Md. Jewel Rana Jibon

Md. Jewel Rana Jibon Islamic post
(4)

❝ পর্দা তো সেই মেয়েই করে,- যে নিজেকে মূল্যবান মনে করে এবং- নিজের মূল্য বুঝতে পারে।  ❞ ( সংগৃহীত)
13/11/2023

❝ পর্দা তো সেই মেয়েই করে,
- যে নিজেকে মূল্যবান মনে করে এবং
- নিজের মূল্য বুঝতে পারে। ❞ ( সংগৃহীত)

“আল্লাহর শপথ! যদি আমি না খেয়ে সারাদিন রোযা রাখি, সারারাত না ঘুমিয়ে সলাতে দাঁড়িয়ে থাকি, আমার সমস্ত সম্পদ আল্লাহর পথে ব্যয়...
11/11/2023

“আল্লাহর শপথ! যদি আমি না খেয়ে সারাদিন রোযা রাখি, সারারাত না ঘুমিয়ে সলাতে দাঁড়িয়ে থাকি, আমার সমস্ত সম্পদ আল্লাহর পথে ব্যয় করি; এরপর যদি যারা আল্লাহকে মেনে চলেন এমন মানুষদের প্রতি অন্তরে ভালোবাসা না রেখে এবং যারা আল্লাহর অবাধ্য তাদের প্রতি অন্তরে ঘৃণা না রেখে মারা যাই। সেই কাজগুলো আমাকে একটুও উপকৃত করবে না।”
– হযরত আবদুল্লাহ ইবনে উমর (রাঃ)।

If someone harms you, it is your duty to benefit him in return. But if someone harms you, it is essential for you to ben...
25/10/2023

If someone harms you, it is your duty to benefit him in return. But if someone harms you, it is essential for you to benefit him in Prapatidan.
---Hazrat Umar (RA) |কেহ তোমার ক্ষতি করিলে প্রতিদানে তাহার উপকার করা তোমার কর্তব্য। কিন্তু, কেহ তোমার ক্ষতি করিলে প্রপতিদানে তাহার উপকার তোমার পক্ষে অপরিহার্য ।
---হযরত ওমর (রাঃ) |

আগেই সালাম দেওয়ার চেষ্টা করো, কেননা আল্লাহ কাছে সর্বাপেক্ষা উত্তম ব্যক্তি হচ্ছে প্রথমে সালাম প্রদানকারী।        _______...
22/10/2023

আগেই সালাম দেওয়ার চেষ্টা করো, কেননা আল্লাহ কাছে সর্বাপেক্ষা উত্তম ব্যক্তি হচ্ছে প্রথমে সালাম প্রদানকারী।

_______বিশ্বনবী হযরত মোহাম্মদ (সঃ)।

“ধৈর্য্য এমন একটি গাছ, যার সারা গায়ে কাটা, কিন্তু ফল অত্যন্ত মজাদার।”– হযরত মুহাম্মদ (সাঃ).।
13/10/2023

“ধৈর্য্য এমন একটি গাছ, যার সারা গায়ে কাটা, কিন্তু ফল অত্যন্ত মজাদার।”
– হযরত মুহাম্মদ (সাঃ).।

11/10/2023
“যে লোক পরকালের জন্য এ দুনিয়াকে একেবারে ছেড়ে দেয়, সে লোক উত্তম নয়।  বরং উত্তম সে লোক যে লোক দুনিয়া এবং আখিরাত উভয়টির হক্...
10/10/2023

“যে লোক পরকালের জন্য এ দুনিয়াকে একেবারে ছেড়ে দেয়, সে লোক উত্তম নয়। বরং উত্তম সে লোক যে লোক দুনিয়া এবং আখিরাত উভয়টির হক্ক রক্ষা করে চলে।”
– হযরত বাকর (রাঃ)।

“নিজের জন্যে যা পছন্দ করো, অন্যদের জন্যেও তাই পছন্দ করবে, তবেই হতে পারবে মুমিন।” [সহীহ মুসলিম]– হযরত মুহাম্মদ (সাঃ)।
08/10/2023

“নিজের জন্যে যা পছন্দ করো, অন্যদের জন্যেও তাই পছন্দ করবে, তবেই হতে পারবে মুমিন।” [সহীহ মুসলিম]
– হযরত মুহাম্মদ (সাঃ)।

“যে ব্যক্তি চোখের ভাষা বুঝে না, তার সামনে মুখ খোলা নিজেকে লাঞ্চিত করার নামান্তর।”– হযরত উসমান (রাঃ)।
07/10/2023

“যে ব্যক্তি চোখের ভাষা বুঝে না, তার সামনে মুখ খোলা নিজেকে লাঞ্চিত করার নামান্তর।”
– হযরত উসমান (রাঃ)।

“ঐ ব্যক্তি বীর নয় যে কুস্তিতে লোকজনকে পরাভূত করে বরং বীর ঐ ব্যক্তি যে ক্রোধের সময় নিজের উপর নিয়ন্ত্রণ রাখে।” [বোখারী]...
06/10/2023

“ঐ ব্যক্তি বীর নয় যে কুস্তিতে লোকজনকে পরাভূত করে বরং বীর ঐ ব্যক্তি যে ক্রোধের সময় নিজের উপর নিয়ন্ত্রণ রাখে।” [বোখারী]
– হযরত মুহাম্মদ (সাঃ)।

