06/02/2021
কর্ম স্পৃহা সুপরিকল্পিত কার্যক্রম বিচক্ষণ নেতৃত্ব সৃজনশীল কর্মী-ই গড়তে পারে ইতিহাস। আমার দেখা স্বপ্নবাজ মানুষদের মধ্যে অন্যতম প্রফেসর Habibur Rahman স্যার। আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে কম পরীক্ষা নিরীক্ষা হয়নি, সচারাচর যতসামান্য পরিবর্তন হয়ে সেই পুরাতন রুটিনেই চলছে শিক্ষা ব্যবস্থা। কিন্তু বই খাতা কলমের বাইরেও যে একটা বিপ্লবের দরকার ছিল সেটা রাজশাহী কলেজ - ই প্রথম দেখিয়েছে, "পরিস্কার পরিচ্ছন্নতা" সৌন্দর্যের বাংলাদেশে সুপরিকল্পিত ক্যাম্পাস, একটা "মানসিক বিপ্লব" পরিলক্ষিত হয়_ সেটা হলো রাজশাহী কলেজের শিক্ষার্থীদের এই পরিমিতিবোধ যে, এক টুকরো কাগজ ও ফেলা যাবে না কলেজে। নীতি আদর্শ বিবেক, মানবিকতা, দায়িত্ব কর্তব্য এ সব মানবিক গুণাবলি কবেই নিরুৎসাহিত হয়েছে ; কখনো কখনো মনে হয় এ সব কালের গর্ভে হারিয়ে গেছে কিন্তু রাজশাহী কলেজের শিক্ষার্থীদের মধ্যে খুব সামান্য হলেও সচেতনতা তৈরি হয়েছে। কাগজ, টিস্যু, খাবারের উচ্ছিষ্ট অংশ ইত্যাদি ইত্যাদি পরিবেশ নোংরা হবে এমন কিছু কোন শিক্ষার্থী তো ফেলেই না বরং ক্যাম্পে কোথাও কিছু পড়ে থাকতে দেখলে সেটা নিজ হাতে তুলে ডাস্টবিনে ফেলে-; কোনো হীনমন্যতা নাই, লজ্জা নাই বরং নিজেকে গর্বিত ভাবে। এ মানসিক বিপ্লব টা খুব দরকার ছিল সেটা প্রত্যেক শিক্ষার্থীর মনের গভীরে পুস করে দিয়েছেন মাননীয় অধ্যক্ষ প্রফেসর মহা. হবিবুর রহমান স্যার। আমাদের দেশে যারা উচ্চপদস্থ কর্মকর্তা তাদের আচরণে একটা দেমাক থাকে, একটা অতিরিক্ত ভাব থাকে আমি উচ্চপদস্থ কর্মকর্তা আমি কেনো ছোট কাজ করবো? কিন্তু আমরা দেখেছি মাননীয় অধ্যক্ষ স্যারকে ; কলেজে ছুটে বেড়াতে_ কাগজ, টিস্যু, কলার খোসা ইত্যাদি ইত্যাদি নোংরা জিনিস নিজ হাতে তুলে ডাস্টবিনে ফেলতে, এটা দেখে আমরা এ সব কাজ করতে উৎসাহিত হয়েছি। সহশিক্ষা কার্যক্রমগুলো নিয়ে বলতে গেলে বলে শেষ করা যাবে না, সহশিক্ষা কার্যক্রমেও একটা বিপ্লব সংগঠিত করতে সক্ষম হয়েছেন মাননীয় অধ্যক্ষ স্যার। খেলাধুলা, সংগীত, নৃত্য, অভিনয়, কবিতা আবৃত্তি, বিজ্ঞান চর্চা, শারীরিক চর্চা, কর্মজীবনের প্রস্তুতি, বিতর্ক, প্রেজেন্টেশন এমন কোনো সাংস্কৃতিক কর্মকাণ্ড নাই যার চর্চা রাজশাহী কলেজে হয় না। এমনকি প্রত্যেকটি বিষয়ে আলাদা আলাদা ক্লাব আছে। এ সব ক্লাবে মেধাবী শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি সৃজনশীল কর্মকাণ্ড নিয়ে ব্যতিব্যস্ত থাকে। পরিচ্ছন্নতা, সৌন্দর্য, শিক্ষা, সহশিক্ষা সর্বক্ষেত্রে যে অর্জন, আজকের যে রাজশাহী কলেজ তার আধুনিক রূপকার মাননীয় অধ্যক্ষ প্রফেসর মহা. হবিবুর রহমান স্যার। আজ সেই স্বপ্নদ্রষ্টার জন্মদিন, শুভ জন্মদিন স্যার। আল্লাহ আপনাকে দীর্ঘজীবী করুন।
#লিখেছেন:
আব্দুনুর আল হাসান
প্রতিষ্ঠাতা সভাপতি,
রাজশাহী কলেজ প্রেজেন্টেশন ক্লাব।