Tanore news.24

Tanore news.24 Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Tanore news.24, Newspaper, tanore all news, Rajshahi.

21/03/2016
তানোরে সংখ্যালঘুর খড়ের পালা পুড়িয়ে দিলেন আরেক সংখ্যালঘু – gnews

http://gnewsbd24.com/%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8B%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%B8%E0%A6%82%E0%A6%96%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%98%E0%A7%81%E0%A6%B0-%E0%A6%96%E0%A7%9C%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AA/

আব্দুস সবুর,তানোর প্রতিনিধি (রাজশাহী ) ঃ  রাজশাহীর তানোরে পূর্ব শত্রুতার জের ধরে সংখ্যালঘুর বিশাল খড়ের পালা ও কয়েকটি গাছ পুড়িয়ে দিয়ে উল্লাস করলেন আরেক সংখ্যালঘুরা। উপজেলার কামারগাঁ ইউপি এলাকার নিজামপুর গ্রামে রোববার রাতে এ আগুন লাগার ঘটনাটি ঘটে। এ ঘটনায় অসহায় সংখ্যালঘু সন্ধ্যা রানী বাদী হয়ে সোমবার স…

18/03/2016
তানোরে এবার কৃষি ব্যাংকের ঋণ জালিয়াতি অতঃপর ভারতে পলায়ন – The Mohakalgarh Barta

http://www.mohakalgarhbarta.net/?p=28066

অপরাধ  তানোরে এবার কৃষি ব্যাংকের ঋণ জালিয়াতি অতঃপর ভারতে পলায়ন March 17, 2016 Najim Hasan 0 Comment আব্দুস সবুর,তানোর প্রতিনিধি ঃ রাজশাহীর তানোরে কৃষি উন্নয়ন ব্যাংক শাখা থেকে বিক্রিত জমি বন্ধক দিয়ে কর্তৃপক্ষের সঙ্গে যোগসাজস করে ৮ লক্ষ টাকা ঋণ নিয়ে ভারতে পলায়ন করেছেন এক সংখ্যালঘু পরিবার। ফলে ঋণ নিয়ে…

10/03/2016
তানোরে ইউপি নির্বাচন নিয়ে প্রার্থীদের দৌড় ঝাঁপ - বরেন্দ্র নিউজ ২৪.কম

http://borandronews24.com/archives/13707

আশরাফুল ইসলাম : রাজশাহীর তানোরে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আগাম উৎসবের আবহাওয়া তৈরী হয়েছে। প্রার্থী মনোনয়ন কেন্দ্র করে তৃণমূল পর্যায়ে এক ধরনের সাজ সাজ রব পড়েছে। মনোনয়ন-প্রত্যাশীরা নিজ নিজ দল থেকে মনোনয়ন নিশ্চিত করার জন্য নানা উপায়ে চেষ্টা তদবির করছেন । তানোরে চেয়ারম্যান পদে প্রার্থী নিয়ে বড়…

09/03/2016
তানোরে ঘূষ না দেয়ায় শিক্ষককে লাঞ্চিত ১০ হাজার টাকা জরিমানা – The Mohakalgarh Barta

তানোরে ঘূষ না দেয়ায় শিক্ষককে লাঞ্চিত ১০ হাজার টাকা জরিমানা – The Mohakalgarh Barta

অপরাধ তানোরে ঘূষ না দেয়ায় শিক্ষককে লাঞ্চিত ১০ হাজার টাকা জরিমানা March 9, 2016 Najim Hasan 0 Comment রাজশাহী ব্যুরো: রাজশাহীর তানোরে ঘুষ না দেয়ায় ব্যাংক কর্মকর্তা ও আনসার সদস্যরা এক স্কুল শিক্ষককে শারীরিকভাবে লাঞ্চিত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার সংবাদ সংগ্রহ করতে গিয়ে গণমাধ্যম কর্মীরাও হাম…

09/03/2016
তানোরে চেয়ারম্যানের বাড়ি থেকে সংখ্যালঘু কিশোরীকে উদ্ধার – The Mohakalgarh Barta

তানোরে চেয়ারম্যানের বাড়ি থেকে সংখ্যালঘু কিশোরীকে উদ্ধার – The Mohakalgarh Barta

