পুদুং গ্রাম থেকে কালিম্পং শহরে | বাজার করতে..
ঘুম থেকে উঠে দরজা খুলেই যা দেখতে পাই..
কালিম্পং এর অচেনা পাহাড়ি গ্রামে | Kalimpong Offbeat Destination
ডুয়ার্সের জলদাপাড়া রাইনু কটেজ | প্রিয় মিঠুন দার আস্তানায়.
ডুয়ার্সের জঙ্গলের পাশে জলদাপাড়া সীসামারা নদীতে..
ডুয়ার্সের গরুমারা জঙ্গল সাফারির পর আদিবাসী নৃত্য || Camping de Dooars | Sumon's Tourism | Visit Dooars 2024
ডুয়ার্সের জঙ্গল ও আদিবাসী গ্রামের পাশে প্রকৃতির কাছাকাছি সবচেয়ে সুন্দর হোমস্টে ♥ Camping de Dooars
রাজা ভাত খাওয়া || কথিত আছে যেখানে একসাথে ভাত খেয়েছিলো ভূটান ও কুচবিহার এর রাজা
পাখি বৃক্ষ || ঘুরতে যাওয়া মানে কি শুধুই বন- পাহাড় কিংবা সমুদ্র || রংপুর
চারদিকে দিগন্ত বিস্তৃত সবুজ ধানক্ষেতের মাঝে একটি মাত্র বটবৃক্ষ। সেই বটবৃক্ষের বেশিরভাগ ডালেই নানা ধরনের পাখির বাসা। সন্ধ্যে নামার আগে পাখিরা তাদের গৃহে ফিরছে, বটবৃক্ষটি পাখির কলকাকলিতে মুখর। আমি নানা জায়গা ঘুরে আবার যখন বাসায় আসি ,সময় পেলেই আমি এই বটবৃক্ষের কাছে আসি। এই বটবৃক্ষের আমার দেয়া একটি নাম আছে " পাখি বৃক্ষ "। আগামীকাল আবার দেশের বাইরে যাচ্ছি, আবার বন পাহাড়ের পথে। কিন্তু আমি মনে করি যাদের সত্যিকারের ভ্রমনের নেশা কিংবা প্রান প্রকৃতিকে ভালবেসে ঘুরে থাকেন, তারা তাদের আশেপাশে অনেক সৌন্দর্য খুজে পাবেন। নিজের ভাললাগার জন্য ঘুরুন, নিজেকে জিজ্ঞেস করুন। ভালবাসা অবিরাম ♥
#village #Rangpur #northbangladesh #northbengal #tourbangladesh
ঝিরি ঝর্না শুকিয়ে গেলে কি এসব পাওয়া যাবে? মারমা আদিবাসী বাজার বান্দরবান || ঝিরির পোকা রোবোমা ||
ঘুরতে ঘুরতে জানা || #Gorubathan #VisitDooars #BBIN #Bhutan #Bangladesh #India #Nepal
পাহাড়ে পর্যটন || এই সময়ে কোথায় ঘুরতে যাবেন?
North Bengal Bird Festival 2024 || La Vita Nova Resort & Spa
North Bengal Bird Festival এর গজলডোবা পর্বের শেষ দিনে আমাদের রাতের খাবারের আমন্ত্রণ জানায় La Vita Nouva Resort & Spa . সেখানে চারটে দেশের ( BBIN Bhutan, Bangladesh , India , Nepal ) প্রাণ প্রকৃতি প্রেমী মানুষদের মধ্যে আলোচনা হয়েছে এই অঞ্চল নিয়ে । তার বিস্তারিত কিছুটা তুলে ধরার চেষ্টা করেছি । ভালবাসা অবিরাম ।
#BBIN #NorthBengal #Bangladesh #Bhutan #india #nepal #Dooars #Gajoldoba
কুচবিহার রংপুরের ইতিহাস || #Dooars #Northbengal
মেঘালয়ের অচেনা খাসি গ্রামের জীবন ও যাপন || Khasi Village || Meghalaya || North East India
পাহাড়ের পথে পথে নানা গল্প থাকে , জীবনের গল্প , প্রকৃতির কোলে বেড়ে ওঠা মানুষগুলোর যাপনের গল্প । এই গল্পগুলোই আমাকে ভীষণ টানে বলেই হয়তো শিলিগুড়ি থেকে সরাসরি শিলং এসে হোটেলে না গিয়ে আশেপাশে ঘুরে বেড়ানো শুরু করেছি । আমি জানি আগামীকাল থেকে বাণিজ্যিক ট্যুরিজমের নিয়মিত যে স্পট কাভার সেটি শুরু হয়ে যাবে। তাই শিলং এর নতুন ইন্টার স্টেট বাস টার্মিনাল এ নেমেই এর সৌন্দর্যে মুগ্ধ হয়ে ভাবলাম আশেপাশের প্রাণ প্রকৃতি ও জীবনের মাঝে আগে নিজেকে সঁপে দেই । তাই আগে আশেপাশে ঘুরে, এই মেঘের রাজ্য মেঘালয়ের শিলং এর ISBT বাস স্ট্যান্ড থেকে পুলিশ বাজার যাওয়ার রাস্তা ধরে হাঁটছি । রাস্তায় পেয়ে যাই এক স্থানীয় ভাইকে , তিনি আমাকে চমৎকার একটি গ্রামের রাস্তার পাশে নামিয়ে দেন । আমাদের হাতে যেহেতু বেশ কিছু সময় আছে এবং আজকে পুলিশ বাজারে হোটেলে ওঠা ছাড়া তেমন কোনো কাজ নেই তাই চমৎকার এ
