Asha Lota

Asha Lota The page can be geared towards students, educators,and professionals in the technology industry.

আমার বন্ধু, নজিপুর বাসস্ট্যান্ড মসজিদ মার্কেটের সুমন ফটোস্ট্যাটের পরিচালক সুমন হোসেন কিছুক্ষন আগে ছিনতাইকারীরা ধাওয়া দিয়...
17/11/2024

আমার বন্ধু, নজিপুর বাসস্ট্যান্ড মসজিদ মার্কেটের সুমন ফটোস্ট্যাটের পরিচালক সুমন হোসেন কিছুক্ষন আগে ছিনতাইকারীরা ধাওয়া দিয়ে টাকা এবং মোবাইল ছিনতাই করে গাছে ঝুলিয়ে রেখে পালিয়ে যায়। পরে উদ্ধার করে হাসপাতালে আনলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
ছিনতাইকারীরা যখন ধাওয়া করে তখন সে লাইভে এসে অনেক ঘটনা বলে গিয়েছে...।পরে তার ফোন আর পাওয়া যায়নি।

যদি আমি হারিয়ে যাই বেলা শেষে , আমাকে তুমি খোঁজো শুভ্র আকাশে!🧡💭
15/11/2024

যদি আমি হারিয়ে যাই বেলা শেষে , আমাকে তুমি খোঁজো শুভ্র আকাশে!🧡💭

মানুষের কিছু দুঃখ থাকে,, আলমারিতে তুলে রাখা নতুন কাপড়ের মতো ! বিশেষ বিশেষ দিনে মনে পড়ে....🙂🥀
03/11/2024

মানুষের কিছু দুঃখ থাকে,, আলমারিতে তুলে রাখা নতুন কাপড়ের মতো ! বিশেষ বিশেষ দিনে মনে পড়ে....🙂🥀

06/09/2024

'টাকা কামানোর জন্য এত ডেসপারেট কেন ? '
যেন কখনো কারো কাছে টাকার খোঁটা না শোনা লাগে। যেন কারো কাছে হাত পাতা না লাগে শখ মিটাতে।আমার সুযোগ থাকলে, একটা টাকার জন্যও আমি কোনোদিকে তাকাতাম না। যেন পছন্দের একটা জামা কেনার আগে রিসিট দেখায় প্রমাণ না দেয়া লাগে। যেন বিকেল পাঁচটা পর্যন্ত ক্লাসের জন্য ক্ষুধা পেটে বসে থাকা না লাগে।

যেন 'তোদের পিছনে পানির মত টাকা ঢালতেছি ' কথাটা শুনতে শুনতে ঝাঝরা কম হওয়া লাগে। যেন কড়া ইংলিশ ফ্যাকাল্টির বইটা আগে আগে কিনতে বারবার ২৫০ টা টাকা না চাওয়া লাগে। যেন কাছের কাউকে ছোটো কিছু দেয়ার সামর্থ্য হয়। যেন দশটা টাকা খরচের আগে দশ হাজার হিসাব না কষা লাগে। যেন বন্ধু বান্ধবদের সাথে কোথাও গেলে পকেটে দুটো টাকা থাকে। যেন হুট করে টাকা দেয়া বন্ধ হয়ে গেলে মাথার ওপর আকাশ না ভেঙে পড়ে। যেন পরিবার পরিজনের সামনে 'এত লক্ষ টাকা যায়, অমুকটা করে না, তমুকটা নড়ায় না ' কম শোনা লাগে।

যেন ' my wife was born to make laddus' বলে ঘরের লোক হাসতে হাসতে অপমান করলে ছলছল চোখে তাকিয়ে থাকা না লাগে। যেন 'বের হয়ে যাও ' বললে এক কাপড়ে বের হয়ে যাওয়ার হিম্মত থাকে। যেন নিজের সিদ্ধান্ত নিজে নেয়ার, নিজের পায়ের তলে একটা শক্ত মাটি থাকে। যেন ছমাসে একটা শখের জিনিস চাইতে ৬০ বার মন খচ খচ না করে। যেন কারো 'বোঝা ' হয়ে একটু কম থাকা লাগে। যেন মুখ তুলে দুটা কথা বলার, দুটা জবাব দেয়ার কলিজা থাকে।