অপরাধ তানোরে চেয়ারম্যানের বাড়ি থেকে সংখ্যালঘু কিশোরীকে উদ্ধার March 9, 2016 Najim Hasan 0 Comment আব্দুস সবুর,তানোর প্রতিনিধি ঃ রাজশাহীর তানোর উপজেলার কামারগাঁ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আ’লীগ নেতা সম্ভাব্য প্রার্থী মুসলেম প্রামানিকের বাড়ি থেকে এক সংখ্যালঘু কিশোরীকে উদ্ধার করেছে থানা পুলিশ। গত মঙ্গলবা…

06/03/2016
তানোরে গ্রামীন,আশা, ব্রাক ব্যাংক ঘর ছাড়া করছেন অনেক মানুষকে

তানোরে গ্রামীন,আশা, ব্রাক ব্যাংক ঘর ছাড়া করছেন অনেক মানুষকে

আশরাফুল তানোর প্রতিনিধিঃ তানোর উপজেলা গ্রামীন,আশা, ব্রাক, ব্যাংকের ঋনের বুঝা সইতে না পেরে ঘর ছাড়া এবং পালিয়ে বেড়াছেন অনেকে।অনেকে আত্তহত্যা করার চেষ্টা করছেন। তানোর উপজেলার গ্রামিণ ব্যাংকের প্রসার অনেক বেশি অন্যেদের ব্যাংকের তুলনায়। গ্রামীণ ব্যাংকের সদস্য কে দারিদ্র্যমুক্ত ঘোষনার দশটি নির্ধারক ১. নং…

06/03/2016
তানোরে ফেন্সি স¤্রাট সুমন সহ আটক ৩ – The Mohakalgarh Barta

mohakalgarhbarta.net/?p=27984

অপরাধ তানোরে ফেন্সি স¤্রাট সুমন সহ আটক ৩ March 4, 2016 Najim Hasan 0 Comment আব্দুস সবুর,তানোর প্রতিনিধি ঃ রাজশাহীর তানোরে ফেন্সিডিল স¤্রাট সুমন সহ ৩ জনকে আটক করেছে থানা পুলিশ। গত বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে উপজেলার পাড়িশো দূর্গাপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে…

