ADMISSION HIVE

ADMISSION  HIVE Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ADMISSION HIVE, Rangpur.
(3)

✅ ভার্সিটি এডমিশনের দুরন্ত ব্যাচ: মানবিক/ বিভাগ পরিবর্তন( বাংলা+ ইংলিশ + জিকে/ মৌলিক বিষয়াবলি)
🎓 ভার্সিটি এডমিশন ইংলিশ কোর্স (MCQ + CQ):/(শুধু MCQ)
📚 মেডিকেল ইংলিশ + GK কোর্স:
📝 HSC-২৫ ইংলিশ ব্যাচ: মিশন A+
📖 HSC-২৬ ইংলিশ ব্যাচ (বেসিক টু এডভান্সড)

05/11/2024

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় মোট আসন ৬০১০, কোন ইউনিটে কত বিস্তারিত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে সর্বমোট ৬ হাজার ১০ আসনে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের পুনর্গঠিত ৪টি ইউনিটে (কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট, বিজ্ঞান ইউনিট, ব্যবসায় শিক্ষা ইউনিট এবং চারুকলা ইউনিটে) অনুষ্ঠিত হবে এ পরীক্ষা।

গত রবিবার (০৩ নভেম্বর) প্রকাশিত বিশ্ববিদ্যালয়ের ভর্তি নির্দেশিকা অনুসারে, ২০২৪-২৫ সেশনে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে মোট আসন সংখ্যা ২৯৩৪। এদের মাঝে প্রতি বিভাগ হিসেবে বাংলায় ১১০, ইংরেজিতে ১১০, আরবিতে ১০০, ফারসি ভাষা ও সাহিত্যে ৭৫, উর্দুতে ৭০, সংস্কৃত ৭৫, পালি ও বুড্ডিস্ট স্টাডিজে ৫০, ইতিহাসে ১১০, দর্শনে ১২০, ইসলামিক স্টাডিজে ১০০, ইসলামের ইতিহাস ও সংস্কৃতিতে ১১০, তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনায় ৬৫, ভাষাবিজ্ঞানে ৭০, সংগীতে ৬০, বিশ্ব ধর্ম ও সংস্কৃতিতে ৬০, নৃত্যকলা বিভাগে ৩০, থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজে ২৫।

রাষ্ট্রবিজ্ঞানে ১৫০টি, আন্তর্জাতিক সম্পর্কে ৮০টি, সমাজবিজ্ঞানে ১৫০টি, গণযোগাযোগ ও সাংবাদিকতায় ৬৫টি, লোকপ্রশাসনে ৯০টি, শান্তি ও সংঘর্ষ অধ্যয়নে ৪০টি, উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজে ৪০টি, ক্রিমিনোলজিতে ৫০, কমিউনিকেশন ডিজঅর্ডারসে ৩০টি ও জাপানিজ স্টাডিজ বিভাগে শিক্ষার্থী আসন ৫০টি।

অর্থনীতিতে ১৩০টি, পপুলেশন সায়েন্সেসে ৪০টি ও ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগে ৪০টি, নৃবিজ্ঞানে ৫৫টি , টেলিভিশন ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফিতে ৩০ টি ও প্রিন্টিং অ্যান্ড পাবলিকেশন স্টাডিজে ৩০টি শিক্ষার্থী আসন রয়েছে।

বিজ্ঞান ইউনিটে মোট আসন সংখ্যা ১৮৯৬। তার মধ্যে মৃত্তিকা, পানি ও পরিবেশে ১০০টি, উদ্ভিদ বিজ্ঞানে ৭০টি, প্রাণিবিদ্যায় ৮০টি ও মনোবিজ্ঞানে ৮০টি, জিন প্রকৌশল ও জীব প্রযুক্তি বিভাগে ৩০টি আসন, পদার্থবিজ্ঞানে ১০০, গণিত ১৩০, রসায়ন ৯০, পরিসংখ্যান ৯০, ফলিত গণিত ৬০।

ব্যবসায় শিক্ষা ইউনিটে মোট আসন সংখ্যা ১০৫০। যার মধ্যে ম্যানেজমেন্টে ১৫০, একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস ১৫০, মার্কেটিং ১৫০, ফিন্যান্স ১৫০, ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স ১০০, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস ১০০, ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট ১০০, ইন্টারন্যাশনাল বিজনেস ১০০, অগ্যানাইজেশন স্ট্র্যাটেজি এন্ড লিডারশীপ বিভাগে ৫০ টি আসন রয়েছে।

