ব্রাজিল ফ্যানস্ ক্লাব

ব্রাজিল ফ্যানস্ ক্লাব BRAZIL FAN

জেসুস প্রিমিয়ার লিগে ৫৯ ম্যাচে গোল করেছে যার একটি ম্যাচেও তার দল হারেনি 😌❤️৫৪ ম্যাচ জিতেছে, ৫ ম্যাচ ড্র😌
26/12/2023

জেসুস প্রিমিয়ার লিগে ৫৯ ম্যাচে গোল করেছে যার একটি ম্যাচেও তার দল হারেনি 😌❤️

৫৪ ম্যাচ জিতেছে, ৫ ম্যাচ ড্র😌

গত সিজনের ক্লাব বিশ্বকাপের ফাইনালে ভিনিসিয়াস জোড়া গোল ও ১ এসিস্ট করে+টুনামেন্টের বেস্ট প্লেয়ার হয়👑🇧🇷
25/12/2023

গত সিজনের ক্লাব বিশ্বকাপের ফাইনালে ভিনিসিয়াস জোড়া গোল ও ১ এসিস্ট করে+টুনামেন্টের বেস্ট প্লেয়ার হয়👑🇧🇷

পেপ গার্দিউলা ব্রাজিলের নতুন কোচ হতে পারে?ক্লাব লেভেলে সবকিছুই জিতে ফেলেছেন পেপ গার্দিউলা। গত ম্যাচ শেষে ক্লাব ফুটবল ওয়া...
25/12/2023

পেপ গার্দিউলা ব্রাজিলের নতুন কোচ হতে পারে?

ক্লাব লেভেলে সবকিছুই জিতে ফেলেছেন পেপ গার্দিউলা। গত ম্যাচ শেষে ক্লাব ফুটবল ওয়ার্ল্ডকাপ জেতার পরে এক সাংবাদিক সাক্ষাৎকারে সে বলে ম্যানসিটির সাথে আমার সব জেতা হয়ে গেছে। হয়তো এখন আমার দল ছাড়ার সময়ও এসে গেছে। গত বছর ফিফা বিশ্বকাপের পর ব্রাজিলের সিবিএফ থেকে তাকে কোচ হওয়ার প্রস্তাব দেওয়া হয়। তখন সে জানায় যে, সদ্য সে ম্যানসিটিতে নতুন চুক্তি নবায়ন করেছে তাই সে এখন ক্লাব ছাড়ার কথা ভাবতে চাইছে না। তার সিটিকে নিয়ে অনেক কিছু জেতার বাকি আছে। কিন্তু গত ম্যাচ জেতার পর যখন তাকে জিজ্ঞেস করা হয় এখন তার প্লেন কি তখন সে এমন একটি ইঙ্গিত দেয় যে ক্লাব লেভেলে তার সবকিছুই জেতা হয়ে গেছে। তাই সে একটি জাতীয় দলের হয়ে কোচিং দায়িত্ব নিতে চায়। তাকে যখন প্রশ্ন করা হয় যে কোন দলের হয়ে কোচিং করা তার ইচ্ছে আর সেটা ব্রাজিল হলে কেমন হয়। তখন সে বলে যে, সে চায় ব্রাজিলের মতো একটি টেলেন্টেড টিম এর হয়ে জাতীয় দলের কোচিং করতে। যেহেতু তার ক্লাব লেভেলে সব জেতা শেষ আর এখন একজন সর্বকালের সেরা (স্যার এলেক্স) কোচ এর সাথে টক্কর দিতে তার প্রয়োজন একটা বিশ্বকাপ এর। তাই সে এখন ব্রাজিলের মতো একটি দলের কোচ হওয়ার জন্য আগ্রহ দেখাতে পারে। গত কিছুদিন যাবৎ সিবিএফ এর একের পর এক ঝামেলা চলেই যাচ্ছে। কার্লো আঞ্চেলত্তিকে ব্রাজিলের শিবিরে আনার জন্য যিনি সবচেয়ে বেশি তৎপরতা চালাচ্ছিলেন তিনিই এখন সিবিএফ এ নেই।
আপনার কি মনে হয় কে ব্রাজিলের জন্য ভালো হবে পেপ নাকি কার্লো?🇧🇷🌺
সংগৃহীত
Follow👉ব্রাজিল ফ্যানস্ ক্লাব

সুন্দর এক ফ্যানবেজের পতন হতে যাচ্ছে। যাকে পৃথিবীর তিন নাম্বার খেলোয়াড় হিসেবে মানুষ আক্ষায়িতো করতো তার নাম টা মুছে যাবে। ...
23/12/2023

সুন্দর এক ফ্যানবেজের পতন হতে যাচ্ছে। যাকে পৃথিবীর তিন নাম্বার খেলোয়াড় হিসেবে মানুষ আক্ষায়িতো করতো তার নাম টা মুছে যাবে। সবাই যখন জিজ্ঞেস করবে নেইমারের কি আছে? না আছে ব্যালন্ডিয়র না আছে গোল্ডেন বোট, না আছে World cup না আছে Cupa America তেমন কোন অর্জনই নেই। কীভাবে সে ৩য় সেরা? তখন আমার মতো যারা নেইমার ফ্যান তারা চুপ করে থাকতে হবে। আসলেই কিছুই নেই তার। শুধু আছে অভিনয়। তবুও কেনো জানি তার খেলা দেখলে মন ভরে যায়। তার জন্য অপেক্ষা করতে ইচ্ছে করে। ভাগ্য যখন নিজের বিরুদ্ধে থাকে তখন আসলে কিছুই করার থাকে না। এর এক জলন্ত প্রমাণ নেইমার। তাকে আল্লাহ সব দিয়েছে কিন্তু ভাগ্য দেয় নি। নেইমারের সময় এসে গেছে বিদায় নেওয়ার। সাথে তার ফ্যানদেরও💔
Love you man.

