Jubayer Ahmad

Jubayer Ahmad ❤️❤️السلام عليكم ورحمة الله❤️❤️

ভোর ৫টা কনসার্ট, কুয়েট ক্যাম্পাসক্যাপশনটা পড়েছেন? সময়টা আবার খেয়াল করুন। ভোর পাঁচটা। মানুষের উপস্থিতি দেখেছেন? সবাই বিধর...
10/03/2024

ভোর ৫টা
কনসার্ট, কুয়েট ক্যাম্পাস

ক্যাপশনটা পড়েছেন? সময়টা আবার খেয়াল করুন। ভোর পাঁচটা। মানুষের উপস্থিতি দেখেছেন? সবাই বিধর্মী? না, আমার-‍আপনার মতো মুসলিম। কাল বাদে পরশু রমজান। মুসলিম দেশের আয়োজিত কনসার্টে ভোর পাঁচটার উপস্থিতি আপনাকে নাড়িয়ে দিতে পারে!

ফজরের নামাজ নিয়ে এ প্রজন্মের আদিখ্যেতা আমরা কে না জানি? যারা দশটায় উঠে বেড-টি খায়, ভোর পাঁচটায় এমন মজমা জমাতে তাদের সমস্যা হয়নি? সমস্যা শুধু ফজরের নামাজে! সারাক্ষণ যাদের প্যান্ট খারাপ থাকে, তাদের অবশ্য এখানে যেতে প্যান্ট পাল্টাতে হয়নি। সব সমস্যা নিয়েই তারা এখানে হাজির হয়েছে!

আমি মনেপ্রাণে বিশ্বাস করি, আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের) উজুদ ও দুআর বরকতেই আমরা ধ্বংসের হাত থেকে বেঁচে আছি! নতুবা কবেই আসমান থেকে আগুনের বৃষ্টি আসত। জিবরিল (আ.) এক পাখা দিয়ে পৃথিবী ওলটপালট করে দিতেন! নতুবা প্রচণ্ড গরম সু-হাওয়া, কবেই আমাদের চামড়া খুলে নিয়ে যেত!

— সাদিক ফারহান (হাফি.)

06/03/2024

কিয়ামতের আগে কোনো একদিন এভাবেই মানুষ কোরআন লগইন করতে চাইবে, কিন্তু লগইন করতে পারবে না। মানুষ নিজের বুকশেলফ থেকে কোরআন হাতে তুলে দেখবে পৃষ্ঠা গুলো সাদা। একে ওকে কল দিবে, দৌড়ে ইমাম সাহেবদের কাছে যাবে সবারই একই অবস্থা হবে। আল্লাহ সকল কিতাব থেকে, হাফেজদের মেমোরি থেকে, সর্বপরি দুনিয়া থেকে কোরআনকে আসমানে তুলে নিবেন।

হে আমার ভাই ও বোন, সময় থাকতে এখুনি কোরআনমুখী হোন। আসন্ন রমাদানে কোরআন শিখুন, কোরআন পড়ুন, জানুন, অনুধাবন করুন। আল্লাহ আমাদের সবাইকে সেই তাওফিক দিন।

লেখা : জুনায়েদ আহমেদ (হাফি.)

01/01/2024

গতরাতে আকাশের দিকে তাকিয়ে বিশ্বাস করতে কষ্ট হয়েছে যে আমি ৯২℅ মুসলিমের দেশে বাস করি।
🥺🥺🥺
এর চেয়ে বড় আফসোস আর কি হতে পারে?