চারুকলা ইউনিটে কোটাসহ মোট আসন সংখ্যা ১৩০। যার মধ্যে অঙ্কন ও চিত্রায়ণ ২৫, গ্রাফিক ডিজাইন ২৫, প্রিন্টমেকিং ১২, প্রাচ্যকলা ১৫, মৃৎশিল্প ১০, ভাস্কর্য ১০, কারুশিল্প ১৫, শিল্পকলার ইতিহাস বিভাগে ১৮ টি আসন রয়েছে।

এদিকে বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক ভর্তি পরীক্ষার জন্য অনলাইনে আবেদন শুরু আজ ৪ নভেম্বর থেকে। আবেদন প্রক্রিয়া চলবে আগামী ২৫ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। আবেদন ফি ১ হাজার ৫০ (এক হাজার পঞ্চাশ) টাকা। তবে আইবিএ ইউনিটের ফি ১ হাজার ৫০০ টাকা। ভর্তি পরীক্ষা আগামী ৩ জানুয়ারি থেকে শুরু হবে।

30/10/2024

এই যে তোমাদের স্বপ্নের ঢাবির [ কলা অনুষদ ]

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে...
30/10/2024

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত মাধ্যমিক বা সমমান এবং ২০২৪ সনের উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের মধ্যে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ইউনিটে ভর্তির জন্য নির্ধারিত শর্ত পূরণ করে কেবল তারাই ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির জন্য আবেদন করতে পারবে।

ভর্তি প্রার্থীরা আগামী ৪ নভেম্বর ২০২৪ সোমবার দুপুর ১২টা থেকে ২৫ নভেম্বর ২০২৪ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন ফি ১০৫০ (এক হাজার পঞ্চাশ) টাকা এবং আইবিএ ইউনিটের আবেদন ফি ১৫০০ (এক হাজার পাঁচশত) টাকা। চারটি রাষ্ট্রায়ত্ব বানিজ্যিক ব্যাংকের (সোনালী, জনতা, অগ্রণী, রূপালী) যে কোন শাখায় অথবা অনলাইনে ডেবিট/ক্রেডিট কার্ড, মোবাইল ফিনান্সিয়াল সেবা ব্যবহার করে শিক্ষার্থীরা আবেদন ফি জমা দিবে।শিক্ষার্থীরা নিম্নোক্ত ০৫ (পাঁচ) টি ইউনিটে আবেদন করতে পারবে। আবেদনের যোগ্যতাসহ ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য ওয়েবসাইটে প্রদত্ত সংশ্লিষ্ট ইউনিটের ভর্তি নির্দেশিকায় উল্লেখ থাকবে।বিজ্ঞান অনুষদ, জীববিজ্ঞান অনুষদ, ফার্মেসী অনুষদ, আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদ, ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজী অনুষদভুক্ত সকল বিভাগ এবং সংশ্লিষ্ট ইনষ্টিটিউটে ভর্তির জন্য বিজ্ঞান ইউনিট, কলা অনুষদ, আইন অনুষদ, সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত সকল বিভাগ এবং সংশ্লিষ্ট ইনষ্টিটিউটে ভর্তির জন্য কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট, বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত সকল বিভাগে ভর্তির জন্য ব্যবসায় শিক্ষা ইউনিট, চারুকলা অনুষদভুক্ত সকল বিভাগে ভর্তির জন্য চারুকলা ইউনিট এবং আইবিএ ইনস্টিটিউটে ভর্তির জন্য আইবিএ ইউনিটে আবেদন করতে হবে ভর্তি-ইচ্ছুকদের।

বি:দ্র: চারুকলা ইউনিট এর ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান ও অঙ্কন) একই দিনে অনুষ্ঠিত হবে বিধায় এই ইউনিটের এবং আইবিএ ইউনিটের ভর্তি পরীক্ষা শুধুমাত্র ঢাকা কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

একজন প্রার্থী ৩বারের বেশি বিসিএস পরীক্ষায় অবতীর্ণ হতে পারবে না।
24/10/2024

একজন প্রার্থী ৩বারের বেশি বিসিএস পরীক্ষায় অবতীর্ণ হতে পারবে না।

22/10/2024

হট ব্রেকিং
বিভাগীয় শহরে রাবি এক্সাম এবার।
থাকবেনা সিলেকশন।

📣👇
21/10/2024

📣👇

20/10/2024

শুভ জন্মদিন জগন্নাথ বিশ্ববিদ্যালয়💜

Admission Hive- বিশ্ববিদ্যালয় ভর্তির প্রাইভেট প্রোগ্রাম

 #বিশ্ববিদ্যালয়_ভর্তি_যুদ্ধ :▪️এ বছর এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছে- ১,৪৫,৯১১ জন!▪️পাবলিক বিশ্ববিদ্যালয় মোট আসন- প্রায় ৪৯,০০০ট...
19/10/2024