05/03/2016

তানোরের কলমা ইউনিয়নের মাটি আ’লীগের ঘাটি:ফারুক চৌধুরী

স্টাফ রিপোর্টার : রাজশাহীর তানোর উপজেলার কলমা ইউনিয়নের মাটির আ’লীগের ঘাটি। যার বাস্তব প্রমাণ মিলছে ইউনিয়ন আ’লীগের বর্ধিত সভায় হাজার হাজার নারী পুরুষের উপস্থিতি। কলমা ইউনিয়নে বর্তমানে আ’লীগের চেয়ারম্যান। আগামীতে নৌকার প্রতীকের প্রার্থীকে বিপুল ভোটে বিজয় করে স্মরণীয় করে রাখতে হবে। আমার জন্মভূমি এই ইউপি এলাকা। আমি এখানে নেতা হিসেবে আসিনি। এসেছি আপনাদের সন্তান হিসেবে। আপনারা আমাকে যে সম্মান দিয়েছেন এ ঋণ পরিশোধ হওয়ার মতো না। আমাকে সম্মানিত করে আপনারা শেখ হাসিনার মুখ উজ্জল করেছেন। আগামী ইউপি ভোটে ব্যক্তি কোনো বিষয় না নৌকা প্রতীক বিষয়। আপনারা এখন থেকেই প্রতিটি ভোটারের কাছে গিয়ে নৌকার ভোট প্রার্থনা করেন। আপনাদের কাছে অনুরোধ নৌকার বিজয় হলে সম্মানিত হবে কলমা ইউনিয়ন। সেই সাথে সম্মানিত হব আমি এবং জননেত্রী শেখ হাসিনা। বিএনপি’র উদ্দেশ্যে বলেন, খালেদা জিয়ঘা এখন আন্দোলন জালাও পোড়াও কথা বলে না। তিনি এখন সবাই মিলে এক সঙ্গে কাজ করব এই কথা বলা শুরু করেছেন। তিনি শেখ হাসিনার ভাষা বুঝতে পেরেছেন। বর্ষিয়ান সাংসদ সূরুঞ্জিত সেন গুপ্ত সংসদ আলোচনায় বলেছিলেন বাঘে ধরলে ছাড়ে কিন্তু শেখ হাসিনা ধরলে ছাড়ে না। সে জন্যে অল্পতেই বুঝে গেছেন খালেদা জিয়া শেখ হাসিনার ভাষা। বিএনপি জামায়াতের কিছু কিছু লোক ভুল বোকছেন। খালেদা জিয়া ভাষা বুঝতে পারে আপনারাও একদিন বুঝবেন। এই ইউনিয়নে নৌকার বিজয় এমন ভাবে ঘটাতে হবে যে বিজয় রাজশাহী সহ বিভিন্ন অঞ্চলে স্বরণীয় হয়ে থাকবে। গতকাল শুক্রবার বিকালে কলমা ইউনিয়ন আ’লীগ আয়োজিত বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা সভাপতি শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী উপরোক্ত কথাগুলো বলেন। ইউনিয়ন আ’লীগ সভাপতি মাইনুল ইসলাম স্বপনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন জেলা সহ-সভাপতি আব্দুল মজিদ। তিনি বলেন, এটা বর্ধিত সভা না সমাবেশ না এটা বিশাল মহা সমাবেশ। আমি কল্পনা করিনি বর্ধিত সভায় এত লোকের সমাগম ঘটে। থানা আ’লীগ সাধারণ সম্পাদক আব্দুল্লা আল মামুনের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা যুবলীগ সভাপতি কলমা ইউপির একাধিক স্বর্ণপদক প্রাপ্ত সফল চেয়ারম্যান এবং সম্ভাব্য প্রার্থী লুৎফর হায়দার রশিদ ময়না। সভার শুরুতেই কোরআন তেলাওয়াত করেন ইউপি আ’লীগ ধর্ম বিষয়ক সম্পাদক সুলতান আহম্মেদ। বাইবেল পাঠ করেন ইউপি আ’লীগ সহ-সভাপতি অনিল প্রামানিক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা আ’লীগ সহ-সভাপতি এ্যাডঃ মুকবুল খাঁ, জেলা তথ্য গবেষণা সম্পাদক শামশুজ্জামান খাঁন, জেলা সদস্য জমশেদ আলী ও সাইফুল ইসলাম বাদশা, আ’লীগ নেতা অধ্যাপক লুৎফর রহমান, উপজেলা আ’লীগ সভাপতি মুন্ডুমালা পৌর মেয়র গোলাম রাব্বানী, জেলা মহিলীগ নেত্রী এ্যাডঃ মর্জিনা বেগম, আ’লীগ নেতা সম্ভাব্য প্রার্থী বাবু চৌধুরী। আরো উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক জুবায়ের ইসলাম, ইউপি আ’লীগ সাধারণ সম্পাদক আহসান হাবিব রওশন, উপজেলা মহিলালীগ সভানেত্রী সোনিয়া সরদার, সম্পাদক সখিনা বেগম, ইউপি যুবলীগ সভাপতি এনামুল হক রেনু, আ’লীগ নেতা টিপু, আতাউর রহমান, মোজাফ্ফর হোসেন, হাবিবুর রহমান প্রমুখ। এ সময় অত্র ইউনিয়নের আদিবাসী নারী পুরুষ থেকে শুরু করে অন্তত ৬ থেকে ৭ হাজার বিভিন্ন শ্রেণির নেতা কর্মী সমর্থকেরা উপস্থিত ছিলেন। পরে জেলা মহিলা লীগ নেত্রী এ্যাডঃ মর্জিনা বেগম কলমা ইউপি মহিলা লীগের সভানেত্রী হিসেবে শারমিন আকতার পলি, সাধারণ সম্পাদক হিসেবে শাহনাজ বেগমের নাম ঘোষণা করেন।