🔥থার্টি ফাস্ট নাইট একটি ফিতনা! 🔥কোন মুসলিমের পক্ষে এই দিনটি উদযাপন করা সম্ভব নয়!আল্লাহর কাছে প্রতিটি মুহুর্তের হিসাব দিত...
31/12/2023

🔥থার্টি ফাস্ট নাইট একটি ফিতনা! 🔥

কোন মুসলিমের পক্ষে এই দিনটি উদযাপন করা সম্ভব নয়!
আল্লাহর কাছে প্রতিটি মুহুর্তের হিসাব দিতে হবে।

এ জীবন ফুরিয়ে যাবে নিমিষেই।

"ইন্না বাতশা রাব্বিকা লাশাদিদ"
নিশ্চয়ই তোমার পালনকর্তার পাকড়াও অত্যন্ত কঠিন।
[আল-বুরুজ, আয়াত:১২]

থার্টি ফার্স্ট নাইট পালন করার পূর্বে

কবরের ফাস্ট নাইট কেমন হবে, একটু ভেবে দেখুন তো!

থার্টি ফার্স্ট নাইট ডে পালন করার বিধান:

কিছু কিছু দিবস রয়েছে সরাসরি ইহুদি খ্রিস্টানদের থেকেই এসেছে,যেমন ভ্যালেন্টাইন্স ডে,থার্টি ফার্স্ট নাইট,পহেলা বৈশাখ,ইত্যাদি সেগুলো কোনো ভাবেই পালন করা জায়েজ নেই।

কেননা অমুসলিমদের কোন দিবস ও ধর্মীয় বিষয় অনুসরণ করা মুসলিমদের জন্য হারাম।

আল্লাহ তাআ’লা বলেন,

اتَّبِعُواْ مَا أُنزِلَ إِلَيْكُم مِّن رَّبِّكُمْ وَلاَ تَتَّبِعُواْ مِن دُونِهِ أَوْلِيَاء

তোমরা অনুসরণ কর, যা তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে এবং আল্লাহকে বাদ দিয়ে অন্য কোন বন্ধু বা অভিভাবকের অনুসরণ করো না। (সূরা আ’রাফ ৩)

রাসূলুল্লাহ ﷺ বলেছেন,
مَنْ تَشَبَّهَ بِقَوْمٍ فَهُوَ مِنْهُمْ
যে ব্যক্তি যে সম্প্রদায়ের অনুরূপ অবলম্বন করে, সে তাঁদেরই দলভুক্ত। (আবূ দাঊদ ৪০৩১)

আল্লাহ তায়ালা আমাদের সকল কে ইসলামের উপর মৃত্যু পর্যন্ত অবিচল থাকার তাওফীক দান করুন আমীন।

জান্নাতে অনন্তকালের যৌবন পেতে খনিকের দুনিয়ায় দাড়ি, বাবড়ি চুল রাখা এবং খাস পর্দার কারণে না হয় একটু বুড়ো/বুড়ি খেতাব পেলেন।...
10/12/2023

জান্নাতে অনন্তকালের যৌবন পেতে খনিকের দুনিয়ায় দাড়ি, বাবড়ি চুল রাখা এবং খাস পর্দার কারণে না হয় একটু বুড়ো/বুড়ি খেতাব পেলেন। তাতে ক্ষতি কি⁉️

গুনাহ রিজিক আটকে দেয়, আর ইস্তেগফার সেই আটকে থাকা রিযিক খুলে দেয়।
09/12/2023

গুনাহ রিজিক আটকে দেয়, আর ইস্তেগফার সেই আটকে থাকা রিযিক খুলে দেয়।

16/11/2023

💚 সূরা শামস - Ash-Shams💙 Only vocal

দুনিয়ার আলো দেখার পূর্বে মাতৃগর্ভের আঁধারে যিনি আপনার জিম্মাদার ছিলেন। দুনিয়ার মায়া কাটিয়ে অন্ধকার কবরে শায়িত হলেও আপনার...
31/10/2023

দুনিয়ার আলো দেখার পূর্বে মাতৃগর্ভের আঁধারে যিনি আপনার জিম্মাদার ছিলেন। দুনিয়ার মায়া কাটিয়ে অন্ধকার কবরে শায়িত হলেও আপনার রক্ষক হিসেবে তিনিই থাকবেন। ব্যাস আপনি শুধু এই চোখ ধাঁধানো আলোকিত দুনিয়ায় একনিষ্ঠ ভাবে তাঁর হয়ে যান।
- সংগ্রহীত

