04/03/2024
ডাক্তার তানিয়াকে দেখে ওর স্বামী হাসানকে বললো,
- আপনার স্ত্রীর পেঠের বাচ্চা উল্টে গেছে। এই মুহূর্তে সিজার না করলে মা বাচ্চা দুজনকে বাচ্চানো কষ্টকর হবে..
হাসান ভয়ে ভয়ে ডাক্তার কে বললো,
-- সিজার করতে কত খরচ হবে?
ডাক্তার বললো,
- সবকিছু মিলিয়ে ৩০ হাজারের মত খরচ হবে
হাসান ডাক্তারের কথা শুনে বললো,
-- আপনি অপারেশন শুরু করেন আমি টাকার ব্যবস্থা করছি।
হাসপাতাল থেকে বের হয়ে হাসন তার মানিব্যাগটা খুলে দেখে মানিব্যাগে ৭২০ টাকার মত আছে। অথচ তার দরকার ৩০ হাজার টাকা....
হাসানের কোলে সদ্য জন্ম নেওয়া তার মেয়ে। আর পাশে শুয়ে আছে তার স্ত্রী তানিয়া। তানিয়া হাসানের হাতটা ধরে বললো,
- তুমি আমার জন্য তোমার মায়ের শেষ স্মৃতি গহনাগুলো বিক্রি করে দিয়েছো তাই না?
হাসান মুচকি হেসে তানিয়ার কপালে চুমু দিয়ে বললো,
-- কে বলেছে গহনা গুলো আমার মার শেষ স্মৃতি? এই তো আমার মা আমার কোলে শুয়ে আছে...
এই ঘটনা গুলো হলো মধ্যবিত্ত পরিবারের। মধ্যবিত্ত পারিবারের পুরুষের স্ত্রীগুলো খুব বদমেজাজি খিটখিটে হয়। কিন্তু এই বদমেজাজি স্ত্রীগুলোই সংসারটাকে মাসের ২০ তারিখ থেকে ৩০ তারিখ পর্যন্ত কিভাবে টেনে নিয়ে যায় সেটা কেউ জানে না...
মধ্যবিত্ত পরিবারের পুরুষ গুলো হয়তো স্ত্রীকে দামী শাড়ি দামী গহনা উপহার দিতে পারে না। কিন্তু কেউ যদি তার স্ত্রীকে অপমান করে সেটা সহ্য করতে পারে না...
পকেটে ১০০ টাকাও নেই অথচ স্ত্রী আর সন্তানের জন্য নিজের সর্বোচ্চ ত্যাগ করার পরিবারটার নাম হলো মধ্যবিত্ত...
দিন শেষে বেঁচে থাকুক প্রতিটা মধ্যবিত্ত পরিবার। বেঁচে থাকুক ওদের লুকানো ভালোবাসা গুলো..
অনু-গল্প : মধ্যবিত্ত পরিবার