Atv News Bangla

Atv News Bangla Any important news, we make arrangements to reach everyone through this page. But if we are busy wat

Never Hesitate
31/12/2023

Never Hesitate

জনগণের বন্ধু
30/12/2023

জনগণের বন্ধু

ইয়ামতের দিন সহজ হিসাবের জন্য দুআ
25/12/2023

ইয়ামতের দিন সহজ হিসাবের জন্য দুআ

১৭ ঘন্টায় শেষ করেছেন সম্পূর্ণ কুরআন নির্ভূলভাবে। ‍Alhamdulillahকুরআনের প্রতি কত গভির মহব্বত থাকলে এটা সম্ভব !
22/12/2023

১৭ ঘন্টায় শেষ করেছেন সম্পূর্ণ কুরআন নির্ভূলভাবে। ‍Alhamdulillah
কুরআনের প্রতি কত গভির মহব্বত থাকলে এটা সম্ভব !

Muhammad Ali 🌟❤️ - 10 Surprising things about legend Muhammad Ali
17/12/2023

Muhammad Ali 🌟❤️ - 10 Surprising things about legend Muhammad Ali

ভালো ফলাফল সহ স্নাতক পাশ করা ছেলেকে উপহার দিতে বাবা তাকে পারিবারিক গ্যারেজে নিয়ে গেলেন।একটি পুরনো গাড়ি দেখিয়ে বললেন, জরা...
16/12/2023

ভালো ফলাফল সহ স্নাতক পাশ করা ছেলেকে উপহার দিতে বাবা তাকে পারিবারিক গ্যারেজে নিয়ে গেলেন।
একটি পুরনো গাড়ি দেখিয়ে বললেন, জরাজীর্ণ এই গাড়িটা আমি বহু বছর আগে নিয়েছিলাম। এখন এর অনেক বয়স হয়ে গেছে। তোমার খুশীর মুহূর্তে এটা আমি তোমাকে উপহার হিসেবে দিতে চাই।
তবে তার আগে তুমি এটা বিক্রির জন্য একটা গাড়ির শোরুমে যাও এবং দেখো, তারা এটার কত দাম বলে।”
ছেলেটা গাড়ির শোরুম থেকে বাবার কাছে ফিরে এসে বলল, ′′তারা এই গাড়ির মূল্য এক হাজার ডলার বলেছে, কারণ এটি দেখতে খুব জরাজীর্ণ।”
বাবা বললেন, “এবার এটা ভাঙ্গারি দোকানে নিয়ে যাও, দেখ ওরা কি বলে!”
ছেলে ভাঙ্গারি দোকান থেকে ফিরে এসে বলল, “এটা অনেক পুরনো গাড়ি বলে ওরা মাত্র ১০০ ডলার দাম দিতে চায়।′′
বাবা তখন একটা গাড়ির ক্লাবে গিয়ে গাড়িটা দেখাতে বললেন। ছেলেটা গাড়িটি ক্লাবে নিয়ে গেল এবং ফিরে এসে খুশিতে তার বাবাকে বলল, "ক্লাবে কিছু লোক খুবই কৌতূহলি হয়ে গাড়িটি পর্যবেক্ষণ করলো এবং এর জন্য এক লক্ষ ডলার অফার করেছে। যেহেতু এটি একটি Nissan Skyline R34, একটি আইকনিক গাড়ি।"
তখন বাবা তাঁর ছেলেকে বললেন, "সঠিক জায়গার সঠিক লোক, তোমাকে সঠিক ভাবেই মূল্যায়ন করবে। আর যদি কোথাও তোমাকে মূল্যায়ন না করা হয়, তবে রাগ করবেনা। বুঝে নিবে, তুমি ভুল জায়গায় আছো। তারাই তোমার মূল্য দিবে, যাদের নিজেদের মূল্যবোধ আছে, গুণ ও গুণীর মর্ম উপলব্ধি করার মত যোগ্যতা আছে। এমন জায়গায় কখনো থেকো না, যেখানে তোমার প্রকৃত মূল্যায়ন করার যোগ্য মানুষের বড্ড অভাব।"

মানুষের মূল্যায়ন কিভাবে করবেন?
16/12/2023

মানুষের মূল্যায়ন কিভাবে করবেন?

