Mukul Kanti Tripura

Mukul Kanti Tripura I'm Mukul Kanti Tripura . I'm from Bangladesh.

অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা  মাননীয় চেয়ারম্যান মহোদয়। শত ব্যস্ততার মাঝেও আমাদেরকে সুন্দর সময় প্রদানের জন্য।  আমাদের সাহিত্য-...
04/07/2023

অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা মাননীয় চেয়ারম্যান মহোদয়। শত ব্যস্ততার মাঝেও আমাদেরকে সুন্দর সময় প্রদানের জন্য। আমাদের সাহিত্য-সংস্কৃতির উন্নয়নে আপনার অবদান অপরিসীম। আপনিই আমাদের অনুপ্রেরণা ও সাহসের প্রতীক। শুভকামনা সবসময় স্যার।

27/06/2023

প্রয়াত সংগীতজ্ঞ সুরেন্দ্র লাল ত্রিপুরার আরেকটি জনপ্রিয় গান 'হানি মাচাং চানি হা, চানি হতৈ করৈ খা' । গেয়েছে শান্তু ত্রিপুরা ও ইম্ফল ত্রিপুরা।

27/06/2023

'বাংলাদেশ এক রক্তিম সূর্যের নাম' প্রয়াত সুরেন্দ্র লাল ত্রিপুরার আরেকটি গান। নতুন করে সুর দিয়েছিলেন শ্রদ্ধেয় সংগীতজ্ঞ মনোজ বাহাদুর গুর্খা।

বিশিষ্ট গীতিকার, সুরকার, শিল্পী ও লেখক প্রয়াত সুরেন্দ্র লাল ত্রিপুরাকে উৎসর্গ করা একটি সংকলনের নাম রঁ-দে-ভূ( Ren-Dez-Vou...
26/06/2023

বিশিষ্ট গীতিকার, সুরকার, শিল্পী ও লেখক প্রয়াত সুরেন্দ্র লাল ত্রিপুরাকে উৎসর্গ করা একটি সংকলনের নাম রঁ-দে-ভূ( Ren-Dez-Vous)। এটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 'রঁ-দে-ভু' এর তৃতীয় সংকলন। প্রধান সম্পাদক ছিলেন বাবু নন্দ কিশোর চাকমা, সম্পাদনায় বাবু রিপন চাকমা আর সহ- সম্পাদনায় ছিলেন পার্থ দেওয়ান, বাবু কাঞ্চন চাকমা, বাবু রিকো খীসা, বাবু সুজশ চাকমা। প্রকাশকাল- ২৩ আগস্ট, ২০০২ ইং। সংকলনটি পাহাড়ের সাহিত্যের আকাশে একটি অনন্য তারকা।

26/06/2023

প্রয়াত সুরেন্দ্র লাল ত্রিপুরার বিখ্যাত কবিতা 'একটি বিস্মৃত ইতিহাস'। আবৃত্তি করছেন পূর্ণা চাকমা।

26/06/2023

প্রয়াত সংগীতজ্ঞ সুরেন্দ্র লাল ত্রিপুরার একটি দেশাত্মবোধক গান 'লাল সূর্যের দেশ'। তাঁর জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সমবেত কন্ঠে একটি চমৎকারপরিবেশনা।

25/06/2023

প্রয়াত লেখক, গীতিকার, সুরকার ও সঙ্গীতজ্ঞ শ্রদ্ধেয় জেঠু সুরেন্দ্র লাল ত্রিপুরার গান 'তুনুই তামা সাল বুজিমানলিয়া' আজও জীবন্ত। তাঁর ৮৫ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে গানটি শ্রুতিমধুর কন্ঠে গাইলেন তাঁরই সুযোগ্য নাতনী প্রেরণা রোয়াজা।



25/06/2023

পার্বত্য চট্টগ্রামের বরেণ্য ব্যক্তিত্ব প্রয়াত শ্রদ্ধেয় সুরেন্দ্র লাল ত্রিপুরার ত্রিপুরা ভাষায় লেখা 'হান্দুগিরি' কবিতাটি আবৃত্তি করছেন জিমি ত্রিপুরা। বিনম্র শ্রদ্ধা প্রয়াত লেখক।

"হারিয়ে যেতে যেতে যদিস্বপ্নগুলো ইশারা দেয় আজি,ছুটে এসো আমার আঙ্গিনায়, রেখে দেবো হৃদয়ের মণিকোথায়....-মুকুল
23/06/2023

"হারিয়ে যেতে যেতে যদি
স্বপ্নগুলো ইশারা দেয় আজি,
ছুটে এসো আমার আঙ্গিনায়,
রেখে দেবো হৃদয়ের মণিকোথায়....
-মুকুল

