ইতিহাসের পথে জগন্নাথ হলের দুই ভবন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষী তিন হলের অন্যতম জগন্নাথ হল এবং অন্য দুটি হলের নাম পরিবর্তন হলেও জগন্নাথ হলের নাম পরিবর্তন হয়নি। যে ভবন দুটি নিয়ে জগন্নাথ হল যাত্রা শুরু করে সে দুটি হল উত্তরবাড়ি ও দক্ষিণবাড়ি। চলুন বিস্তারিত জানা যাক এই ভবনদুটি সম্পর্কে।
ঢাকা বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশের উচ্চশিক্ষা গ্রন্থ থেকে জানা যায়, জগন্নাথ হল নির্মাণের জন্য যে প্রকল্প গ্রহণ করা হয়, তাতে একটি কেন্দ্রীয় ভবন ছিল, যা হবে দৈর্ঘ্যে ১৪৪.৫ ফুট এবং প্রস্থে ৭৭ ফুট। প্রতিটিতে ১০০ ছাত্র থাকার উপযোগী তিনটি ভবন। তাতে থাকবে তিনটি রান্নাঘর ও তিনটি ভোজনরুদ্ধ প্রভোস্ট ও তিনজন হাউস টিউটরের বাসস্থান।
প্রকল্পে বলা হয়েছিল, কেন্দ্রীয় ভবনে থাকবে একটি মিলনায়তন, যার আকার ৭১.৫ ফুট x ৫০ ফুট, যেখানে ৪০০ থেকে ৫০০ আসন থাকবে (এই মিলনায়তনটি ১৯৮৫ সালের ১৫ অক্টোবর ধ্
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরুদ্ধে ১৯১২ মার্চ মাসে একটা প্রতিবাদ সভা হয়েছিলো -এই কথা এখন সবাই জানেন।
কবে হয়েছিলো সেই প্রতিবাদ সভা?
কোথায় হয়েছিলো ?
কি নিয়ে আলোচনা হয়েছিল?
কি সিদ্ধান্ত নেয়া হয়েছিলো?
রবীন্দ্রনাথ কি সত্যই সেই সভায় গিয়েছিলেন? সভাপতিত্ব করেছিলেন? ঢাকা ইউনিভার্সিটির বিপক্ষে বক্তব্য দিয়েছিলেন?
এখন পর্যন্ত এই নিয়ে যত কথা বলা হয়েছে তা 'অন্যের মুখে ঝাঁল খাবার মতন''
'অমুকে তার তমুক বইতে লিখেছেন-তাই এইটা সত্য'' অথবা ''রবীন্দ্রনাথ ঠাকুর সেইদিন শিয়ালদহ ছিলেন, অমুক কে চিঠি লিখেছিলেন তার ভগ্ন স্বাস্থ্যের কথা জানিয়ে, সুতরাং কলিকাতার সেই সভায় তার থাকার কথা নয়''- এইসকল সেকেন্ডহ্যান্ড রেফারেন্স নয়, কোনো হাইপোথেসিস নয়, সেইসময়ের পত্রিকাগুলির পাতায় পাতায় লেখা খবরই উন্মোচন করুক আসল সত্য, পাথুরে প্রমাণ!
ক্রমশঃ প্রকাশ হবে সত্য।
আপনি সেই সত্য সহ্য করতে পা
Nature
Video: Monzurul Azim Palash
#nature #naturephotography #naturelover #facebookviral #FacebookPage
#books #pathaksamabesh #reelsfb #reelsvideo
কবিতা পাঠ: ০২
পাঠ করছেন: তিলক সাহা
আয়োজনে: জগন্নাথ হল সাহিত্য সংসদ
কবিতা পাঠ: ০১
পাঠ করছেন: সুশীল মালাকার
আয়োজক: জগন্নাথ হল সাহিত্য সংসদ, ঢাকা বিশ্ববিদ্যালয়
#BTSARMY #BTS #instagram #instagood #instadaily
Nature
#nature #naturelover #naturephotography #naturevideography
২৫% ছাড়ে কিনুন
➡️ For order
✉️ Inbox us on messenger
📞 Mobile: +8801581-032987
+8801744-921834
🟢 whatsapp: 01581-032987
কবিতা: বাসস্টপ
কবি: আহমেদ সোহাগ
আবৃত্তিকার: মালিহা বিনতে নজরুল
ভিডিয়োটি ক্যাম্পাস লিটারেচার গ্রুপ থেকে নেয়া।