Arnob Ahmed Yousuf

Arnob Ahmed  Yousuf Hello

08/02/2022

Happy propose day🥰

06/02/2022

Mone mone valobashi 🥰🥰

22/12/2021
12/12/2021

তুমি আমার নিশ্বাসাসে, মিশ
বিশ্বাস তো সহজ জিনিস🥰

08/12/2020

Good Evining

29/10/2020

ইন্টারনেটে এই হ্যাশট্যাগ
এক নম্বরে ট্রেন্ড হলেই
তাহলে বড় বড় মিডিয়ারা
এই নিউজ পাবলিশ করবে।
খুব বেশি একটা সময়
লাগবে না(কপি করে
পোস্ট করতে ১০-১৫
সেকেন্ড লাগবে)






own:





(SAW)
ٗﮧَﻟۡﻮُﺳَﺭ َﻭ َﮧّٰﻠﻟﺍ َﻥۡﻭُﺫۡﺆُﯾ َﻦۡﯾِﺬَّﻟﺍ َّﻥِﺍ
ِۃَﺮِﺧٰﺎۡﻟﺍ َﻭ ﺎَﯿۡﻧُّﺪﻟﺍ ﯽِﻓ ُﮧّٰﻠﻟﺍ ُﻢُﮩَﻨَﻌَﻟ
۵۷﴿ ﺎًﻨۡﯿِﮩُّﻣ ﺎًﺑﺍَﺬَﻋ ۡﻢُﮩَﻟ َّﺪَﻋَﺍ َﻭ

অনুবাদঃ
"নিশ্চয় যারা আল্লাহ ও
তাঁর রাসূলকে কষ্ট দেয়,
আল্লাহ তাদেরকে দুনিয়া
ও আখিরাতে লানত করেন
এবং তিনি তাদের জন্য
প্রস্তুত রেখেছেন
অপমানজনক আযাব।"
©সূরা আল আহযাব:আয়াত
৫৭..

