M Huq

M Huq As-Salamu Alaikum. I am a trained digital and social media marketer. I am able to work as a virtual

মানুষের কিছু নিজস্ব দুঃখ থাকে 🙂
03/11/2023

মানুষের কিছু নিজস্ব দুঃখ থাকে 🙂

31/10/2023

টাকা নাই, এইটা একটা সমস্যা। মানুষ ভাবে অনেক টাকা, এইটা আরো বড় সমস্যা! 🙂

14/10/2023

কথা বলতে গিয়েও কথা বলতে না পারার যেই ব্যাপারটা🙂🫠💔

11/10/2023

সাধ্য থাকলে নিজেকে বিক্রি করে সব টাকা পরিবারের হাতে তুলে দিতাম!'🙂

07/10/2023

পুরুষকে যা দিবেন তাই দ্বিগুণ ফিরে পাবেন 🙂
হোক ভালোবাসা/অবহেলা 🫵

06/10/2023

বাইরের ময়লা পরিস্কার করা যায়। সাবান দিয়ে ডলা দিলেই ময়লা দূর হবে। মনের ময়লা দূর করার জন্যে গোসলও নাই। সাবানও নাই।
—হুমায়ূন আহমেদ

01/10/2023

"যে লাঠি দিয়ে অন্ধ মানুষ পথ চলে, সেই লাঠি দিয়ে মানুষও খুন করা যায়।"
—হুমায়ূন আহমেদ (দেয়াল)

01/10/2023

এখানে পূজার দাওয়াত গ্রহণ করা হয়।
নাড়ু অথবা কেরু, যা-ই হোক।

30/09/2023

❝কথা এমন ধারালো যে বলতে বলতে কখন কাকে ক্ষত–বিক্ষত করবে কেউ জানে না।❞
—সমরেশ মজুমদার

28/09/2023

সেই কবে থেকে জ্বলছি,
জ্বলে জ্বলে নিভে গেছি বলে
তুমি দেখতে পাওনি।
—হুমায়ূন আজাদ

27/09/2023

সব মানুষেরই কিছু গোপন দুঃখ আছে যা চিরকাল গোপন থাকে।
—হুমায়ূন আহমেদ (অনিল বাগচির একদিন)

আমি চিরতরে দূরে চলে যাব,তবু আমারে দেবনা ভুলিতে।  —কাজী নজরুল ইসলাম
25/09/2023

আমি চিরতরে দূরে চলে যাব,
তবু আমারে দেবনা ভুলিতে।
—কাজী নজরুল ইসলাম

25/09/2023

মানুষ যদি একবার বুঝে যায় যে আপনি স্যাক্রিফাইস করতে জানেন ৷

মা, বাবা, ভাই, বোন, বন্ধু-বান্ধব যেই হোক না কেন!!! তখন তারা সব সময়ই এক্সপেক্ট করবে যে আপনিই স্যাক্রিফাইস করবেন।
কারণ আপনি এই কাজে অভিজ্ঞ। আর মানুষ তো সব সময় অভিজ্ঞ লোকই খোঁজে।

24/09/2023

Aj kew valobasle eto newsfeed scroll kora lagto na 🙂

24/09/2023

দূর্বলের উপর অবিচার করা পানির মতই সহজ। মনে রেখো, এর পরিনামে যে ফলভোগ করতে হবে তা পাথরের মতো কঠিন।

23/09/2023

"অপমান,অবহেলা" মৃত্যু মূহুর্ত পর্যন্ত মনে রাখে মানুষ 🙂

23/09/2023

❝মানুষের করুণা গ্রহণ করার মতো লজ্জা পৃথিবীর অন্য কোনো কিছুতে নেই।❞
—হুমায়ূন আহমেদ (এপিটাফ)

23/09/2023

আমি টাকা জমাচ্ছি। যেদিন অনেক টাকা হবে, সময় কেনার মতো টাকা, সেদিন কিছু সময় কিনে নেবো। যারা প্রতি দিন, প্রতি মাস, প্রতি বছরে বলে যায়------- 'খুব ব্যস্ত' একদম সময় পাইনা কাজের চাপে মনে থাকেনা '---তাদের সে কেনা সময় ধার দেব। সময় কেনা হয়ে গেলে, আমি আবার টাকা জমাবো। এরপর কিনবো 'অজুহাত'। পৃথিবীর সমস্ত অজুহাত কিনে জমা করবো। সময়ের অভাবে, অজুহাতের কারণে,কেউ যেন আর প্রিয় মানুষদের ভুলে না যায় -- তাই অফুরন্ত সময় আর শূন্য অজুহাতের এক পৃথিবী বানাবো

-সমরেশ মজুমদার

23/09/2023

পৃথিবীতে কোন মানুষই আসলে হারায় না। কোথাও না কোথাও ঠিকই তো আছে। শুধু এক সময় আর খুঁজে পাওয়া যায় না !!

