিনিউয়াস ল্যান্ডস্কেপ হিসেবে বিবেচনা করে ভ্রমণ করি , তাহলে আমাদের জানার পরিধি বাড়ে এবং সেইসাথে ভ্রমণ আনন্দ অনেকগুণ বাড়িয়ে তোলে । এই তপ্ত গরমে আত্রাই নদীর শীতল পানিতে গোসল করার সময়েও শিলিগুড়ি লাগোয়া ডুয়ার্স অঞ্চলের আত্রাই নদীর স্মৃতি মনে পড়ে গেলো , এই আনন্দ কম কিসে ?

যেকোনো ধরনের ভ্রমণের জন্য আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের সাথে । ভালবাসা অবিরাম ।

05/05/2024

মেঘ ,পাহাড় আর পাইনবনের রাজ্য লাভায় বন্ধু সোহমের চমৎকার একটি হোটেল আছে, "হোটেল লাবণ্য " যেখানে আমাদের পর্যটকরা দারুণ উপভোগ করেন । কারণ পর্যটনের মূল বিষয় মুহুর্তগুলোকে আনন্দময় করে তুলতে অতিথিদের যা যা প্রয়োজন যেসব বিষয়ে খেয়াল রাখা , সোহম দা সেসব ব্যাপারে খুব ভালো খেয়াল রাখেন । লাভার ঘন পাইনবনের সবুজ অরণ্য থেকে রাস্তাঘাট সর্বত্রই সারি সারি মেঘের আনাগোনা , সেইসাথে বন্ধু সৈকতের বাগানের চা , আরো অবাক করা ব্যাপার সে নিচ থেকে নদীর বৈরালী মাছ নিয়ে এসেছে এই পাইনবনের রাজ্যে । তারও চমৎকার একটি হোমস্টে আছে ঠিক দশ কিলোমিটার দূরেই গরুবাথানের নিমবস্তিতে । যাদের টি ট্যুরিজম নিয়ে আগ্রহ আছে এবং একেবারে নিরিবিলি প্রকৃতি উপভোগ করতে চান সেক্ষেত্রে সৈকতের গরুবাথানের হোমস্টেতে নির্দিধায় যেতে পারেন। বুকিং এর জন্য যোগাযোগ করতে পারেন আমাদের সাথে । ভালবাসা অবিরাম ..

❤️

02/05/2024

আমরা পর্যটন নিয়ে নানা ধরনের কথা বলি , কিন্তু সেখানে আমরা কখনো আমাদের প্রকৃতি নিয়ে চর্চার কথা বলি না । আমরা যদি দেশের সীমানাকে একটু সরিয়ে রেখে শুধুমাত্র এটিকে একটি কন্টিনিউয়াস ল্যান্ডস্কেপ বিবেচনা করে ভ্রমণ করি , তাহলে আমাদের জন্য পুরো বিষয়টিকে বোঝা অনেক সহজ হয়ে যায় । রাজ দার শিলিগুড়ির অফিসে বসে দীর্ঘসময় ধরে বাংলার প্রকৃতি চর্চা নিয়ে আলোচনা হয়েছে । সেই গুরুত্বপূর্ন আলোচনাটির কিছু অংশ শেয়ার করছি আপনাদের মাঝে । ভালবাসা অবিরাম । ভ্রমণ সংক্রান্ত যেকোনো বিষয়ে জানতে কিংবা ভ্রমণের জন্য যোগাযোগ করতে পারেন আমাদের সাথে +8801877027277 (Whats app) এই নাম্বারে ।