15/12/2023

“অবশ্যই আমি তোমাদের পূর্বে বহু জাতিকে ধ্বংস করে দিয়েছি, যখন তারা জুলুমে লিপ্ত ছিলো" সূরা ইউনুস : আয়াতঃ ১৩

এককালে এভাবেই কৃষিজমিতে পানি সরবরাহ করা হতো। ভারতের কোনো এক গ্রাম থেকে পুরনো দিনের এই ছবিটি তোলা।কৃতজ্ঞতা: রবি লুনিয়া
15/12/2023

এককালে এভাবেই কৃষিজমিতে পানি সরবরাহ করা হতো। ভারতের কোনো এক গ্রাম থেকে পুরনো দিনের এই ছবিটি তোলা।
কৃতজ্ঞতা: রবি লুনিয়া

১৯৫৬ সালের ৫ মেগাবাইটের হার্ডড্রাইভ এতটাই বিশাল আর ভারী ছিল যে সেটা একজায়গা থেকে আরেক জায়গায় নিতে কয়েকজন মিলে ঠেলতে হতো।
15/12/2023

১৯৫৬ সালের ৫ মেগাবাইটের হার্ডড্রাইভ এতটাই বিশাল আর ভারী ছিল যে সেটা একজায়গা থেকে আরেক জায়গায় নিতে কয়েকজন মিলে ঠেলতে হতো।

৩য়-৪র্থ শতকের দিকে নির্মিত তখত-এ-রুস্তম হলো একটি বৌদ্ধ মঠ। এর অবস্থান বর্তমান আফগানিস্তানের হাইবাক শহরের ২ কি.মি. দক্ষিণ...
15/12/2023

৩য়-৪র্থ শতকের দিকে নির্মিত তখত-এ-রুস্তম হলো একটি বৌদ্ধ মঠ। এর অবস্থান বর্তমান আফগানিস্তানের হাইবাক শহরের ২ কি.মি. দক্ষিণে। পুরো কমপ্লেক্সটি বেডরক খোদাই করে বানানো হয়েছে। এখানে সর্বমোট ৫টি চেম্বার আছে, যার মাঝে দুটি উপাসনালয় হিসেবে ব্যবহৃত হয়েছে। এর মাঝে একটির সিলিংয়ে গম্বুজাকৃতির স্থাপনায় চমৎকার পদ্মপাতার নকশা ফুটিয়ে তোলা হয়েছে।

নিজের অবস্থান না জেনে কাউকে আঘাত করতে নেই।
14/12/2023

নিজের অবস্থান না জেনে কাউকে আঘাত করতে নেই।

যেখানে দেশ ভর্তি মানুষ রেখেই, দেশ এগিয়ে যাচ্ছে সেখানে... যাত্রি বোঝাই করা বগি রেখে ট্রেন এগিয়ে যাওয়া আমার মনে হয় আহামরি ...
13/12/2023

যেখানে দেশ ভর্তি মানুষ রেখেই, দেশ এগিয়ে যাচ্ছে সেখানে... যাত্রি বোঝাই করা বগি রেখে ট্রেন এগিয়ে যাওয়া আমার মনে হয় আহামরি কিছু না.......।🙂

ফজর ও এশার নামায কষ্টের কাদের জন্য
12/12/2023

ফজর ও এশার নামায কষ্টের কাদের জন্য

02/12/2023

যারা সমস্যায় আছেন
Comment-এ Lecture টি
শুধু তাদের জন্য 🥰

কল্পনায় আঁকা 💙
30/11/2023

কল্পনায় আঁকা 💙

এদেশে ৯ম শ্রেণীর ছাত্রী উধাও হওয়া সম্ভব.. কিন্তু বিবাহ দিতে গেলে.  কিছু ব্লাড দূষিত কুলাঙ্গারদের গায়ে আগুন ধরে..)
29/11/2023

এদেশে ৯ম শ্রেণীর ছাত্রী উধাও হওয়া সম্ভব..
কিন্তু বিবাহ দিতে গেলে. কিছু ব্লাড দূষিত কুলাঙ্গারদের গায়ে আগুন ধরে..)