Zunayed Evan

22/09/2023

‘মানুষ যেভাবে বাঁচতে চায়, তাকে সেভাবে বাঁচতে দেয়া হোক।’

22/09/2023

যার মন জোগাতে গিয়ে তুমি বড় ক্লান্ত, তোমারও যে মন খারাপ সে কি তা জানতো?

ছায়া হয়ে থাকতে গিয়ে আলো হারিয়ে ফেলেছি 🙂
22/09/2023

ছায়া হয়ে থাকতে গিয়ে আলো হারিয়ে ফেলেছি 🙂

22/09/2023

যে নারী শূন্য পকেটে পাশে থাকে,
সেই নারী সাফল্য শেষে স্ত্রী হওয়ার যোগ্যতা রাখে 😌❤

22/09/2023

সংখ্যা কোনো বিষয় না। এই যেমন এক জোড়া স্তনের চেয়ে একটি হৃদয় বেশি মৌলিক!
— জয়ন্ত জিল্লু - jayanta jillu

04/09/2023

No Importance!!

02/09/2023

আমাকে বুঝার ক্ষমতা আমার আল্লাহ ছাড়া পৃথিবীতে কারও হয়নি!

17/06/2023

Dear রংপুরের বন্ধু 🫣

01/04/2023

হিমছড়ি | কক্সবাজার | বাংলাদেশ

Himchori || cox's Bazar || Bangladesh

05/03/2023

কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প | বাংলাদেশ মায়ানমার সীমান্ত | তুমব্রু ঘুমধুম নাইক্ষ্যংছড়ি বান্দরবান





21/02/2023

😇😁

একবার উঠছিলাম, পরে কা"নে ধরছি আর জীবনেও উঠবো না!'🙂
10/02/2023

একবার উঠছিলাম, পরে কা"নে ধরছি আর জীবনেও উঠবো না!'🙂

22/01/2023

ফার্স্ট ইয়ারে থাকতে যে বড় ভাইকে দেখতাম ক্যামেরা কাঁধে নিয়ে সুন্দর সুন্দর ছবি তুলছে - সেই ভাইকে ইন্টার্নের পর চাকরির চাপে গত এক বছরে ডিপিই চেঞ্জ করতে দেখি না।

যেই আপু একসময় সবার ক্রাশ ছিলেন - সেই আপুর সুন্দর ঘর সাজানো কিংবা একের পর এক ডিগ্রি নেয়া দেখে আমরা আবারো আনন্দ পাই।

যে ব্যাচমেট বলছিলো তার কোনদিন বিয়ে করার শখ নাই সেও এখন একাধিক গোল্লার বাবা/মা। কি মায়া দিয়ে ঘর সংসার করছে একেকজন।

সমসাময়িক বিষয়ে স্ট্যাটাস দিয়ে ফেসবুক সেলিব্রিটি হয়ে
গেসিলেন যে ভাই - তার আইডি সার্চ দিয়েও খুজে পাই না।
একদিন দেখি হুট করেই বিদেশ চলে গেসেন পিএইচডি করতে।

যে বন্ধুর সাথে প্রতি সপ্তাহে কথা না হলে আমার হাঁসফাঁস লাগতো,সেই বন্ধুর সাথে গত দেড় মাস ধরে কোন কথা হয় না।
হাঁসফাঁসও লাগে না। শুধু মনে একটু খচখচ করে।

আসলে পৃথিবী একটা থিয়েটার - আমরা এই থিয়েটারে একেক সময় একেক চরিত্রের অভিনেতা। সময়ের সাথে সবার প্রায়োরিটি/পরিচয় চেঞ্জ হয়ে যায়। দুনিয়া এগিয়ে যায় - আমিও এগিয়ে যাই। যেতে যেতে মানুষের কারণে অকারনে সময়ের প্রয়োজনে বদলে যাওয়া দেখি।

বদলে যাওয়া মানুষগুলো ভালো থাকুক 😊


06/01/2023

বন্ধুর শ্রাদ্ধ খাইতে গিয়া 🥱😐

26/12/2022

পাকনা বন্ধু 🥱

15/12/2022

না হইতে পারলাম কারো ফেবারিট জুনিয়র,না হইতে পারলাম কারো ফেবারিট সিনিয়র!🙂

Address

Dimla, Nilphamari
Rangpur
5351

Alerts

Be the first to know and let us send you an email when M Huq posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to M Huq:

Videos

Share



You may also like