01/05/2024

বাংলাদেশ ও ভারতের একেবারে উত্তরবঙের ল্যান্ডপোর্ট বুড়িমারী - চ্যাংড়াবান্ধা । আমরা যারা উত্তরবঙ্গের মানুষ তাদের কাছে সীমান্তের ওপার আর এপারের মাঝে কাঁটাতার ছাড়া তেমন কোন পার্থক্য নেই । চ্যাংড়াবান্ধা থেকে শিলিগুড়ি যাবো , আমার ট্যাক্সি ড্রাইভার শ্রীধর মুখার্জি । তার ও তার পুর্বপুরুষের জন্ম বেড়ে ওঠা সব রংপুরে। তার কাছে সেই পুরনো রংপুর ও সমগ্র উত্তরবঙ্গ নিয়ে যে জ্ঞানার্জন করেছি তা আমাকে কোন পুস্তক দিতে পারবে না। গত দু পর্বে ধারাবাহিকভাবে তা প্রকাশ করেছি । যাদের জানার আগ্রহ আছে তারা সময় নিয়ে পুরো তিনটি পর্বই দেখবেন। ভালবাসা অবিরাম ।

30/04/2024

রংপুর আর দিনাজপুরের মানুষ ঝগরুটে নয়, রংপুর আর দিনাজপুরের মানুষ সহনশীল, এবং তারা পরনিন্দা আর পরচর্চা করতে ভালবাসে না, এবং তারা কারো সম্পদ হরন করতে ভালবাসে না । এটা শিখিয়েছে কারা, ঐ যে পাকিস্তানিরা। যেদিন আমরা এটাকে ছুড়ে ফেলে দিবো, সেদিন বাংলাদেশকে আটকানোর ক্ষমতা কারোর নেই। বহু প্রতিভা আছে, কবি, সাহিত্যিক , সংগ্রাম, শহীদ হওয়া , রক্ত দেয়া, তেভাগা আন্দোলন , সত্তর দশকে যে রক্ত দিয়েছেন, মা বোন, ভাইয়েরা, কোথায়, কোথায় পাওয়া যাবে এতো রক্ত বলিদান? এতো ধর্মান্ধতার বিরুদ্ধে সবাই নেমে। কোন রাজনৈতিক কনসেপ্ট থেকে আসছে, তাদের এই রাজনৈতিক কনসেপ্ট টার উৎসটা কোথায়? সেটা আজকের এই অপামর বাংলাদেশের মানুষকে ভাবতে হবে। না ভাবলে কপালে দু:খ আছে।

ভূতছাড়া বলে একটা জায়গা আছে, স্টেশন আছে , পরে শুনছি ঐটা পীরগাছা হয়ে গেছে ,নাম চেঞ্জ হয়ে গেছে। যারা আজকের সন্তানরা আসছেন, তারা তো জানতেই পারবেন না এই জায়গাটার নাম এইটা। মাহীগঞ্জ তো একটা ওল্ড টাউন , হাজার হাজার বছরের ইতিহাস এখানে আছে, সেটি আজকে জানতে পারছে কেউ? কোথায় কমিউনিস্ট বিল্পবীরা থাকতেন, কমিউনিস্টরা এসে কি করতেন, স্বাধীনতা সংগ্রামীরা কোথায় কি করতেন, কোথায় সুবাস চন্দ্র বোস টাউনক্লাবের ওখানে এসে বক্তব্য রেখেছেন? নেতাজী সুবাসচন্দ্র বোস টাউনক্লাবের ওখানের কোনা থেকে ভাষন দিয়েছিলেন, ঐতিহাসিক সুবাসচন্দ্র বোস নিয়ে বাংলাদেশে কোনো কথাই নেই। তিনি কি বাংলাদেশ ভারত পাকিস্তান এসব নিয়ে কথা বলেছিলেন, তিনি বৃটিশদের বিরুদ্ধে কথা বলেছিলেন। আমি তাকে শ্রদ্ধাই জানাবো না, আমি জিয়াউর রহমানকে শ্রদ্ধা জানাব না, উনি কি স্বাধীনতা সংগ্রামের লড়াইয়ের মধ্যে ছিলেন না? শ্রদ্ধা জানাতে হবে, যেই স্বাধীনতা সংগ্রামের সাথে যুক্ত ছিলেন , সবাইকে শ্রদ্ধা জানাতে হবে।

শুধু তাই নয় আমি কি হাজার বছরের ঐতিহাসিক বিষয়গুলোকে ভুলে যাবো? কোচ রাজাদের ইতিহাস কি ভুলে যাবো?