ফিলিস্তিনের সমর্থন করতে গিয়ে জরিমানা হলো পাকিস্তানের সাবেক ক্রিকেটার আজম খানের।
29/11/2023

ফিলিস্তিনের সমর্থন করতে গিয়ে জরিমানা হলো পাকিস্তানের সাবেক ক্রিকেটার আজম খানের।

সুফইয়ান সাওরি রহি. একবার দুনিয়া, দুনিয়ার চাকচিক্য এবং এর মধ্যে দুনিয়াবিমুখতা কী; সে সম্পর্কে আলোচনা করেন। তিনি বলেন,...
29/11/2023

সুফইয়ান সাওরি রহি. একবার দুনিয়া, দুনিয়ার চাকচিক্য এবং এর মধ্যে দুনিয়াবিমুখতা কী; সে সম্পর্কে আলোচনা করেন। তিনি বলেন,

’আশা ছোটো রাখাই হলো দুনিয়াবিমুখতা। মোটা খাবার খাওয়া আর মোটা জুব্বা পরার নাম দুনিয়াবিমুখতা নয় ৷’

[জামিউল উলুম ওয়াল হিকাম, ৩৫৫]

মেঘের উপরে রাস্তাএ যেন এক অপরুপ প্রাকৃতিক সৌন্দর্যের প্রতীক 🥰 সাজেক রাঙ্গামাটি
25/11/2023

মেঘের উপরে রাস্তা
এ যেন এক অপরুপ প্রাকৃতিক সৌন্দর্যের প্রতীক 🥰 সাজেক রাঙ্গামাটি

আল্লাহ তাআলা বলেন, প্রার্থীর জীবন যেন তোমাদেরকে কোনভাবেই ধোঁকায় না ফেলে
24/11/2023

আল্লাহ তাআলা বলেন, প্রার্থীর জীবন যেন তোমাদেরকে কোনভাবেই ধোঁকায় না ফেলে

Jurassic World  🎥before and after pictures that show the powers of special effects
23/11/2023

Jurassic World 🎥
before and after pictures that show the powers of special effects