27/10/2020







_Muhammad_PBUH

16/07/2020

আমাদের পেজ তো আর ভাইরাল হয়না কারণ আমরা ভাল পোষ্ট করি

06/06/2020

রাসূলের প্রিয়তমা স্ত্রী
বিবি খাদিজা(রাঃ) মারা
যাওয়ার আগে,রাসূল(সাঃ)
এর হাত দু'টো ধরে,তাঁকে
বললেন, 'আপনি আমাকে
কথা দিন,আমাকে কবরে
নামিয়ে রেখে,আপনি
আমার সাওয়াল জাওয়াব
শেষ না হওয়া পর্যন্ত আমার
কবরের পাশে বসে
থাকবেন-আমাকে একা
ফেলে যাবেন না...'
রাসূল(সাঃ) অশ্রুসিক্ত
নয়নে কথা দিলেন, 'হে
আমার প্রিয়তমা স্ত্রী!
আমি কথা দিচ্ছি...'
খাদিজা(রাঃ) শেষ
নিঃশ্বাস ছাড়লেন।
গোসল,জানাযা
শেষে,রাসূল নিজ হাতে
তাঁকে কবরে শুইয়ে
দিয়ে,কবরের পাশে
অশ্রুসজল চোখে বসে
রইলেন। হাবীবের এই
বিমর্ষ মানসিক অবস্থা
দেখে,আল্লাহতা'য়ালা
ফেরেশতা জিব্রীল
আমিনকে পাঠালেন।
জিব্রীল(আঃ) নেমে
এসে,রাসূল(সাঃ) কে
সালাম করে জানতে
চাইলেন,
'হে রাসূল! আপনি ক্যানো
আপনার স্ত্রীর কবরের
পাশে এভাবে বসে
আছেন?'
রাসূল(সাঃ) বললেন,'হে
জিবরাঈল! আমার
প্রিয়তমা স্ত্রীকে আমি
কথা দিয়েছি,তাঁর
সাওয়াল জাওয়াব
ঠিকমতোন হয়ে না যাওয়া
পর্যন্ত,আমি এখান থেকে
নড়বো না...'
জিবরাঈল আমীন বললেন,
'হে আল্লাহর রাসূল!আপনি
জেনে রাখুন!
আল্লাহতা'আলা ঘোষণা
করেছেন- হাযরাত
খাদিজা(রাঃ) কে করা
মুনকার-নাকীর এর সাওয়াল
গুলোর জাওয়াব, মহান
আল্লাহ আরশে আজীম
থেকে নিজেই দিয়ে
দেবেন....'(সুবহানাল্লাহ)
বিবি খাদিজার মৃত্যুর
পর,প্রায় প্রতি
রাতেই,হাযরাত আঈশা
(রাঃ) ঘুম ভেংগে গেলে,
উঠে এসে দেখতেন,রাসূল
(সাঃ) দুই হাত তুলে অঝোরে
কাঁদছেন,আর আল্লাহর
কাছে মিনতি করছেন-
'হে আল্লাহ! শেষ বিচারের
দিন,যখন বাবা ছেলের
চেহারা চিনবে না,ছেলে
বাবাকে দেখে চিনতে
পারবে না,স্বামী-স্ত্র
ীর,আর স্ত্রী স্বামীর
চেহারা বিস্মৃত
হবে,তখোন,আমি য্যানো
আমার প্রিয়তমা স্ত্রী
খাদিজাকে দেখে চিনতে
পারি...তাঁকে য্যানো আমি
বিস্মৃত না হই....'
খাদিজা(রাঃ) গোশত
খেতে ভালোবাসতেন।খুবই
কম সেই সুযোগ হোতো
যদিও,কিন্তু কখনো হঠাৎ
কোনো উট, বা
দুম্বা,কিংবা খাসীর
গোশতের ব্যবস্থা হলে-
তিনি তৃপ্তি করে খেতেন।
উনার মৃত্যুর পর,কখনো
রাসূল(সাঃ) যদি গোশত
হাদিয়া পেতেন,কিংবা
হঠাৎ একদিন কোনো একটা
পশু জবাই হোতো,রাসূল খুব
যত্নে সেখান থেকে
একভাগ মাংস সরিয়ে
রাখতেন।এবং সেটা একটা
পোটলায় ভরে,তা হাতে
নিয়ে মাদীনার রাস্তা
দিয়ে চোখ মুছতে মুছতে
হাঁটতেন- বিবি খাদিজার
পুরানা কোনো বান্ধবীর
দ্যাখা পেয়ে যান
কিনা,সেই আশায়।কারো
দ্যাখা পেয়ে
গেলে,তাঁকে সেই
মাংসের পোটলাটি হাতে
গুঁজে দিতেন।তাঁর স্ত্রীর
পুণ্য স্মৃতিতে।
কতোই না প্রেমময় ছিলো
তাঁদের সম্পর্ক। কী গভীর।
কী চিরন্তন।
আল্লাহ সব সুন্দর হালাল
সম্পর্কগুলোতে বারাকাহ
দিয়ে দিন।
আমীন

