মাথার উপর আকাশ

মাথার উপর আকাশ This page is mainly for movie lovers. Some parts of the movie with action and story of Vivinya Dhanar are pokased. I hope you enjoy it a lot.

14/09/2024

এই সেই বিক্ষাত সাহিত্য যা গনঅভ্যুত্থানের পর সবার দেখা উচিত। George orwell's Animal Fram পার্ট ২
#শিক্ষা

13/09/2024

এই সেই বিক্ষাত সাহিত্য যা গনঅভ্যুত্থানের পর সবার দেখা উচিত। George orwell's Animal Fram পার্ট ১
#শিক্ষা

23/08/2024

ভারত যার বন্ধু তার শত্রুর প্রয়োজন পড়ে না।
#বাবর #বন্যা
কোটা আন্দোলন ২০২৪

07/08/2024

লুটপাট খুনখারাপি রাহাজানি ছিনতাই অগ্নি সংযোগ এই কারণে ছাত্ররা আন্দোলন করেনি।
#কোটাআন্দোলন২০২৪


05/08/2024

মার্চ টু ঢাকা

যারা বাসায় আছেন অনলাইন যুদ্ধে লেগে পড়েন ইনশাআল্লাহ।

এই হ্যাশট্যাগ ব্যবহার করে শ্রীলংকায় সম্পুর্ণ ইন্টারনেট ফ্রী হয়ে গিয়েছিল আপনারা সবাই হ্যাশট্যাগ করুন।
ভুল হ্যাশট্যাগ এর কারণ হ্যাশট্যাগ কাউন্ট হচ্ছে না

✅ ✅




#কোটা_সংস্কারচাই✅
#বাংলাদেশ_কোটাআন্দোলন ✅
#কোটাআন্দোলন২০২৪✅


✅ ✅


✅ ✅ ✅
✅ ✅
✅ ✅ ✅
✅ ✅ ✅ ✅
✅ ✅ ✅

17/07/2024

বর্তমান প্রজন্মের গান।
তুমি কে আমি কে রাজাকার রাজাকার।
কোটা আন্দোলন ২০২৪
#রাজাকার #তুমিকে_আমিকে
#বাংলাদেশ #ট্রেন্ডিং

24/05/2024

গ্রাম বাংলার ধান মাড়াই করার দৃশ্য।
#গ্রাম #ধানমাড়াই #কৃষক #বাংলাদেশ

25/04/2024

আবহাওয়ার খবর।
গরমে প্রাণ যায়যায় অবস্তা।

Eid Mubarak
11/04/2024

Eid Mubarak

রমজান মাসের শেষের ১০ দিন  ৩ বার করে হলেও সূরা ইখলাস পাঠ করব, ইনশাআল্লাহ।
31/03/2024

রমজান মাসের শেষের ১০ দিন ৩ বার করে হলেও সূরা ইখলাস পাঠ করব, ইনশাআল্লাহ।

13/03/2024

তারাবি নিয়ে কিছু কথা।
মুহাম্মদ বিন কুরাইশি।
#তারাবি

13/03/2024

রোজা থেকে কি কি আমল করতে হবে।
সায়েখের কাছে প্রশ্ন

17/02/2024

মোস্তাক & তিশা জুটি
মাথার উপর আকাশ

30/01/2024

শরিফ থেকে শরিফা হওয়ার গল্প।
#শরিফ_শরিফা

আমাদের দুই বান্ধবীর পছন্দ ছিলো সেইম।কিন্তু জীবন সঙ্গী পছন্দ করার ব্যাপারে যে একজনকেই দুজন পছন্দ করে ফেলবো তা আমরা কোন দি...
25/01/2024

আমাদের দুই বান্ধবীর পছন্দ ছিলো সেইম।কিন্তু জীবন সঙ্গী পছন্দ করার ব্যাপারে যে একজনকেই দুজন পছন্দ করে ফেলবো তা আমরা কোন দিনই কল্পনা করিনি।
যদিও আমাদের দুজনের মা'ই বলতেন,শেষে যেন এক ছেলেকেই দুই বান্ধবীর পছন্দ হয়ে যায় না।
তাদের কথাই একটা সময় সত্যি হয়ে দাঁড়ালো।

আমি আনবার,
ক্লাস সিক্স থেকে আফরা আমার বান্ধবী।দুজন দুজনকে ছাড়া কোন কিছুই বুঝতাম না আমরা।
ক্লাসে আফরা পড়া না শিখে আসলে আমিও পড়া না দিয়েই কান ধরে দাঁড়িয়ে থাকতাম।