বাংলাদেশের রোল মডেল সিটিতে পরিনত হচ্ছে রাজশাহী
21/11/2023

বাংলাদেশের রোল মডেল সিটিতে পরিনত হচ্ছে রাজশাহী

20/11/2023

* পুরুষদের জন্য জান্নাতে দুই প্রকারের স্ত্রী থাকবে।
দুনিয়ার নিজ স্ত্রী বা স্ত্রীগণ এবং বেহেস্তের হুর জাতীয় স্ত্রী।
এ ছাড়াও থাকবে- কাফেরের কোন স্ত্রী যদি মুসলমান হয়ে যায়-
যেমন ফেরআউনের স্ত্রী আছিয়া। তিনি এবং হযরত মরিয়ম হবেন হুযুরের জান্নাতী স্ত্রী। পুরুষদের বয়স হবে ৩০/৩৩ বৎসরের মধ্যে। শক্তি হবে একশত পুরুষের। হুরগণের বয়স হবে পুরুষদের ইচ্ছানুযায়ী। জান্নাতে স্বামী-স্ত্রী হিসাবে আনন্দমিলন হবে- কিন্তু সন্তানাদি হওয়ার ইচ্ছা তাঁরা করবে না। তাঁদের মিলনে শরীর নাপাক হবে না। এ সম্পর্কে বিভিন্ন রেওয়ায়াত এসেছে। দুনিয়ার স্ত্রী ছাড়াও হুর হবে কমপক্ষে ৭২ জন করে। তাঁদের গঠনপ্রকৃতি ও রূপসৌন্দর্য হবে বিস্ময়কর- যা কেউ কোন দিন শুনেনি, দেখেনি-এমন কি কল্পনাও করেনি। দুনিয়ার স্ত্রীগণ হবেন সর্দার। দুনিয়ার স্ত্রী ও বেহেস্তী হুরদের মধ্যে রূপগুণ ও মর্যাদা নিয়ে মাঝে মধ্যে কথা কাটাকাটি হবে। বেহেস্তী হুরেরা বলবে- আমরা রুপেগুণী অধিক সুন্দরী, পাকপবিত্র ও স্বামী সোহাগিণী। অপরদিকে দুনিয়ার স্ত্রী বলবে- আমি ছিলাম নামাযী, রোযাদার, সুখ-দূঃখের সঙ্গিনী ও খেদমতগার। আমিই বেশী উত্তম। এভাবে তাঁরা স্বামীকে নিয়ে বড়াই করবে। আল্লাহ্পাক নেক্কার বান্দাদের জন্য জান্নাতের অনন্ত সুখের ব্যবস্থা করবেন- দুনিয়ার সামান্য ইবাদতের বিনিময়ে। এটাই হবে বড় সফলতা।
(১) বেহেস্তের হুর তিন জিনিস দ্বারা সৃষ্ট
ان رسول اللّٰہ ﷺ سئل عن الحور العین من ای شئی خلقن؟ فقال : من ثلاثۃ اشیاء اسفلھن من المسک واوسطھن من العنبر واعلا ھن من الکافور ۔ وشعورھن وحواجبھن سواد سوداء خط من نور ۔ رواہ الترمذی۔
অর্থঃ রাসুলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের খেদমতে আরয করা হলো- বেহেস্তের হুর কিসের তৈরী? হুযুর (ﷺ) জবাব দিলেন “তিন বস্তু দ্বারা হুর সৃষ্টি- (১) নিম্মাংশ মিশ্ক -এর তৈরী (২) মধ্যভাগ আম্বরের তৈরী (৩) উপরিভাগ কাপুর জাতীয় পদার্থ দিয়ে তৈরী। তাঁদের চুল ও ভ্রু হবে কালো এবং নূরের রেখা সমৃদ্ধ” (তিরমিযি শরীফ)।
(২) জান্নাতী পুরুষ হবে একই বয়সের যুবক- কিন্তু হুরের বয়স হবে পুরুষের ইচ্ছানুযায়ী
ذکر ابن الادمیات فی الجنۃ علی سن واحد واحد واما الحور العین۔ فاصناف مصفۃ صغار وکبار علی ما اشتھت النفس اھل الجنہ۔
অর্থঃ বর্ণিত আছে- জান্নাতে পুরুষগণ হবে সমবয়সী যুবক। কিন্তু ডাগর চোখের হুরগণ হবে বিভিন্ন বয়সের। ছোট, বড়- জান্নাতী পুরুষদের মনের ইচ্ছামত”। (আত্ তাযকিরাহ্ ৫৪৬ পৃষ্ঠা)।
(৩) হুরদের পাত্লা গড়ন হবে এবং হাঁড়ের ভিতরের মগজ দেখা যাবে
