16/04/2024
শহুরের অলি-গলি আজকাল বড্ড রঙিন।
রাস্তার দুই পাশে, যেখানে ল্যাম্পপোস্ট দাড়িয়ে,জ্বলে সোডিয়ামের বাতি এই ব্যাস্ত শহুরে জীবন, চাঁদের আলোয় আলোকিত হয় না। দলবেঁধে ছুটে আসে না জোনাকপোকার ঝাঁক। হয়তো ওরা আজ নিষিদ্ধ এই ইট-পাথুরের যান্ত্রিক শহুরে।