SB Tour & Travels ltd

SB Tour & Travels ltd জার্নিতে অামার সাথে থাকুন

28/06/2023
28/06/2023

নীলফামারী কেন্দ্রিয় ঈদগাহে ঈদুল অাযহার জামাত সকাল ৮ঃ০০

21/04/2023

রাত পোহলে ঈদের দিন
Amging Nilphamari পরিবারের সকল সদ্যসকে জানাই পবিএ ঈদূল ফিতরের শুভেচ্ছা।
ঈদ মোবারক

05/08/2022

প্রধানমন্ত্রীর কাছ থেকে জাতীয় ক্রীড়া পুরস্কার
পেলেন নীলফামারীর দিয়া সিদ্দিকী
**********************************************
উদীয়মান ক্রীড়াবিদ হিসেবে শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার পেয়েছেন নীলফামারীর মেয়ে আর্চার দিয়া সিদ্দিকী। গত শুক্রবার (৫ আগস্ট) বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র শহীদ শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকীতে ওসমানী স্মৃতি মিলনায়তনে ভার্চুয়াল প্লাটফর্ম থেকে দিয়ার হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দিয়া সিদ্দিকী নীলফামারীর পাইকপাড়া মধ্য হারওয়া এলাকার বাসিন্দা ও বাংলা ভিশন টেলিভিশনের প্রতিনিধি নূর আলম সিদ্দিকী ও শাহনাজ বেগম দম্পতির মেয়ে। দুই ছেলে ও এক মেয়ের মধ্যে বড় দিয়া সিদ্দিকী।
মেয়ে দিয়া সিদ্দিকীর এ অর্জনে বাবা নূর আলম সিদ্দিকীও ভীষণ খুশি। তিনি বলেন, শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার অর্জনে আমরা গর্বিত। এই অর্জন শুধু একা দিয়া কিংবা আমাদের না। এই গোটা নীলফামারী জেলাবাসীর।
দিয়া সিদ্দিকী বলেন, ‘আমি পরিবারের বড় মেয়ে। আমার মা কখনোই চাননি, আমি ঘর-সংসারের কাজে মনোযোগ না দিয়ে খেলাধুলা নিয়ে বাড়ির বাইরে সময় কাটাই। খেলাধুলার বিপক্ষে ছিলেন মা। কিন্তু বাবা আমাকে খেলার সুযোগ করে দিয়েছেন। সেই সুযোগ হাতছাড়া করিনি আমি। কঠোর অনুশীলন, ভালো পারফরমেন্স, মা-বাবা-শিক্ষক-প্রশিক্ষকদের দোয়া আর ভাগ্য সব মিলিয়েই এই অর্জন।’
প্রসঙ্গত, ইসলামিক সলিডারিটি আরচারির আন্তর্জাতিক আসরে দিয়া সিদ্দিকী বাংলাদেশের হয়ে প্রথম স্বর্ণ জয় করেন। দেশের ক্রীড়াঙ্গনেও উজ্জ্বল একটি নাম দিয়া সিদ্দিকী। জাতীয় আরচারি দলের অন্যতম সদস্য তিনি। প্রথম আন্তর্জাতিক অভিষেকেই স্বর্ণপদক জয় করে দেশবাসীকে তাক লাগিয়ে দেন দিয়া। এর আগে গত ৪ জুন বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (বিএসপিএ) বর্ষসেরা আর্চারের পুরস্কার পান দিয়া সিদ্দিকী। বিএসপিএ থেকে দেয়া বর্ষসেরা আর্চারের সঙ্গে বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কারও জিতেছে সে।

29/07/2022

নীলফামারীর কিশোরগঞ্জে বিদেশি জাতের রসালো ও পুষ্টিকর লাল ড্রাগন ফলে ভরে উঠেছে মাঠ। এর রঙ,গন্ধ,স্বাদ অতুলনীয় হওয়ায়...

29/07/2022

জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী নীলফামারী জেলার প্রধান সূচকসমূহঃ

মোট জনসংখ্যাঃ ২০৯২৫৬৭ জন
পুরুষঃ ১০৪১৫৮২ জন
মহিলাঃ ১০৫০৪৯৯ জন
হিজড়াঃ ৮০ জন

মোট খানার সংখ্যাঃ ৫০৫৬০৪ টি
গড় খানার আকারঃ ৪.১৪ জন
জনসংখ্যার ঘনত্বঃ ১৩৫৩ জন
মোট বাসগৃহের সংখ্যাঃ ৬৩২৯৬৮ টি

ধর্মভিত্তিক জনসংখ্যার হারঃ
মুসলমানঃ ৮৪.২৭%
হিন্দু ১৫.৬৩%
খ্রিস্টান ০.০৫%
বৌদ্ধ ০.০২%
অন্যান্য ০.০৪%

সাক্ষরতার হারঃ (৫+)
মোটঃ ৬৯.১৩%
পুরুষঃ ৭২.০৮%
মহিলাঃ ৬৬.২৩%

বাফুফে জাতীয় স্কুল ফুটবল চ্যাম্পিয়নশীপ-২০২২ এর দেশ সেরা ছমির উদ্দিন স্কুল এন্ড কলেজ নীলফামারী।
06/07/2022

বাফুফে জাতীয় স্কুল ফুটবল চ্যাম্পিয়নশীপ-২০২২ এর দেশ সেরা ছমির উদ্দিন স্কুল এন্ড কলেজ নীলফামারী।

ডিমলায় তিস্তা তীরবর্তী এলাকায় ভাঙ্গন শুরু হয়েছে। সহস্রাধিক আবাদি জমি নদী গর্ভে বিলীন।
04/07/2022

ডিমলায় তিস্তা তীরবর্তী এলাকায় ভাঙ্গন শুরু হয়েছে। সহস্রাধিক আবাদি জমি নদী গর্ভে বিলীন।

ঢাকাসহ সারা দেশে বিদ্যুতের লোডশেডিং শুরু। উৎপাদন স্বল্পতার কারণে এই শেডিং দেয়া হচ্ছে।
03/07/2022

ঢাকাসহ সারা দেশে বিদ্যুতের লোডশেডিং শুরু। উৎপাদন স্বল্পতার কারণে এই শেডিং দেয়া হচ্ছে।

বিকেএসপির ইতিহাসের প্রথম “ব্লু” জিতেছেন নীলফামারীর মেয়ে আরচার দিয়া সিদ্দিকী।অভিনন্দন
03/07/2022

বিকেএসপির ইতিহাসের প্রথম “ব্লু” জিতেছেন নীলফামারীর মেয়ে আরচার দিয়া সিদ্দিকী।

অভিনন্দন

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when SB Tour & Travels ltd posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to SB Tour & Travels ltd:

Share


Other Dhaka media companies

Show All