Ariful Islam Fazal Rabby

Ariful Islam Fazal Rabby Add me

https://www.facebook.com/ariful480.fazleRabby A belief is the result of a lot of true

বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মঙ্গলবার (৬ ডিসেম্বর ২০২২) সোহরাওয়ার্দী উদ্যানে আ...
06/12/2022

বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মঙ্গলবার (৬ ডিসেম্বর ২০২২) সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত বাংলাদেশ ছাত্রলীগের ৩০তম জাতীয় সমম্মেলনে ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য নৌকা প্রতীক উপহার দেন

আজ রাজধানীতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জেলহত্যা দিবস উপলক্ষ্যে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন...
04/11/2022

আজ রাজধানীতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জেলহত্যা দিবস উপলক্ষ্যে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি দেশরত্ন শেখ হাসিনা আপা।

23/10/2022
শেখ রাসেল দিবসে বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর কনিষ্ঠপুত্র শেখ রাসেলের ৫৯তম জন্মদিনে...
18/10/2022

শেখ রাসেল দিবসে
বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর কনিষ্ঠপুত্র শেখ রাসেলের ৫৯তম জন্মদিনে মঙ্গলবার (১৮ অক্টোবর ২০২২) সকালে বনানী কবরস্থানে পঁচাত্তরের ১৫ই আগস্টে ঘাতকের বুলেটে জাতির পিতার সাথে শাহাদাতবরণকারী শহীদ শেখ রাসেল ও পরিবারের অন্যান্য শহিদগণের কবরে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান ও শহীদদের কবরে ফুলের পাপড়ি ছিটিয়ে দেন।এ সময় বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানা সঙ্গে ছিলেন।

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৩ অক্টোবর ২০২২, বৃহস্পতিবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সাভার সেনানিবাসে...
13/10/2022

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৩ অক্টোবর ২০২২, বৃহস্পতিবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সাভার সেনানিবাসের সিএমপিসিএন্ডএস প্যারেড গ্রাউন্ড প্রাপ্তে যুক্ত হয়ে বাংলাদেশ সেনাবাহিনীর ৭১ মেকানাইজড ব্রিগেড ও মেকানাইজড ইউনিট সমূহের পতাকা উত্তোলন অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১২ অক্টোবর ২০২২,বুধবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ওসমানী স্মৃতি মিলনায়তন প্রা...
13/10/2022

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১২ অক্টোবর ২০২২,বুধবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ওসমানী স্মৃতি মিলনায়তন প্রান্তে যুক্ত হয়ে কৃষি মন্ত্রণালয় আয়োজিত "বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার ১৪২৫ ও ১৪২৬” অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

#শেখহাসিনা #বাংলাদেশ

আমাদের ধমনীতে মুজিবের রক্ত,এই রক্ত কোনদিনও পরাভব মানেনা।
12/10/2022

আমাদের ধমনীতে মুজিবের রক্ত,
এই রক্ত কোনদিনও পরাভব মানেনা।

এশিয়া -প্যাসিফিক গ্রুপে সর্বোচ্চ ১৬০ টি দেশের ভোট পেয়ে ২০২৩-২৫ মেয়াদে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলে বাংলাদেশ নির্বাচিত।
12/10/2022

এশিয়া -প্যাসিফিক গ্রুপে সর্বোচ্চ ১৬০ টি দেশের ভোট পেয়ে ২০২৩-২৫ মেয়াদে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলে বাংলাদেশ নির্বাচিত।

07/09/2022
এই ইতিহাস ভুলে যাব আজ,আমি কি তেমন সন্তান?যখন আমার জনকের নামশেখ মুজিবুর রহমান!জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তা...
14/08/2022

এই ইতিহাস ভুলে যাব আজ,
আমি কি তেমন সন্তান?
যখন আমার জনকের নাম
শেখ মুজিবুর রহমান!

