Mahadi Hasan Muaz's Mummy

Mahadi Hasan Muaz's Mummy - Mother is the best gift from Allah❤

- Every mother is
Jannat ❤️❤️❤️❤️❤️❤️
(6)

কিছু কাজ লোক দেখিয়ে করাই ভালো তাতে যদি কারো উৎসাহ হয় মন্দ কিসের।যে যার সামর্থ অনুযায়ী এগিয়ে আসা উচিত।আল্লাহ কখন কাকে নিঃ...
23/08/2024

কিছু কাজ লোক দেখিয়ে করাই ভালো তাতে যদি কারো উৎসাহ হয় মন্দ কিসের।
যে যার সামর্থ অনুযায়ী এগিয়ে আসা উচিত।
আল্লাহ কখন কাকে নিঃস্ব করবে কেউ জানেনা।
আজেবাজে ব্লগারদের দিতে ভরসা পাচ্ছেন না সমস্যা নাই বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান As sunnah Foundation
সেখানে দিতে পারেন।
আলহামদুলিল্লাহ আমি দিয়েছি আমার সামর্থ অনুযায়ী।

22/08/2024

যারা আটকে আছেন ছাদে, অনুগ্রহ করে লাল কাপড় 🚩টাংগিয়ে রাখুন, হেলিকপ্টার এর খুজতে সুবিধা হবে। ২০ মিনিট পর পর হেলিকপ্টার যাচ্ছে।

“বাংলাদেশ“ বন্যাদুর্গতদের উদ্ধারে সেনাবাহিনীর ফোন নম্বর:নোয়াখালী ০১৭৬৯-৩৩১৫১৯, ০১৭৬৯-৩৩১৫২০ চাঁদপুর ০১৮১৫-৪৪০৫৪৩, ০১৫৬৮-...
22/08/2024

“বাংলাদেশ“ বন্যাদুর্গতদের উদ্ধারে সেনাবাহিনীর ফোন নম্বর:
নোয়াখালী ০১৭৬৯-৩৩১৫১৯, ০১৭৬৯-৩৩১৫২০
চাঁদপুর ০১৮১৫-৪৪০৫৪৩, ০১৫৬৮-৭৩৪৯৭৬
ফেনী ০১৭৬৯-৩৩৫৪৬১, ০১৭৬৯-৩৩৫৪৩৪
লক্ষীপুর ০১৭২১-৮২১০৯৬, ০১৭০৮-৭৬২১১০
কুমিল্লা ০১৩৩৪-৬১৬১৫৯, ০১৩৩৪-৬১৬১৬০

22/08/2024

বাঁধের বদলে বাধ একটা লস প্রজেক্ট এর বদলে চিনের হোয়ানহো নদী শাসনে যে সিস্টেম ইউস করে ওটাই আমাদের জন্য পারফেক্ট হবে । বাধের বদলে বাঁধ দিলে আমাদেরই লস , কারন একসময় পানির চাপে তা ভেঙ্গে যাবেই । তার চেয়ে চ্যানেলের গভীরতা বাড়িয়ে , আশেপাশের নদীর প্রস্থ কমিয়ে, ওই জায়গায় ওয়াটার রিজার্ভার সিস্টেম বানাতে হবে । ফলে নদীর গভীরতা বেশি হওয়ায় ভূগর্ভের পানির লেভেলও ঠিক থাকবে , আবার বন্যার সময়ের অতিরিক্ত আসা পানির চাপকে ওয়াটার রিজার্ভার রিজার্ভ করে নদীর পানির অতিরিক্ত অংশ ব্যবহার করা যাবে । শুষ্ক মৌসুমে এই পানিকে সেচ ও অন্যান্য কাজে ইউস করতে পারব , এবং এবং নিয়ম করে তা ছেড়ে দিয়ে নদীর স্রোতকে বাচিয়ে রাখতে পারব । এবং বর্ষার আগেই তা খালি হয়ে যাবে এবং বর্ষায় তা আবার ভরবে । এই প্রজেক্টের স্থায়ী সুফলও পাওয়া যাবে । চিনের অফার করা তিস্তা প্রজেক্টও এইভাবেই করার কথা ছিল ,16 বছর ক্ষমতায় থাকা জালেম সরকার তো রাজিই হলও না তার স্বামীর কথা ভেবে । এখন এটা টেকসই সমাধান।

লিখাটি যুক্তি যোগ্য মনে হলে কাইন্ডলি লেখাটি শেয়ার করুন

22/08/2024

ভাই আমরা ৩ ছাদে ৩৭ জন আছি,পানি অনেক জোরে উঠতেছে, হয়তো ৩০ মিনিটের মদ্দে ছাদ ডুবে, আমাদের উদ্দ্বার করেন।।।
ফেনী, ফাজিলপুর, একতা ক্লাব
নিহান: 01871957285
Borhan : 01825368926