(now you all can troll him. God made your wish true) 😅
সংগৃহীত
ব্রাজিল ফ্যানস্ ক্লাব

আধুনিক ফুটবল ইতিহাসে অনেক সফল ফর্মেশন হয়েছে, কিন্তু একটি যেটি দাঁড়িয়েছে তা হল 4-3-3 ফর্মেশন। চারজন ডিফেন্ডার, তিনজন ম...
19/12/2023

আধুনিক ফুটবল ইতিহাসে অনেক সফল ফর্মেশন হয়েছে, কিন্তু একটি যেটি দাঁড়িয়েছে তা হল 4-3-3 ফর্মেশন। চারজন ডিফেন্ডার, তিনজন মিডফিল্ডার এবং তিনজন ফরোয়ার্ড থাকা এই ফর্মেশনের বৈশিষ্ট্য।

4-3-3 ফর্মেশন সফল হয়েছে কারণ এটি একটি দলের প্রতিরক্ষা, মিডফিল্ড এবং আক্রমণের জন্য একটি ভারসাম্যপূর্ণ কাঠামো প্রদান করে। চারজন ডিফেন্ডার প্রতিপক্ষ দলের বিরুদ্ধে রক্ষা করার জন্য একটি শক্ত ভিত্তি প্রদান করে, যখন তিনজন মিডফিল্ডার রক্ষণাত্মক এবং আক্রমণাত্মক সমর্থনের সমন্বয় অফার করে। তিনটি ফরোয়ার্ড, পালাক্রমে, একটি শক্তিশালী আক্রমণাত্মক হুমকি প্রদান করে, একজন কেন্দ্রীয় স্ট্রাইকার দুই উইঙ্গার দ্বারা সমর্থিত।

এই গঠনটি প্রতিরক্ষা থেকে আক্রমণে দ্রুত পরিবর্তনের অনুমতি দেয় এবং দলের জন্য প্রচুর আক্রমণের বিকল্প সরবরাহ করে। কেন্দ্রীয় স্ট্রাইকার খেলা ধরে রাখতে পারে এবং উইঙ্গারদের খেলায় আনতে পারে, অথবা উইঙ্গাররা ডিফেন্ডারদের দিকে দৌড়াতে পারে এবং নিজেরাই সুযোগ তৈরি করতে পারে। তিনজন মিডফিল্ডারও রক্ষণ এবং আক্রমণ উভয় ক্ষেত্রেই অবদান রাখতে পারে, একজন মিডফিল্ডার প্রায়শই প্রতিরক্ষা রক্ষা করার জন্য পিছনে বসে থাকে, অন্য দুইজন মিডফিল্ডার ফরোয়ার্ডদের সমর্থন করে।

4-3-3 ফর্মেশন ইতিহাস জুড়ে অনেক দলের জন্য সফল হয়েছে, পেপ গার্দিওলার,কার্লো আনচেলত্তি অধীনে বার্সেলোনা সহ, যারা এই ফর্মেশনের সাথে চার বছরে দুটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা এবং তিনটি লা লিগা শিরোপা জিতেছে। অন্যান্য দল যারা এই ফর্মেশনটি সফলভাবে ব্যবহার করেছে তাদের মধ্যে রয়েছে রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিখ।

রুদ্রিগো এখন  রুদ্রিগোল ⚽ আজকে ম্যাচেও গোল -1⚽🤟🔥Follow ব্রাজিল ফ্যানস্ ক্লাব
18/12/2023

রুদ্রিগো এখন রুদ্রিগোল ⚽
আজকে ম্যাচেও গোল -1⚽🤟🔥
Follow ব্রাজিল ফ্যানস্ ক্লাব

সাংবাদিক:  আপনি গোল করার পরে বারবার নেইমারের সেলিব্রেশন করেন কেন? ম্যালকম: 🗣️ কারণ আমি তার খেলা অনুসরণ করি । সে আমার কাছ...
16/12/2023

সাংবাদিক: আপনি গোল করার পরে বারবার নেইমারের সেলিব্রেশন করেন কেন?

ম্যালকম: 🗣️ কারণ আমি তার খেলা অনুসরণ করি । সে আমার কাছে অনুপ্রেরণা আমার আইডল তার সাথে খেলতে পেরে আমি খুশি 🤫🇧🇷

ঠিক😆
14/12/2023

ঠিক😆

13/03/2023

🙂🙂

09/10/2022

😍😍😍

07/10/2022

🤣🤣🤣🤣

05/10/2022

ফ্রেন্ড রিকোয়েস্ট একসেপ্ট না করায়
লে বন্ধু🤣🤣

30/09/2022

তোর মা ঘুমায়😁🥴

Address

Gobindaganj, Gaibandha
Rangpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when ব্রাজিল ফ্যানস্ ক্লাব posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Nearby media companies