১৯৬৫ সালের এই শাসনতন্ত্র আমাদের জন্য এক ঐতিহাসিক দলিল। বিশেষ করে বি.কে. রোয়াজা ও সুরেন্দ্র লাল ত্রিপুরার লেখা এই শাসনতন্...
22/06/2023

১৯৬৫ সালের এই শাসনতন্ত্র আমাদের জন্য এক ঐতিহাসিক দলিল। বিশেষ করে বি.কে. রোয়াজা ও সুরেন্দ্র লাল ত্রিপুরার লেখা এই শাসনতন্ত্রের ভূমিকা তৎকালীন সময়ে একটি সংগঠন প্রতিষ্ঠার প্রয়োজনীয়তাকে দারুণভাবে উপস্থাপন করে। বিশেষ করে সুরেন্দ্র লাল ত্রিপুরা একজন সরকারি কর্মকর্তা হওয়া সত্ত্বেও এই সংগঠনটি প্রতিষ্ঠার জন্য তাঁর আপ্রাণ প্রচেষ্টা সত্যিই অতুলনীয়। কেননা তৎকালীন সময়ে একজন সরকারি কর্মকর্তা এসব সংগঠন প্রতিষ্ঠার কথা ভাবতেও সাহস করতেন না। তবু্ও বলব তাঁর এই সৎসাহসের পেছনে ছিলেন বি.কে. রোয়াজা। তিনিই তাঁর মূল শক্তি। যাহোক, রেখে দিলাম খুব যতনে এই ঐতিহাসিক দলিলটি।

কয়েকদিন ডুবে গিয়েছিলাম পার্বত্য চট্টগ্রামের বরেণ্য ব্যক্তিত্ব শ্রদ্ধেয় সুরেন্দ্র লাল ত্রিপুরা জ্যাঠাবাবুর জীবন ও কর্মের ...
22/06/2023

কয়েকদিন ডুবে গিয়েছিলাম পার্বত্য চট্টগ্রামের বরেণ্য ব্যক্তিত্ব শ্রদ্ধেয় সুরেন্দ্র লাল ত্রিপুরা জ্যাঠাবাবুর জীবন ও কর্মের তথ্যের অনুসন্ধানে। মনে হলো তথ্যের সমুদ্রে ডুবে গিয়েছিলাম। নতুন নতুন তথ্যগুলো বাড়িয়ে দিলো আরো জানার আগ্রহ। মনে হলো পাহাড়ের আকাশে কখনও সাহিত্যের তারা জ্বলছে, আবার কখনওবা সংগীতের তারা। যাহোক, দেখা হবে কথা হবে এই বরেণ্য ব্যক্তিকে নিয়ে সাংস্কৃতিক ইনস্টিটিউট এর প্রাঙ্গণে।

আমার পৃথিবী...
14/06/2023

আমার পৃথিবী...

লামসক ও তার বাবা...
13/06/2023

লামসক ও তার বাবা...

পার্বত্য চট্টগ্রামের সঙ্গীত জগতের এক অনন্য ব্যক্তিত্ব, লেখক, সমাজ সংগঠক ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট, রাঙ্...
12/06/2023

পার্বত্য চট্টগ্রামের সঙ্গীত জগতের এক অনন্য ব্যক্তিত্ব, লেখক, সমাজ সংগঠক ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট, রাঙ্গামাটির সাবেক পরিচালক প্রয়াত শ্রদ্ধেয় সুরেন্দ্র লাল ত্রিপুরা মহোদয় এর জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভায় আগত রাঙ্গামাটির বরেণ্য ব্যক্তিবর্গের সাথে। অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই সাংস্কৃতিক ইনস্টিটিউটকে এমন চমৎকার উদ্যোগ গ্রহণের জন্য।

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এর সম্মানিত গবেষণা কর্মকর্তা বাবু কাইংওয়াই ম্রো মহোদয়ের সাথে সৌজন্য সাক্ষাৎ এবং উপহারস্ব...
12/06/2023

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এর সম্মানিত গবেষণা কর্মকর্তা বাবু কাইংওয়াই ম্রো মহোদয়ের সাথে সৌজন্য সাক্ষাৎ এবং উপহারস্বরূপ চিটাগং হিল ট্রাক্টস রাইটার্স ইউনিয়ন এর সম্মেলনের স্মারক সংকলনটির হস্তান্তর।

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এর মাননীয় চেয়ারম্যান বাবু নিখিল কুমার চাকমা মহোদয়ের সাথে সৌজন্য সাক্ষাৎ এবং উপহারস্বরূপ ...
11/06/2023