টাকা সব। সব জাজমেন্ট সব সম্মান সব টাকায় কেনা যায়। পরিবারে হোক, সমাজে হোক, আপনার টাকা আপনাকে শূণ্যে নিতে পারে, আপনার দৈন্য আপনাকে মাটিতে পুঁততে পারে। টাকা আছে দেখে সোবহানদের সামনে গিয়ে কেউ থুথু মারে না, পা চাটে। আপনি টাকা ঢালেন, যা চাবেন, সব আপনার পায়ে শুয়ে পড়বে। আপনার বাপ মা যখন রেজাল্ট চায়, তারা আপনার পিছনে করা 'ইনভেস্টমেন্টের' প্রফিট চায়,সেটাও টাকারই হিসাব। তাই টাকা সৎভাবে যেভাবে কামানো যায় কামাবো, ব্যয় যেভাবে সৎভাবে করা যায় করবো। টাকা দিয়ে যখন সবকিছুর মাপ, তো টাকা কামানোর জন্য সঠিক রাস্তায় যা করা যায়, সব করবো। এটা লোভ হলে লোভ, ডেস্পারেসি হলে ডেস্পারেসি, ফুটানি হলে ফুটানি।

সংগৃহীত

28/06/2024

Need a person jar hat chere dileo paa dhore bose thakbe.

চোখে লাগার মত অনেক মানুষ খুঁজে পাবেন এই দুনিয়ায়। যেদিকেই তাকাবেন দেখবেন একজনের চেয়ে আরেকজন  অনেক বেশি সুন্দর। যোগ্যতা...
24/06/2024

চোখে লাগার মত অনেক মানুষ খুঁজে পাবেন এই দুনিয়ায়। যেদিকেই তাকাবেন দেখবেন একজনের চেয়ে আরেকজন অনেক বেশি সুন্দর।
যোগ্যতা খুঁজতে গেলেও তালিকা শেষ করতে পারবেন না। সমানে সমান খুঁজতে গেলে সারা জীবন একা একা বসে থাকা লাগবে। এতোটুকু নিশ্চিত। যুক্তি দিয়ে সব বিচার করতে গেলে সম্পর্ক বা সুখ শেষে কিছুই পাবেন না। সবকিছুর বাহিরে গিয়ে একটা কথা বলি ,মানুষকে ভালোবাসা খুঁজতে হয় না বরং ভালোবাসায় মানুষকে খুঁজে নেয়। এই ধরেন কোন ধাক্কা লাগার মতন ,একজন মানুষ আসেই সবার জীবনে। আপনি নিজেই জানবেন না কি দেখলেন তার মাঝে। শুধু মনে থাকবে তারে একবার দেখেছিলেন। আর কখনো ভুলতে পারার ক্ষমতা আপনার হয়ে ওঠেনি । যদি পারেন সেই মানুষটারে ধইরা রাইখেন। যার জন্য আপনার চোখে মুগ্ধতা বিরাজ করে। কিংবা যে আপনার মুগ্ধতা নজরে দেখতে পারে। দেখবেন জীবনে এর চেয়ে আর ভালো কোয়ালিটি মানুষের মাঝে আর অন্য কিছু খুঁজতে হয় না। শুধু ওই টান টুকুই আপনাদের পুরো একটা জীবন পার করে দেয়া যথেষ্ট। মনে যে কড়া নাড়বে হারায়ে যেতে দিবেন না তারে নিজের জীবন থেকে কোনভাবেই ।

24/06/2024

'সু-দিন' আসবে একদিন, এসে দেখবে আমি নাই...🙂

সমুদ্রের পাড়ে একদিন প্রিয় মানুষের সাথে এমন একটা মূহুর্ত হোক।🖤
14/06/2024

সমুদ্রের পাড়ে একদিন প্রিয় মানুষের সাথে এমন একটা মূহুর্ত হোক।🖤

জানিনা কোথায় আছো তুমি কত দূরে🥹দূরে থাকো ভালো থাকো, কাছে আসার দরকার নেই🙄
30/05/2024

জানিনা কোথায় আছো তুমি কত দূরে🥹
দূরে থাকো ভালো থাকো, কাছে আসার দরকার নেই🙄

28/05/2024
28/05/2024

বেডা মানুষকে একবার ছাইড়া দেখেন...😑🙂
অন্য বেডির ইনবক্সে শুয়ে থাকবে 😑😑😑

কেউ একজন থাকুক! যে এক যুগ পরেও মুগ্ধতা নিয়ে বলবে, তোমাকে সেই দিনের মতোই ভালোবাসি....!🌸🖤
27/05/2024

কেউ একজন থাকুক! যে এক যুগ পরেও মুগ্ধতা নিয়ে বলবে, তোমাকে সেই দিনের মতোই ভালোবাসি....!🌸🖤

26/05/2024

🫰❤️

11/05/2024

🥰🥰

06/03/2024

অসময়ে পাশে থেকো..🙂
সুসময়ে তো অনেক মানুষ পাওয়া যাবে...!!🙂

Address

Rajshahi, Naogaon
Rajshahi
6210

Website

Alerts

Be the first to know and let us send you an email when Asha Lota posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share


Other Digital creator in Rajshahi

Show All