💚“তোমরা হিদায়াতের পথ অনুসরণ করো। এ পথের পথিকদের সংখ্যা কম দেখে চিন্তিত হয়ো না। আর গোমরাহির পথ থেকে বেঁচে থাকো। এ পথে ধ্ব...
31/10/2023

💚“তোমরা হিদায়াতের পথ অনুসরণ করো। এ পথের পথিকদের সংখ্যা কম দেখে চিন্তিত হয়ো না। আর গোমরাহির পথ থেকে বেঁচে থাকো। এ পথে ধ্বংসপ্রাপ্ত পথিকদের সংখ্যা বেশি দেখে ধোঁকা খেয়ো না।”

— ফুজাইল বিন ইয়াদ রাহিমাহুল্লাহ
( আল-ইতিসাম, ইমাম শাতিবি, ৬২ )

29/10/2023

গুরুত্বপূর্ণ কিছু কথা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন

তুর্কি টেলিভিশনের এক বার্তায়...😟🥺
29/10/2023

তুর্কি টেলিভিশনের এক বার্তায়...😟🥺

28/10/2023

সব সময় তুমি যা চাইবে তা-ই ঘটবে, এমনটা আশা কোরো না। তোমার চাওয়ার বিরুদ্ধেও অনেক কিছু ঘটবে। এমন অনেক পরিস্থিতিই তোমার সামনে আসবে, যা চাওনি তুমি। যার জন্যে কোনো প্রস্তুতি ছিল না তোমার। হঠাৎ করেই হয়তো ঝড় আঘাত হানবে তোমার মনের উঠোনে। সে ঝড় কালবোশেখীর রূপ নিয়ে তছনছ করে দেবে তিলে তিলে গড়ে তোলা স্বপ্নকে। যত্নে আগলে রাখা হৃদয়ের আকাঙ্ক্ষাগুলো মুহূর্তের মধ্যেই ভাঙা কাচের মতো টুকরো টুকরো হয়ে ঝরে পড়বে। ঝড়ো হাওয়া হয়তো উড়িয়ে নিয়ে যাবে সবকিছু তোমার সামনেই।
তুমি ভয় পেয়ো না যেন!
এই তো, আর মাত্র কটা দিন। এরপর সব ঠিক হয়ে যাবে। ফুরিয়ে যাবে মনের কষ্টগুলো। লুকিয়ে-রাখা বেদনাগুলো হারিয়ে যাবে সুদূর দূরে। আবারও পাখিরা গাইবে নীপবনে। কেতকী সুরভি ছড়াবে উঠোনে। ফুলে-ফলে পূর্ণযৌবনা হয়ে যাবে তোমার বাগান। সুমিষ্ট ঝরনা বইবে প্রাসাদের পাশ দিয়ে। তরুছায়ার বসে মনের সুখে তুমি পাপিয়ার গান শুনবে, পাতার তাসবীহ শুনবে। ওখানে তোমার কখনো মন খারাপ হবে না। না-পাওয়ার বেদনা কখনোই তাড়া করবে না। ঘূর্ণিঝড় আঘাত হানবে না তোমার উঠোনে।
ওখানে কেবল তা-ই ঘটবে, যা তুমি চাইবে। তোমার ইচ্ছের বাইরে কোনো কিছুই হবে না। মনে কোণে যা-কিছু উঁকি দিয়ে যাবে ক্ষণে ক্ষণে, তার সবটাই তুমি পাবে। কোনো কিছুর প্রতি ইচ্ছে জাগার সাথে সাথেই সেইটা হাজির করা হবে তোমার সামনে। যত আকাঙ্ক্ষা যত বাসনা, সব পূর্ণ করা হবে।
ভাই আমার!
সে পর্যন্ত নাহয় একটু ধৈর্য ধরো। কষ্টগুলো নাহয় একটু সয়ে নাও নীরবে। দুঃখগুলো রাখো-না চেপে হৃদয়ে। তোমার মনোবেদনাগুলো দয়াময়ের পরশে একদিন ঠিক হালকা হয়ে যাবে।
✍️লেখা: সংগ্রহীত