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা।

❝এই ইতিহাস ভুলে যাব আজ, আমি কি তেমন সন্তান?যখন আমার জনকের নাম, শেখ মুজিবুর রহমান!❞জাতির পিতাকে হারানোর শোক, পরিণত হোক এগ...
14/08/2022

❝এই ইতিহাস ভুলে যাব আজ, আমি কি তেমন সন্তান?
যখন আমার জনকের নাম, শেখ মুজিবুর রহমান!❞

জাতির পিতাকে হারানোর শোক, পরিণত হোক এগিয়ে যাওয়ার প্রত্যয়ে। ১৫ই আগষ্টে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী, বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের ধারাবাহিক ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ, বঙ...
08/08/2022

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী, বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের ধারাবাহিক ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ, বঙ্গবন্ধুর রাজনৈতিক প্রেরণার উৎস, মহিয়সী নারী বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এর ৯২ তম জন্মবার্ষিকীতে আমাদের গভীর শ্রদ্ধাঞ্জলি ।

Congratulations Tamim IqbalFirst Bangladeshi  and 33rd batsman in history to reach 8000 runs in One Day International cr...
05/08/2022

Congratulations Tamim Iqbal

First Bangladeshi and 33rd batsman in history to reach 8000 runs in One Day International cricket.

❤️
05/08/2022

❤️

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, স্বাধীন বাংলাদেশের ক্রীড়া জগতের উজ্জ্বল নক্ষত্র, বীর মুক্তিযোদ্ধ...
04/08/2022

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, স্বাধীন বাংলাদেশের ক্রীড়া জগতের উজ্জ্বল নক্ষত্র, বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকীতে আমাদের গভীর শ্রদ্ধাঞ্জলি ।

বঙ্গবন্ধু জীবনের প্রতিটি মুহূর্তে মানুষের জন‌্য কাজ করেছেন। তার জীবনে ক্ষমতার কোনো লোভ ছিলো না। তিনি দেশের মানুষের জন‌্য...
04/08/2022

বঙ্গবন্ধু জীবনের প্রতিটি মুহূর্তে মানুষের জন‌্য কাজ করেছেন। তার জীবনে ক্ষমতার কোনো লোভ ছিলো না। তিনি দেশের মানুষের জন‌্য আত্মত‌্যাগের নজির রেখে গেছেন। শত কষ্টের পরও কোথাও অন‌্যায়ের কাছে মাথা নত করেননি বঙ্গবন্ধু। পূর্ব বাংলার মানুষের কষ্ট তিনি সহ‌্য করতে পারেননি। ক্ষমতা, পদ-পদবীর লোভের ঊর্ধ্বে থেকে তিনি মানুষের জন‌্য কাজ করে গেছেন।বাঙালির বিজয় যে নিশ্চিত হবে তাতে তিনি নিশ্চিত ছিলেন। এ কারণে তিনি কারাগারে থাকা অবস্থায়ও মনোবল হারাননি। অথচ এই আগস্টেই জাতির কাছ থেকে বঙ্গবন্ধুকে কেড়ে নিয়েছিলেন ঘাতকের দল।
-মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা

জাতির পিতার হত্যার পর দেশের কী উন্নতি হয়েছে? চলে গেলো মার্শাল ল’তে। ক্ষমতা দখল করে কুক্ষিগত করা হলো। তারা ক্ষমতায় এসে পু...
04/08/2022

জাতির পিতার হত্যার পর দেশের কী উন্নতি হয়েছে? চলে গেলো মার্শাল ল’তে। ক্ষমতা দখল করে কুক্ষিগত করা হলো। তারা ক্ষমতায় এসে পুরো নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করে। ইনডেমনিটি দেয়। জাতির পিতার খুনীদের রক্ষা করে। যুদ্ধাপরাধীদের ক্ষমতায় নিয়ে আসে। স্বাধীনতার চেতনা থেকে দেশকে সরিয়ে নিয়ে যাওয়ার সব আয়োজন করলো। মিথ্যা অপবাদ দিয়ে আমাদের চোর ডাকাত বানালো। দেশের মানুষ কী পেলো?--মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা

#শেখহাসিনা #বাংলাদেশ

বিভিন্ন জেলার পুলিশ সুপার হিসেবে সদ্য পদায়িত সকল পুলিশ সদস্যদেরকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা
03/08/2022

বিভিন্ন জেলার পুলিশ সুপার হিসেবে সদ্য পদায়িত সকল পুলিশ সদস্যদেরকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা

সরকার তরুণদের দক্ষ কর্মশক্তি হিসেবে গড়ে তুলতে কাজ করছে : প্রধানমন্ত্রী শেখ হাসিনা ----------   প্রধানমন্ত্রী শেখ হাসিনা ...
03/08/2022

