বাণী সমগ্র

বাণী সমগ্র ۞সহজ সরল একটি বাক্যও
বদলে দিতে পারে আপ?

চিরন্তন অমূল্য বাণী ।
❖ পা পিছলে পড়ে যাওয়া লজ্জার
কথা নয়।
বরং যথা সময়ে উঠে না দাঁড়ানোই
লজ্জার ব্যাপার।
❖ তর্কে জেতা বুদ্ধিমানের কাজ
নয়
বরং বুদ্ধিমানের কাজ হল
তর্কে না জড়ানো।
❖ তুমি যতটা মূল্যবান
ততটা সমালোচনার পাত্র হবে।
❖ বুদ্ধির সীমা আছে কিন্তু
বোকামীর কোন
সীমা নেই।

জ্ঞানী মূর্খকে চিনতে পারে কেননা সে জ্ঞানী।
পক্ষান্তরে মূর্খ
জ্ঞানীকে চিনতে পারে না,
কেননা সে মূর্খ। ❖ বন্ধুত্ব
একটি ছাতা

র ন্যায়। বৃষ্টি যতই
প্রবল হয়
ছাতার ততই প্রয়োজন হয়।
❖ ভুল করা দোষের কথা নয়
বরং ভুলের উপর
প্রতিষ্ঠিত থাকা দোষণীয়।
❖ মানুষের সাথে বন্ধুত্ব ছিন্ন
করে অর্থ উপার্জন
করতে যেও না। কারণ, বন্ধুত্ব
স্থাপনই অর্থাপর্জনের
গুরুত্বপূর্ণ
মাধ্যম।
❖ মানুষের সাথে সে রূপ আচরণ কর
যেমন তারা পছন্দ
করে। নিজের পছন্দ মাফিক
আচরণ কর না।
❖ আহমকের সাথে তর্ক কর না।
কারণ,মানুষ হয়ত
দুজনের মাঝে পার্থক্য করতে ভুল
করবে। ❖ তোমার পিঠে কেউ
ততক্ষণ পর্ন্তত
চড়তে পারবে না যতক্ষণ
না তুমি পিঠ নিচু কর।
❖ যে অধিকার আদায়ের
পেছনে চেষ্টা চালানো হয়
তা কখনই বৃথাযায় না।
❖ ইমাম মুসলিম (রহ) বলেন:
“শরীরকে আরামে রেখে জ্ঞানার্জন
করা সম্ভব নয়।”
❖ বেলাল বিন রাবাহ (রহ) বলেন:
“পাপ ছোট
কি না তা দেখনা বরং দেখ যার
অবাধ্যতা করছ
তিনি কত বড়।''
❖ রাফেঈ বলেন:
“যদি তুমি দুনিয়াকে নতুন কিছু
উপহার দিতে না পার
তবে তুমি দুনিয়ার একটি বোঝা।

Address

Sopur
Rajshahi
6280

Website

Alerts

Be the first to know and let us send you an email when বাণী সমগ্র posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category