02/10/2024
Hambai TSF. Bosongni imotoi hamya jorago bakha karak khayoi kok sakalaimani bagoi. Ayuk lokthong TSF.
খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের এক ত্রিপুরা শিক্ষার্থীকে ধর্ষণ ও আদিবাসীদের উপর সন্ত্রাসী হামলা, দোকানপাট ভাঙচুর, লুটপাট ও অগ্নি সংযোগের ঘটনায় ত্রিপুরা স্টুডেন্টস ফোরাম, বাংলাদেশ-এর তীব্র নিন্দা ও প্রতিবাদ
গতকাল (০১/১০/২০২৪ খি. মঙ্গলবার) খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সপ্তম শ্রেণীর একজন ত্রিপুরা শিক্ষার্থী অত্র কলেজের সিভিল কন্সট্রাকশন এন্ড সেফটির বিভাগীয় প্রধান ও বিল্ডিং মেইনটেন্যান্স বিভাগের ইনস্ট্রাক্টর (শিক্ষক) আবুল হাসনাত মুহাম্মদ সোহেল রানা কর্তৃক ধর্ষণের শিকার হয়। শিক্ষার্থী প্রতিদিনের মতো গতকাল সকাল সাতটায় স্কুলে আসলে ধর্ষক আবুল হাসনাত মুহাম্মদ সোহেল রানা তাকে তার কোয়ার্টারের সামনে আসতে বলেন। শিক্ষার্থী সেখানে পৌঁছলে তাকে নিজ কক্ষে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে কলেজে এই ঘটনা জানাজানি হলে তার সহপাঠীরা কলেজের সিনিয়র শিক্ষার্থীদের বিষয়টি জানালে তারা কলেজের অধ্যক্ষকে বিষয়টি অবগত করেন এবং তাকে (ভিকটিম) উদ্ধারের জন্য অনুরোধ করেন। প্রথমদিকে শিক্ষার্থীকে ধর্ষণকারী শিক্ষক আবুল হাসনাত মুহাম্মদ সোহেল রানা নিজ কক্ষে তালা মেরে লুকিয়ে রেখে ঘটনাটিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়। পরবর্তীতে প্রায় ২ ঘন্টার পর শিক্ষক, অভিভাবক, সংবাদকর্মী ও শিক্ষার্থীদের সমন্বয়ে ১০ জনের একটি কমিটি গঠন করে মেয়েটিকে ধর্ষক আবুল হাসনাত মুহাম্মদ সোহেল রানার রুম থেকে উদ্ধার করা হয়। এরপর কলেজের বিক্ষুব্ধ ছাত্র জনতা ধর্ষক আবুল হাসনাত মুহাম্মদ সোহেল রানাকে গণপিটুনি দেয়। পরে গণপিটুনিতে আহত ধর্ষক আবুল হাসনাত মুহাম্মদ সোহেল রানাকে পুলিশের হাতে সোপর্দ করে। পরবর্তীতে তাকে খাগড়াছড়ির আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এই ঘটনাকে কেন্দ্র করে খাগড়াছড়ি চেঙ্গী স্কয়ার, মহাজনপাড়া ও উপালি পাড়া এলাকায় দূস্কৃতকারী সেটলার বাঙালিরা দেশীয় অস্ত্র দিয়ে স্থানীয় আদিবাসীদের উপর হামলা আদিবাসীদের দোকানপাট, হোটেল ও ঘরবাড়ি ভাঙচুর, লুটপাট এবং অগ্নিসংযোগ করেন। এই ঘটনায় ৫ জন আদিবাসী আহত হয়। পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রনের জন্য বিকাল ৩ টা থেকে অনির্দিষ্টকালের জন্য সদর উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করেন। কিন্তু তারপরেও সন্ধ্যায় সেটলার বাঙালিরা ১৪৪ ধারা ভঙ্গ করে পানখাইয়া পাড়া রোডস্থ চাইলাউ পাড়া এলাকায় স্থানীয় আদিবাসীদের দোকানপাট ভাঙচুর, লুটপাট, বৌদ্ধমুর্তি ভাঙচুর ও অগ্নি সংযোগ করে।
এই ঘটনায় ত্রিপুরা স্টুডেন্টস ফোরাম, বাংলাদেশ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। একই সাথে ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার জোর দাবি করছে।
প্রশাসনের নিকট আমাদের দাবী:
১. ধর্ষণের শিকার শিক্ষার্থী (ভিকটিম) ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
২. আদিবাসীদের ওপর হামলা ঘটনায় জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনি ব্যবস্থা গ্রহন করতে হবে।
৩. হামলায় আহত ব্যক্তিদের সুচিকিৎসা নিশ্চিত করতে হবে।
৪. হামলায় ক্ষতিগ্রস্ত স্থানীয় আদিবাসীদের দোকানপাট ও হোটেল মালিকদের ক্ষতিপূরণ প্রদান করতে হবে।
৫. সকল শিক্ষা প্রতিষ্ঠানে আদিবাসী শিক্ষার্থী/ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
বার্তা প্রেরক
স্বাক্ষরিত
শেমন ত্রিপুরা
দপ্তর সম্পাদক
ত্রিপুরা স্টুডেন্টস ফোরাম, বাংলাদেশ