সরকার তরুণদের দক্ষ কর্মশক্তি হিসেবে
গড়ে তুলতে কাজ করছে : প্রধানমন্ত্রী শেখ হাসিনা
----------
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তাঁর সরকার চতুর্থ শিল্প বিপ্লবের প্রযুক্তিগত অগ্রগতির সঙ্গে খাপ নেয়ার লক্ষ্যে সক্ষমতা লাভের জন্য তরুণ প্রজন্মকে দক্ষ কর্মশক্তি হিসেবে গড়ে তুলতে কাজ করছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ তাঁর কার্যালয়ে (পিএমও) জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (এনএসডিএ) প্রথম বৈঠকে বক্তৃতাকালে বলেন, ‘আমরা প্রথমে চাই আমাদের দেশের তরুণ প্রজন্মকে একটি দক্ষ কর্মশক্তি হিসেবে গড়ে তোলা হোক।’

তিনি বলেন, যুব সমাজকে তাদের নিয়মিত অধ্যয়নের পাশাপাশি প্রযুক্তিগত অগ্রগতির সাথে পরিবর্তনশীল বিশ্ব পরিস্থিতি মাথায় রেখে নিজেকে প্রস্তুত করতে হবে, যাতে তারা প্রজন্মের পর প্রজন্ম সমাজে তাদের অবস্থান যথাযথ মর্যাদার সাথে বজায় রাখতে পারে।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।

কোন মতে সার্টিফিকেট অর্জনের জন্য পড়াশোনা না করে নিজেকে দক্ষ করে গড়ে তোলার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, অনেকে শুধু কোন মতে ঘষে-মেজে বিএ, এমএ পাস করেই চাকুরীর পেছনে ছুটে বেড়ায়।
তিনি বলেন, তারা যেন স্বপ্রণোদিত হয়। আমাদের দলের পক্ষ থেকে গড়ে তোলা প্রতিষ্ঠান সিআরআই উদ্যোগ নিয়েছে এবং তার মাধ্যমে ইয়াং বাংলা সেদিকে বিশেষ দৃষ্টি দিয়ে উৎসাহিত করার পদক্ষেপ নিয়েছে।
সরকার প্রধান বলেন, এখন চতুর্থ শিল্প বিপ্লবের যে আভাসটা পাচ্ছি, আমরা পিছিয়ে থাকতে চাই না, বাংলাদেশ পিছিয়ে থাকবে না, সেদিকে লক্ষ্য রেখেই আমাদের জনশক্তিকে আমরা গড়ে তুলতে চাই।

শেখ হাসিনা এ প্রসঙ্গে জাতির পিতার ভাষণের উদ্ধৃতি তুলে ধরেন।
জাতির পিতা বলেছিলেন, ‘শুধু বিএ, এমএ পাশ করে লাভ নেই। আমি চাই কৃষি কলেজ, কৃষি স্কুল, ইঞ্জিনিয়ারিং স্কুল ও কলেজে যাতে সত্যিকারের মানুষ পয়দা হয়। বুনিয়াদি শিক্ষা নিলে কাজ করে খেয়ে বাঁচতে পারবে।’
প্রধানমন্ত্রী বলেন, আমরা এমন ব্যবস্থা চাই যাতে আমাদের দেশের যুব সমাজ সুদক্ষ কারিগর হিসেবে গড়ে উঠে এবং দেশে ও আন্তর্জাতিক পর্যায়ে যথাযথ প্রশিক্ষণ নিয়েই কর্মক্ষেত্রে প্রবেশ করতে পারে। যার যে মেধা আছে, দক্ষতা আছে সেটাও যেন বিকশিত হতে পারে।

শেখ হাসিনা বলেন, আমার কাজ আমি করে খাবো। আমি চাকুরীর পেছনে ছুটবো না, নতুন চাকুরী দিবো। এভাবেই তাদেরকে কিন্তু আমরা উৎসাহিত করে যাচ্ছি। আমাদের যুব সমাজকে সেটাই অনুধাবন করাতে হবে।

তিনি বলেন, যত বেশি দক্ষ জনশক্তি আমরা গড়তে পারবো আমাদের দেশের কাজেও যেমন লাগবে আবার বিদেশেও লাগবে। আমরা চাই আমাদের দেশটা এগিয়ে যাক।

