Zubo Federation - যুব ফেডারেশন

Zubo Federation - যুব ফেডারেশন শিক্ষা,স্বাস্থ, সংস্কৃতি,খেলাধুলা ও সমাজসেবার অঙ্গীকার।

28/09/2024
আমরা পুরো জুলাই এবং আগস্টের শুরুতে এরকম একটি আহব্বানের জন্য অধীর আগ্রহে শরীরের শেষ রক্তবিন্দু নিয়ে সজ্জিত হয়ে অপেক্ষায...
05/09/2024

আমরা পুরো জুলাই এবং আগস্টের শুরুতে এরকম একটি আহব্বানের জন্য অধীর আগ্রহে শরীরের শেষ রক্তবিন্দু নিয়ে সজ্জিত হয়ে অপেক্ষায় ছিলাম। ৪ তারিখ স্বৈরাচারকে শিকড় সহ উপড়ে ফেলার চূড়ান্ত প্রাকটিস করা হয়। অবশেষে বিকাল বেলায় এলো স্বৈরাচার উৎখাতের বিপ্লবী আকাঙ্ক্ষিত আহ্বান।
রাক্ষসী -ডাইনি হাসিনার নির্ঘুম এক রাত, আমাদের বিপ্লবী রণভেরি সজ্জা , বিপ্লবী ছাত্রজনতার প্রলয়ডঙ্কা, ১৮ কোটি ছাত্র জনতার স্লোগান, প্রাচীর ভেদিয়া উঠিল নতুন সূর্যোদয় সকালের নাস্তা বঙ্গ ভবনে পড়ে রয় ,এক কাপড়ে হাসিনার পলায়ন।
We pray for miracles and miracle arrive.

আহ্...স্বাধীনতা... তুমি ... হাজারো ভাইয়ের রক্তে কেনা..... বৈষম্যহীন বাংলাদেশের বিজয়কেতন।

03/09/2024
02/08/2024

আমার ছাত্র ভাই ও বোনেরা- সমতার বাংলাদেশের জন্য আমারা শান্তিপূর্ণ আন্দোলন চালিয়েছি। সমতা ও স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য রাজপথে লক্ষ্য লক্ষ্য আহত হয়েছি।
অত্যাচার নির্যাতনের বিরুদ্ধে জাস্টিস প্রতিষ্ঠার জন্য রাজপথে শতশত ছাত্র-ছাত্রী শহীদ হয়েছি। একটাই উদ্দেশ্য ছিল -সমতার বাংলাদেশ পূন প্রতিষ্ঠা করা।

প্রান প্রিয় ভাই ও বোনেরা -
আমরা আলোচনার আহ্বান জানিয়েছি, আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়েছি, শান্তিপূর্ণভাবে সমস্যার সমাধানের আহ্বান জানিয়েছি। কিন্তু সরকার আমাদের কথা রাখল না । রাজপথে লক্ষ লক্ষ ভাইকে আহত করা হলো , হাজার হাজার ভাই বোনকে পঙ্গু করে দেয়া হলো , হাজার হাজার ভাইবোনকে ধরে নিয়ে নির্যাতন করা হলো, শত শত ভাইকে নিষ্ঠুর ভাবে পাখির মতো গুলি করে হত্যা করা হলো। সমতার বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আমরা সবকিছু সহ্য করেছি ।

আমরা অনেক সহ্য করেছি, অনেক ভাইকে রাজপথে হারিয়েছি, আর সহ্য করা হবে না। শান্তিপূর্ণভাবে স্বেচ্ছায় পদত্যাগ করে চলে যান।
আর যদি আমার একটি ভাইকে লাঠিচার্জ করা হয়, আর যদি আমার ভাইয়ের দিকে আর একটি টিয়ারশেন নিক্ষেপ করা হয়, আর যদি আমার ভাইয়ের দিকে একটি গুলি চালানো হয় , বাংলাদেশের প্রত্যেকটি গ্রাম মহল্লা শহর বন্দর সবকিছু অচল করে দেয়া হবে, ঢাকা ঘেরাও করা হবে, সকল অফিস আদালত বন্ধ করে দেয়া হবে, সংসদ ভবন ঘেরাও করা হবে ,গণভবন ঘেরাও করা হবে, আপনাকে লজ্জাজনকভাবে ক্ষমতা থেকে উৎখাত করা হবে।
আমাদের অভ্যুত্থান ছাত্র জনতার অভ্যুত্থান,
বাংলাদেশ জিন্দাবাদ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগ ও ১৪ দলীয় বৈঠকে জামাত শিবিরকে নিষিদ্ধ ঘোষণার সিদ্ধান্ত হয়েছে। ওয়েল কাম । ...
29/07/2024

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগ ও ১৪ দলীয় বৈঠকে জামাত শিবিরকে নিষিদ্ধ ঘোষণার সিদ্ধান্ত হয়েছে।
ওয়েল কাম ।
আদালতেরও আর প্রয়োজন পড়ে না।

১৪ দলের বৈঠকে জামায়াত-শিবির নিষিদ্ধের সিদ্ধান্ত #রাজনীতি #বাংলাদেশ_জামায়াতে_ইসলামী ....