হিমালয়ের পাদদেশের ডুয়ার্স অঞ্চল || তিস্তা থেকে তেজপুর || #dooars #sumon #rajbasu
নদীর কি দেশ হয় ? আত্রাই নদী ও নদীপাড়ের জীবন
বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের সবচেয়ে বড় নদী আত্রাই যা মহাভারতে উল্লেখিত কয়েকটি নদীর মধ্যে একটি । হিমালয়ের পাদদেশের ডুয়ার্স অঞ্চলের বৈকন্ঠপুরের জঙ্গল থেকে শুরু হয়ে চমৎকার এই নদীটি শিলিগুড়ি লাগোয়া অঞ্চল দিয়ে বের হয়ে ভারতের দক্ষিণ দিনাজপুর দিয়ে বাংলাদেশ অংশের দিনাজপুরে প্রবেশ করে 'গবুরা ' ও 'কঙ্করা ' নামে বিভক্ত হয়ে বরেন্দ্র ভূমি অতিক্রম করে চলন বিলে গিয়ে পতিত হবার আগ পর্যন্ত ৩৯০ কিলোমিটার বিশাল অঞ্চল পাড়ি দিয়েছে যার মধ্যে ভারতে ১২১ কিলোমিটার এবং বাংলাদেশে ২৬৯ কিলোমিটার ।
আমরা যখন ভ্রমণ করি তখন যদি এটিকে দেশের সীমানা দিয়ে ভাগ না করে একটি কন্টিনিউয়াস ল্যান্ডস্কেপ হিসেবে বিবেচনা করে ভ্রমণ করি , তাহলে আমাদের জানার পরিধি বাড়ে এবং সেইসাথে ভ্রমণ আনন্দ অনেকগুণ বাড়িয়ে তোলে । এই তপ্ত গরমে আত্রাই নদীর শীতল পানিতে গোসল করার সময়েও শিলিগুড়ি লাগোয়া ডুয়ার্স অ
প্রকৃতি চর্চা ও গ্রামীণ পর্যটন || রংপুর থেকে হিমালয় || রাজ দার সাথে আলোচনা
নদীর গতিপথ, প্রকৃতি ও ইতিহাসকে পর্যালোচনা করলে দেখা যাবে , আমাদের এই অঞ্চলের সভ্যতা বিকাশের ক্ষেত্রে হিমালয় ও হিমালয়ের পাদদেশের ডুয়ার্স অঞ্চলের গুরুত্ব ছিল অপরিসীম । মহাস্থানগড় বা সোমপুর মহাবিহার থেকে রংপুর হয়ে একদিকে আসাম অন্যদিকে পশ্চিমবাংলা হয়ে বিহার পর্যন্ত হিমালয়ের পাদদেশের এই অঞ্চল ডুয়ার্স নামে পরিচিত। গোটা পৃথিবীর খাদ্য ভাণ্ডারে নতুন শস্য যুক্ত করা থেকে পৃথিবীর সবচেয়ে পুরনো বিদ্যাপীঠ , সবকিছুতেই যে অঞ্চলটি ছিল সবচেয়ে এগিয়ে এবং সবচেয়ে উন্নত অঞ্চল , দেশভাগের মধ্য দিয়ে শুরু হয়ে , আজকের দিনে এসে সেই অঞ্চলটি এখন সামগ্রিকভাগ্যে সবচেয়ে পিছিয়ে থাকা অঞ্চল । শুধু বাংলার হিসেবেও বাংলাদেশের উত্তরাঞ্চল তথা সোমপুর বিহার কিংবা মহাস্থানগড় থেকে হিমালয়ের দিকের পুরো উত্তরাঞ্চল , এবং সেখান থেকে শুরু পশ্চিমবাংলার উত্তরাঞ্চল, একসময়ের সবচেয়ে গু
নদীর বৈরালী মাছ যখন মেঘ পাহাড় আর পাইনবনের রাজ্য লাভায়
মেঘ ,পাহাড় আর পাইনবনের রাজ্য লাভায় বন্ধু সোহমের চমৎকার একটি হোটেল আছে, "হোটেল লাবণ্য " যেখানে আমাদের পর্যটকরা দারুণ উপভোগ করেন । কারণ পর্যটনের মূল বিষয় মুহুর্তগুলোকে আনন্দময় করে তুলতে অতিথিদের যা যা প্রয়োজন যেসব বিষয়ে খেয়াল রাখা , সোহম দা সেসব ব্যাপারে খুব ভালো খেয়াল রাখেন । লাভার ঘন পাইনবনের সবুজ অরণ্য থেকে রাস্তাঘাট সর্বত্রই সারি সারি মেঘের আনাগোনা , সেইসাথে বন্ধু সৈকতের বাগানের চা , আরো অবাক করা ব্যাপার সে নিচ থেকে নদীর বৈরালী মাছ নিয়ে এসেছে এই পাইনবনের রাজ্যে । তারও চমৎকার একটি হোমস্টে আছে ঠিক দশ কিলোমিটার দূরেই গরুবাথানের নিমবস্তিতে । যাদের টি ট্যুরিজম নিয়ে আগ্রহ আছে এবং একেবারে নিরিবিলি প্রকৃতি উপভোগ করতে চান সেক্ষেত্রে সৈকতের গরুবাথানের হোমস্টেতে নির্দিধায় যেতে পারেন। বুকিং এর জন্য যোগাযোগ করতে পারেন আমাদের সাথে । ভালবাসা অবিরাম ..
#LAVA #lava #pinetr