06/06/2020
রাসূলের প্রিয়তমা স্ত্রী
বিবি খাদিজা(রাঃ) মারা
যাওয়ার আগে,রাসূল(সাঃ)
এর হাত দু'টো ধরে,তাঁকে
বললেন, 'আপনি আমাকে
কথা দিন,আমাকে কবরে
নামিয়ে রেখে,আপনি
আমার সাওয়াল জাওয়াব
শেষ না হওয়া পর্যন্ত আমার
কবরের পাশে বসে
থাকবেন-আমাকে একা
ফেলে যাবেন না...'
রাসূল(সাঃ) অশ্রুসিক্ত
নয়নে কথা দিলেন, 'হে
আমার প্রিয়তমা স্ত্রী!
আমি কথা দিচ্ছি...'
খাদিজা(রাঃ) শেষ
নিঃশ্বাস ছাড়লেন।
গোসল,জানাযা
শেষে,রাসূল নিজ হাতে
তাঁকে কবরে শুইয়ে
দিয়ে,কবরের পাশে
অশ্রুসজল চোখে বসে
রইলেন। হাবীবের এই
বিমর্ষ মানসিক অবস্থা
দেখে,আল্লাহতা'য়ালা
ফেরেশতা জিব্রীল
আমিনকে পাঠালেন।
জিব্রীল(আঃ) নেমে
এসে,রাসূল(সাঃ) কে
সালাম করে জানতে
চাইলেন,
'হে রাসূল! আপনি ক্যানো
আপনার স্ত্রীর কবরের
পাশে এভাবে বসে
আছেন?'
রাসূল(সাঃ) বললেন,'হে
জিবরাঈল! আমার
প্রিয়তমা স্ত্রীকে আমি
কথা দিয়েছি,তাঁর
সাওয়াল জাওয়াব
ঠিকমতোন হয়ে না যাওয়া
পর্যন্ত,আমি এখান থেকে
নড়বো না...'
জিবরাঈল আমীন বললেন,
'হে আল্লাহর রাসূল!আপনি
জেনে রাখুন!
আল্লাহতা'আলা ঘোষণা
করেছেন- হাযরাত
খাদিজা(রাঃ) কে করা
মুনকার-নাকীর এর সাওয়াল
গুলোর জাওয়াব, মহান
আল্লাহ আরশে আজীম
থেকে নিজেই দিয়ে
দেবেন....'(সুবহানাল্লাহ)
বিবি খাদিজার মৃত্যুর
পর,প্রায় প্রতি
রাতেই,হাযরাত আঈশা
(রাঃ) ঘুম ভেংগে গেলে,
উঠে এসে দেখতেন,রাসূল
(সাঃ) দুই হাত তুলে অঝোরে
কাঁদছেন,আর আল্লাহর
কাছে মিনতি করছেন-
'হে আল্লাহ! শেষ বিচারের
দিন,যখন বাবা ছেলের
চেহারা চিনবে না,ছেলে
বাবাকে দেখে চিনতে
পারবে না,স্বামী-স্ত্র
ীর,আর স্ত্রী স্বামীর
চেহারা বিস্মৃত
হবে,তখোন,আমি য্যানো
আমার প্রিয়তমা স্ত্রী
খাদিজাকে দেখে চিনতে
পারি...তাঁকে য্যানো আমি
বিস্মৃত না হই....'
খাদিজা(রাঃ) গোশত
খেতে ভালোবাসতেন।খুবই
কম সেই সুযোগ হোতো
যদিও,কিন্তু কখনো হঠাৎ
কোনো উট, বা
দুম্বা,কিংবা খাসীর
গোশতের ব্যবস্থা হলে-
তিনি তৃপ্তি করে খেতেন।
উনার মৃত্যুর পর,কখনো
রাসূল(সাঃ) যদি গোশত
হাদিয়া পেতেন,কিংবা
হঠাৎ একদিন কোনো একটা
পশু জবাই হোতো,রাসূল খুব
যত্নে সেখান থেকে
একভাগ মাংস সরিয়ে
রাখতেন।এবং সেটা একটা
পোটলায় ভরে,তা হাতে
নিয়ে মাদীনার রাস্তা
দিয়ে চোখ মুছতে মুছতে
হাঁটতেন- বিবি খাদিজার
পুরানা কোনো বান্ধবীর
দ্যাখা পেয়ে যান
কিনা,সেই আশায়।কারো
দ্যাখা পেয়ে
গেলে,তাঁকে সেই
মাংসের পোটলাটি হাতে
গুঁজে দিতেন।তাঁর স্ত্রীর
পুণ্য স্মৃতিতে।
কতোই না প্রেমময় ছিলো
তাঁদের সম্পর্ক। কী গভীর।
কী চিরন্তন।
আল্লাহ সব সুন্দর হালাল
সম্পর্কগুলোতে বারাকাহ
দিয়ে দিন।
আমীন