عن عبد اللّہ بن مسعود عن النبی ﷺ قال ان المرأۃ من اھل الجنۃ لیری بیاض ساقیھا من وراء سبعین حلۃ حتی یری مخھا۔ وذلک بان اللّہ تعالی یقول کانھن الیاقون والمرجان۔ والیاقوت حجر لو ادخلت فیہ سلکا ثم استصفیتہ لرأیتہ۔ رواہ الترمذی۔
অর্থঃ হযরত আবদুল্লাহ্ ইবনে মাসউদ (রাঃ) হতে বর্ণিত। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন- “বেহেস্তীদের স্ত্রীগণের দু’পায়ের গোড়ালীর হাঁড় সত্তরটি পোষাকের ভিতর দিয়ে দেখা যাবে। এমনকি- হাঁড়ের ভিতরের মগজও দেখা যাবে। এ জন্য আল্লাহ্পাক ইরশাদ করেছেন- “হুর বালাগণকে মনে হবে- যেন ইয়াকুত ও মারজান পাথর”। ইয়াকুত এমন পাথর- যদি তুমি তার ভিতরে একটি শলাকা ঢুকিয়ে তাঁর স্বচ্ছতা পরীক্ষা করতে চাও- তাহলে ঐ শলাকা পরিষ্কার দেখতে পাবে”। (তদ্রূপ হুরদের মগজের মধ্যেও শলাকা ঢুকিয়ে দেখতে পারো”)। (তিরমিযি)।
(৪) হুরদের এক চাহনীতে জান্নাত ও দুনিয়ার মধ্যবর্তীস্থান আলোকিত হয়ে যাবে
عن انس بن مالک رضی اللّہ عنہ عن النبی ﷺ لو ان امراۃ من اھل الجنۃ اطلعت الی اھل الارض لا ضاء ت ما بینھما ولملاتہ ۔ ریھا۔ ولنصیفھا۔ علی رأسھا کیر من الدنیا وما فیھا۔ روی عن البخاری ۔ موقوفا۔
অর্থঃ হযরত আনাছ ইবনে মালেক (রাঃ) হতে বর্ণিত- তিনি নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে বর্ণনা করেছেন- আল্লাহর প্রিয় রাসুল (ﷺ) এরশাদ করেছেন- “জান্নাতী লোকদের একজন স্ত্রী যদি জান্নাত থেকে দুনিয়াবাসীদের দিকে একটু ঝুঁকে তাকায়- তাহলে তাঁর সৌন্দর্যের ছটায় জান্নাত হতে দুনিয়া পর্য্যন্ত মধ্যবর্তীস্থান আলোকিত হয়ে যাবে এবং তাতে সুগন্ধি ছড়িয়ে পড়বে। একজন হুরের মাথার ওড়না দুনিয়া এবং দুনিয়ার যাবতীয় বস্তু হতে উত্তম হবে”। (ইমাম বুখারী হতে মওকুফ হাদীস হিসাবে বর্ণিত)।
(৫) জান্নাতী হুরগণ হবেন নতুন কুমারী
আল্লাহ্পাক ইরশাদ করেন-
فِيهِنَّ قَاصِرَاتُ الطَّرْفِ لَمْ يَطْمِثْهُنَّ إِنسٌ قَبْلَهُمْ وَلَا جَانٌّ
অর্থঃ “জান্নাতের রমণীগণ হবে আনত-নয়না হুর। তাঁদেরকে এর পূর্বে কোন ইনসান বা জ্বীন স্পর্শ করেনি”। (আর রহমান- ৫৬)
(৬) হুরগণ হবেন সতী-সাধ্বী নারী ও অনিন্দ্য সুন্দরী
আল্লাহ্পাক বলেন-
فِيهِنَّ خَيْرَاتٌ حِسَانٌ
অর্থাৎঃ “তথায় থাকবে সতী-সাধ্বী ও অনিন্দ্য সুন্দরী হুর রমনী”। (সূরা আর রহমান ৭০ আয়াত)।
(৭) হুরগণ থাকবেন তাঁবুতে অবস্থানকারিনী
আল্লাহ্ বলেন-
حُورٌ مَّقْصُورَاتٌ فِي الْخِيَامِ
অর্থাৎঃ “হুরগণ থাকবেন তাঁবুতে অবস্থানকারিণী” (সুরা আর রহমান- ৭২ আয়াত)।
(৮) হুরগণ চির কুমারী, কামিনী ও সমবয়স্কা হবে
إِنَّا أَنشَأْنَاهُنَّ إِنشَاءً - فَجَعَلْنَاهُنَّ أَبْكَارًا - عُرُبًا أَتْرَابًا
অর্থঃ “আমি তাঁদেরকে উত্তমরূপে এবং বিশেষরূপে সৃষ্টি ও বৃদ্ধি করেছি। তাঁদেরকে বানিয়েছি চিরকুমারী। তাঁরা হবে সমবয়সী ভরাযৌবনা”। (সুরা ওয়াকিয়াহ্ ৩৫-৩৭ আয়াত)