সরকার প্রধান বলেন, বাংলাদেশ বর্তমানে অনুকূল জনমিতিক সুবিধা ভোগ করছে, যা আগামী ২০৩৩ সাল পর্যন্ত বলবৎ থাকবে। প্রতি বছর ২২ লক্ষ কর্মক্ষম যুবগোষ্ঠী শ্রমবাজারে যুক্ত হচ্ছে। কিন্তু শ্রম বাজারে যুক্ত হওয়া যুবশক্তিকে দক্ষ করে গড়ে তোলা সম্ভব না হলে এ জনমিতিক সুবিধাকে জনমিতিক লভ্যাংশে রূপান্তর করা সম্ভব হবে না। তাই এ সুবিধাকে কাজে লাগিয়ে ‘রূপকল্প ২০৪১’ এ পৌঁছানোর পথ সুগম করতে হবে। সেই পথেই বাংলাদেশ যেন এগিয়ে যায়।

বিভিন্ন দেশের শ্রম বাজারে দক্ষ জনশক্তির চাহিদার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, অনেক দেশ এখন বয়োবৃদ্ধের দেশে পরিণত হয়ে গেছে। সেখানে আমাদের বড় বিষয় হলো আমাদের বিপুল সংখ্যক যুব শ্রেণি আছে। কাজেই আমরা চাই শ্রম বাজারে যে সম্ভাবনা দেখা যাচ্ছে সেই সাথে তারা নিজেদেরকে উপযুক্তভাবে গড়ে তুলবে। শুধু শ্রম বাজার না, শ্রম শিল্প সব দিক থেকেই। আমি মনে করি বিশ্ব একটা গ্লোবাল ভিলেজ, কাজেই সব দিকেই উন্মুক্ত হচ্ছে। সেখানে আমাদের অনেক কর্মী বিদেশে কাজও করে। তাদেরকে আমরা চাই দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে।

দক্ষতা সনদ প্রদান এবং দেশে-বিদেশে দক্ষতা মেলা আয়োজন করার কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, দক্ষ জনবল তৈরি হয়েছে বা সম্ভাবনা রয়েছে তা নিয়ে দেশে ও বিদেশে দক্ষতা মেলার আয়োজন করা যেতে পারে। দক্ষতা সনদায়নের ক্ষেত্রে একক সনদায়নের ব্যবস্থা প্রবর্তন ও কার্যকর করতে হবে, যা বিদেশে বাংলাদেশের দক্ষতার ব্র্যান্ডিং হিসেবে কাজ করবে এবং বিদেশের শ্রমবাজারে বাংলাদেশী কর্মীদের গ্রহণযোগ্যতা বৃদ্ধি করবে।

পণ্য বহুমুখীকরণ, রপ্তানি বৃদ্ধি এবং দেশে-বিদেশে বিনিয়োগ প্রসঙ্গে সরকার প্রধান বলেন, আমরা যে বৈদেশিক মুদ্রা অর্জন করি সেখানে শুধুমাত্র রেমিট্যান্সের ওপর নির্ভর করলে আমাদের হবে না। আমাদের এখানে উৎপাদন বাড়াতে হবে এবং বহুমুখীকরণ করতে হবে। রপ্তানির বাস্কেটটাও আমাদের বাড়াতে হবে। সেখানে আরও কি কি পণ্য আমরা রফতানি করতে পারি তার জন্য নতুন বাজার আমাদের খুঁজে বের করতে হবে। সে পণ্য আমরা কিভাবে উৎপাদন করতে পারি অথবা আমরাও কিভাবে বিদেশে বিনিয়োগ করতে পারি সেই চিন্তাও থাকতে হবে। শুধুমাত্র আমরা বিনিয়োগ আনবো তা নয়, আমরা বিনিয়োগ করতেও পারবো। সব কিছুর মাঝে আমার সবচেয়ে বেশি প্রয়োজন দক্ষ জনশক্তি।

বৈঠকে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস ও এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।

-বাসস

#শেখহাসিনা #বাংলাদেশ

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার (৩১ জুলাই ২০২২) তাঁর কার্যালয়ে "জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ"-এর গভর্নিং বোর্...
01/08/2022

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার (৩১ জুলাই ২০২২) তাঁর কার্যালয়ে "জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ"-এর গভর্নিং বোর্ডের প্রথম সভায় বক্তব্য রাখেন।

#গভর্নিং_বোর্ড #সভা #শেখহাসিনা #বাংলাদেশ

From the days of Bengal renaissance, dreaming big has been distinct Bengali quality. That is why Gopal Krishna Gokhale s...
28/07/2022

From the days of Bengal renaissance, dreaming big has been distinct Bengali quality. That is why Gopal Krishna Gokhale said: “What Bengal thinks today, India thinks tomorrow”. Bengal was broken up by the 1947 Partition, but great Bengalis never ceased to dream big in post-colonial South Asia.

