Usha's World

Usha's World Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Usha's World, Digital creator, Rajshahi.

23/08/2024

এই হলো শেখ হাসিনা সরকারের ১৬ বছরের উন্নয়নের নমুনা!

এতোদিনেও একটা বাঁধ নির্মাণ করা হয়নি, এখন এতো পানি রাখবো কই? পদ্মা সেতুতে,নাকি মেট্রোরেলে,নাকি ট্যানেলে?

05/08/2024

এতো আনন্দ এরা রাখবে কই?🤣

05/08/2024

বুঝলাম না আমার ছাত্রলীগ বন্ধু হটাৎ করে বলতাছে ফাইনালি আমরা স্বাধীন 🤔।পই পই করে হিসাব রাখতে হবে কে কে আমাদের পাশে ছিলো আর কেকে স্বাধীনতা অর্জনের পরে এসে স্বাধীনতার ভাগ নিচ্ছে।পই পই করে হিসাব রাখতে হবে ছাত্রলীগ আর আওয়ামী লীগ কোন গর্তে লুকাইছে।পই পই করে হিসাব রাখতে হবে আমার ভাই-বোনদের রক্তের।পই পই করে হিসাব রাখতে হবে সব বেঈমানদের। আমরা কিছুই ভুলিনি 🇧🇩❤️

04/08/2024

কিছু বিবেকহীন মানুষ প্রশ্ন করছে: ওনাকে নামিয়ে কাকে উঠাবেন?

উত্তর:
০১। আপনার বউ/স্বামী আপনার সাথে চিট করে যদি কারও সাথে পরকীয়ায় লিপ্ত হয় তাহলে আগে ডিভোর্স দিবেন,নাকি বসে বসে চিন্তা করবেন পরের বিয়েটা কাকে করা যায়?

০২.।বাসায় আগুন লাগলে আগে দৌড়ে বের হবেন নাকি চিন্তা করবেন বাইরে কোথায় আশ্রয় নিবেন?

০৩।আপনার পরনের লুঙ্গিতে যদি আগুন লাগে তখন কি করবেন লুঙ্গী খুলবেন না চিন্তা করবেন কোন ব্রান্ডের লুঙ্গি কিনবেন??

29/07/2024

চোখ বিক্রি করে আমি এই শহরে এসেছি।

চারদিকে তাই কাউকে দেখি না। পথের মধ্যে একজন বলেছিল, কান দুটাও রেখে যাও। রেখে এলাম। এখন আমি আর ভালো-মন্দ কিচ্ছু শুনি না।

তবে মাঝে মাঝে খুব খারাপ লাগে এই শহরে। একজনকে বললাম, এই খারাপ লাগার কারণ কী?

বললেন, বোকা ছেলে সব বিক্রি করেছ, বিবেকটা বিক্রি না করলেতো এমন হবেই...

এরপর এই শহরে আমি একজন ভালো ক্রেতা খুঁজে বেড়াচ্ছি। কয়েকজনকে পেয়ে বললাম, একটা বিবেক ছিল। খুব কমে বেঁচতে চাই। নেবেন ভাই?

বললেন, মাথা খারাপ! আমরা মাত্রই নিজেদের বিবেকও বেঁচে দিয়ে এলাম।

বি:দ্র: বর্তমান প্রেক্ষাপটে বিবেক বিক্রি করা ছাড়া আর কোনো উপায় নেই।

18/07/2024

পাবলিক বিশ্ববিদ্যালয়ের টিচারদের আজকে শিক্ষা নেওয়া উচিত সকল প্রাইভেট ভার্সিটির টিচার দের থেকে। উনারা যেইভাবে স্টুডেন্ট দের কে সাপোর্ট দিচ্ছে এইটা স্বর্ণাক্ষরে লেখা থাকবে ইতিহাসে।

আপনাদের ভার্সিটির ranking আপনাদের পিছনে..... রাখেন। আমাদের ভাই বোনদের কে ক্যাম্পাস থেকে জোর করে বের করে দিয়ে এখন ঘরে বসে থাকতে একটুও লজ্জা হচ্ছে না আপনাদের?

ক্লাসে নীতি বাক্য বলেন কিভাবে আপনারা? আপনাদের ই তো নীতি ঠিক নাই।

Shame on you man! Shame!

17/07/2024

কাদের মারতেছে জানেন? দেশের ফাইনেস্ট ব্রেইনদের...!

পাকিস্তানিরা দেশ ছাড়ার আগে যেমন বুদ্ধিজীবি মারায় দেশ গত ৫০ বছরেও ঠিকঠাক আলোর মুখ দেখছেনা। আর এরা কারা জানেন? এরা দেশের সবচেয়ে ফাইনেস্ট ব্রেইন।

৩ টা ইউনিভার্সিটির ফর্ম তুলে কোথাও টিকিনাই। যদিও ১ টা তে টিকেছিলাম তাও ভালো সাবজেক্ট আসবে না জন্য ভর্তি হয়নি। প্রতি সিটের জন্যে ১০০+ জন কম্পিটিটর। একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়তে হইলে মিনিমাম একশোটা শিক্ষিত ব্রেইন থেকে স্মার্ট , চৌকস , ইন্টিলিজেন্ট ব্রেইনওয়ালা হইতে হয়। আর তাদের উপর এমন বর্বরতা চলছে।

এইসব ফাইনেস্ট ব্রেইন মেরে ফেললে এই জাতি আজীবন গোলাম হয়ে থাকবে। এরা নিজের জন্যে লড়ছেনা এইটা বোঝার ট্রাই করেন। এরা আপনার অধিকারের জন্যে লড়ছে। এদের বাঁচান ,এরা না থাকলে চাটার দল আপনাদের গোলাম বানিয়ে রাখবে সারাজীবন। দয়া করে এদের বাঁচান 🙏

14/07/2024

বাংলাদেশে জন্মানোর একটা লাভ আছে। তবে এই দুনিয়ায় না,আখিরাতে আরকি। এখানে আপনার এতো পরিমাণে হক মারা হবে, আপনি নিজেও হিসাব রাখতে পারবেন না। রাস্তার মজুর থেকে শুরু করে সরকারি, বেসরকারি কর্মকর্তা কোনো না কোনোভাবে সবাই আপনার হক মারবে। এখন অনেকেই বলতে পারেন মজুর কেনো বললাম? আমরা যখন রাস্তায় বের হয় তখন রিকশাওয়ালা মামা বা অন্য কোনো লোক যার কাছে থেকে আমরা কিছু কিনি, তারা কিন্তু অনেক সময় আমাদের থেকে ন্যায্য টা নেইনা বরং বেশি নেয়। আর এগুলোর জন্য হাশরের ময়দানে একটা বড় সংখ্যক নেকি আপনার আমলনামায় আসবে। তবে শর্ত একটাই, আমি নিজেও যেনো ওই জালিমের অন্তর্ভুক্ত না হই।

07/07/2024

"মানুষ কি বলবে?"

আপনি মরে যাওয়া মাত্র মানুষ আপনার নামটাও মুখে নিবে না। বলবে লাশটা কে গোসল করাও, লাশটা কে খাটিয়ায় তোলো, লাশটা কে কবর দাও ব্যাস,,,আর এই মানুষ কি বলবে ভেবে গোটা একটা জীবন কাটিয়ে দিচ্ছেন।

Some wallpapers I made 🖤
05/07/2024

Some wallpapers I made 🖤

Address

Rajshahi

Website

Alerts

Be the first to know and let us send you an email when Usha's World posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share


Other Digital creator in Rajshahi

Show All