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এর মাননীয় চেয়ারম্যান বাবু নিখিল কুমার চাকমা মহোদয়ের সাথে সৌজন্য সাক্ষাৎ এবং উপহারস্বরূপ চিটাগং হিল ট্রাক্টস রাইটার্স ইউনিয়ন এর চতুর্থ সম্মেলনের স্মারক সংকলন ও ব্যাগ হস্তান্তর। অশেষ ধন্যবাদ মাননীয় চেয়ারম্যান মহোদয় আমাদেরকে মূল্যবান সময় প্রদানের জন্য।

10/06/2023

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে ত্রিপুরা জাতির অবদান ছিল অপরিসীম। ত্রিপুরাদের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ সম্পর্কে একটি প্রবন্ধ লিখেছিলেন শ্রদ্ধেয় লেখক মথুরা বিকাশ ত্রিপুরা। 'বাংলাদেশের মুক্তিযুদ্ধে ত্রিপুরা জনগোষ্ঠী' নামক এই প্রবন্ধটি বাত্রিকস কর্তৃক ২০১৩ সালে Ruang ম্যাগাজিনে প্রকাশিত হয়েছিল।

09/06/2023

২০১৮ সালের ৮ জুন 'বলংরায় ফাউন্ডেশন' কর্তৃক প্রকাশিত আমার লেখা 'শ্রীমৎ খুসী কৃষ্ণ ত্রিপুরা বলংরায় সাধু' নামক গ্রন্থটির প্রথম অধ্যায় থেকে 'প্রাথমিক ও সন্ন্যাস জীবন' বিষয়ের কিছু অংশ পাঠ করছি।

চট্টগ্রামের পিটিআই সেন্টারে এসে হঠাৎ দেখা হলো দুই প্রিয় মানুষের সাথে। গল্প হলো কিছুক্ষণ। মাঝে মাঝে প্রিয় মানুষগুলোর সাথে...
09/06/2023

চট্টগ্রামের পিটিআই সেন্টারে এসে হঠাৎ দেখা হলো দুই প্রিয় মানুষের সাথে। গল্প হলো কিছুক্ষণ। মাঝে মাঝে প্রিয় মানুষগুলোর সাথে এভাবে দেখা হওয়াটা নিশ্চয় সৌভাগ্যের। শুভকামনা নিরন্তর।

09/06/2023

বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলোর মধ্যে রূপবান মুড়া অন্যতম। এটি কুমিল্লার কোটবাড়িতে অবস্থিত। কুমিল্লার ময়নামতির যে কয়েকটি প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো রয়েছে সেগুলোর মধ্যে একটি।

08/06/2023

আজ ৮ জুন, ২০২৩ খ্রি, বাংলাদেশের ত্রিপুরা সাহিত্যের অগ্রদূত শ্রীমৎ খুসী কৃষ্ণ ত্রিপুরা বলংরায় সাধুর মৃত্যুবার্ষিকী। ১৯৯৩ সালের এই দিনে তিনি ইহধাম ত্যাগ করেন। তাই আজকের এই বিশেষ দিনে এই মহান মানুষটির প্রতি জানাচ্ছি বিনম্র শ্রদ্ধা।🙏🙏🙏

জীবন মানেই এক একটি বাস্তবতার সম্মুখীন হওয়া,আর  সেগুলোকে ইচ্ছা-অনিচ্ছা সত্ত্বেও মেনে নেওয়া!
07/06/2023

জীবন মানেই এক একটি বাস্তবতার সম্মুখীন হওয়া,
আর সেগুলোকে ইচ্ছা-অনিচ্ছা সত্ত্বেও মেনে নেওয়া!

আমার এক প্রিয় ব্যক্তিত্ব শ্রদ্ধেয় রূপক খীসা, দীর্ঘ বছর রাঙ্গামাটি সরকারি মহিলা কলেজে শিক্ষকতা করার পর সদ্য অবসরপ্রাপ্ত শ...
06/06/2023

আমার এক প্রিয় ব্যক্তিত্ব শ্রদ্ধেয় রূপক খীসা, দীর্ঘ বছর রাঙ্গামাটি সরকারি মহিলা কলেজে শিক্ষকতা করার পর সদ্য অবসরপ্রাপ্ত শিক্ষক। রাঙ্গামাটিতে প্রথম পরিচয়ে জানতে পারি তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আমার ডিপার্টমেন্টের বড় ভাই। অসাধারণ একজন মানুষ। একজন সুদক্ষ সংগঠকও বটে। বিগত ২৩ ডিসেম্বর ২০২২ রাঙ্গামাটিতে অনুষ্ঠিত হওয়া জুম্ম জাবিয়ান পুনর্মিলনী প্রস্তুতি কমিটির আহবায়ক হিসেবেও খুব সুন্দর দায়িত্ব পালন করেছিলেন। এছাড়াও তাঁর সামাজিক বিভিন্ন কর্মকাণ্ড আমাদেরকে মুগ্ধ করে। শুভকামনা স্যার নিরন্তর।