“কবরসমূহকে সিজদার জায়গা বানাইও না।” [মুসলিম]– হযরত মুহাম্মদ (সাঃ)।
06/10/2023

“কবরসমূহকে সিজদার জায়গা বানাইও না।” [মুসলিম]
– হযরত মুহাম্মদ (সাঃ)।

“সেই মানুষগুলোর মাঝে ভালো কিছু নেই যারা অন্যদের সদুপদেশ দেয় না, এবং সেই মানুষদের মাঝে ভালো কিছু নেই যারা উপদেশ গ্রহণ করত...
04/10/2023

“সেই মানুষগুলোর মাঝে ভালো কিছু নেই যারা অন্যদের সদুপদেশ দেয় না, এবং সেই মানুষদের মাঝে ভালো কিছু নেই যারা উপদেশ গ্রহণ করতে পছন্দ করে না।”
– হযরত উমর ফারুক (রাঃ)।

“মানুষকে সৃষ্টি করা হয়েছে, প্রেম-ভালোবাসার জন্য; আর বস্তু সৃষ্টি করা হয়েছে ব্যবহারের জন্য। সমস্যার জন্ম নেয়, যখন বস্তুকে...
03/10/2023

“মানুষকে সৃষ্টি করা হয়েছে, প্রেম-ভালোবাসার জন্য; আর বস্তু সৃষ্টি করা হয়েছে ব্যবহারের জন্য। সমস্যার জন্ম নেয়, যখন বস্তুকে ভালোবাসা হয় এবং মানুষকে ব্যবহার করা হয়।”
– হযরত আলী (রাঃ)।

“একাকী হয়ে যাওয়ার অর্থ হলো তুমি খারাপ সঙ্গ পরিত্যাগ করেছ। কিন্তু একজন ভালো বন্ধু থাকা একাকীত্বের চাইতে উত্তম।”– হযরত উমর...
01/10/2023

“একাকী হয়ে যাওয়ার অর্থ হলো তুমি খারাপ সঙ্গ পরিত্যাগ করেছ। কিন্তু একজন ভালো বন্ধু থাকা একাকীত্বের চাইতে উত্তম।”
– হযরত উমর ফারুক (রাঃ)।

“বুদ্ধিমানেরা কোনো কিছু প্রথমে অন্তর দিয়ে অনুভব করে, তারপর সে সম্বন্ধে মন্তব্য করে। আর নির্বোধেরা প্রথমেই মন্তব্য করে ব...
28/09/2023

“বুদ্ধিমানেরা কোনো কিছু প্রথমে অন্তর দিয়ে অনুভব করে, তারপর সে সম্বন্ধে মন্তব্য করে। আর নির্বোধেরা প্রথমেই মন্তব্য করে বসে এবং পরে চিন্তা করে।”
– হযরত আলী (রাঃ)।

জুম্মার রাতে বা দিনে মৃত্যু-বরণকারী|| রাসুল (স) এরশাদকরেছেন, যে মুসলমান জুম্মার দিন অথবা রাতে মৃত্যুবরণকরে, আল্লাহ পাক ত...
27/09/2023

জুম্মার রাতে বা দিনে মৃত্যু-বরণকারী|| রাসুল (স) এরশাদকরেছেন, যে মুসলমান জুম্মার দিন অথবা রাতে মৃত্যুবরণকরে, আল্লাহ পাক তাকে কবরের ফেতনা (কবরের আযাব) থেকে রেহাই দান করবেন।। (আহমদ ও তিরমিযী শরীফ) হে আল্লাহ ,অমাদেরকে আপনি পবিত্র জুম্মার দিন বা রাতে মৃত্যু দান কর, যেন কবরের আযাব অমাদেরকে স্পর্শ করতে না পারে-(আমীন) ||

“এসো আমরা আমাদের ঈমানকে বাড়াই, আর তাই চলো আমরা আল্লাহকে স্মরণ করি।”“যিনি ছাড়া কোন রব নেই সেই আল্লাহর কসম, যদি আমার কাছে ...
27/09/2023

“এসো আমরা আমাদের ঈমানকে বাড়াই, আর তাই চলো আমরা আল্লাহকে স্মরণ করি।”
“যিনি ছাড়া কোন রব নেই সেই আল্লাহর কসম, যদি আমার কাছে দুনিয়ার সকল স্বর্ণ এবং রৌপ্য থাকতো, আমি সেগুলোর বিনিময়ে হলেও মৃত্যুর পরে যে ভয়াবহতা রয়েছে তা থেকে বাঁচার চেষ্টা করতাম।”
– হযরত উমর ফারুক (রাঃ)।

“মূর্খের উপাসনা অপেক্ষা জ্ঞানীর নিদ্রা শ্রেয়।”– আল হাদিস।
26/09/2023

“মূর্খের উপাসনা অপেক্ষা জ্ঞানীর নিদ্রা শ্রেয়।”
– আল হাদিস।

Address

Sundarganj
Rangpur

Opening Hours

09:00 - 17:00

Telephone

+8801823177053

Alerts

Be the first to know and let us send you an email when Md. Jewel Rana Jibon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Nearby media companies


Other Digital creator in Rangpur

Show All