← তাহেরপুরে ইয়াবা হেরোইনের ব্যবসায় অভিভাবক মহল উদ্বিগ্

05/03/2016

তানোরে ফেন্সি স¤্রাট সুমন সহ আটক ৩
তানোর প্রতিনিধি ঃ রাজশাহীর তানোরে ফেন্সিডিল স¤্রাট সুমন সহ ৩ জনকে আটক করেছে থানা পুলিশ। গত বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে উপজেলার পাড়িশো দূর্গাপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে তদন্ত ওসি আব্দুস সবুবের নেতৃত্বে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো দূর্গাপুর ট্রিওরপাড়া গ্রামের ইবনে সাইদের পুত্র ফেন্সিডিল স¤্রাট সুমন(২৫) তার ভাই রাশেল(৩০)। অন্যজন একই পাড়ার নিজাম উদ্দীনের পুত্র মুকুল(২৮)। তাদেরকে গতকাল শুক্রবার রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, সুমন দীর্ঘদিন থেকে ওই এলাকায় ফেন্সিডিলের ব্যবসা করে আসছিল। ওই এলাকা সহ উপজেলার বিভিন্ন জায়গায় তিনি ফেন্সিডিল সরবরাহ করে থাকেন। এক কথায় সে ফেন্সিডিলের বড় ডিলার। তদন্ত ওসি আব্দুস সবুর জানান, এলাকার লোকজনের অভিযোগের কারণে গোপন সংবাদের ভিত্তিতে রাতে সঙ্গীয় ফোর্স সহ তাদের বাড়িতে অভিযান চালিয়ে আটক করা হয়। সুমনের স্বীকার উক্তিতে তাদের আটক করা হয়েছে।

05/03/2016

তানোর স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার সহ ৪৩ পদ শূন্য ব্যাহত হচ্ছে স্বাস্ব্য সেবা
অনলাইন ডেস্ক |

