Medical Admission preparation

Medical Admission preparation Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Medical Admission preparation, Rajshahi.

26/02/2024

HSC 24 & 25
তোমাদের জন্য অতি শীঘ্রই শুরু হতে যাচ্ছে অনলাইন ক্লাস।আগ্রহীদেরকে গ্রুপে জয়েন হওয়ার জন্য ইনভাইট ও মেনশন দাও।

বই যখন মানুষ সভ্যতার ইতিহাসের জীবন্ত ডায়েরি বইমেলা সেখানে  অবলোকন করার সুবর্ণ সুযোগ.....
18/02/2024

বই যখন মানুষ সভ্যতার ইতিহাসের জীবন্ত ডায়েরি বইমেলা সেখানে অবলোকন করার সুবর্ণ সুযোগ.....

মন চাই বারেবারে ঘুরে বেড়াই তেপান্তরে........
13/02/2024

মন চাই বারেবারে
ঘুরে বেড়াই তেপান্তরে........

05/04/2022

মেডিকেল ভর্তি পরীক্ষা শুধুই একটা এম.সি.কিউ. পরীক্ষা নয়।
এখানে স্বাস্থ্য মন্ত্রণালয় হয়ত এর দায়িত্বে থাকে কিন্তু বাছাই করেন স্বয়ং আল্লাহ তা'য়ালা।

তুমি প্রচুর পরিশ্রম করেছ।দিনরাত এক করে দিয়ে একাকার অবস্থা কিন্তু তোমার ইন্সট্যান্ট কোন ইফেক্টিভ ডিসিশন নেয়ার ক্ষমতা নেই।জরুরী কোন অবস্থায় তোমার মাথা কাজ করে না।বিশ্বাস কর তোমার জন্য মেডিকেল না।যেই ছেলেটা বা মেয়েটা তোমার চেয়ে কম পড়েছে কিন্তু তার সিচুয়েশন হ্যান্ডেল করার ক্ষমতা আছে আল্লাহ তা'য়ালা তাকেই বাছাই করবেন।কেন না তোমার আবেগের চেয়ে মানুষ জনের প্রাণের দাম অনেক বেশি। জরুরী কোন অপারেশন করতে গিয়ে তোমার প্যানিকড হয়ে সেন্সলেস হয়ে যাওয়ার মুহূর্তটা আল্লাহ তোমাকে দিতে চান না।এতে তোমার এবং রোগী দু'জনেরই ক্ষতি।
কথাগুলো খারাপ শোনালেও এটাই সত্যি।লাইফে একবার মেডিকেল ট্যাগ লেগে গেলে তখন তোমার লাইফ আর শুধু তোমার না।

তাই কখনোই নিজের ভাগ্যকে দোষারোপ করবে না।তুমি কোন ফিল্ডে ভালো করতে পারবে সেটা তুমি জান না ওই সাত আসমানের ওপর বহুদিন আগে যিনি তোমাকে পৃথিবীতে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি সেটা ঠিক করেই পাঠিয়েছেন।
তোমার পরিশ্রমের মূল্য তুমি পেয়ে যাবে অন্যভাবে। কিন্তু পাবেই।হয়ত একটু বেশিই পাবে।
মনে রেখ আল্লাহই উত্তম বিচারক।
ক্ষুদ্র এবং সূক্ষ্মতম বিষয়ের বিনিময়ও তিনিই দিয়ে থাকেন।

🌼Say Alhamdulillah for your every single breathe🌼

ইফফাতারা নওশিন
রংপুর মেডিকেল কলেজ,রংপুর
সেশনঃ২০২০-২১

Address

Rajshahi
6203

Telephone

+8801711427882

Website

Alerts

Be the first to know and let us send you an email when Medical Admission preparation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share