আমি স্কুলে না আসলে ও নিজেও আসতোনা স্কুলে।
ক্লাস নাইনে উঠে দুজন মিলে একই বিষয় পছন্দ করি।
সবাই আমাকে বলেছিলো আনবার তুমি কমার্স নিয়ে পড়ো,কিন্তু আমি আর্টস নিয়ে পড়ি।
কারণ একটাই,ওই যে আমার প্রাণ প্রিয় বান্ধবী যে আর্টস নিবে।

দুজন এক সাথে কলেজেও এন্ট্রি নেই আমরা।
খুব ভালো সম্পর্ক চলছিলো আমাদের।
দুজন প্রতিটা অনুষ্ঠানে একই রকম জামা বানাতাম।

ঈদ বলো,কারো বিয়ে বলো,বৈশাখ বলো আর যাই বলো।

এমন কি বাসার ড্রেস বানালেও একই রকম বানাতাম।

আমাদের দুজনের পছন্দই মিলে যেতো।
তাই আর কারো কোন সমস্যা হতোনা।
আমার ছিলো কালো রঙ পছন্দ,ওরও তাই।
আমার প্রিয় ফল ছিলো ওরও প্রিয় ফুল।

দুজনেরি প্রিয় খাবার ছিলো ঝালমুড়ি।

এক সাথে দুজনই ইন্টার শেষ করলাম।

অনার্সে ভর্তি হলাম।
সব বান্ধবীরা আমাদের জিজ্ঞেস করতো কিরে তোদের বফ ও কি একজন নাকি?

আমরা উত্তর দিতাম বফই নেই।
আর প্রেম করলে জমজ ভাইয়ের সাথে করবো।

বিয়েও দুই ভাইকেই করবো।
যাতে এক বাড়ীতেই থাকতে পারি।
সবাই বলতো, যা তোরা যেন এক বাড়ীরই বউ হতে পারিস।দোয়া করে দিলাম।

আমরা যখন অনার্স লাস্ট ইয়ারে,ঠিক তখন একদিন একটা ছোট বাচ্চা ছেলে কোচিং ক্লাসের সামনে এসে আমাকে ডাকে,

আমি বেরুতেই আমার হাতে একটা চিঠি ধরিয়ে দিয়ে বলে,

আপনাকে ওই ভাইয়াটা দিয়েছে।

আমি তাড়াতাড়ি করে চিঠিটা নিয়ে ক্লাসে ঢুকে যাই।

যাতে কেউ না দেখে।

যদিও কয়েকটা স্টুডেন্ট ঠিকই দেখে নিয়েছিলো সেদিন।

আফরা সেদিন কোচিং এ কেন যেন আসেনি।
আমি সেদিন একাই গিয়েছিলাম।

পরে আফরাকে ফোন দিয়ে জানতে পারি,ও আসার পথে ওর মায়ের ফোন আসে বাসায় মেহমান আসবে।তাই আর ও ক্লাসে আসেনি।

যাইহোক,বাসায় গিয়ে ফ্রেশ হয়ে প্রথমেই মনে পড়ে চিঠিটার কথা।

আমি চিঠিটা খুলেই দেখি খুব সুন্দর করে আহিল ওর মনের কথা গুলো প্রকাশ করেছে।
প্রথমেই লিখা,

আমার প্রাণের প্রিয়া!
অথচ আমি তো প্রিয়া নই,আমি আনবার।আনবার ও লিখতে পারেনি।
যাইহোক,
আমি না সুন্দর করে গুছিয়ে কোন কথা লিখতে পারিনা।
তাই সাদামাটা ভাবেই মনের ভাব প্রকাশ করলাম।আমি তোমাকে সেই ছোট্ট বেলা থেকে মনে মনে ভালবেসে এসেছি।
যখন তুমি ইন্টারে পড়ো আর আমি অনার্স প্রথম বর্ষে।

অনার্সের ছেলে আবার ছোট হয়?
যাইহোক,

শোনো,আমি এখন মাস্টার্সে পড়ি।
কিছু দিনের মধ্যেই আমার পড়ালেখা শেষ হয়ে যাবে।
আমার দাদী খুব অসুস্থ তাই তিনি চান মৃত্যু*র আগে তিনি তার নাত বউর মুখ দেখবেন।
আর তাই আমি তোমার বাসায় বিয়ের প্রস্তাব পাঠাতে চাই।
তুমি কি রাজি আছো?
অবশ্যই আমাকে জানিয়ে দিবে।
আই লাভ ইউ আনবার।
আই লাভ ইউ আমার প্রাণের প্রিয়া।

ইতি
আহিল

ওর চিঠি দেখে হাসবো না কাঁদবো কিছুই বুঝতে পারছিলাম না।মানুষ প্রেম পত্র লিখে।আর সে আমাকে একবারে বিয়ের পত্র লিখেছে।যদিও এটাই বেস্ট।