27/10/2023

শুক্রবারের গুরুত্বপূর্ণ ৪টি আমলঃ

🔘 সূরা আল-কাহফ পাঠ করা

🔘 অধিক পরিমাণে দরুদ পড়া
اَللّٰهُمَّ صَلِّ وَسَلِّمْ عَلَى نَبِيِّنَا مُحَمَّدٍ
[“আল্লা-হুম্মা সল্লি ওয়াসাল্লিম ‘আলা নাবিয়্যিনা মুহাম্মাদ”]

🔘 বেশি বেশি ইস্তেগফার পড়া
[“আস্তাগফিরুল্লাহ”]

🔘 আসর ও মাগরিবের মধ্যবর্তী সময়ে দু'আ করা

#শুক্রবার Jubayer Ahmad

🌸বান্দার আমল কমে গেলে, আল্লাহ তায়ালা তাকে হতাশার কষ্টে ফেলে পরীক্ষা নেন।🔥⎯  ইমাম আহমাদ ইবনে হাম্বল রহ.⎯  কিতাবুজ জুহুদ: ...
25/10/2023

🌸বান্দার আমল কমে গেলে, আল্লাহ তায়ালা তাকে হতাশার কষ্টে ফেলে পরীক্ষা নেন।🔥

⎯ ইমাম আহমাদ ইবনে হাম্বল রহ.
⎯ কিতাবুজ জুহুদ: ৬৪

কত ছোট পাপ করছো, সেটা ভেবো না; বরং এটা ভাবো, কত বড় মালিকের অবাধ্য হচ্ছ।" [সিফাতুস সাফওয়াহ, পৃষ্ঠা. ৩৭৬]
24/10/2023

কত ছোট পাপ করছো, সেটা ভেবো না; বরং এটা ভাবো, কত বড় মালিকের অবাধ্য হচ্ছ।"

[সিফাতুস সাফওয়াহ, পৃষ্ঠা. ৩৭৬]

22/10/2023

“ব্যাপারটা অদ্ভুত না? একজনের 'মৃত্যু নিশ্চিত' ঘোষণা হয়ে গেছে, তার পূর্বসূরিরাও ইতোমধ্যে দুনিয়া ছেড়ে চলে গেছে, তাও সে খেলতামাশায় ব্যস্ত!”

— হাসান বাসরি (রহ.)
(আল-মুজালাসাহ ওয়া জাওয়াহিরিল ইলম, ৮৪৩)

21/10/2023

🥰শখের তারুণ্যও একদিন
মৃত চামড়ার আবরণে ঢাকা পড়বে,😟

💚মৃত্যু অনিবার্য জেনেও
মানুষ উচ্চাভিলাষী জীবনের প্রতিযোগিতায় ব্যস্ত!😒

🌸দু'দিনের আয়োজনে সময় ক্ষেপণ করে
চিরস্থায়ী প্রয়োজনের কথা তারা কতো সহজেই ভুলে যায়।💔😟

゚viral

🥰আমরা বিশ্বকাপ বিজয়য়ের অপেক্ষায় নই ফিলিস্তিনের বিজয়ের অপেক্ষায় আছি ইনশাআল্লাহ💚🖤
20/10/2023

🥰আমরা বিশ্বকাপ বিজয়য়ের অপেক্ষায় নই ফিলিস্তিনের বিজয়ের অপেক্ষায় আছি ইনশাআল্লাহ💚🖤

