Sadi Media

Sadi Media সকল প্রকার ইসলামিক কনটেন্ট পেতে পেইজটি ফলো করে সাথে থাকুন।

26/08/2024

ত্রান নিতে নয়, ত্রাণ দিতে মানুষের ঢল। অদ্ভুত অসাধারণ এক নতুন বাংলাদেশ!
আলহামদুলিল্লাহ।

05/08/2024

হে আমাদের প্রতিপালক!
বাংলাদেশের প্রতি রহম করুন।

30/03/2024

সামান্য ঘোলা দেখলেই যদি পানি পানে বিরত থাক তাহলে তো তোমাকে তৃষ্ণার্তই থাকতে হবে।
এমন কে আছে যার পানপাত্র সর্বদায় পূর্ণ পরিচ্ছন্ন থাকে? প্রত্যেক বিষয়ে যদি সহকর্মীর দোষ খুঁজে বেড়াও তাহলে তো তোমাকে নিঃসঙ্গ থাকতে হবে। অচিরেই তুমি দোষ ধরার মত কাউকে খুঁজে পাবেনা।
............

20/03/2024

রোজা মানে তরবারি,রোজা মানে ঢাল
শাস্তি রুখে মুক্তি দিবে রোজা পরকাল
রোজা মানে নফসের প্রিয় কুরবান খোদা নিজ হাতে দেবে তার প্রতিদান

20/03/2024

মানুষ কি নিয়ে আনন্দিত হয়, তা জেনে কোন সফলতা নেই। সফলতা
সে শিক্ষা ও অভিজ্ঞতায়, যার মাধ্যমে মানুষের ভালোবাসা লাভ করে প্রিয় পাত্রে পরিণত হওয়া।

16/03/2024

মানুষের কাছ থেকে চেয়ে দোয়া নেওয়ার চিন্তা বাদ দিয়ে দিন,
সুতরাং এমন কাজ করুন যাতে মানুষের মনের অজান্তেই মন থেকে দোয়া বেরিয়ে আসে।

প্রকৃত অর্থে দোয়া চেয়ে নেওয়ার মতো বিষয় নয়।

প্রকৃত রোজা প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করার মধ্যেই নিহিত, শুধু পানাহার থেকে বিরত থাকার মধ্যে নয়।
15/03/2024

প্রকৃত রোজা প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করার মধ্যেই নিহিত, শুধু পানাহার থেকে বিরত থাকার মধ্যে নয়।