09/05/2020

প্লিজ সবাই পড়বেন।
সাদ্দাম হোসেনকে ফাঁসি
দেওয়ার পর যখন তাঁর
মরদেহ বাহিরে রাখা হল,
তখন একদল মানুষ সেখানে
এসে এই মানুষটার মৃতদেহের
ওপরে থুতু ছিটিয়েছিল,
যারা প্রত্যেকেই ইরাকের
নাগরিক; পক্ষান্তরে তার
নিরাপত্তায় নিয়োজিত
সেই ১২ জন আমেরিকান
সেনা সদস্যের প্রত্যেকেই
কেঁদেছিল।
ইন্দিরা গান্ধীর পরিণতি
হয়েছিল আরও করুণ। শত্রুর
গুলিতে না, তার মৃত্যু
হয়েছিল নিজেরই
দেহরক্ষীর গুলিতে।
বঙ্গবন্ধুর পিতা শেখ লুৎফর
রহমানের দেহ নামাতে যে
লোকটি কবরে নেমেছিল,
বঙ্গবন্ধুর মাতার মৃত্যুতে
যে লোকটি মাটিতে শুয়ে
কান্নায় গড়াগড়ি
করেছিলো, শেখ
কামালের বিয়ের উকিল
বাপ যে মানুষটি, ১৫ই আগষ্ট
বঙ্গবন্ধুকে স্বপরিবারে
সেই লোকই খুন করেছিল
যার নাম খন্দকার
মোশতাক...
ইতিহাসের পৃষ্ঠায় পৃষ্ঠায়,
এক একটা সাম্রাজ্যের পতন
হয়েছে তাদের সব চাইতে
কাছের মানুষদের হাত ধরে।
সৌদি আরবের বাদশা
ফয়সাল যখন তার
ভাইপোকে আলিঙ্গন করার
উদ্দেশ্যে দু হাত বাড়িয়ে
দিলেন, প্রতিউত্তরে
হঠাৎই পকেট থেকে পিস্তল
বের করে পরপর তিনটা গুলি
করে বসলেন।
গোয়েন্দারা আসামী
সনাক্ত করার জন্য অনেক
গুলো পদ্ধতি অবলম্বন করে
থাকে, তার একটি হল
প্রত্যেককেই সন্দেহের
দৃষ্টিতে দেখা। সব চাইতে
বেশি সন্দেহ তাকে করা
যাকে মনে হবে সব চাইতে
কম সন্দেহজনক।
ইতিহাস আমাদের বার বার
শিখিয়ে গেছে, মানুষের
জীবনের সব চাইতে বড় যে
শত্রু তাকে কখনোই চেনা
যায় না, সে থাকে সব
থেকে কাছের বন্ধুর মত
করে।
আপনার ব্যক্তিগত
জীবনেও তাই...
আপনি সব চাইতে বেশি
প্রতারিত হবেন আপনার
কাছের মানুষদের কাছ
থেকে। আপনাকে সব
চাইতে বেশি কষ্ট দেয়া
মানুষের তালিকা করলে
সেখানে শত্রু না,কাছের
মানুষদের নাম দেখতে
পাবেন। শত্রু কখনো
বিশ্বাস ঘাতক হয় না,
বিশ্বাসঘাতকতা করে
কেবল বিশ্বাসী মানুষরাই।

06/05/2020

কিয়ামাতের ময়দানে
সবচেয়ে' ব্যাস্ত মানুষ
হবেন রাসুলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লাম।
জিব্রিল আলাইহিসসালাম
উনাকে তুলবেন কবর থেকে।
কী ব্যাপার জিব্রিল!
আমার উম্মাত কী উঠেছে?
ওইদিকে আবার মূসা
কালিমুল্লাহ
আলাইহিসসালাম আরশের
খুটি ধরে আছেন আর
বলছেন ইয়া নাফসি! ইয়া
নাফসি! সেদিন ইমামুল
আম্বিয়ার মুখে থাকবে
উম্মাতি! উম্মাতি! আর,
সেদিন তাঁর পায়ে থাকবে
দৌড় আর মুখে থাকবে
আওয়াজ!
তিনি সাল্লাল্লাহু
আলাইসি ওয়াসাল্লাম খুব
অশান্ত ছোটাছুটি করছেন।
হঠাৎ মনে পড়ে, আমার
উম্মাত ক্লান্ত, পিপাসার্ত
নয়তো! ছুটে যান হাউজে
কাউসারে। হ্যাঁ, এইতো
পিপাসার্ত উম্মাত। নিজের
হাতে হাউজে কাউসার
থেকে পানি পান করাবেন
আর বলবেন পান করো। আর
কখনো তৃষ্ণার্থ হবে না।
হঠাৎ মনে হবে মিযানের
সামনে দাড়ানো উম্মাতের
কথা। ছুটে যাবেন
সেখানে। দেখবেন
উম্মাতের বাম পাল্লা
ভারি হয়ে যাচ্ছে।
পেরেশান, তিনি হয়রান।
অতঃপর দৌড়ে যাবেন
দুরদের পিটারার সামনে।
যেখানে তাঁর জন্য পড়া দুরদ
উম্মাতের নামসহ একটা
বক্সের মধ্যে জমা আছে।
সেখান থেকে দুরদ নিয়ে
ডান পাল্লায় দিতে
থাকবেন যতক্ষণ না তা বাম
পাল্লা থেকে ভারি হয়ে
যায়।
মাক্বামে মাহমুদের পাশে
উনার জন্য আসন পাতা
থাকবে৷ বসুন আল্লাহ
বলবেন। তিনি উত্তরে
বলবেন, না বসবো না।
জান্নাতে যান! না, যাবো
না! জান্নাতের পোশাক
পড়ুন! না, পড়বো না!
বোরাকে উঠুন! না, উঠবো
না। আমি চলে গেলে
উম্মাতের কী হবে?
হায়! এমন রাসূলকে আমরা
ভালোবাসার মিথ্যা দাবি
করি। আক্বলি ভালোবাসা
থাকলেও আমাদের রব চান
তার হাবিবের প্রতি যেন
এই ভালোবাসা জযবাতেও
হয়, আমাদের আবেগে-
মননে যেন ঠাই পান তিনি,
তার ভালোবাসা, তাঁর
আদর্শ।
আল্লাহ তাওফিক দান করুন।
আমীন