নিজস্ব প্রতিবেদক : বাইরে যেমন নোংরা ও বখাটের আড্ডা, ভেতরেও তেমনই অনিয়ম ও দূর্নীতিতে ভরপুর। রাজশাহীর তানোর উপজেলা স্বাস্ব্য কমপ্লেক্সে বেহাল দশার ফলে উপজেলার প্রায় সাড়ে ৩ লক্ষর বেশি মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে। সরকার অনুমোদিত ১২জন মেডিকেল অফিসারসহ মোট ৪৩টি পদ শূন্য রয়েছে। ফলে দীর্ঘদিন ধরে চিকিৎসক সংকট, চিকিৎসা সামগ্রী, প্রয়োজনীয় অবকাঠামো, কারিগরি উপকরণের অভাব ও ৩১ শয্যা হাসপাতাল থেকে ৫০ শয্যার হাসপাতাল ভবনের অবকাঠামো নির্মাণের পরও শুধুমাত্র উদ্বোধনের অভাবে চালু হ”েছনা ৫০শয্যার হাসপাতালটি।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোট চিকিৎসকের পদ ১৭টি। যার ১২টি চিকিৎসকের পদই শূন্য রয়েছে দীর্ঘদিন যাবৎ। এরমধ্যে আবার কর্মরত চিকিৎসকদের ৮০ ভাগ থাকেন অনুপসি’ত। এছাড়াও অন্যান্য কর্মকর্তা, নার্স, ৩য় ও ৪র্থ শ্রেণীর ৩১টি পদ শূন্য রয়েছে। উপকরণ থাকার পরেও সময়মতো প্যাথলজি পরীক্ষা হয় না, ১টি এ্যাম্বুলেন্সের রয়েছে তবুও স্থানীয় মাইকো মালিকদের কাছে অনেকটা অসহায় এ উপজেলার মানুষ। এখানে এক্স-রে মেশিন, ইসিজি মেশিন, জেনারেটর, ক্যালোরিমিটার ও মাইক্রোস্কোপ দীর্ঘদিন না চালিয়ে সেগুলোর অচল অবস্থা সৃষ্টি হয়েছে।
ডাক্তারদের পরিবর্তে মূলত চিকিৎসা দেন উপসহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসাররা (মেডিক্যাল এসিসটেন্ট)। কিন্তু দূর-দূরত্ব থেকে আগত রোগীরা তাদের দেয়া চিকিৎসায় তুষ্ট হতে পারছেন না। শল্য চিকিৎসক (সার্জিক্যাল) এবং অ্যানেসথেসিয়া (অচেতন বিশেষজ্ঞ) চিকিৎসক না থাকায় অস্ত্রোপচারও (অপারেশন) এখানে হয় না। তার মধ্যে হাসপাতালের প্রধানসহ কোন ডাক্তার হাসপাতাল ক্যাম্পাসে থাকেন না বললেই চলে। সবাই বাইরে থেকে আসা-যাওয়া করেন। এছাড়া এখানে আরএমও’র পদসহ সার্জারী, মেডিসিন ও অ্যানাস্থেসিয়া ডাক্তারের পদ শূন্য রয়েছে। শুধু তাই নয় এ হাসপাতালে যে কয়েকজন বিশেষজ্ঞ ডাক্তার আছেন তারাও সপ্তাহে ২/৩ দিন হাসপাতালে আসেন এবং বাকি দিনগুলোতে স্থানীয়ভাবে বা শহরের চেম্বার এবং ক্লিনিকে রোগী দেখে থাকেন বলে একটি সূত্রে জানা যায়।
তার ফলে হাসপাতালটির জন্য বরাদ্দকৃত যন্ত্রপাতি বাক্সবন্দি হয়ে পড়ে আছে দীর্ঘদিন যাবৎ। হাসপাতালের চারিদিকে ব্রিচিং পাউডার ছিটানোর কথা থাকলেও তা মোটেও করা হয় না। হাসপাতালের বাইরের এলাকায় সন্ধ্যার পরেই মাদকসেবীদের আনাগোনা লক্ষ্য করার মতো। নিরাপত্তা বিষয়েও কোনো ভ্রূক্ষেপ নেই হাসপাতাল কর্তৃপক্ষের।
সন্ধ্যার পর বীভৎস গন্ধের সাথে মাদকের গন্ধও পাওয়া যায় বলে অভিযোগ রয়েছে। হাসপাতালটির দক্ষিণ ও পশ্চিম পার্শ্বের সদ্য নির্মাণকৃত সীমানা প্রাচীর ভেঙ্গে হাসপাতালটির ভিতর দিয়েই প্রতিনিয়ত ছোট-বড় সব ধরনের যান চলাচল করছে এমনকি রোগীরা সরকারী ঔষধ পান না বলে অভিযোগ থাকলেও কর্তৃপক্ষ তা মানতে নারাজ। আবার অনেকক্ষেত্রে হাসপাতালটিতে স্থানীয় প্রভাবশালীদের দৌরাত্ম চরমে। ফলে চরম অব্যবস্থাপনায় ৫০ শয্যার এ হাসপাতালটি এখন নিজেই রোগী হয়ে গেছেন।
নাম প্রকাশে অনি”ছুক এক রোগী জানান, এখানে ৩ দিন ধরে চিকিৎসা নিচ্ছি। মনে হয়, জীবনে কোনো বড় পাপ করেছি। তা না হলে এই রকম হাসপাতালে আমাকে থাকতে হতো না। এর চাইতে জেল খাটা ভালো। এক কথায় এখানকার এত খারাপ অবস্থা বলে শেষ করার মতো নয়।
এছাড়া এ উপজেলায় গ্রাম পর্যায়ে মোট ১৯টি কমিউনিটি ক্লিনিক চালু থাকলেও অধিকাংশ ক্লিনিক দুপুরের পরে আর চালু থাকে না। যদিও ক্লিনিকগুলো সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত খোলা রাখার নিয়ম রয়েছে। ডাক্তার সংকট, আবাসিক চিকিৎসক না থাকা এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের তদারকির অভাবে সাধারণ হাজার হাজার মানুষ সুচিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে।
উপজেলার সাতটি ইউনিয়নের মধ্যে মুন্ডুমালা, তালন্দ, কলমা, সরনজাই, কামারগাঁ ইউনিয়ন উপ-স্বাস্থ্যকেন্দ্রে মেডিকেল অফিসারের পদও শূন্য রয়েছে।
এনিয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার দায়িত্বরত অফিসার ডা. মনোয়ার তারিক সাবু জানান, এ হাসপাতালে ৫০ শয্যায় উন্নীত হলেও তা এখনও উদ্বোধনের অভাবে চালু করা সম্ভব হয়নি। বেশ কয়েকবার চিকিৎসকসহ বিভিন্ন সংকটের কথা উল্লেখ করে আবেদন করা হয়েছে বলে দাবি করেন তিনি। তবে, সংকটের মধ্যেও সাধ্যমতো সর্বোত্তম সেবা দেয়ার চেষ্টা অব্যাহত আছে বলে জানান তিনি।

Address

Tanore All News
Rajshahi

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tanore news.24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category