Uzusurung

Uzusurung i am simple person. my home district Rangamati.i love my country of the Bangladesh.

01/12/2023

প্রতিদিন অন্তত ৫০০ পৃষ্ঠা বই পড়ো,
জ্ঞান হলো চক্রবৃদ্ধি সুদের মতো।
যত পড়বে, তত বাড়বে।

(ওয়ারেন বাফেট)

গোধূলি সময় পাহাড়ের চুড়ায় সূর্য মামার বিদায়ের মহুর্ত......
27/11/2023

গোধূলি সময় পাহাড়ের চুড়ায় সূর্য মামার বিদায়ের মহুর্ত......

24/11/2023

তথাগত বুদ্ধ পাঁচ প্রকার ছায়ার কথা বলেছেনে৷ যথা-

১! গাছের ছায়া,
২! জ্ঞাতির ছায়া,
৩! রাজার ছায়া,
৪! মাতা-পিতার ছায়া ও
৫! বুদ্ধের ছায়া।

গাছের ছায়া :
মানুষ প্রখর রােদ্রে দূর পথে যখন কোথাও হেটে যায়, তখন প্রচন্ড গরমে শরীর ক্লান্ত হয়ে পড়ে। সেই ক্লান্ত মানুষ তার ক্লান্তিকে দূর করার জন্য যেকোন ছায়াযুক্ত গাছে আশ্রয় খোঁজে। ক্লান্ত শরীরে ছায়াযুক্ত সবুজ বৃক্ষের নীচে বিশ্রাম নিলে মূহুর্তের মধ্যে গাছের সুশীতল ছায়ায় ও হিমেল হাওয়ায় ক্লান্তি দূর হয়ে দেহ-মনে একটা প্রশান্তি ও প্রীতিভাব জেগে ওঠে। কিন্তু সেই প্রীতিভাব দীর্ঘক্ষণ থাকে না। তাই গাছের ছায়া আপনাকে সাময়িক ক্লান্তি ও গরম দূর করে দিতে পারে এইটুকু মাত্র৷

জ্ঞাতির ছায়া :
প্রতিটি ব্যক্তির সফলতার, অগ্রগতির, এগিয়ে যাওয়ার বা সমাজে বেঁচে থাকার পিছনে কম-বেশি স্ব-জ্ঞাতির কিংবা আপন আত্মীয়দের সহযােগিতা ও অবদান থাকে। তা আমরা কেউ অস্বীকার করতে পারবাে না। এই যে আমরা যারা ভিক্ষু-শ্রামণ হয়ে ব্রহ্মচর্য পালন করছি—সবাই আপন জ্ঞাতি বা আত্মীয়দের দ্বারা পূজিত, পরিপােষিত হচ্ছি। তাঁরা আমাদেরকে চারি প্রত্যয় (পিন্ডু, চীবর, বিহার/কুটির ও ঔষুধ) দিয়ে সহযােগিতা করছে বলে আমরা বেঁচে আছি, ব্রহ্মচর্য পালন করতে পারছি। অন্য কোন মুসলিম, হিন্দু ও খ্রীষ্টান জাতিরা সেই চারি প্রত্যয়গুলাে দিচ্ছে না। স্ব-জাতিরা তা ব্যবস্থা করে দিচ্ছে। প্রত্যেক ভিক্ষু-শ্রামণ স্ব-জাতির প্রতি চারি প্রত্যয় দানের উপকারের কথা স্মরণ করে কৃতজ্ঞ থাকতে হবে৷

স্ব-দেশ, স্ব-জ্ঞাতিদেরকে ফেলে বাইরে দূরে কোথাও কোন জায়গায় বেড়াতে গেলে সেখানে যদি একজন স্ব-জাতির মানুষ দেখি, আলাদা একটা অনুভুতি সৃষ্টি হয় এবং তাঁর কাছে যেতে ইচ্ছে করে, কথা বলার মনে হয়। তাকে দেখে কেন এমন অনুভুতি সঞ্জাত হয়? কারণ, তাঁরা আমাদের আপন জ্ঞাতি মানুষ৷ একই সমাজে, একই সংস্কৃতিতে বেড়ে উঠার মানুষ। বিডুরক যখন শাক্যজাতিকে নিধন করার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, তখন ভগবান বুদ্ধ তা জানতে পেরে তাদেরকে রক্ষা করার জন্য মাঝমানে দাঁড়িয়ে থাকতেন৷ যেন বিডুরক শাক্যজাতিদেরকে আক্রমণ করতে না পারে। কথিত আছে বিডুরক তিনবার শাক্যজাতিকে ধ্বংস করার জন্য আক্রমণ করতে গেছেন,প্রতিবারই বুদ্ধ বাধা হয়ে দাড়াতেন৷ বিডুরক বুদ্ধকে শ্রদ্ধা করতেন, মান্য করতেন। তাই বুদ্ধকে দেখে ফিরে আসতেন৷ কিন্তু চারবারে যখন বিড়রক আক্রমণ করতে গেছেন, তখন বুদ্ধ আর বাধা দেননি৷ কারণ, তথাগত বুদ্ধ জেনেছেন—সেটা শাক্যজাতির পূর্বজন্মের অকুশল কর্মবিপাক৷ কর্মশক্তির সাথে কোন শক্তি পেরে উঠতে পারে না। বুদ্ধও কর্মশক্তির কাছে অসহায়৷