আমি মুক্ত হয়ে গেছি, ধরুন আমি আজকে বাংলাদেশে ভিসা নিয়ে বেড়াতে গেলাম। আমি ঘুরতে ঘুরতে কোথাও অসুস্থ হয়ে গেলাম। ঘুরতে বেড়াবো কোথাও অসুস্থ হতেই পারি, সেখানে অসুস্থ হলে যদি আজকে আমার মুখে জল কেউ দেয়, সেখানে আমি হিন্দু মুসলমান দেখবো , হিন্দু মা দেখবো ,নাকি মুসলিম মা দেখবো? আমাকে বুঝানতো, আমি মা কে মা ই দেখবো, সে আমার গর্ভধারিণী না হতে পারে। আমার মা নেই, যত নারী আছে ভারত, পাকিস্তান বা বাংলাদেশে বা এই অঞ্চলে , সে নারী ছোট হোক বড় হোক, সে আমার মা, আমার মাতৃসমান। ধর্ম দিয়ে মা ভাগ করা যাবে না, ধর্ম দিয়ে পিতা ভাগ করা যাবে না , ধর্ম দিয়ে আমার বন্ধুকে ভাগ করা যাবে না, ধর্ম দিয়ে আমার ভাইকে ভাগ করা যাবে না, ধর্ম দিয়ে আমার সন্তানদের ভাগ করা যাবে না।

শ্রীধর মুখার্জী ( ট্যাক্সি চালক ) , চ্যাংড়াবান্ধা , কোচবিহার

29/04/2024

আজকে অনেকে অনেক কথা বলে, কিন্তু দু:খের বিষয় বাংলাদেশের মাটির তলে বহু প্রাচীন ইতিহাস গাথা রয়েছে। আমি সমগ্র উত্তরবঙ্গের কথা বলছি ( ভারত- বাংলাদেশ ) , সেই ইতিহাসগুলোকে যদি আপনারা , প্রত্নতাত্ত্বিক বিভাগ যদি খোড়াখুড়ি করে, তাহলে প্রকৃতপক্ষে হাজার হাজার বছরের ইতিহাস বেড়িয়ে আসবে। সেটা আমাদের যেমন দরকার উত্তরবঙ্গের জন্য, তেমনি ওপাশে যারা আছেন তাদেরও দরকার। এটা করা উচিৎ এবং আজকের প্রজন্মের যে সন্তানেরা আছেন এপারে এবং ওপারে , তাদেরকে আমাদের পূর্বপুরুষদের ইতিহাসকে জানা উচিৎ, কমপক্ষে তাদেরকে সচেতন করা দরকার। দেখেন ধর্ম নিয়ে অনেক কিছু হয়েছে, লাভটা কি হয়েছে, ধর্ম আমাকে শেষ করে দিয়েছে। কি শেষ করেছে, আমার মধ্যে সংকীর্ণতাকে জন্মগ্রহণ করিয়েছে ।

অনুকরণ নয়, আমার আগামী প্রজন্ম কি ধর্মান্ধতা আর হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ এই নিয়ে থাকবে, না বাঙালি হিসেবে ,বাংলার মাটিতে , যে লড়াইটা মুক্তিযুদ্ধের লড়াই হয়েছিলো , শাসক দলদের বিরুদ্ধে , তার যে মূল বিষয়টা সেখান থেকে সরে না যায়, তাকে যেনো আরো বেশি বেশি করে আকড়ে ধরে, তাকে যেনো রক্তের সাথে মিশিয়ে, মগজের সাথে মিশিয়ে , রাখতে পারে , এটাই আমার মূল বক্তব্য।

শ্রীধর মুখার্জি ( ট্যাক্সি ড্রাইভার ) চ্যাংড়াবান্ধা , কোচবিহার

25/04/2024

মেঘ পাহাড় পাইনবন আর পাখির রাজ্য লাভায় কেন আসবেন ? লাভা কেন আমার প্রিয় ভ্রমণ গন্তব্য ?