Bangabandhu Sheikh Mujibur Rahman dreamt real big, far ahead of his times, as he conjured the vision of ‘Sonar Bangla’ (Golden Bengal). In 1974, as Indira Gandhi’s India exploded its first nuclear device at Pokhran, Bangabandhu drew up an ambitious project to launch a satellite in space.

Revival of his grandfather’s dream is Sajeeb Wazed Joy’s one of the many contributions to Bangladesh, which at 51, is dreaming and making it big. The satellite, named after Bangabandhu, went up in 2018 to make Bangladesh the 57th nation to send a geostationary communication satellite into orbit.

From the days of the Bengal renaissance, dreaming big has been distinct Bengali quality. That is why Gopal Krishna Gokhale said: “What Bengal thinks today, India thinks tomorrow”. Bengal was broken up by the 1947 Partition, but great Bengalis never ceased to dream big in post-colonial South Asia.

Joy, who has turned 51 today, is widely credited for unleashing the country’s digital transformation, making the Awami League’s 2008 electoral promise of Digital Bangladesh a reality. He also foresaw Bangladesh’s remarkable economic turnaround much before it had begun.
Joy prefers substance, not rhetoric and the interviews he gives are marked by straight, simple answers minus the usual jargon loved by the high and the mighty. During the pandemic, he just kept insisting on following health guidelines, repeating the advice again and again until it sank into the national consciousness. Using the CRI’s Let’s Talk programme, he urged young Bangladeshis to act rather than debate endlessly.
As his mother Prime Minister Sheikh Hasina’s ICT adviser, Joy has presided over the pe*******on of GenNext InfoTech into all spheres of life – from online schooling to digital monetary transactions.

Bangladesh has got the best of that digital transformation during the coronavirus catastrophe across the world. It managed to keep its economy going through a wide spectrum of digital activities, including telemedicine, virtual court, and delivering money to poor people through mobile platforms and e-commerce. Its better growth trajectory during COVID than its bigger neighbours owes much to this all-encompassing digitalisation.

A University of Texas graduate in Computer Engineering and a Harvard post-graduate in Public Administration, Joy is more drawn to InfoTech than politics. Being the first grandson of Bangabandhu and the only son of Hasina, entry into politics should have come easy and natural to Joy. But he has remained content as his mother’s ICT adviser, pushing for digitalisation in all spheres of national life and creating a unique digital consciousness that will help Bangladesh overcome the forthcoming challenges of economic growth as the country moves to a middle-income economy well before the target dates.

As the chairperson of the Centre for Research and Information (CRI) of Awami League, Joy is giving wings to his dreams to create a GenNext of super-achievers.

With his CRI team, he launched a series of interactive programs with young Bangladeshis. The Joy Bangla Youth Award, the country’s first initiative to recognise, award and network young changemakers, is CRI’s signature programme.

The Joy Bangla Youth Award has helped showcase silent but transformational initiatives – from educating street children in Dhaka to helping the poor and vulnerable tea worker communities in Sylhet. Most global experts credit Bangladesh’s amazing economic turnaround to its silent but more significant social transformation — and Joy’s place as a youth icon is indisputable.

Joy prefers substance, not rhetoric and interviews he gives are marked by straight, simple answers minus the usual jargon loved by the high and the mighty. During the pandemic, he just kept insisting on following health guidelines, repeating the advice again and again until it sank into the national consciousness. Using the CRI’s Let’s Talk programme, he urged young Bangladeshis to act rather than debate endlessly.

Born amidst the turmoil of the 1971 Liberation War, Joy’s childhood was bereft of joy.

As a child, he had to come to terms with the ‘Midnight Massacre’ on the fateful night of Aug 15, 1975, when Bangabandhu was gunned down with much of his family. Only Hasina and her sister Sheikh Rehana with their families survived the horrific carnage. But in the unfolding of ‘Daughter’s Tale’, the amazing CRI-driven docu-feature on the horror-to-light story that encapsulates Bangladesh’s amazing transformation under Hasina, Joy has played his role as a silent game-changer. The Child of 1971 is the Youngman of 2021, carrying forward the flag of hope, passionately holding high the values of the great Liberation War and ceaselessly working on the contours of future growth that is making Bangladesh a rising Asian Tiger.

