09/09/2024
আলহামদুলিল্লাহ নতুন আরেকটি অর্ডার কমপ্লিট 😊💵
ধন্যবাদ জানাই প্রিয় স্যার Md Habibur Rahman স্যার কে ❤️🩹
আমরা সবাই চাই স্টুডেন্ট অবস্থা ইনকাম করতে কিন্তু সবাই তা পারি না আবার সুযোগ আসলেও আমরা কাজে লাগাইতে পারি না
ফ্রিল্যান্সিং-এ ব্যর্থ হওয়ার মূল কারনঃ
1️. রিসার্চের অভাব।
2️. ধৈর্য্য না থাকা।
3️. সঠিকভাবে স্কিল না শিখা।
4️. স্কিল ডেভলপ না করে টাকার পিছনে ছুটা
5️. কাজ করতে বা শিখতে অলসতা করা।
6️. সঠিক গাইডলাইন না পাওয়া।
7️. সঠিকভাবে ইনভেস্টমেন্ট না করা।
8️. সঠিক সাপোর্ট না পাওয়া।
9. ক্রিয়েটিভ চিন্তাভাবনা না থাকা।
10. ক্লাইন্ট কমিউনিকেশন।
11. সহজে হাল ছেড়ে দেওয়া।
12. সময় না দেওয়া।
13. পরিশ্রম করতে না পারা।
14. ভালো মেন্টরশিপ না পাওয়া।
15. নিজের কাজের ক্যাটাগরি পরিবর্তন করা।
16. ধ্রুত ইনকাম শুরু করার প্রবনা।
17. প্রতিযোগিতা অংশগ্রহন করতে না পারা।
18. মার্কেটপ্লেসের ওপর ডিপেন্ড হয়ে থাকা।
19. নিজের কাজ নিজে খুজে বের করতে না পারা।
ফ্রিল্যান্সিং সেক্টরে ব্যর্থ কারন হচ্ছে এই সব
এই কয়টা কারনের জন্য অনেকেই ব্যর্থ হয়ে যায়, সফল হতে পারে নাহ 😊
সফল হয়া এতে সহজ নাহ