11/03/2024

রমাদান মোবারাক🌙

21/02/2024

জুমার দিনের ফজিলত নিয়ে আলোচনা।।

20/02/2024

মূর্খ বন্ধু থেকে গ্যানি শত্রু ভালো।।

19/02/2024

জান্নাতিরা যখন জান্নাতে ঢুকবে
জান্নাতিদের সংবর্ধনা দেওয়া হবে।।

19/02/2024

দুনিয়াতে চলতে ৫ শ্রেনিকে বন্ধু বানাবো না!
বন্ধু বানাবো ৩ শ্রেনিকে।।

19/02/2024

জান্নাতের সৌন্দর্য নিয়ে আলোচনা।।

18/02/2024

জান্নাতিদের অফুরান্ত নিয়ামত থাকবে।

18/02/2024

হযরত সাদ রা এর জীবনের একটি ঘটনা।

18/02/2024

নারীদের নিয়ে আলোচনা।

09/09/2023

❣️হুবহু আজহারী ❣️
জুমার দিনের ফজিলত নিয়ে আলোচনা আহ! কত সুন্দর বর্ণনা।

27/08/2023

নারী- নারী বিতর্ক
ঈমানদার নারী ও বেহেস্তী হুর। বিতর্ক হবে উভয়ের মাঝে। আহ!সে এক উপভোগ্য বিতর্ক! আরো মজার বিষয় হলো,সে বিতরকের ফায়সালাকারী হবেন গোটা বিশ্ব জগত ও বেহেশত- দোজখের স্রষ্টা মহান আল্লাহ পাক স্বয়ং।
বেহেশতী হুর বলবে, আমরা তো এক শাস্বত সৃষ্টিআমাদের কখনো মৃত্য আসেনি। আমরা অবিনশ্বর জাতি। জীবনে কখনো বার্ধক্য দেখিনি। কখনো বিশ্বাসঘাতকতা ও করিনি। অথচ এসব বিষয় দুনিয়াতে রয়েছে। এসব ত্রুটি যেমন পুরুষদের মধ্যে রয়েছে, তেমনি রয়েছে নারীদের মধ্যেও।এই পৃথিবীতে তোমরা জন্মগ্রহণ করো আবার মৃত্যুও বরণ করো। তোমরা ওখানে যৌবন লাভ করো আবার বাধ্যকে উপনীত হও। ঘনিষ্ঠ হও আবার ছেড়ে যাও। আবার বিশ্বাসঘাতকতাও কর।
বেহেশ্তি হুরদের এ কথার প্রেক্ষিতে ঈমানদার নারী বলবে -আমরা তো পৃথিবীতে নামাজ পড়েছি। কিন্তু তোমরা কি নামাজ পড়েছ? আমরা পৃথিবীতে রোজা রেখেছি, তোমরা কি রোজা রেখেছ? আমরা পৃথিবীতে আল্লাহর পথে সম্পদ খরচ করেছি। তোমরা কি করছ?
হযরত আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু আনহু বলেন, এই বিতর্কে পৃথিবীর নারীগণ বেহেশতী হুরদের কে পরাজিত করবে। এক হাদীসে আছে -বেহেশ্তি হুর জান্নাতি নারীকে উদ্দেশ্য করে বলবে -তোমরা তো পৃথিবীর সংকীর্ণতা পার করে এসেছ। তোমরা তো কবরের অন্ধকার পিছনে ফেলে এসেছো। তোমাদের জন্ম হয়েছে মাটি থেকে। তারপর আবার কবরে এসে মিশে গেছো সেই মাটিতেই। সেখানে দীর্ঘকাল কাটিয়েছো ভয়ানক অন্ধকারে। কিন্তু আমরা? হ্যাঁ, আমাদের জন্মই হয়েছে জান্নাতুল ফেরদাউসে।
আমাদের নিবাস এক চিরন্তন অট্রালিকায়।
উত্তরে জান্নাতী নারীগণ বলবে, এতে সন্দেহ নেই আমরা মৃত্যু বরণ করেছি। তবে সেই মৃত্যুদান করেছেন আল্লাহ। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, তারই প্রশংসা করি।
কিন্তু তোমরা একটি কথার জবাব দাও তো! আমরা কি সেই আদমের সন্তান নই, যে আদমকে সমগ্র ফিরিশতা সিজদা করেছিল?আর সে দৃশ্য আল্লাহ তাআলা প্রত্যক্ষ করেছেন।
আচ্ছা! অন্ধকার রাতে আকাশের তারা গুলো যখন অন্ধকারে মিলিয়ে যেত তখন আমরা অজু করে নামাজে দাঁড়াতাম। আল্লাহর দরবারে সিজদা করতাম। আমাদের চোখ দিয়ে তখন ঝরঝর করে অশ্রু বেরুত।বলো তো, তোমরা সেই গভীর রাতে মহান আল্লাহর সামনে দন্ডায়মান হয়ে নফল নামাজ আদায় করার স্বাদ কোথায় পাবে?
সন্দেহ নেই, বেহেস্তের ফলেও স্বাদ আছে।

বাকি গল্প পরের পোস্টে আসবে, ইনশাল্লাহ।

18/08/2023

জীবনের অন্ধকারাচ্ছন্ন দিকগুলোর কথা চিন্তা করার পূর্বে আলোকোজ্জ্বল অধ্যায়গুলোর দিকে তাকিয়ে দেখুন। তাহলে জীবন হবে আনন্দের, আর আপনি হবেন সুখী।