শুভ জন্মদিন ❤️জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর দৌহিত্র  ডিজিটাল বাংলাদেশের  স্বপ্নদ্রষ্টা মাননীয় প্রধানমন্ত্রীর...
27/07/2022

শুভ জন্মদিন ❤️

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর দৌহিত্র ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ
বিষয়ক উপদেষ্টা ৷
-- সজীব ওয়াজেদ জয়

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর দৌহিত্র  ডিজিটাল বাংলাদেশের  স্বপ্নদ্রষ্টা মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযো...
26/07/2022

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর দৌহিত্র ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ
বিষয়ক উপদেষ্টা : সজীব ওয়াজেদ জয়
এর জন্মদিনের শুভেচ্ছা

আওয়ামী লীগ সবসময় মানবতার সেবা করে আসছে--মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন ...
26/07/2022

আওয়ামী লীগ সবসময় মানবতার সেবা করে আসছে--মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা

মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা বলেন,আওয়ামী লীগ সবসময় মানবতার সেবায় এগিয়ে আসে। আমরা ক্ষমতায় থাকলে জনগণের সেবা করি। আর বিএনপি ক্ষমতায় থাকা মানে হলো দুর্নীতি, সন্ত্রাস, অর্থপাচার, মানব পাচারের সঙ্গে যুক্ত থাকে। কারণ তারা মুচলেকা দিয়ে ক্ষমতায় আসে।

#মানবতা #জনগণ #শেখহাসিনা #আওয়ামীলীগ #বাংলাদেশ

পিএম অফিস ঘেরাও করতে এলেও বিএনপিকে বাধা দেবে না পুলিশ--মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী বলেন,আমি তো বলে দিয়...
26/07/2022

পিএম অফিস ঘেরাও করতে এলেও বিএনপিকে বাধা দেবে না পুলিশ--মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী বলেন,আমি তো বলে দিয়েছি- তারা যদি প্রাইম মিনিস্টার অফিসও ঘেরাও করতে আসে পুলিশ তাদের যেন বাধা না দেয়। বিশেষ করে বাংলা মোটরে বাধা দেওয়া, এটা সম্পূর্ণ বন্ধ করে দিয়েছি। আসুক না, হেঁটে হেঁটে যতদূর আসতে পারে কোনো আপত্তি নেই। আমি চা খাওয়াব, বসাব, কথা বলতে চাইলে শুনব। কারণ, আমি গণতন্ত্রে বিশ্বাস করি। তবে যদি বোমাবাজি করে, ভাংচুর করে- বাধা দেব। সেটা করলে উপযুক্ত জবাব পাবে।

#আন্দোলন

আমলাতান্ত্রিক মনোভাব বাদ দিয়ে জনগণের খাদেম হিসেবে দায়িত্ব পালন করতে হবে- জনপ্রশাসন পদক-২০২২ অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্...
26/07/2022

আমলাতান্ত্রিক মনোভাব বাদ দিয়ে জনগণের খাদেম হিসেবে দায়িত্ব পালন করতে হবে
- জনপ্রশাসন পদক-২০২২ অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রজাতন্ত্রের মালিক জনগণ। তাদের জীবনমান উন্নয়ন আমাদের সকলের দায়িত্ব। তাই সকলে অতীতের আমলাতান্ত্রিক মনোভাব বাদ দিয়ে জনগণের খাদেম হিসেবে দায়িত্ব পালন করবেন।

#প্রজাতন্ত্র #শেখহাসিনা #জনপ্রশাসন #বাংলাদেশ

যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের ঈদ উপহার দিলেন মাননীয় প্রধানমন্ত্রী
13/07/2022

যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের
ঈদ উপহার দিলেন
মাননীয় প্রধানমন্ত্রী

“আমার একমাত্রশক্তি জনগণপদ্মা সেতু করতে পেরেছিআপনাদের সাহসে”- মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাপদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে দ...
12/07/2022

“আমার একমাত্র
শক্তি জনগণ
পদ্মা সেতু করতে পেরেছি
আপনাদের সাহসে”

- মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা
পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে দেওয়া এক বাণীতে, ২৫ জুন ২০২২

"রোহিঙ্গারা বাংলাদেশের জন্য বিরাট বোঝা "----মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা(পররাষ্ট্র মন্ত্রণালয়ের নবনির্মিত ৮ তলা অফিস ...
12/07/2022

"রোহিঙ্গারা
বাংলাদেশের জন্য
বিরাট বোঝা "

----মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা
(পররাষ্ট্র মন্ত্রণালয়ের নবনির্মিত ৮ তলা অফিস ভবন উদ্বোধনকালে, ৭ জুলাই ২০২২)

ঈদ মোবারক!ঈদুল আজহার মর্মবাণী অন্তরে ধারণ করে সুখী, সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলুন - মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা
11/07/2022

ঈদ মোবারক!