বুদ্ধ কেন বারবার বিডুরকের হাত থেকে স্বজাতি শাক্যজাতিকে রক্ষা করতে যেতেন? কারণ, বুদ্ধ জানতেন জ্ঞাতির ছাঁয়া একটি সুখদায়ক। বৌদ্ধধর্মে যদিও জাতিবাদ, গােত্রবাদ নেই—তবু যে ভিক্ষু যেই জাতিতে জন্মগ্রহণ করে, সেই স্ব-জাতিকে রক্ষা করার জন্য, টিকে থাকার জন্য, উন্নতি-শ্রীবৃদ্ধি জন্য তাদের একটা ন্যস্ত দায়িত্ব থাকে এবং আদর্শবান ভিক্ষুরা বিনয় মােতাবেক স্বজাতিদেরকে সঠিক দিক-নির্দেশনা, উপদেশ, পরামর্শ দিয়ে থাকে। যেমনটা পূজ্য বনভান্তেও স্বজাতি চাকমাদের অগ্রগতির জন্য, এতদাঞ্চলে অস্তিত্ব টিঁকে থাকার জন্য আজীবন বুদ্ধের বিনয় অনুসারে সৎ উপদেশ, পরামর্শ দিয়ে গেছেন। তাই স্ব-জাতির প্রতি সবাই কৃতজ্ঞ থাকুন, স্ব-জাতিকে ভালবাসুন, উপকার করুন। কিন্তু অন্য জাতিকে ক্ষতি বা হিংসা করে নয়।

রাজার ছায়া :
রাজা বা প্রধানমন্ত্রীর ছায়াও একটি সুখদায়ক। যে ব্যক্তি রাজা/ প্রধানমন্ত্রী আশ্রয় কিংবা সাহায্য পায় তাঁর জীবন ধন্য হয়। রাজার ছায়ায় সে আজীবন অর্থ-সম্পদে ও ঘর-বাড়ী পরিপূর্ণ অবস্থায় সুখে-শান্তিতে জীবনটা কাটাতে পারবে। এযাবত ইতিহাসের পাতায় সেধরণের কাহিনী অনেক দেখে এসেছি, শুনেছি-রাজা, মন্ত্রী বা রাষ্ট্রপতি সহায়তায় বহু অসহায় মানুষের দুঃখময় জীবন সুখময় হয়েছে৷ সেজন্য বলা হয়েছে রাজার ছায়াও একটি সুখদায়ক ছায়া।

মাতা পিতার ছায়া :
এই পৃথিবীতে যার মা-বাবা নেই, একমাত্র সে জানে মা-বাবা না থাকা জীবন কতটা দুঃখময়, কত যে যন্ত্রণাময়, কত অসহায়। যার মা-বাবা নামক ছাঁয়া জিনিসটি মাথা উপর থেকে চিরতরে উধাও হয়ে গেছে, কত যে সে পিতৃ-মাতৃহারা সন্তানটি একাকীত্ব ও অসহায়ত্ব অনুভব করে!!! সেটা কেবলমাত্র ভুক্তভােগীরা অনুভব করতে পারে। আমি পিতৃহারা, মাতৃহারা অনেক সন্তানদেরকে দেখেছি অপরের জীবিত মা-বাবাকে দেখে চোখের জল ফেলতে!!! পিতা-মাতা নামক স্নিগ্ধ ছায়াটি জীবন থেকে চিরতরে হারিয়ে গেলে সন্তানেরা কত অসহায় হয়ে পড়ে-যা আমরা এযাবত তা দেখে আসছি। মা-বাবারা সর্বদা সন্তানদেরকে ভাল-মন্দ দেখাশুনা করে, সুখে-দুঃখে, আনন্দ-বেদনায় পাশে থাকে অন্য কোন মানুষ সেভাবে দেখভাল করে না, পাশে থাকে না বা সাহায্য করে না।

