LogyFull

LogyFull Hi there it's a Information disclosure page. I hope you followed the page and stay tuned.

21/12/2023

প্রতিটা ছেলেরে অন্তরের চাওয়া !! `ঘুম` ♥️🙂

07/12/2023

ফেরাউন এসেছিলো, চলে গেছে!
নমরুদ এসেছিলো, চলে গেছে!
কিন্তু ইসলাম সেদিনও ছিলো, আজও আছে ভবিষ্যতেও থাকবে!
ইনশাআল্লাহ!!

06/04/2023

Best Motivatione Ever

Watch the video..
30/03/2023

Watch the video..

মহাবিশ্ব কি? What's the Universe? আল্লাহর সৃষ্টি দেখে অবাক হবেন আপনিও । Make Exist 🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻Hope you will enjoy our exclusive vide...

—ছোটবেলায় ভাবতাম নৌবাহিনীরা মনে হয় নৌকা চালায়.! 😑
23/03/2023

—ছোটবেলায় ভাবতাম

নৌবাহিনীরা মনে হয় নৌকা চালায়.! 😑

21/02/2023

প্রতিদিন ``বাম হাতের`` জন্যে নির্দিষ্ট কিছু কাজ রেখে দিন !

এতে করে আপনার ব্রেনে নতুন নিউরন তৈরি হবে । যার মাধ্যমে মস্তিষ্কের এক অংশ অন্য অংশের সাথে দ্রুত যোগাযোগ করতে পারবে ।।

 আমি অধ্যাপক আর আমার স্ত্রী হাইস্কুলের শিক্ষিকা।সকাল বেলায় আমার গিন্নির মেজাজ আর চায়ের জল এক সংগে ফুটতে থাকে।আজ হঠাৎ গিন...
10/02/2023



আমি অধ্যাপক আর আমার স্ত্রী হাইস্কুলের শিক্ষিকা।

সকাল বেলায় আমার গিন্নির মেজাজ আর চায়ের জল এক সংগে ফুটতে থাকে।

আজ হঠাৎ গিন্নির আদেশ হলো - তিতলির (আমার মেয়ের নাম) স্কুল থেকে ডাক এসেছে, তোমাকে যেতেই হবে। অংকের দিদিমণি দেখা করতে চেয়েছেন।

অগত্যা যেতেই হলো।

গিয়ে দেখি, বিশাল একটা হলঘরে চশমা আঁটা অংকের দিদিমণি বসে আছেন।

গম্ভীর গলায় ডাকলেন - অনন্যা পাল। সেই ডাকে অনন্যার মা উঠে দাঁড়ালেন। চললো অনন্যা কোন কোন অংক পারেনি তার বিশ্লেষণ। তার সংগে পাল্লা দিয়ে চললো, বেচারা অনন্যার মায়ের তীব্র আস্ফালন।
- এতগুলো টাকা খরচ করে মাষ্টার রেখেছি। আজ বাড়ি চল, তোর হাত-পা ভাঙব!

পল্লবীর মা আর বাড়ি পর্যন্ত অপেক্ষা করলেন না। তিনি হলের মধ্যেই পল্লবীর চুলের মুঠি ধরে কয়েকটা চড় মেরে বললেন - আজ তোর বাবা বাড়িতে আসুক। দেখবি ফাঁকি মারার কত মজা!

আর টুম্পার বাবা - টুম্পা তিনটে অংক ভুল করায় তীক্ষ্ণ কন্ঠে বললেন - সামনের তিনদিন টুম্পার খাওয়া বন্ধ !!!

এভাবেই কেটে গেল অনেকটা সময়।
অবশেষে ডাক এলো - তিতলি চ্যাটার্জ্জী, মানে আমার মেয়ে, যার জন্য এখানে আমার আসা।

দিদিমনি বলে চললেন - আপনার মেয়ে তো অর্ধেক অংকই পারেনি!

আমি বললাম
- অর্ধেক অংক তো পেরেছে। আর একটু বড় হলে বাকিটা শিখে নেবে। আপনি টেনশন করবেন না, ম্যাডাম।

- আপনি কনফিডেন্ট?

- নিশ্চিত। আসলে কি জানেন ম্যাডাম, আমি আর তিতলির মা, মাধ্যমিকে দুজনে মিলে অংকে ১০০ তুলতে পারি নি। তবুও আমার অধ্যাপক হওয়া কিম্বা তিতলির মায়ের রাগী দিদিমণি হতে কোন অসুবিধেই হয় নি!

তিতলি খুশী হয়ে বলল --
- বাবা, আজ বিরিয়ানী খাব।

আমি বললাম - টুম্পাকেও ডাকিস। ওর বাবা ওকে তিন দিন খেতে দেবে না বলেছে !!!!

*বাড়তি চাপ দিয়ে ছেলেমেয়েকে টেনশন দেবেন না। টেনশন নেওয়ার জন্য তো সারা জীবনটা পড়ে রইল ওরা যেদিন নিজে বুঝবে ঠিক শুধরে যাবে।*
★লেখা সংগৃহীত

ভেবেছিলাম আর্জেন্টিনা কেও সাথেনিয়ে ল্যাতিন আমেরিকায় উড়াল দিবো।তা আর হলোনা।ঘাট্টি নিয়ে চলে যাচ্ছি।মিশন হেক্সায় ২০২৬ সালে...
11/12/2022

ভেবেছিলাম আর্জেন্টিনা কেও সাথে
নিয়ে ল্যাতিন আমেরিকায় উড়াল দিবো।
তা আর হলোনা।ঘাট্টি নিয়ে চলে যাচ্ছি।

মিশন হেক্সায় ২০২৬ সালে দেখা হবে।

ফলোঃ INFO FIELD

#ফুটবলের_বিনোদন_জগৎ

Referee strength 🙂
11/12/2022

Referee strength 🙂

10/12/2022

১ বালতি সমবেদনা ব্রাজিল সাপোর্টারদের জন্য 🪣😅

03/12/2022

ভাবতেই খারাপ লাগছে, আজকে যারা GPA 5 পেয়ে মাতামাতি করতেছে,

দুদিন পর কলেজে তারাই ফেইল করবে।🙂

💔🌚
03/12/2022

💔🌚

কিছু বিষয় ছাড়া মোটামুটি সব বিষয়েই  A+ পেয়েছেন Neymar Jr.ভাই 😍🇧🇷[বিঃদ্রঃ ৩টা তে ফেল হলেও বস কে GPA-5 ছাড়া মানায় না]ফলোঃ I...
01/12/2022

কিছু বিষয় ছাড়া মোটামুটি সব বিষয়েই A+
পেয়েছেন Neymar Jr.ভাই 😍🇧🇷

[বিঃদ্রঃ ৩টা তে ফেল হলেও বস কে GPA-5 ছাড়া মানায় না]

ফলোঃ INFO FIELD

01/12/2022

A+ পাওয়াই জীবনের সবকিছু না !
ফলাফল নিয়ে অভিভাবকের দৃষ্টিভঙ্গি পাল্টানো জরুরী'
A+ না পেয়েও সফল হয়েছে অনেক মেধাবী।

Address

Rangpur

Alerts

Be the first to know and let us send you an email when LogyFull posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to LogyFull:

Videos

Share

Category