07/08/2024

ব্যর্থ মানুষের আক্রোশ ভয়ংকর! সে কোনদিনও আপনার অর্জন মেনে নেবে না! আপনাকে যেন তেন ভাবে আক্রান্ত করায় তার আনন্দ!
©

গুমে থাকতে তিন বেলায় খুব বাজে দূর্গন্ধ যুক্ত বাটিতে পঁচা খাবার দেয়া হত। মনে হত কেউ খেয়ে মাখিয়ে আমাদের দিয়েছে। প্রথম প্রথ...
06/08/2024

গুমে থাকতে তিন বেলায় খুব বাজে দূর্গন্ধ যুক্ত বাটিতে পঁচা খাবার দেয়া হত। মনে হত কেউ খেয়ে মাখিয়ে আমাদের দিয়েছে। প্রথম প্রথম খেতে পারতাম না। পরে বাধ্য হতাম।

দেখলাম যে রোজা রাখলে দুপুরের খাবারের বদলে ছোলাবুট দেয়। মাঝে মাঝে সাথে একট পেয়েজু বা অন্য কিছু থাকে। আর সকালের খাবারের বদলে রাতেই দুইটা রুটি দেয়। তাই আগেই বলে রাখতে হয়।

তো আমি করলাম কি, লাগাতার রোজা রাখার চেষ্টা করতাম। একে তো সাওয়াব। তার সাথে সাথে তিন বেলা তিন রকমের খাবার। আর ওই দূর্গন্ধযুক্ত বাটি থেকে কিছুটা মুক্তি। ইফতার করতাম, আর রাতেই সেহরীর জন্য দেয়া রুটি খেয়ে নিতাম। মাঝে মাঝে রুটি এত বাজে পড়তো, মনে হত যেন কেমিক্যাল মিশিয়ে দিয়েছে।

একবার এমন হয়েছে যে, রুটি বাদ, সেহেরীর জন্যও ভাত-তরকারী। পঁচা মাছ দিলে আমি সেটা খেয়ে নিতে পারতাম। কিন্তু সেটাও বাদ দিয়ে মাছের মাথার কাটা দিয়ে কি একটা বিভৎস তরকারী দিত। তাও আবার রাতে দুইবার। দ্বিতীয়টা সেহেরীর জন্য। আমি একবার আইয়ামে বীজের তিন রোজা রাখার জন্য টানা তিনদিন শুধু ইফতার করেছি, আর কিছু খাই নি। শেষ দিন বাধ্য হয়ে জীবনের প্রথমবারের মত ওই নোংরা ভাতগুলো ধুয়ে পরিষ্কার করে, এরপর খেয়েছি - পানি মিশিয়ে। কি যে স্বাদ লেগেছিল।

তাদের ক্যান্টিনের যেসব মাছ বিক্রি হতো না। সেগুলো ভেজে আমাদেরকে দিতো। আমাদের জন্য পার মিল যত টাকা বরাদ্দ ছিল, সেগুলোর ১০ ভাগের এক ভাগও আমাদের জন্য ব্যবহার করতো না। সেইটা তারা নিজেদের পকেটই ঢুকাতো।

এরপরও বেশী বেশী রোজা রাখতে চাইলে এদের অনেকে গালমন্দ করতো। একবার একটা বলে আমরা কি মুসলমান না? আমরা জানি না রোজা কি, কয়ডা রাখতে হয়?- এই টাইপের কথা।
ওইটাকেই যাক্কুম বৃক্ষের মত বলা হয়েছিল।
যাক্কুম বৃক্ষের ঘটনাটা নিশ্চয়ই পড়েছেন?

- প্রতিটি লাইনে আমার চোখের অশ্রু ঝরেছে, মানুষ এতো নির্মম কিভাবে হয়? ক্ষমতায় টিকে থাকতে একজন মানুষ কতটা নির্মম হতে পারে, কিভাবে তিনি নামাযের কথা বলতেন???
- তিনি কি মুসলমান???
- এক মুসলমান কিভাবে অন্য মুসলমানকে কষ্ট দিতে পারে????

©

কি লাভ রিকোয়েস্ট এক্সেপ্ট করে?
12/07/2024

কি লাভ রিকোয়েস্ট এক্সেপ্ট করে?

09/07/2024

“স্ত্রীর প্রতি বেইনসাফকারী স্বামী কেয়ামতের দিন বিক*লাঙ্গ হয়ে উঠবে”

তিরমিযি ১১৪১

আমার অবস্থা এমন।কার কার এমন মনে হয়?      .
04/07/2024

আমার অবস্থা এমন।
কার কার এমন মনে হয়?


.