18/07/2024

আন্দোলনের হৃৎপিণ্ড যখন ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ছাত্র শক্তি- তখন বিজয় অবশ্যম্ভাবী।
ঢাকা সহ সারা দেশ ছাত্রদের দখলে।
কোটা আন্দোলনের বিজয় সময়ের ব্যাপার মাত্র।

ইব্রাহিম রাইসি- সমস্ত  বাতিল শক্তির আতংক - একজন লিজেন্ড পলিটিক্যাল লিডারের বিদায়। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউ...
20/05/2024

ইব্রাহিম রাইসি- সমস্ত বাতিল শক্তির আতংক - একজন লিজেন্ড পলিটিক্যাল লিডারের বিদায়।
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

"শহীদ মাহবুবার রহমান ফাউন্ডেশন"আসসালামু আলাইকুম,শহীদ মাহবুবার রহমান ফাউন্ডেশন প্রতিষ্ঠা করা হয়েছে -বিভিন্ন ধরনের সামাজি...
26/04/2024

"শহীদ মাহবুবার রহমান ফাউন্ডেশন"

আসসালামু আলাইকুম,
শহীদ মাহবুবার রহমান ফাউন্ডেশন প্রতিষ্ঠা করা হয়েছে -বিভিন্ন ধরনের সামাজিক কাজের মাধ্যমে আর্থসামাজিক উন্নয়নের পাশাপাশি অসহায় দরিদ্র মানুষের কষ্টকে লাঘব করার প্রচেষ্টা চালিয়ে যাওয়া জন্য।

আর এই পরিকল্পনার অংশ হিসেবে আমাদের প্রথম প্রজেক্ট পায়রাবন্দ ইউনিয়নের মণ্ডলপাড়ায় এক অসহায় দরিদ্র মহিলাকে "শহীদ মাহবুবার রহমান ফাউন্ডেশন" থেকে গ্রহণ নির্মাণ করে দেওয়া হয়েছে।
গৃহ পরিদর্শন এবং উদ্বোধনে উপস্থিত ছিলেন শহীদ মাহবুবার রহমান ফাউন্ডেশন এর চেয়ারম্যান জনাব লাবিব আহসান, সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব আব্দুল আউয়াল মিঠুল সহ কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ জনাব সাইফুদ্দিন, জনাব শহিদুল ইসলাম, জনাব জাহিদ হাসান, জনাব সোহেল রানা ,জনাব মারুফ হাসান, জনাব মেহেদী হাসান ।

আল্লাহ আমাদের এই কাজগুলোকে কবুল করুন এবং আগামী দিনগুলোতে সামাজিক উন্নয়নে অবদান রাখার তৌফিক দান করুন ,আমিন।

এই রমজানে আপনাদের দানে ফুটাতে পারে কারো মুখের হাসি।সবার কাছে সাহায্যের আবেদন রইল।
05/04/2024

এই রমজানে আপনাদের দানে ফুটাতে পারে কারো মুখের হাসি।
সবার কাছে সাহায্যের আবেদন রইল।

26/03/2024

আজকের এই দিনে স্বাধীনতার জন্য যে সংগ্রাম শুরু হয়েছিল, সেটা লাখো শহীদের ত্যাগের বিনিময়ে সত্যিই সফলতার মুখ দেখেছিল। কিন্তু সেই সংগ্রামে স্বাধীন হয়েছে "বাংলাদেশের সরকার" ( পূর্ব পাকিস্তান) । রাষ্ট্র এবং জনগণ দুটোই পর্বের মত পরাধীন।
স্বাধীনতার সুফল পেতে রাস্ট্র এবং জনগণের স্বাধীনতার দরকার।
এই দিনের প্রত্যায় হোক "প্রকৃত স্বাধীনতার"

৩ নং পায়রাবন্দ ইউনিয়নে ( মিঠাপুকুরে রংপুর) "শহীদ মাহবুবার রহমান ফাউন্ডেশন" কতৃক শীতবস্ত্র বিতরণ করা হয়। উক্ত শীতবস্ত্...
30/01/2024

৩ নং পায়রাবন্দ ইউনিয়নে ( মিঠাপুকুরে রংপুর) "শহীদ মাহবুবার রহমান ফাউন্ডেশন" কতৃক শীতবস্ত্র বিতরণ করা হয়। উক্ত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- শহীদ মাহবুবার রহমান ফাউন্ডেশন চেয়ারম্যান জনাব মোঃ লাবিব আহসান, আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ইউনিয়ন লিডার হাফেজ আব্দুস সামাদ এবং ফাউন্ডেশন এর স্থানীয় নেতৃবৃন্দ। ইউনিয়নের দরিদ্র অসহায় মানুষের তীব্র শীত থেকে কিছুটা উষ্ণতা প্রদানের লক্ষে আমাদের প্রচেষ্টাকে আল্লাহ কবুল করুন, আমিন।

আজ আমি তোমাদেরকে সামাজিক কাজে অংশগ্রহণ করার জন্য আহ্বান করতেছি । আগামী দিনে আমার সন্তান তোমাদেরকে ডাকবে, ইনশাআল্লাহ।
30/01/2024

আজ আমি তোমাদেরকে সামাজিক কাজে অংশগ্রহণ করার জন্য আহ্বান করতেছি । আগামী দিনে আমার সন্তান তোমাদেরকে ডাকবে, ইনশাআল্লাহ।

পশু-পাখি সকলেরই জীবন আছে, মানুষ সৃষ্টির সেরা। আমারা আলাদা কেন ?
04/01/2024

পশু-পাখি সকলেরই জীবন আছে, মানুষ সৃষ্টির সেরা। আমারা আলাদা কেন ?



ভোট নিয়ে আপনার ভাবনা কি ????
03/01/2024

ভোট নিয়ে আপনার ভাবনা কি ????



03/01/2024

বিদায় ২০২৩ । মানবতার কল্যাণে আমরা এগিয়ে এসেছি ।
আর আপনাদের শুধু একটা লাইক আমাদের পরম পাওয়া।
স্বাগতম ২০২৪।

Address

Ramna

Website

Alerts

Be the first to know and let us send you an email when Zubo Federation - যুব ফেডারেশন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Nearby media companies


Other Digital creator in Ramna

Show All