04/05/2020

জীবনের জন্য কয়েকটি
গুরুত্বপূর্ণ তথ্য ঃ
এক মিনিট সময় লাগবে,
সবাই পড়াবেন ।
১ঃ-টেনশনে আছেন ?
আল্লাহকে স্মরণ করুন।
২ঃ-কষ্টে আছেন ?
মোহাম্মাদ (সঃ) উপর দূরুদ
পাঠান ।
৩ঃ- মন খারাপ ? ইয়া হাইয়ু,
ইয়া কাইয়ুম ।
৪ঃ-টেনশনে থাকলে ইয়া
রাহমানু পড়ুন ।
৫ঃ-আপনি কি জানেন
পবিত্র কোরআন
তেলাওয়াত করলে
ক্যান্সার হয় না , আর
থাকলে তা ভাল হয়ে যায়।।
৬ঃ-দীর্ঘ সময় আল্লাহকে
সেজদাহ দিলে মাথা
ব্যাথা হয় না আর চুল পড়া
বন্ধ হয়ে যায়, আর জ্ঞান
বুদ্ধি বাড়ে।
৭ঃ- খাবারের পর পানি
পান করা সম্পূর্ণ নিষেধ।
খাবারের আগে পানি পান
করা শেফা । খাবারের পর
পানি পান করা কলেরা
রোগের লক্ষ্মণ।
৮ঃ-এক চিমটি লবণ দিয়ে
খাবার শুরু এবং এক চিমটি
লবণ দিয়ে শেষ করুন।
৯ঃ- ঘুমানোর সময় ২১ বার
বিসমিল্লাহির রহমানির
রহিম পড়ুন । ফেরেস্তারা
প্রতি নিঃশ্বাসে নেকী
লিখতে থাকবেন ।
১০ঃ- রোজ একটা আপেল
নো ডক্টর।
১১ঃ- রোজ একটা লেবু নো
ফ্যাট।
১২ঃ- রোজ চারটা বাদাম
নো ক্যান্সার ।
১৩ঃ- রোজ ১২ গ্লাস পানি
নো স্কিন প্রবলেম।
১৪ঃ- রোজ ১ গ্লাস দুধ নো
ব্রন প্রবলেম।
১৫ঃ- রোজ ৪ টা খেজুর নো
উইকনেস।
১৬ঃ- রোজ ৫ ওয়াক্ত
নামাজ নো টেনশন ।
১৭ঃ-স্কিনের জন্য ওযুর
পানি এবং হার্টের জন্য
কোরআন তেলাওয়াত ।
ভাল লাগলে কমেন্ট করে
জানাবেন ।
শেয়ার করে সবাইকে
জানার ও আমল করার
সুযোগ করে দিন।

03/05/2020

"তুমি যদি পূর্ণভাবে
আল্লাহর ওপর ভরসা করো,
যেমনটা করা উচিৎ,
তাহলে তিনি অবশ্যই
তোমার সব প্রয়োজন পূরণ
করবেন, যেমনটা তিনি
পাখিদের জন্য করেন।
তারা ক্ষুধার্ত হয়ে বাসা
থেকে বের হয়, কিন্তু ভরা
পেট নিয়ে নীড়ে ফেরে”
– তিরমিযী