26/09/2023

🎙️লাইফ চেঞ্জিং একটি গল্প 🌿

🌿 (ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ)🌿

20/09/2023

🖤লা তাহযান | হতাশ হবেন না💚
👉 Jubayer Ahmad

20/09/2023

🌸চোখ দিয়ে পাপ বেশি করে দেখলে এবং হৃদয়ে পাপ বারবার জায়গা দিলে একটু একটু করে হৃদয় থেকে পাপের ভয়াবহতা দূর হয়ে যায়। একটা সময়ে এসে মানুষ পাপ দেখে, কিন্তু তার মনেই হয় না এগুলো পাপ। কারণ বারবার দেখতে দেখতে তার হৃদয় তাতে অভ্যস্ত হয়ে গেছে।🖤🖤
- ইবনুন নাহ্‌হাস (রাহিমাহুল্লাহ)
[তাম্বীহুল গাফিলীন: পৃ. ৯৩]

Page👉 Jubayer Ahmad

16/09/2023

💖আপনার বলা সকল ইনশা আল্লাহ গুলো একদিন আলহামদুলিল্লাহ'তে পরিণত হবে।💝

14/09/2023

💖যদি আমরা এভাবে ভাবতাম তাহলে কতই না ভাল হত🥰

💚🖤হযরত আবু বকর (রাঃ) এর একটি শিক্ষনীয় ঘটনা💚🖤

12/09/2023

🌸ইন্টারনেট আপনার সর্বনাশ ডেকে আনছে না তো?🥺😭😭

জান্নাত হাতছাড়া করার পর আপনার কেমন লাগবে (ইন্টারনেট সোশ্যাল মিডিয়া)

10/09/2023

💖নফসের বিরুদ্ধে লড়াই🥺
👉 Jubayer Ahmad

07/09/2023

💖আপনার পাপ থেকে আল্লাহর দয়া বড়💖 (হযরত মূসা (আঃ) এর শিক্ষনীয় ঘটনা)

01/09/2023

তার সাথে কিসের হিসাব তিনি বেহিসাবে দান করেন💔
👉 Jubayer Ahmad

🧐একবার কি ভেবে দেখেছেন আমাদের আসল বাড়ি কোথায়।এবং কেন আল্লাহ আমাদেরকে প্রেরণ করেছেন😒

🕋━━━ ﷽━━━🕋꧁𝐉𝐮𝐦𝐦𝐚𝐡 𝐌𝐮𝐛𝐚𝐫𝐚𝐤꧂   🕌ꕹꕹꕹ﷽ꕹꕹꕹ🕌 .  人  (___)_ ;,,,,,,;,_║∩║_       .  人_║∩║____.-:'''"''":-._║∩║___(*(*(*|*)*)_║∩║...
01/09/2023

🕋━━━ ﷽━━━🕋
꧁𝐉𝐮𝐦𝐦𝐚𝐡 𝐌𝐮𝐛𝐚𝐫𝐚𝐤꧂
🕌ꕹꕹꕹ﷽ꕹꕹꕹ🕌

. 人
(___)
_ ;,,,,,,;,
_║∩║_ . 人
_║∩║____.-:'''"''":-.
_║∩║___(*(*(*|*)*)
_║∩║____║∩∩∩║
▊▊▊▊▊▊▊▊▊▊▊▊▊▊

আসসালামু আলাইকুম
আজ শুক্রবার পবিত্র জুম্মার দিন! ❤️
🌺হে আল্লাহ এই জুম্মার দিনের ওছিলায়
সকল মুসলিম কে মাফ করে দাও!!🥰
আমিন﹏☺🤲 🕌
┏━━━━ ﷽━━━━┓
📿জুম্মা মোবারক📿
┗━━━━ ﷽━━━━┛

Address

Rangpur

Alerts

Be the first to know and let us send you an email when Jubayer Ahmad posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Jubayer Ahmad:

Videos

Share

Nearby media companies