আমার একটা নিজের সংসারের খুব শখ, সম্পূর্ণ আমার অধিকার থাকবে যে সংসারে।যদি কখনো মাঝরাতের ঝুম বৃষ্টিতে ইচ্ছে করে খিচুরী খেত...
03/07/2024

আমার একটা নিজের সংসারের খুব শখ, সম্পূর্ণ আমার অধিকার থাকবে যে সংসারে।

যদি কখনো মাঝরাতের ঝুম বৃষ্টিতে ইচ্ছে করে খিচুরী খেতে, তবে বিনা দ্বিধায় যা করা যাবে,
কিংবা কোন সন্ধ্যাবেলায় যদি ইচ্ছে করে ফুচকা খেতে, তা যেন বানিয়ে খেতে পারি, কোন কৈফিয়ত দেয়া ছাড়া।

যেখানে কখনো হিসেব দিতে হবে না যে, চিনি কেন মাসের আগে শেষ হয়ে গেল,তেল কেন বেশী খরচ করি।

যেখানে কোনো নতুন রেসিপি বানানোর সময় ভয়ে ভয়ে থাকতে হয় যে, যদি ভাল না হয়, অপচয়ের অপবাদ গায়ে মাখতে হবে।

যেখানে গোসলের আগে চুল আচড়ানো নিয়ে কিংবা পানি বেশী খাওয়া নিয়ে কথা শুনতে হবে না ( হাস্যকর শুনতে হলেও এসব সত্যি)

যে সংসারে ইচ্ছে মতো মেহমানদারী করা যাবে, মেহমানদের সাথে হেসে কথা বলা নিয়ে কৈফিয়ত দিতে হবে না।

বিকেলের অবসরে ছাদে যাওয়া নিয়ে কোন কথা শুনতে হবে না, কিংবা কোনদিন জোস্নারাতে খুব মন কেমন করা নিয়ে ঘুমোতে যেতে হবে না।

সকালের ঘুম দেরিতে ভাংলে কিংবা দুপুরের ঘুম সময়মতো না ভাঙলে ভয়ে ভয়ে থাকতে হবে না।

যেখান সাধারন অসুস্থতার সময় কিংবা পিরিয়ড এর যন্ত্রণাময় দিনগুলোতে কাজ একটু কম করলে, কেউ মুখ কালো করে কথা শোনাবে না।

প্রতিটি মেয়ের মনের ভেতর আজীবন লালিত হয়, নিজস্ব একটা সংসারের, Universal Truth এর মতো সত্যি এটা। অধিকাংশ মেয়েই সেটা পায় না, আমাদের সমাজ ব্যবস্থাটাই এমন,যেখানে আলাদা সংসার করাটা বাঁকা চোখে দেখা হয়।
কিন্তু যৌথ পরিবারে ঠিক কতটা সংসার করা হয়, মানসিক শান্তিতে থাকা হয়, সেটা কেউ তলিয়ে দেখে না।
দাম্পত্য জীবনে প্রাইভেসি টা অনেক বড় জিনিস, যেটা অধিকাংশ মেয়েই পায় না।

স্বামীদের দায়িত্ব এখানে বিশাল, সদ্য পরিবার ছেড়ে আসা মেয়েটা তার সবটুকু ছেড়ে আপনার কাছেই কিন্তু আসে, আর আপনি, পরিবারের সবার সাথে বসে তাকে জাজ করেন ( অবশ্য সবাই এমন না)

প্রতিটি মেয়ের যেন নিজের একটা সংসার হয়, খুব করে চাই আমি, এই বৃষ্টি মুখর বিকেলের প্রার্থনায়।
যেন তার বৃষ্টিভেজা ছাদে গিয়ে চা খাওয়া কিংবা সময় কাটানো নিয়ে কারো প্রশ্নের সম্মুখীন হতে না হয়।
লেখা: সংগ্রহ

শুক্তানি ভাজি,শুধু রংপুর বিভাগের লোকেরাই চিনবে।পাটশাক শুকিয়ে রাখা হয় আর সারাবছর এভাবে খাওয়া হয়।         #শুক্তানি
14/06/2024

শুক্তানি ভাজি,শুধু রংপুর বিভাগের লোকেরাই চিনবে।
পাটশাক শুকিয়ে রাখা হয় আর সারাবছর এভাবে খাওয়া হয়।




#শুক্তানি

মা তাঁর গ্র্যাজুয়েট ছেলের কাছে আবদার করেনবাবা, এবার দুই লাখ টাকা দামের গরু  দিয়ে কুরবানী দিবি! বড় গরুর মাংস খেতে ইচ্ছে ক...
13/06/2024