02/05/2020

কোরানের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদির মুক্তি চাই দিতে হবে।লিল্লাহে তাকবির,

16/04/2020

একটি ভ্যাকসিন প্রস্তুত করতে কত সময়ের
প্রয়োজন?
বিগত ৫০ বছরের পরিসংখ্যান:
১।
জিকা ভাইরাস
প্রথম সনাক্ত = ১৯৪৭ সাল।
ভ্যাকসিন আবিষ্কার = গবেষণারত।
সময়কাল = ৭৩ বছর।
২।
চিকেনপক্স
প্রথম সনাক্ত = ১৯৫৩ সাল।
ভ্যাকসিন আবিষ্কার = ১৯৯৫ সাল।
সময়কাল = ৪২ বছর।
৩।
হেপাটাইটিস বি
প্রথম সনাক্ত = ১৯৬৫ সাল।
ভ্যাকসিন আবিষ্কার = ১৯৮১ সাল।
সময়কাল = ১৬ বছর।
৪।
ইবোলা
প্রথম সনাক্ত = ১৯৭৬ সাল।
ভ্যাকসিন আবিষ্কার = ২০১৯ সাল।
সময়কাল = ৪৩ বছর।
৫।
এইডস
প্রথম সনাক্ত = ১৯৮১ সাল।
ভ্যাকসিন আবিষ্কার = গবেষণারত।
সময়কাল = ৩৯ বছর।
৬।
সার্স ভাইরাস
প্রথম সনাক্ত = ২০০৩ সাল।
ভ্যাকসিন আবিষ্কার = গবেষণা ক্যানসিলড।
সময়কাল = ১৭ বছর।
৭।
মার্স ভাইরাস
প্রথম সনাক্ত = ২০১২ সাল।
ভ্যাকসিন আবিষ্কার = গবেষণারত।
সময়কাল = ৮ বছর।
৮।
কোভিড-১৯ (করোনাভাইরাস)
প্রথম সনাক্ত = ২০১৯ (ডিসেম্বর)
ভ্যাকসিন আবিষ্কার = গবেষণারত
সময়কাল = চিন্তা করতে থাকেন...
একটি ভ্যাকসিন ডেভেলপ করতে সচরাচর ৮ থেকে
২০ বছর সময়ের প্রয়োজন। এরপরেও লাইসেন্স
করতে পারবে তার কোন গ্যারান্টি নাই। বিজ্ঞানীরা
২০, ৩০, ৫০, ৭০ বছরেও অনেক রোগের ভ্যাকসিন
আবিষ্কার করতে পারেনি। সুতরাং ভ্যাকসিনের পিছনে না
দৌঁড়ে নিজের কাজে মনোযোগ দেন।ঘরে
থাকুন। আর কয়েক ঘন্টা পর পর ভ্যাকসিন আবিষ্কার
হয়েছে বলে ফেসবুকের নিউজফিড ফ্লাড
কইরেন না

18/03/2020

ক=কোরআন
রো=রোজা
না=নামাজ
এগুল থাকলে ভাইরাস ধরবেনা

24/02/2020

3:) বেঈমান হয়ে বেঁচে থাকার চেয়ে ইমান নিয়ে মরে যাওয়া উত্তম 3:)

কিছু  বলার  নেই
17/02/2020

কিছু বলার নেই

কে কে চান মিজানুর রহমান আল আজহারি কে দেশে ফিরে আনা হউক।
10/02/2020

কে কে চান মিজানুর রহমান আল আজহারি কে দেশে ফিরে আনা হউক।

17/01/2020

আমাদের নতুন পেজে সবাই লাইক দিয়ে সাথে আমাদের নতুন পেজে সবাই লাইক দিয়ে সাথে থাকুন

Address

Rangpur
Rangpur

Telephone

+8801891866849

Website

Alerts

Be the first to know and let us send you an email when Arnob Ahmed Yousuf posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share