#বিশ্ববিদ্যালয়_ভর্তি_যুদ্ধ :
▪️এ বছর এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছে- ১,৪৫,৯১১ জন!
▪️পাবলিক বিশ্ববিদ্যালয় মোট আসন- প্রায় ৪৯,০০০টি।
সুতরাং এ বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া অন্তত ৯৬ হাজার শিক্ষার্থী এসব বিশ্ববিদ্যালয়ে আসন পাবেন না।

অতএব বিশ্ববিদ্যালয় জায়গা করে নিতে কঠোর পরিশ্রম করতে হবে....

বর্তমান সময়ে আলোচিত কিছু শব্দ... 👇Admission Hive- বিশ্ববিদ্যালয় ভর্তির প্রাইভেট প্রোগ্রাম
19/10/2024

বর্তমান সময়ে আলোচিত কিছু শব্দ... 👇

Admission Hive- বিশ্ববিদ্যালয় ভর্তির প্রাইভেট প্রোগ্রাম

18/10/2024

রেজাল্ট পরবর্তী ব্যাচে ভর্তি ও ক্লাস চলমান আছে......
প্রিয় শিক্ষার্থীরা বিলম্ব না করে একটি ক্লাস করেই সিদ্ধান্ত নিতেই পারো৷

📍📣
18/10/2024

📍📣

15/10/2024

আজ পরীক্ষার ফলাফল নিয়ে মোটেও চিন্তা করো না, কেননা পরীক্ষার কয়েকটা খাতার পৃষ্ঠা তোমার ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে না।
🌹শুভ সকাল🌹

নতুন এক ইতিহাস গড়েছে ইলন মাস্কের স্পেস এক্স। মানবজাতির মহাকাশে উড়ালের পথে নতুন এক সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে তারা৷ আজ ছ...
14/10/2024

নতুন এক ইতিহাস গড়েছে ইলন মাস্কের স্পেস এক্স। মানবজাতির মহাকাশে উড়ালের পথে নতুন এক সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে তারা৷

আজ ছিল বিশ্বের সবচেয়ে বড় এবং শক্তিশালী রকেট স্টারশিপের পঞ্চম ট্রায়েল। এই ট্রায়েলেই নতুন এক রেকর্ড গড়েছে তারা৷ একদিকে যেমন এই ২৩৩ ফুটের বিশাল রকেটের প্রথম স্টেজের বুস্টারকে সফলভাবে উড্ডয়নের পর আবার পৃথিবীতে সফল ভাবে অবতরণ করাতে পেরেছে, অন্য দিকে এই অবতরণের জন্য তারা ব্যবহার করেছে বিশাল আকারের মেকানিকাল হাতের৷ যার ফলে মাটিতে ল্যান্ড না করেই আকাশে থাকা অবস্থাতেই অবতরণ করানো যাচ্ছে একে৷ এর ফলে মাটিতে অবতরণ করার জন্য জটিল সব যন্ত্রপাতির আর দরকার পড়বে না৷ মানব ইতিহাসে এ যেন এক নতুন মাইলফলক। এই স্টারশিপে চড়েই নাসা ২০২৫ সালে স্বপ্ন দেখছে আবার চাদে যাওয়ার৷ যার জন্য তারা স্পেসএক্সকে দিচ্ছে প্রায় ৪ বিলিয়ন মার্কিন ডলার।

মূলত এভাবে বুস্টারকে আবার ফেরত আনার মাধ্যমে যন্ত্রাংশ তৈরি ও বার বার রকেট তৈরির ঝামেলা থেকে মুক্ত হবে তারা। পাশাপাশি ভবিষ্যতে মঙ্গল এবং চাঁদে যাওয়ার স্বপ্ন পূরণ আরো সহজতর হবে৷

বৈষম্য বিরোধী আন্দোলনের প্রথম শহিদ আবু সাঈদ ১৮ তম নিবন্ধনের লিখিত পরিক্ষায় পাশ করেছেন, কিন্তু তিনি তো বেঁচে নেই!😢
14/10/2024