মেঘ ,পাহাড়, পাইনবন আর পাখির রাজ্য লাভা । লাভা এমন একটি শহর যেখানে নেই কোনো কোলাহল কিংবা দূষণ । লাভা সিকিম বর্ডারের কাছে এবং এখান থেকে খুব চমৎকার কাঞ্চনজঙ্ঘা দেখা যায় । এখানকার মনেস্ট্রি খুব বিখ্যাত এবং এই মনেস্ট্রি থেকে চারপাশের প্রকৃতি দর্শন মুগ্ধ করবে যে কাউকেই । কিন্তু এসবের বাইরেও আরো কিছু বিষয় আছে , যার কারণে আমার কাছে এই অঞ্চলের সেরা একটি ভ্রমণ গন্তব্য লাভা । এই লাভাকে কেন্দ্র করেই আমরা রিশপ , কোলাখাম , লোলেগাও , কালিম্পং , দারাগাও , সামালবং , সিকিম সহ নানা গন্তব্যে ভ্রমণ করতে পারি । এসব নিয়েই বিস্তারিত বলার চেষ্ঠা করেছি । ভ্রমণ সংক্রান্ত যেকোনো সাহায্যের জন্য যোগাযোগ করতে পারেন আমাদের সাথে । ভালবাসা অবিরাম ।

#লাভা

24/04/2024

গোটা পৃথিবীর খাদ্যভান্ডারে নতুন নতুন শস্য যুক্ত করার পিছনে হিমালয় থেকে সৃষ্ট ব্রক্ষপুত্র ধরে পুরো অঞ্চলের অবদান বিশেষত এই বাংলার অবদান বিশাল এবং এই অঞ্চলের সভ্যতা শুরুই হয় আজকের দিনের বগুড়ার মহাস্থানগড় থেকেই । আজকে যে আমরা মিষ্টান্ন খাই তা গোটা পৃথিবীকে চিনিয়েছে এই মহাস্থানগড় । এখানেই সর্বপ্রথম আখের চাষ শুরু হয় , সেখান থেকে গুড় তৈরি হয় । ব্রক্ষপুত্র ধরে বা সেই পুরনো সিল্ক রুট ধরে তা চলে যায় গোটা পৃথিবীর কাছে । চীন সেই গুড় থেকে ক্রিস্টালটা তৈরি করতে পারে, সেখান থেকেই চিনির জন্ম হয় । চিন এটি তৈরি করেছে বলেই হয়তো আমরা চিনি নামেই ডাকি ।

আমরা যারা প্রাণ প্রকৃতিকে ভালবাসি, অন্তত চারটে দেশ ভুটান , বাংলাদেশ, ভারত ও নেপাল থেকে আমরা সবাই একত্রিত হয়েছি। টানা একসপ্তাহ আমরা প্রকৃতির কাছে থেকে নানা বিষয়ে জ্ঞানার্জন করেছি এবং তা আমরা ছড়িয়ে দিতে চাই সবার মাঝে। আমাদের প্রত্যাশ্যা সুস্থ পর্যটন বিকশিত হোক । রাজ দার কাছে আমরা বিস্তারিত জেনে নেই

23/04/2024

তিব্বত থেকে শুরু হয়ে প্রথমে পশ্চিম থেকে পুর্বের দিকের অরুনাচল হয়ে আবার ইউটার্ন নিয়ে ,পূর্ব থেকে আসাম হয়ে পশ্চিমের দিকে এসে কুড়িগ্রামের বাহাদুরঘাট পয়েন্ট হয়ে বাংলাদেশের বুকের মাঝ বরাবর গিয়ে একেবারে দক্ষিনের বঙোপসাগরে গিয়ে মিশে যাওয়ার আগে শতাধিক ছোট বড় নদীকে যে বুকে ধারণ করেছে যে নদীটি ব্রক্ষপুত্র।