হে প্রিয় রাহবার আপনার বিদায় আমাদের দু- নয়নকে খুব বেশি অস্ত্রশিক্ত করছে😭😭ব্যথীত হৃদয় নিয়ে শুধু এতোটুকু বলতে চাই আগাম...
15/08/2023

হে প্রিয় রাহবার আপনার বিদায় আমাদের দু- নয়নকে খুব বেশি অস্ত্রশিক্ত করছে😭😭
ব্যথীত হৃদয় নিয়ে শুধু এতোটুকু বলতে চাই আগামী প্রজন্মের এক ইতিহাসের নাম আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী।

বিদায় ও হে প্রিয় রাহাবার 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
15/08/2023

বিদায় ও হে প্রিয় রাহাবার
😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

যখন আপনি কোরআনের মঞ্চে শুরু করতেন `নাহমাদুহু `সেই সুর কিযে মধুর ছিল। একের পর এক কুরআনের সেই আয়াত বলার কি আকর্ষণীয় ও লহ...
14/08/2023

যখন আপনি কোরআনের মঞ্চে শুরু করতেন `নাহমাদুহু `সেই সুর কিযে মধুর ছিল। একের পর এক কুরআনের সেই আয়াত বলার কি আকর্ষণীয় ও লহরী। সুর মোর্ছনার ভিতর ছিল এক ভিশন গাম্ভীর্যতা,ছিল অপূর্ব মোহনীয়তা। আজও সেই সুরের সজীবতা মোটেও শেষ হয়নি। এখনো গ্রামে-গঞ্জে শহরে-বন্দরে বেজে উঠে।
সুরের তালে কখনো চলে যেতাম প্রাচীন মক্কার পথে-পথে , কখনো ছুটে যেতাম তায়েফের রক্তাক্ত ময়দানে, কখনো হারিয়ে যেতাম মদিনার পথে- প্রান্তরে,বদর, ওহুদ, খন্দকের সেই সাবলীল অতুলনীয় বর্ণনা দিতে আপনিই পারতেন মাওলানা।
সুরের ভিতর ছিল না কোন লৌকিকতা। ইসলামী সমাজ গড়ার সেই তেজদীপ্ত আহ্বান,জালিমের বিরুদ্ধে চূড়ান্ত প্রতিরোধের সেই আঙ্গুল উঠিয়ে অসাধারণ বক্তব্য গুলো আজও শুনি। ভাষার কি মাধুর্যতা কি অপূর্ব বাগ্মিতা।
সত্যিই প্রজন্মের পর প্রজন্ম এক ইতিহাস হয়ে থাকবে। এই সবুজ শ্যামল দেশে জন্মেছিল এই হ্যামিলনের বাশিওয়ালা। এই বাঁশি বেজেছিল শিক্ষিত সমাজের কর্ণকুহরে যেমন তেমনি এদেশের সাধারণ আবাল, বৃদ্ধ, বানিতা সবার হৃদয়ে।

মাওলানা আপনার চলে যাওয়া আর শেষ বেলার এই চূড়ান্ত হাসি আমাদের হৃদয় কতটা ক্ষতবিক্ষত করছে কিভাবে তা ভাষায় প্রকাশ করবো।কত সীমাহীন যন্ত্রণা নিয়ে গেলেন। আমরা তো আপনার জন্য কিছুই করতে পারিনি।
অপারের সেই অপার্থিব জীবনে যেন কালামুল্লাহর সেই কিংবদন্তি বর্ননায় আহ!যদি একবার বসতে পারতাম।
আল্লাহ তাআলা আপনাকে জান্নাতে উঁচু মাকাম দান করুন।

Address

Rajshahi

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sadi Media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share


Other Digital creator in Rajshahi

Show All