আমি অনুরােধ করবাে তাদেরকে—যাদের মাতা-পিতা নামক পবিত্র ছায়াটি এখনাে বেঁচে আছে, তাঁরা যেন সেই পবিত্র ছায়াটি যত্ন সহকারে রক্ষণাবেক্ষন করেন। অবহেলা করলে ইহকাল-পরকাল ও জন্ম-জন্মান্তর অনুশােচনা করতে হবে৷ বৃক্ষের ছায়া শুধু ক্ষণিকের তরে আপনাকে ক্লান্তি দূর করে দেবে ; জ্ঞাতির ছায়া, রাজার ছায়া ও মা-পিতা ছায়া ত্রয়টিও কেবল এক জীবনের জন্য সুখ দিতে পারে। কিন্তু বুদ্ধের সুশীতল ছায়া আপনাকে স্রেফ ইহজীবন নয় জন্ম-জন্মান্তর শরীরিক-মানসিক সুখে থাকার ছায়া দেবে। এমনকি চিরসুখ, চিরশান্তি অবস্থা নির্বাণে পর্যন্ত পৌছে দেবে৷ আমি নিজেকে একজন খুব ভাগ্যবান মনে করি—সর্বজ্ঞ বুদ্ধের একজন মামুলি পুত্র হতে পেরে। তার পবিত্র সুশীতল ছায়া তলে আশ্রয় নিতে পেয়ে।।

বুদ্ধের ছায়া :
উপরে বর্ণিত পাঁচটি ছায়া থেকে এবং পৃথিবীতে যত ছায়া আছে তন্মধ্যে সর্বোৎকৃষ্ট ছায়া হলাে মহাকারুণিক বুদ্ধের ছায়া। এই ছায়া খুবিই পবিত্র, সুশীতল, শান্ত, ঝামেলামুক্ত৷ এই ছায়া তলে আশ্রয় নিলে ক্লান্ত শরীর সতেজ হয়ে উঠে, অশান্ত মন শান্ত হয়ে যায়। এই ছায়া হারিয়ে যাওয়ার কোন ভয় নেই। এই ছায়া তলে ঠাই নিলে কোন একসময় অবিনশ্বর সুখ মিলে। বুদ্ধের সরেজ ছায়ায় এসে কত রাজা, মহারাজা, কত ধনী-মহাধনী, কত অভিজাত-অতিজাতের মানুষ অবিনশ্বর সুখের অধিকারী হয়েছেন ; কত দীন-দুঃখী চিরসুখী হয়েছেন৷ আরাে সমাজের কত ঘৃণিত, অবহেলিত, অপাঙক্তেয় নারী-পুরুষ বুদ্ধের আশ্রয় গ্রহণ করে আত্মমর্যাদায় সর্বোচ্চ আসনে অধিষ্ঠিত হয়ে পূজার যােগ্য হয়েছেন—তা অবর্ণনীয় ও গণনাতীত৷ বুদ্ধের পবিত্র সুশীতল ছায়া সবার জন্য উন্মুক্ত৷ এই পবিত্র ও বৈষম্যহীন ছায়া তলে আসতে ধনী-গরীব কোন ভেদাভেদ নেই-যে কেউ আসতে পারেন৷ এই পবিত্র ছায়া তলে আসতে কোন অর্থকরি প্রয়ােজন হয় না। একদম বিনামূল্যে লাভ করা যায়। দরকার হয় স্রেফ ত্যাগের মানসিকতা, উচ্চ আকাঙ্খ, নির্মল চরিত্র, পঙ্কিলতাবিহীন। শিশু মনের মত সহজ-সরল একটা অন্তর, ক্ষমা-মৈত্রীর গুণ, ধৈর্য-সহ্যের শক্তি। সর্বোপুরি চারি আর্য সত্যকে অনুধাবন করার জ্ঞানের সক্ষমতা৷ তথাগত বুদ্ধ পুত্রদের কোন নিজস্ব কোন কোটি কোটি অর্থ-সম্পদ নেই, নিজস্ব কোন ঘর-বাড়ী নেই। নেই কোন চাকরি-বাকরি, স্ত্রী-পুত্র৷ তবু তাঁরা নির্মল মানসিক সুখে অবস্থান করে। কারণ, তাঁরা পৃথিবীর সর্বোত্তম স্নিগ্ধ বুদ্ধের ছায়া তলে থাকে। তাঁরা যে মানসিক সুখে থাকে পৃথিবীতে একজন প্রভাবশালী রাজা-মন্ত্রী কিংবা নামজাদা একজন কোটিপতিও সেই সুখ পায় না।

