Fiery420

Fiery420 সবাই ফিরে পাক সবার হারিয়ে যাওয়া ভালোবাসা🥰

08/05/2024
02/03/2024

যার সুখ হয়ে থাকা যায় না, তার আজীবনের একান্ত একার দুঃখ হয়ে তাকে ছেড়ে চলে আসতে হয়।
আমি চলে এসেছি। পৃথিবীর তামাম সুখ লুটোবে তার পায়ে, একমাত্র দুঃখ হয়ে থেকে যাব আমি-
আমি পাখির পালকের মত হালকা হয়ে গেছি। তবু আমি জানি আমার হালকা হওয়ার দিনটাই সবচেয়ে ভারী হয়ে বুকের 'পরে চেপে থাকবে আমৃত্যু।

আমি ফুরিয়ে গেছি.....!

01/03/2024

আগামী অধিবর্ষ আসতে আসতে তোমারে পুরাপুরি ভুইলা যাইতে চাই!

29/02/2024

অথচ এ অধিবর্ষেও আমাদের একসাথে থাকার কথা ছিল! 💔

একদম নিউ.. মাত্র ২ টা সিগেরেট ধরাইসে.. আগের টা পাওয়া গেসে বলে নতুন টা আর লাগতেসে না..নতুন দাম ১৫ টাকাসেল করবো ১০ টাকা..
28/02/2024

একদম নিউ.. মাত্র ২ টা সিগেরেট ধরাইসে.. আগের টা পাওয়া গেসে বলে নতুন টা আর লাগতেসে না..
নতুন দাম ১৫ টাকা
সেল করবো ১০ টাকা..

--জান, আজ আমাদের পুরা বাড়ি ফাকা তুমি চলে আসো। --ঠিক আছে সোনা! আমি এই মুহূর্তে যাচ্ছি।--হুম ফাস্ট আসো।--কিন্তু গিয়ে কি কর...
29/01/2024

--জান, আজ আমাদের পুরা বাড়ি ফাকা তুমি চলে আসো।

--ঠিক আছে সোনা! আমি এই মুহূর্তে যাচ্ছি।

--হুম ফাস্ট আসো।

--কিন্তু গিয়ে কি করবো সেইটা তো বললেনা।

--আসো তোমাকে সারপ্রাজ দিবো আমি। যেটা তুমি ভাবতেই পারবেনা।

" girlfriend এর এমন কথা শুনা মাত্রই হাসিব মটোর সাইকেল নিয়ে গার্লফ্রেন্ডের বাসায় চলে যায়।

"বাসায় গিয়ে কলিং বেল বাজাতেই "

--জান তুমি চলে আসছো।

হাসিব : হুমম সোনা পাখি চলে আইছি। বলো কি সারপ্রাই দিবা।

--আজ আমার রুম -ডেট করবো। কতো আনন্দ হবে তাই না জান।

--গার্লফ্রেন্ডের মুখে এই কথা শুনা মাত্রই হাসিবের মনে লাড্ডু ফুটতে থাকে। কতো দিনের ইচ্ছে তার আজ পুর্ণ হবে।

--জান ভিতরে আসো।

"এই কথাটি শুনে হাসিব মটর সাইকেলটি কাছে চলে যায় একটি নিদৃষ্ট যায়গাই রাখতে? যাতে কেউ সন্দেহ না করে।

"যেইনা মটর সাইকেলের কাছে হাসিব গিয়েছে এমন সময় ওর গার্লফ্রেন্ড বলে।

--দেখছো মা আমার boyfriend কতো ভালো। আমার দেহের প্রতি ওর কোন লোভ নেই। যদি থাকতো তাহলে ভিতরে আসতো। তোমরা হুদাই পরিক্ষা করলে।

"হুমম সেটাই তো। আমাদের ছেলে কে পছন্দ হয়েছে আমরা নিজেই বিয়ের প্রস্তাব নিয়ে যাবো ওর বাড়িতে।

"এই কথা হাসিব শুনে ভাবতে থাকে। আসলাম গাড়ি সাইড করতে যাতে কেউ সন্দেহ না করে। এখন দেখি হয়ে গেলাম ভালো এবং ভদ্র ছেলে।

আজ হয়তো হাসিবের কপাল ভালো ছিলো?

07/12/2023

অদ্ভুত মুগ্ধতায় ভিজছে দেখো শহর।
টিনের চালে বৃষ্টির আওয়াজ দিচ্ছে মগ্নতা।
এ যেন ডিসেম্বরে শ্রাবণ ❤️

26/10/2023

©

23/10/2023

তোমাকে পাওয়ার পর আমি ভুলে গিয়েছিলাম বিশ্বব্রহ্মাণ্ডের সমস্ত দুখ,
তোমাকে হারানোর পর জীবনে নেই আর একরত্তি সুখ!

©মধ্যরাতের কবি Mostahid Prodhan

11/10/2023

🥹💔🥀

08/10/2023

শব্দ দূষণ এর জন্য দুঃখিত 🐸

07/10/2023

Moye moye🫠

©-Maruf Hossen Ovi

07/10/2023

খুশি 😭
©
:
:

Address

Rangpur
5660

Website

Alerts

Be the first to know and let us send you an email when Fiery420 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Fiery420:

Videos

Share


Other Digital creator in Rangpur

Show All