মা তাঁর গ্র্যাজুয়েট ছেলের কাছে আবদার করেন
বাবা, এবার দুই লাখ টাকা দামের গরু দিয়ে কুরবানী দিবি! বড় গরুর মাংস খেতে ইচ্ছে করছে।

ছেলে ছুটে গিয়ে স্ত্রীর হাত খরচের জমানো টাকার ডিপিএস টা ভেঙে গরু কেনার জন্য দেড় লাখ টাকার বাজেট দুই লাখ টাকায় উত্তীর্ণ করে।

যেটাকা মেয়ে জমিয়েছে, মায়ের চোখের ছানি অপারেশন করানোর জন্য।

অন্যদিকে মেয়ের মৃত্যুপথযাত্রী মা তাঁর পোস্ট-গ্র্যাজুয়েট মেয়েকে অনুরোধ করেন, মারে চোখে ছানি পড়েছে, সাদা -কালো ছাড়া আর কোনো রঙ দেখি না, তোর মসৃণ ফর্সা সুন্দর মুখটা একবার দেখতে মন চায়, খুবই মন চায়...

শুনেছি চোখের নিচে কালি পড়েছে, সিল্কি চুলে পাক ধরেছে, ক্ষণিকের জন্য একটু আসবি মা!

আঁচলে মুখ লুকিয়ে মেয়ে অপারগতা জানায়,
না, মা সম্ভব নয়,শ্বশুর বাড়িতে কাজ আছে।
পরজনমে বয়স যখন ষোলোই ঠিক তখন তো কাঁচা চুলই দেখতে পাবে সাথে ফর্সা মসৃণ মুখ...
অহেতুক পাকা চুল দেখে কী করবে!

ছেলেদের মা থাকে, সেখানে আবদার থাকে।
আদেশ করা যায়, অভিমান করা যায়, অভিযোগও করা যায়।

কিন্তু মেয়েদের মা থাকতে নেই,
মেয়েদের থাকবে সংসার, স্বামী, সন্তান আর সান্ত্বনা।

এই তো আছি বেশ।🙂©️

নিজ বাড়ির সবকিছু প্রিয়💜💜অনেক বছর পর বাবার বাড়ির আম খাওয়া আলহামদুলিল্লাহ 🥭🥭🥭🥭🥭🥭
09/06/2024

নিজ বাড়ির সবকিছু প্রিয়💜💜
অনেক বছর পর বাবার বাড়ির আম খাওয়া আলহামদুলিল্লাহ 🥭🥭🥭🥭🥭🥭



I've received 4,000 reactions to my posts in the past 30 days. Thanks for your support. 🙏🤗🎉
25/07/2023

I've received 4,000 reactions to my posts in the past 30 days. Thanks for your support. 🙏🤗🎉

23/07/2023

আমাদের রবের পরিকল্পনা সবার উপরে আলহামদুলিল্লাহ
সকল প্রশংসা তার জন্য

21/07/2023

আড্ডা লাইভ

20/07/2023

ফেসবুকের ভাইরাল হওয়া সেই পাতাবাহার পটল ভাজি রেসিপি

19/07/2023

দুপুরের রান্নাবান্না

18/07/2023

কচুর ফুল যে একবার খাবে সে বারবার খেতে চাইবে
এতটা মজাদার।অনেক বছর পর এটা খেলাম গ্রাম থেকে
দেওয়া মায়ের ভালোবাসা

16/07/2023

রাতের রান্নাবান্না

16/07/2023

আকাশ মেঘলা দেখলেই ভাজাপোড়া খেতে মন চায়
আর বানিয়েও ফেললাম
#ভাজাপোড়া #পেঁয়াজু #পেঁয়াজুরেসিপি

15/07/2023

দুপুরের রান্না

14/07/2023

আসসালামু আলাইকুম

13/07/2023

বাসায় আটা / ময়দা কিছু না থাকলে বাচ্চা কেক খাওয়ার
আবদার করলে এভাবে বানিয়ে দিতে পারেন

আপনারা কি  নাম বলেন এগুলোর? আমরা গুলগুলি বলি,গরম গরম খেতে ভিষণ মজাএইটা আমার ছোট ভাই প্রতিদিন বিকেলে আমার জন্য বাজার থেকে...
12/07/2023

আপনারা কি নাম বলেন এগুলোর?
আমরা গুলগুলি বলি,গরম গরম খেতে ভিষণ মজা
এইটা আমার ছোট ভাই প্রতিদিন বিকেলে আমার জন্য বাজার থেকে নিয়ে আসতো❤️❤️
আর এখন হাসবেন্ড নিয়ে আসে আলহামদুলিল্লাহ

Address

Rangpur

Alerts

Be the first to know and let us send you an email when Mahadi Hasan Muaz's Mummy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mahadi Hasan Muaz's Mummy:

Videos

Share

Category

Nearby media companies



You may also like