সকলের প্রজ্ঞা লাভের হেতু হোক।

সূত্র -সংগৃহিত

প্রয়াত পূর্নমোহন চাকমা ( আমার পিছা) আমাদের মাঝে নেই তবে তার স্মৃতিচারণ এভাবে যুগ যুগ থাকবে 🙏🙏🙏❤️
23/11/2023

প্রয়াত পূর্নমোহন চাকমা ( আমার পিছা) আমাদের মাঝে নেই তবে তার স্মৃতিচারণ এভাবে যুগ যুগ থাকবে 🙏🙏🙏❤️

দুই নয়নের ভালোবাসা দুটি প্রানীর হৃদয়ের স্পন্দন দৃশ্য❤️
23/11/2023

দুই নয়নের ভালোবাসা দুটি প্রানীর হৃদয়ের স্পন্দন দৃশ্য❤️

23/11/2023
23/11/2023

* চার জনের চার প্রকার ধন..

১.নারীর ধন সৌন্দর্য
২.পুরুষের ধন বিদ্যা
৩.রাজার ধন সেনা
৪.ব্রহ্মচারীর ধন শীল..

*মার ভাবনাকারীকে চার প্রকারে বাধা দেয়..

১.প্রলোভন দেখা
২.নিমিত্ত দেখা
৩.ভয় দেখা
৪.হুমকি

*চারটিকে কখনো ফেরনো যায় না..

১.অতীত
২.হারানো সুযোগ
৩.ছোড়া তীর
৪.বলা কথা

*চার ব্রহ্ম বিহার..

১.মৈত্রী
২.করুণা
৩.মুদিতা
৪.উপেক্ষা

*চার প্রকার দানে জন্ম জন্মান্তরে দেহ সুন্দর হয়...

১.সুখাদ্য দানে
২.বস্ত্র দানে
৩.বিহার সম্মার্জনে
৪.ক্রোধ না করিলে

*বিনয় মতে চার প্রকার দান...

১.চীবর দান
২.পিন্ডু দান
৩.শয়না সন দান
৪.ঔষধ পথ্য দান

*চার জনকে দ্রুত গমনে শোভা পায় না...

১.রমণী
২.অভিষিক্ত রাজা
৩.রাজার অলংকৃত মঙ্গল হস্তী
৪.প্রব্রজিত শ্রামণ-ব্রাহ্মন

*কল্পতরু দানে চারটি ফল..

১.ব্যবহারোপযোগী বস্তু ইচ্ছামতো পাওয়া যায়
২.কোন অভাব পরিলক্ষিত হয় না
৩.দূর্গতি ভোগ করতে হয় না
৪.জন্মে জন্মে ধনশালী, বিত্তশালী এবং অর্হত্ব লাভ হয়।
সাধু🙏 সাধু🙏 সাধু🙏(সংগৃহীত পোস্ট)

30/06/2023

Basic of mathematics
______________________:
১ কুইন্টাল = ১০০ কেজি
১০ কুইন্টাল= ১ টন
১০টন= ১মেট্রিক টন
১ মিলিয়ন = ১০ লক্ষ
১বিলিয়ন= ১০০ কোটি
১ফুট= ১২ ইঞ্চি
১ গজ = ৩ ফুট
১ ইঞ্চি= ২.৫৪ সে.মি

22/05/2023

মন পরিষ্কার রাখুন,কারন শেষ হিসাবটা অর্থের নয় কর্মের হবে।

Send a message to learn more

আজ পাহাড়ের ঐতিহ্যবাহী "ফুল বিজু " সবাইকে পেইজ এর পক্ষ থেকে " ফুল বিজু" শুভেচ্ছা এবং পুরাতন বছরকে বিদায় ও নতুন বছরকে বরণ ...
12/04/2023

আজ পাহাড়ের ঐতিহ্যবাহী "ফুল বিজু " সবাইকে পেইজ এর পক্ষ থেকে " ফুল বিজু" শুভেচ্ছা এবং পুরাতন বছরকে বিদায় ও নতুন বছরকে বরণ করে বিশ্বের সকল জাতিসত্বাদের মাঝে সুখ শান্তি বয়ে আনুক এই প্রত্যাশা রইল।