বৃদ্ধাশ্রমে প্রকৌশলীর মৃত্যু, চাকুরীর ব্যবস্ততায় দেখতে আসেনি শিক্ষিত ছেলে-মেয়েরা
19/11/2023

বৃদ্ধাশ্রমে প্রকৌশলীর মৃত্যু, চাকুরীর ব্যবস্ততায় দেখতে আসেনি শিক্ষিত ছেলে-মেয়েরা

প্রয়োজন ছাড়া ও সম্ভব হলে তাদের কাছ থেকে কিছু কিনবেন।
19/11/2023

প্রয়োজন ছাড়া ও সম্ভব হলে তাদের কাছ থেকে কিছু কিনবেন।

নিশ্চয় মুসলিম পুরুষ ও নারী, মুমিন পুরুষ ও নারী, অনুগত পুরুষ ও নারী, সত্যবাদী পুরুষ ও নারী, ধৈর্যশীল পুরুষ ও নারী, বিনয়...
16/11/2023

নিশ্চয় মুসলিম পুরুষ ও নারী, মুমিন পুরুষ ও নারী, অনুগত পুরুষ ও নারী, সত্যবাদী পুরুষ ও নারী, ধৈর্যশীল পুরুষ ও নারী, বিনয়াবনত পুরুষ ও নারী, দানশীল পুরুষ ও নারী, সিয়ামপালনকারী পুরুষ ও নারী, যৌনাঙ্গ হিফাযতকারী পুরুষ ও নারী, আল্লাহকে অধিক স্মরণকারী পুরুষ ও নারী,

আল্লাহ তাদের জন্য প্রস্তুত রেখেছেন ক্ষমা ও মহাপ্রতিদান।

[আল-আহযাব: ৩৫ ]

বুদ্ধিমান রাই উপদেশ গ্রহণ করে
15/11/2023

বুদ্ধিমান রাই উপদেশ গ্রহণ করে

ফজর নামায পড়তে পারছি না তার কারণ কী ? খুঁজে বের করুন...
14/11/2023

ফজর নামায পড়তে পারছি না তার কারণ কী ?
খুঁজে বের করুন...

সুন্দর কথা তো তাই যা মানবতার কল্যাণে বলা হয়
11/11/2023

সুন্দর কথা তো তাই যা মানবতার কল্যাণে বলা হয়

07/11/2023

ইয়াতিম আল্লাহর মেহমান, তাকে কি অসন্মান করা উচিৎ অধ্যক্ষ মোজাম্মেল হক

মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ত
06/11/2023

মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ত

যার ১টি কণ্যা তার ১টি জান্নাতযার ২টি কণ্যা তার ২টি জান্নাত
05/11/2023

যার ১টি কণ্যা তার ১টি জান্নাত
যার ২টি কণ্যা তার ২টি জান্নাত

রাশিয়া থেকে মানবিক সহায়তা ফিলিস্তিনে ২৮ টন
04/11/2023

রাশিয়া থেকে মানবিক সহায়তা ফিলিস্তিনে ২৮ টন

আসসালামু আলাইকুম
04/11/2023

আসসালামু আলাইকুম

হারাম টাকা দিয়ে শান্তি ক্রয় করা যায় না
03/11/2023

হারাম টাকা দিয়ে শান্তি ক্রয় করা যায় না

আসসালামু আলাইকুমবিয়ে করা সুন্নাত
02/11/2023

আসসালামু আলাইকুম
বিয়ে করা সুন্নাত

01/11/2023

Free Palestine

আসসালামু আলাইকুমযে ব্যক্তি মানুষের উপর রহম করেনাআল্লাহ তায়ালাও তার উপর রহম করেন না।
01/11/2023

আসসালামু আলাইকুম
যে ব্যক্তি মানুষের উপর রহম করেনা
আল্লাহ তায়ালাও তার উপর রহম করেন না।

এদের কাছ থেকে প্রয়োজন না হলেও নিবেন 🙂🙏
31/10/2023

এদের কাছ থেকে প্রয়োজন না হলেও নিবেন 🙂🙏

Address

Rajshahi
6000

Alerts

Be the first to know and let us send you an email when Atv News Bangla posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Atv News Bangla:

Videos

Share

ফ্লাশ নিউস

▓▓(¯`:´¯) ▓.(¯ `·.\|/.·´¯) ▓(¯ `·.( ● ) .·´¯)▓(¯`:´¯) ▓▓(_.·´/|\`·._)(¯ `·.\|/.·´¯) ▓▓▓(_.:._)▓ (¯ `·.( ● ) .·´¯) ▓▓▓(¯`:´¯)▓▓(_.·´/|\`·._) ▓.(¯ `·.\|/.·´¯)▓▓(_.:._) ▓(¯ `·.( ● ) .·´¯) ▓▓(_.·´/|\`·._)* Flash News page এ আপনাকে একগুচ্ছ ফুলেল শুভেচছা।