31/01/2024
যেই সংসারে নারীরা বেশি সচেতন, দায়িত্বশীল,কেয়ারিং হয় সেই সংসারের পুরুষরা গা ছাড়া ভাবে চলে। নারীদের এই যত্ন, আবেগ, ভালোবাসা তারা গ্র্যান্টেড ধরে নেয়। একতরফা করে ফেলে, নারীর থেকে শুধু পেয়েই যাবো... দেয়ার আর কি দরকার নারীতো একাই একশ। ব্যাপারটা তাদের কাছে এমন লাগে।
এমন একটা সংসারে আমি বড় হয়েছি, আম্মার সংসারটা এমন ছিল ইনফেক্ট এখনও আছে। আমার আব্বার সেই গা ছাড়া ভাব আর আমার আম্মার দুনিয়ার সব কাজ একা নিজ হাতে সামলানো। আম্মা অফিস, বাজার করবে, রাধবে বাড়বে সব করবে, তরকারীর সবচেয়ে ভালোটা আব্বাকে দিবে আব্বা স্বার্থপরের মতো সম্পূর্ণটা খেয়ে উঠে যাবে, কোনদিন দেখি নাই আম্মাকে একটু যত্ন করে ভালো খাবারটা দিসে! শেয়ার করসে! আম্মাকে নিয়ে ঘুরতে গেসে! আম্মা ক্লান্ত আম্মাকে এক গ্লাস পানি দিসে.... অথচ নিজে দিব্যি সব করে বেড়াইসে...
ইদানীং আম্মাকেই দোষ দেই, সে আসলে নিঃস্বার্থ ভাবে সব করে, নিজেকে আব্বার কাছে গ্র্যান্টেড বানায় নিসে। পৃথিবীতে এতোটা নিঃস্বার্থ হতে হয় না কখনো। যার জন্য করবেন সে একটা সময় এসব গ্র্যান্টেড ধরে নিবে, আপনার কোন মূল্যায়ন করবে না। আপনিও যে মানুষ, আপনার যে মনের যত্ন নিতে হয় নেয়া উচিত, আপনিও যে বিষন্নতায় ডুবে যান, আপনারও যে একটু মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে ইচ্ছে করে! আপনার জমে থাকা পাহাড় সমান অভিমান যে নীরবে নোনাজল হয়ে ঝরে পড়ে.... এসব কেউ দেখবে না।
আপনি আয় শেষে, রাস্তার জ্যাম পার হয়ে, ক্লান্ত দেহে ঘরে ফিরে উত্তপ্ত চুলার সামনে দাড়াবেন, রান্না করবেন, এটো থালা বাসন ধুবেন, ঘর ঝাড়বেন, মুছবেন, বাচ্চাও সামলাবেন, এর মাঝে একটু পাশের ঘরে উঁকি দিয়ে দেখবেন আপনার থেকেও বয়সে বড়, সাইজে বড় মানুষটা মোবাইলে অবসর সময় পার করছে। একটা মুচকি হাসি হেসে ভেবে নিবেন,"থাক ছেলে মানুষ, বুঝে না একদিন বুঝবে।".... এই ভাবনাটাই ভুল।
ছেলে মানুষ সবই বুঝে কিন্তু তারা নিজেরটা আগে বুঝে। আপনাকেও নিজেরটা আগে বুঝতে হবে। যেইটা যার দায়িত্ব সে ততোটুকুই পালন করেন, বেশি নিঃস্বার্থহীন হতে যাবেন না। কারণ মানুষ আপনার এই যত্ন, পরিশ্রমের মূল্যায়ন করবে না।
বিষয়টা দুঃখজনক হলেও কিন্তু সত্যি। দ্বায়িত্বশীল আল্লাহর বান্দা হলে মায়েদের এসব চিন্তা করা লাগতো না, এমন স্ট্যাটাস দেওয়াও লাগতো না। এসব জুলুম দেখে দেখে বড় হয়ে আমরাও জুলুমটাকেই স্বাভাবিক মনে করি। আল্লাহ যেন মায়েদের এমন জুলুম থেকে হেফাজত করেন।আমার মায়ের হার না মানা মানসিকতা সবার জন্য অনুকরণীয় হয়ে থাকুক। আল্লাহ আমাকেও হেফাজত করুন যেন জুলুমকারী বা জুলুম সহ্যকারী কোনোটাই না হই । আমিন।🤲
🙂Riyad Vs Mammam
Note Book
🍂গতোবছরের এইদিনে...