30/03/2023

অনেকদিন পর পেইজটি রিফ্রেশ করলাম নতুন কিছু সম্ভাবনা ও উদ্দীপনা নিয়ে সবার সহযোগিতা সামনে এগিয়ে যেতে চাই যদি সেই লক্ষ্য নিয়ে কাজ করতে পারি তাহলে সবার কাছে চির কৃতজ্ঞ থাকব।

20/11/2022

আজ ২০শে নভেম্বর ২০২২ খ্রিষ্টাব্দ। ২২ তম ফুটবল বিশ্বকাপ আসর স্বাগতিক দেশ কাতারে রাত ৮ টা উদ্বোধনী অনুষ্ঠান এবং রাত ১০ ঘটিকায় স্বাগতিক দেশ কাতার বনাম ইকুয়েডর খেলা সূচনা হবে।খেলাটি উপভোগ করার জন্য চোখ রাখুন টিভি চ্যানেলে।

I've just reached 100 followers! Thank you for continuing support. I could never have made it without each and every one...
19/11/2022

I've just reached 100 followers! Thank you for continuing support. I could never have made it without each and every one of you. 🙏🤗🎉

পাহাড়ের নির্মল সুস্বাদু পানির কুয়া
28/10/2022

পাহাড়ের নির্মল সুস্বাদু পানির কুয়া

ফুল সৌন্দর্য শোভা পায়❤️❤️❤️
27/10/2022

ফুল সৌন্দর্য শোভা পায়❤️❤️❤️

26/10/2022

রাঙমাটি ফৌরমৌন আঁকাবাকা রাস্তার দারুন প্রকৃতি দৃশ্য।

26/10/2022
01/10/2022

যে ব্যক্তি বৃদ্ধ পিতা-মাতা শ্বশুর -শ্বাশুড়ী ও বয়োজ্যোষ্ঠদের সম্মান, সেবা, পূজা করেন তদ্বারাই তিনি ইহলোক ও পরলোক সুখ লাভ করেন। উপদেশঃ-ভগবান মহাকারুনিক গৌতম বুদ্ধ।

19/09/2022

অভিনন্দন বাংলাদেশ নারী ফুটবল বিজয়ী টিমকে❤️❤️❤️❤️

19/09/2022

আজ বিকাল ৫ টা সময় বাংলাদেশ বনাম নেপাল সাফ অনুদর্ধ নারী ফুটবল ফাইন্যাল ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে। খেলাটি উপভোগ করা জন্য চোখ রাখুন টিভি চ্যানেলে এবং আমাদের নারীরা শত বাধা অতিক্রম করে ফুটবল জগতে হাতি হাতি পা পা করে অদম্য সাহজ নিয়ে ক্রিয়াঙগনে দেশ ও জাতির জন্য আলোড়ন ও আলোকিত। তাই তাদের জন্য পুরো দেশবাসী গর্বিত ও সুপ্রত্যাশিত।

11/09/2022

প্রকৃতির দৃশ্য আমাকে সবসময় মুগ্ধ করে❤️

12/08/2022

প্রকৃতি দৃশ্যপথ চমৎকার ❤️

Send a message to learn more

প্রকৃতি তুমি সত্যি সুন্দর।
12/08/2022

প্রকৃতি তুমি সত্যি সুন্দর।

17/06/2022

সিলেট বন্যা দূর্যোগ কবলিত হওয়ার কারনে ১৯ জুন এসএসসি সকল বোর্ড পরীক্ষা সময়সূচি স্থগিত করা হয়েছে।

13/05/2022

সবাইকে মৈত্রীময় শুভেচ্ছা জানাচ্ছি অদ্য ১৫/৫/২০২২ ইং তারিখে কুমিলা শালবন বৌদ্ধ বিহারে ত্রিস্মৃতি বিজরিত শুভ বৈশাখী পূর্নিমা বা বুদ্ধ পূর্নিমা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। উক্ত পূন্যময় অনুষ্ঠানে পূন্যভাগী হয়ে অংশগ্রহণ করতে পারেন।

সেভরগফুল
24/04/2022

সেভরগফুল

24/04/2022

জু জু বেক্কুনরে উজুসুরুঙ তপ্পেত্তুন হোচপানা ভালেদী তেল।

23/01/2022

জু জু বেক্কুনরে

হুদুগুলো
30/08/2021

হুদুগুলো

30/08/2021
30/08/2021

জু জু পাটতুরুুতুরু বেক্কুনরে মর চিৎদিগোল ভালেদী হোচপানা গোজাঙগড়।

Address

Chittagong
Rangamati
4500

Alerts

Be the first to know and let us send you an email when Uzusurung posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Uzusurung:

Videos

Share

Nearby media companies