আহিলকে আমারো খুব ভালো লাগে।খুবই স্মার্ট একটা ছেলে।
ওর হাসিটা মারাত্মক রকমের সুন্দর।
ওকে পছন্দ না করার কোন মানেই হয়না।

মনে মনে ভাবতে লাগলাম,
আফরাকে ওর কথাটা আমাকে জানাতে হবে।

এইদিকে হঠাৎ ই সেদিন রাতে আমার খুব জ্বর উঠে যায়।
তাই আর আমি পরের দিন কোচিং বা কলেজে যেতে পারিনা।

আমি যাবোনা বলে আফরাও যেতে চায়না।

কিন্তু আমি আফরাকে বলি,সাজেশন দিবে দুই তিন দিন।
তুই গিয়ে নিয়ে আয় সাজেশন।নইলে যে কেউই সাজেশন পাবোনা।

তারপর আফরা আমার কথায় কলেজে যায়।

আমার এতটাই জ্বর হয় যে আমি টানা ৭ দিনের মত বিছানায় লেগে যাই।
সাত দিন পর কোন রকম সুস্থ হলে কলেজের উদ্দেশ্যে রওনা হই।

কলেজে যেতেই আফরা আমাকে দৌড়ে এসে বলে,
তোকে একটা কথা বলার জন্য আর তর সইছেনা।

_কি কথা রে?
বল বল।

_আনবার আনবার আনবার,
আমি প্রেমে পড়েছি,

_কিহ?কার প্রেমে?কবে কখন কিভাবে?
কে সে?

_এত ব্যস্ত হচ্ছিস কেন?
এইতো সাত দিনের প্রেম আমাদের।
তুই অসুস্থ বলে তোকে আর বলা হয়নি।

তবে ও ও আমাকে খুব ভালবাসে।
আর আমিও ওকে খুব ভালবাসি।

_আরে বাবা নাম তো বলবি তার?কি করে সে তা তো বলবি?

_তোর এক মাত্র জিজুর নাম হচ্ছে,

মিঃ আহিল রেহমান।
মাস্টার্সে পড়ে।
ও যে যার হাসি দেখে একদিন বলেছিলি না,
দেখ দেখ ছেলেদের হাসিও কি মারাত্মক হয়।
ওই সেই মারাত্মক হাসিওয়ালা ছেলেটাই তোর উড বি দুলাভাই।

কথা গুলো শুনে আমার হাত থেকে পানির বোতল টা পড়ে যায়।
আমার মাথা চক্কর দিতে থাকে।

_আরে কি হলো তোর?
আনবার,কি হয়েছে?

_মাথা টা খুব ঘুরছেরে,
আমাকে একটু কমন রুমে নিয়ে চল।

_ওই দাঁড়া এক সেকেন্ড রে আহিল মেসেজ দিয়েছে,এক সেকেন্ড!আমি ওর রিপ্লাইটা দিয়ে নেই।

এদিকে আমার বুকের ভেতর যেন ভূমিকম্প হচ্ছে,যেই ছেলে আমাকে বিয়ের কথা বলল সাত দিন আগে,সেই ছেলে কিভাবে আমারই বেস্ট ফ্রেন্ডের সাথে আজ রিলেশনে পুরো গল্পটা পড়তে আইডিতে ফ্রেন্ড রিকোয়েস্ট অথবা ফলো দিয়ে রাখবেন তাহলে নেক্স্ট পর্ব দেওয়ার সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে যাবেন।

চলবে.........
গল্পটি পুরা পড়তে মাথার উপর আকাশ পেজটি ফলো করে রাখুন।

আমার প্রাণের প্রিয়া 💞
পর্ব০১

07/01/2024

ভিডিও দেখে টাকা ইনকাম।

29/12/2023

২৯/১২/২০২৩ মহিলা ফুটবল খেলা ঘোড়দৌড় মাঠে।

22/12/2023

বদরগঞ্জ, বিষ্ণুপুরে জেলা ভিত্তিক ফুটবল টুনামেন্ট।
বগুড়া vs গাইবান্দা

11/12/2023

কি প্রতিভা রে বাবা।
Stories by Meghla Akash All Friends Dancing Group

25/11/2023

ভারত বাংলাদেশ ক্রিকেটীয় উত্তেজনা চরমে।

17/11/2023

আমার বান্দুবি যখন আমার প্রসংশা করে
#বান্ধুবি Tuba Moni

14/11/2023

ঢাকার রমনা এলাকা

Address

Rangpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when মাথার উপর আকাশ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to মাথার উপর আকাশ:

Videos

Share

Nearby media companies