আমাদের ম্রো জনগোষ্ঠীর অনন্য ব্যক্তিত্ব প্রিয় লেখক বন্ধু  Youngaun Mro এর সাথে কিছু আলাপচারিতার ফাঁকে একই ফ্রেমে বন্দী হও...
06/06/2023

আমাদের ম্রো জনগোষ্ঠীর অনন্য ব্যক্তিত্ব প্রিয় লেখক বন্ধু Youngaun Mro এর সাথে কিছু আলাপচারিতার ফাঁকে একই ফ্রেমে বন্দী হওয়ার সুন্দর মুহূর্ত। শুভকামনা নিরন্তর বন্ধু।

চট্টগ্রামের রাউজানের কৃতি সন্তান, চট্টগ্রাম যুব বিদ্রোহের মহানয়ক, বিপ্লবী মাস্টারদা সূর্য সেনের সাথে কিছুক্ষণ।  রাঙ্গামা...
05/06/2023

চট্টগ্রামের রাউজানের কৃতি সন্তান, চট্টগ্রাম যুব বিদ্রোহের মহানয়ক, বিপ্লবী মাস্টারদা সূর্য সেনের সাথে কিছুক্ষণ। রাঙ্গামাটি থেকে চট্টগ্রাম যাওয়ার পথে রাউজানে স্থাপিত তাঁর ভাস্কর্যটি আজো মনে করিয় দেয় তৎকালীন ব্রিটিশ বিরোধী আন্দোলনের কথা।

05/06/2023

রাঙ্গামাটির মানুষের বৈকালিক ভ্রমণের অন্যতম প্রিয় জায়গা আসামবস্তি ব্রীজ। একদিকে কাপ্তাই হ্রদ আর অন্যদিকে ফুরোমোনের দৃশ্য সত্যিই মনোমুগ্ধকর।

বহুদিন পর দেখা হলো প্রিয় গবেষক শামসুদ্দীন শিশির স্যারের সাথে। অফুরান ভালোলাগা প্রিয় গবেষক।
04/06/2023

বহুদিন পর দেখা হলো প্রিয় গবেষক শামসুদ্দীন শিশির স্যারের সাথে। অফুরান ভালোলাগা প্রিয় গবেষক।

বান্দরবানের আমার প্রিয় মানুষগুলোর সাথে...
04/06/2023

বান্দরবানের আমার প্রিয় মানুষগুলোর সাথে...

শুভ সকাল চট্টগ্রাম...
04/06/2023

শুভ সকাল চট্টগ্রাম...

আজকের সুর্যাস্ত....
03/06/2023

আজকের সুর্যাস্ত....

সিন্দুকছড়ির পথে পথে...
02/06/2023

সিন্দুকছড়ির পথে পথে...

রাঙ্গামাটি ঝুলন্ত ব্রীজ...
02/06/2023

রাঙ্গামাটি ঝুলন্ত ব্রীজ...

25/05/2023

মাছের রাজ্যে লামসক...

আমার মামাতি....
22/05/2023

আমার মামাতি....

14/05/2023

সদ্য প্রয়াত শ্রদ্ধেয় পিসাবাবু নয়ন বিকাশ ত্রিপুরার শ্রাদ্ধক্রিয়া অনুষ্ঠানের একটি অংশ নামকীর্তন। শ্রাদ্ধক্রিয়ার আগের রাতটি কেটে যায় মধুর নামকীর্তনে। পরদিন সকালে নামকীর্তন শেষে আমার পিসি, ছোটভাই সুমন, খুলুম ও সপরিবারে ছোটবোন কাবেরী। ২০২৩ যেন আমাদের পরিবারের জন্য শোকাবহ একটি বছর। অশেষ শ্রদ্ধা জানাই পিসাবাবু। ওপারে শান্তিতে থাকুন।

লামসক যখন বাবার সাথে পোজ দেয়...
13/05/2023

লামসক যখন বাবার সাথে পোজ দেয়...

13/05/2023

লামসক যখন সমুদ্র সৈকতে
খেলতে নামে আনমনে
ঊর্মিমালার সুরে সুরে
রঙ মেখে যায় মনে মনে।

Music: Last Summer
Musician:

জীবনের বহু সময় রেখেছি তোমার প্রয়োজনে,এবার না হয় একটু ভাবি আমার আমাকে নিয়ে...
30/04/2023

জীবনের বহু সময় রেখেছি তোমার প্রয়োজনে,
এবার না হয় একটু ভাবি আমার আমাকে নিয়ে...

Address

Banarupa
Rangamati
4500

Alerts

Be the first to know and let us send you an email when Mukul Kanti Tripura posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mukul Kanti Tripura:

Videos

Share



You may also like