See This

See This Live Laugh Eat Sleep. রাঙামাটির সুন্দর সুন্দর ছবি পেতে এই পেজে একটিভ থাকুন সবাই

25/10/2024

আচারের কথা শুনলেই আমাদের সবার জিভে জল এসে যায়। আর সেটা যদি হয় জলপাইয়ের টক, ঝাল, মিষ্টি আচার তাহলেতো কোনো কথাই নেই। এবার সিজনের শুরুতেই আচার বানিয়েছি। পুরো রেসিপিটি দেখতে চাইলে ভিডিওটি দেখুন।

22/10/2024

কক্সবাজারের ২য় দিন সকাল টা ভীষণ দারুন ছিলো।

এলোমেলো ভিডিওকথন পার্ট টু ❤️💐✌️

19/10/2024

Dear Lamiya Alve এই নাও তোমার জন্মদিনের সারপ্রাইজ গিফট।

এরচেয়ে বেটার কিছু ভাবতে পারিনাই তোমাকে সারপ্রাইজ করার মত। আশা করি ভালো লাগবে 🥰

17/10/2024

বেরসিক ব্যাডা মানুষ 🤬🤬🤬

না মানে জন্মদিনের সারপ্রাইজ পাওয়ার জন্য একটু সেট আপ দিচ্ছিলাম আরকি। কিন্তু ব্যাডা ভিডিওর শেষে এইডা কি করলো!!!!

16/10/2024

বিকেলবেলা একটু হাঁটাহাঁটি। র‍্যান্ডম ব্লগ।
বাসার আশপাশটা সুন্দর নিরিবিলি। এজন্যই এই এলাকাটা খুব ভালো লাগে।

09/10/2024

Cox's Bazar tour.
Day 1.

এলোমেলো কথোপকথন আর এলোমেলো দৃশ্যধারণ।

04/10/2024

শরীর খারাপ হয়ে বেড রেস্টে আছি৷ এই অবসরে একটা আগের ভিডিও আপলোড করলে কেমন হয় ভাবতে ভাবতে আপলোড করেই ফেললাম 🥰

18/09/2024

ইউনিক ভর্তা রেসিপি।

গরম ভাতের সাথে জাস্ট ওয়াও একটা আইটেম৷

😋😋😋😋😋😋😋😋😋😋😳😋😳

14/09/2024

দেশ যখন অস্থির ছিলো তখনকার সময়ের ভিডিও এটা।

অনেকদিনের গ্যাপের পর আবারও একটিভিটি শুরু পেজে।

04/09/2024

দেশের অস্থিরতা শুরু হবার পর থেকেই পেজের কার্যক্রম একেবারে বন্ধ করে রেখেছিলাম। এখন আবার শুরু করবো আপডেট দেয়া।

বেশ কিছু ভিডিও জমেছে। বিরক্ত হয়েন না কেমন এত গুলো ভিডিও দেখতে দেখতে 🙈😍

আজকে র‍্যান্ডমলি ইউটিউব ব্রাউজ করতে করতে নোবেল এর একটা গান আসলো সামনে। গানের নাম কবর। বলে রাখা ভালো নোবেল এর নানাবিধ বিত...
08/07/2024

আজকে র‍্যান্ডমলি ইউটিউব ব্রাউজ করতে করতে নোবেল এর একটা গান আসলো সামনে। গানের নাম কবর। বলে রাখা ভালো নোবেল এর নানাবিধ বিতর্কিত কর্মকান্ডের জন্য নোবেল কে পার্সোনাল আইডি থেকে আনফলো করে ব্লক করে রেখেছিলাম বছর দেড়েক আগে৷ এজন্য ওর কোন কাজ সম্পর্কে ধারণা ছিলোনা।

তো গানটা সামনে আসাতে শুনলাম মন দিয়েই। গানটা শুনে একটা আফসোসের নি:শ্বাস বের হয়েছে ভেতর থেকে। এইরকম পাওয়ারফুল ভয়েস বাংলাদেশের মিউজিক ইন্ডাস্ট্রিতে জেমস আর আসিফের পর একটাও আসেনাই। আসিফের গলা পাওয়ারফুল হলেও রক বা সেমি রক জনারের গান ভালো না ওনার গলায়। কিন্তু নোবেল এর ভোকাল টা একদম ইউনিক একটা ভোকাল। ক্লাসিকাল, সেমি ক্লাসিকাল, রোমান্টিক, সফ মেলোডি, রক, সেমি রক, হেভি মেটার সব কিছুতেই এই ভোকাল টা ব্যবহার করা যেত।

দ্রুত পাওয়া ফেম, নেম আর টাকা ছেলেটাকে ডুবিয়ে দিলো। যত দ্রুত সে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছিলো ঠিক তত দ্রুতই মানুষের মন থেকে হারিয়ে গেলো।

ওকে সঠিক গাইডলাইনে রেখে ব্যবহার করতে পারলে বাংলাদেশের মিউজিক ইন্ডাস্ট্রির জন্য বিরাট এসেট ছিলো।

জাস্ট নিজের বেপরোয়া জীবন যাপন আর অগণিত ভুলের মাশুলে একটা নক্ষত্র হারিয়ে গেলো ঠিকভাবে আলো দেয়ার আগেই।

আফসোস!!!!!!

05/07/2024

প্রকৃতি যে কত সুন্দর তা পাহাড়ের কাছে গেলে বুঝা যায়। রাঙামাটির সবচেয়ে উঁচু এবং সুন্দর পাহাড় দেখতে পাবেন এই ব্লগে।

25/06/2024

আফগানিস্তানের সেমি ফাইনালে যাওয়া বাংলাদেশের জিতার সম্ভাবনা তৈরি এবং হেরে যাওয়া নিয়ে আপার সাথে কথোপকথন।

21/06/2024

স্ট্রিট ফুড খেতে গিয়ে ধরা খেলাম।।
বিস্তারিত ভিডিও তে।

11/06/2024

মোটামুটি ভালো স্পিডে বাইক রানিং অবস্থায় টায়ার ব্রাস্ট করে যাওয়ার পর কন্ট্রোল করা, দুর্গম অঞ্চলে টায়ার পরিবর্তন করার মাঝামাঝি সময়ে এই উপলব্ধিগুলা আসছিলো মাথায়।

09/06/2024

আবহাওয়া, অসুস্থতা, অফিসের ব্যস্ততা সব কিছু মিলিয়ে অনেক দিন বের হওয়ার সুযোগ হয় নাই। অবশেষে একটা শুক্রবার বিকেল পেলাম আমরা 🥰

পাহাড় - নদী - মেঘ - চিকেন মমো ✌️

03/06/2024

উত্তন পেগে মেঘে মেঘে
মেঘলু দিবা তলে

জনপ্রিয় চাকমা গানটি গাইলেন প্রপন চাকমা স্যার, রত্নোজ্জ্বল স্যার এবং সীমা বড়ুয়া ম্যাম।

Address

Rajbari
Rangamati
0351

Website

Alerts

Be the first to know and let us send you an email when See This posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to See This:

Videos

Share

Nearby media companies