ঈদুল আজহার মর্মবাণী অন্তরে ধারণ করে সুখী, সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলুন - মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা

10/07/2022

'তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।'

সর্বস্তরের জনসাধারণকে জানাই পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা।

আসুন, পবিত্র কোরবানির ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে দেশ ও দেশের মানুষের কল্যানে সবাই একসাথে কাজ করি এবং জ্ঞানভিত্তিক ও সমৃদ্ধ অর্থনীতির বাংলাদেশ প্রতিষ্ঠা করি।

নিজে ও পরিবারের সকলকে করোনার প্রকোপ থেকে রক্ষা করতে স্বাস্থ্যবিধি মেনে চলুন।

ঈদ মোবারক।

“ঈদ মোবারক” 🌙
10/07/2022

“ঈদ মোবারক” 🌙

"শান্তি, সহমর্মিতা, ত্যাগ ও ভ্রাতৃত্ববোধেরশিক্ষা দেয় ঈদুল আজহা"----মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা(ঈদুল আজহা উপলক্ষে দেয়...
10/07/2022

"শান্তি, সহমর্মিতা, ত্যাগ ও ভ্রাতৃত্ববোধের
শিক্ষা দেয় ঈদুল আজহা"

----মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা
(ঈদুল আজহা উপলক্ষে দেয়া বাণীতে, ১১ আগস্ট ২০১৯

বাংলাদেশের অকৃত্রিম বন্ধু, জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে আততায়ীর গুলিতে মৃত্যু বরণ করেছেন।তার মৃত্যুতে গভীর শোক ...
09/07/2022

বাংলাদেশের অকৃত্রিম বন্ধু, জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে আততায়ীর গুলিতে মৃত্যু বরণ করেছেন।

তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি।

আমাদের উন্নয়নের সমস্ত পরিকল্পনাটা হয় একেবারে তৃণমূল পর্যায় থেকে--মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী বলেন,আমরা...
09/07/2022

আমাদের উন্নয়নের সমস্ত পরিকল্পনাটা হয় একেবারে তৃণমূল পর্যায় থেকে--মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী বলেন,আমরা এভাবে চিন্তা করিনি যে শুধুমাত্র ধনী থেকে ধনী হোক। আমরা চেয়েছি একেবারে তৃণমূল পর্যায়ে অবহেলিত মানুষগুলো; আমি নিজে যাদের দেখেছি ৮১ সালে আসার পর, সারা বাংলাদেশ যখন ঘুরেছি। তাদের গায়ে কাপড় নেই, পরনে ছিন্ন একটা বস্ত্র, পায়ে কোনো জুতা-স্যান্ডেল নেই, তাদের শরীরে কোনো মাংস ছিল না-হাড় আর চামড়া ছাড়া। মনে হতো যেন একেকটা কঙ্কাল হেঁটে বেড়াচ্ছে। এ রকম বিভিন্ন এলাকায় আমি নিজে আমার সচক্ষে দেখেছি। স্বাভাবিকভাবে আমাদের লক্ষ্যই ছিল এই মানুষগুলোর ভাগ্য আমাদের পরিবর্তন করতেই হবে। প্রথম পাঁচ বছরে আমাদের প্রচেষ্টাই ছিল অন্তত তাদের গায়ে একটু কাপড় হবে। পায়ে নিদেনপক্ষে এক জোড়া রাবারের চপ্পল হলেও হবে। কিন্তু সেটুকু আমরা করতে পেরেছিলাম। তারপরে মাঝখানে আমরা ক্ষমতায় আসতে পারিনি এটা ঠিক।

Address

Rangpur City
Rangpur
5402

Alerts

Be the first to know and let us send you an email when Ariful Islam Fazal Rabby posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ariful Islam Fazal Rabby:

Share



You may also like