আমাদের এদিকের অঞ্চলে যেমন খুব গুরুতপূর্ন একটি নদী ব্রক্ষপুত্র ঠিক তেমনি বর্তমান চীনের ইউনান অঞ্চল থেকে এশিয়ার খুব গুরুত্বপূর্ন তিনটি নদীর উৎপত্তি হয় । গোটা পৃথিবীর খাদ্যভান্ডারে নতুন নতুন শস্য যুক্ত করার পিছনে হিমালয় থেকে ব্রক্ষপুত্র ধরে এই বাংলা এবং ইউনান থেকে ইরাবতী ,মেকং সহ এসব নদীর ভূমিকা এই এশিয়া অঞ্চলে খুব গুরুত্বপূর্ণ। এক অঞ্চল থেকে আরেক অঞ্চলের যোগাযোগ স্থাপনের মাধ্যমে ছড়িয়ে গেছে খাদ্যাভ্যাস , জীবনযাপন , ধর্ম ,সংস্কৃতি সহ সবকিছু।

আজকে হয়তো আমরা নানা দেশ দেখছি , কিন্তু একসময়ে আমরা সবাই কানেক্টেড ছিলাম । তাই আমরা যারা প্রাণ প্রকৃতিকে ভালবাসি, অন্তত চারটে দেশ ভুটান , বাংলাদেশ, ভারত ও নেপাল থেকে আমরা সবাই একত্রিত হয়েছি। টানা একসপ্তাহ আমরা প্রকৃতির কাছে থেকে নানা বিষয়ে জ্ঞানার্জন করেছি এবং তা আমরা ছড়িয়ে দিতে চাই সবার মাঝে। আমাদের প্রত্যাশ্যা সুস্থ পর্যটন বিকশিত হোক । রাজ দার কাছে আমরা বিস্তারিত জেনে নেই ...

21/04/2024

দার্জিলিং ও কালিম্পং, তিস্তা নদীর এপার আর ওপার । বর্তমানে উভয়ই একই অঞ্চল মনে হলেও কালিম্পং সিকিমের অধীনে ছিল না । কালিম্পং সহ ভারতের পশ্চিমবাংলার উত্তরবঙ্গের বেশ অনেক বড় অঞ্চল ছিল ভুটানের অধীনে । অথচ সেই ভুটান আজ কত ছোট্ট একটি দেশ বা অঞ্চলে পরিণত হয়েছে। একই অঞ্চলের মানুষ কিন্তু আজকে আমরা কত ভাগে বিভক্ত । আচ্ছা যখন দেশ বলে কিছু ছিল না , কেমন ছিল তখকার সময়গুলো ? এবারের North Bengal Bird Festival 2024 এই অঞ্চলের চারটি দেশের মানুষ ( ভুটান , বাংলাদেশ , ভারত ও নেপাল ) এ, যারা প্রান প্রকৃতিকে ভালবাসেন তারা একত্রিত হয়ে ঘুরে বেড়িয়েছি , প্রাণ প্রকৃতি সম্পর্কে জেনেছি , জ্ঞানার্জন করেছি । রাজ দার কাছে আমরা কিছু কথা শুনি ...

18/04/2024

ভারতের শেষ গ্রামে , বার্ড ফেস্টিভ্যালের শেষ দিন । গরুবাথান থেকে হিমালয়ের পাদদেশের চমৎকার প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে জলঢাকা এসেই, আগেরদিন ঘুরে এসেছি ভুটান - ভারত সীমান্তে , ভারতের শেষ গ্রাম বিন্দু পর্যন্ত । ভারতের বিভিন্ন রাজ্য থেকে তো বটেই চারটে দেশ ( ভুটান ,বাংলাদেশ, ভারত, নেপাল ) থেকে আগত শতাধিক মানুষ আমরা সবাই একসাথে ঘুরছি , প্রাণ প্রকৃতি নিয়ে আলোচনা করছি প্রায় এক সপ্তাহ যাবত । দেখতে দেখতেই এবারের পাখি উৎসবের দিনগুলো শেষ হয়ে গেলো । আজ আমরা শেষ দিনে যাবো ভুটান - ভারত সীমান্ত অঞ্চল Today . এই অঞ্চলটির প্রাকৃতিক সৌন্দর্য অত্যন্ত মনোরম । সেইসাথে এখানে হোমস্টের খাবার ও আতিথিয়েতা কখনোই ভোলার নয় ।


Address

Rangpur

Telephone

+8801515662875

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sumon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sumon:

Videos

Share