বৈষম্য বিরোধী আন্দোলনের প্রথম শহিদ আবু সাঈদ ১৮ তম নিবন্ধনের লিখিত পরিক্ষায় পাশ করেছেন, কিন্তু তিনি তো বেঁচে নেই!😢

12/10/2024

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি)
[শুভ জন্মতিথি ; মাভাবিপ্রবি ]

09/10/2024

শারদীয় শুভেচ্ছা, শুদ্ধস্বরের শারদ উষ্ণতা রইল~ আমার প্রানের শিক্ষার্থীদের প্রতি!
ভালোবাসা নিও এর চেয়ে দিগুণ!

"শিক্ষকের কণ্ঠস্বর,শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার " এই স্লোগানে বিশ্ব শিক্ষক দিবসে, বিশ্বের সকল শিক্ষকের প্রতি বিনম্র শ্র...
05/10/2024

"শিক্ষকের কণ্ঠস্বর,
শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার " এই স্লোগানে বিশ্ব শিক্ষক দিবসে, বিশ্বের সকল শিক্ষকের প্রতি বিনম্র শ্রদ্ধা।
ঠিক তেমনিভাবে, ADMISSION HIVE এর প্রিয় শিক্ষার্থীরা, শিক্ষকদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছে।

Admission Hive- বিশ্ববিদ্যালয় ভর্তির প্রাইভেট প্রোগ্রাম এর পক্ষ থেকে সবার প্রতি কৃতজ্ঞতা 🫡🙏

04/10/2024

চলছে সাপ্তাহিক মডেল টেস্ট ও দিকদর্শন ক্লাস....!

পরিচালক,
ADMISSION HIVE

02/10/2024

চলছে বাংলার (MCQ + Written) জ্বালাময়ী ক্লাস....!

🎤ক্লাস পরিচালনা করছেন-
সৈকত স্যার,
ঢাকা বিশ্ববিদ্যালয়।

Admission Hive- বিশ্ববিদ্যালয় ভর্তির প্রাইভেট প্রোগ্রাম

চলছে বাংলার (MCQ + CQ) জ্বালাময়ী ক্লাস....!🎤ক্লাস পরিচালনা করছেন-সৈকত স্যার,ঢাকা বিশ্ববিদ্যালয়। Admission Hive- বিশ্ববিদ...
01/10/2024

চলছে বাংলার (MCQ + CQ) জ্বালাময়ী ক্লাস....!

🎤ক্লাস পরিচালনা করছেন-
সৈকত স্যার,
ঢাকা বিশ্ববিদ্যালয়।

Admission Hive- বিশ্ববিদ্যালয় ভর্তির প্রাইভেট প্রোগ্রাম

01/10/2024

চলছে ইংলিশের ক্যারিশম্যাটিক ক্লাস....!

🎤ক্লাস পরিচালনা করছেন-
ঋষিকেশ স্যার,
ইংরেজি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।
মেন্টর : Admission Hive- বিশ্ববিদ্যালয় ভর্তির প্রাইভেট প্রোগ্রাম

30/09/2024

চলছে সাধারণ জ্ঞান (GK) ক্লাস....!

🎤ক্লাস পরিচালনা করছেন-
আবুল বাশার স্যার,
রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।

Admission Hive- বিশ্ববিদ্যালয় ভর্তির প্রাইভেট প্রোগ্রাম

25/09/2024

ইংরেজি ও বাংলা লিখিতের মেলবন্ধন ও ইংরেজি লিখিতের সর্বোচ্চ নাম্বার পাবার ট্রিক্স এন্ড টিপস নিয়ে কিছু না বলা কথা....

22/09/2024

বিদ্যুৎ বিভ্রাট তবে বিভ্রান্ত কেউই নয়, কারন আজকে চলছে বিশ্বযুদ্ধের অনলবর্ষী ক্লাস... অক্লান্তমন নিয়ে অনুধাবন করছেন তারা সাধারণ জ্ঞানের অসাধারণ ক্লাস।
ক্লাস পরিচালনায়: জনাব বাসার স্যার, এক্স ঢাবিয়ান
পড়ানোর অভিজ্ঞতা: ১৫ বছর
Area Of Concentration on General Knowledge.

Address

Rangpur

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801733415899

Website

Alerts

Be the first to know and let us send you an email when ADMISSION HIVE posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ADMISSION HIVE:

Videos

Share

Nearby media companies