05/09/2023
পবিত্র নগরী মক্কায় বিশ্ব হিফজুল কুরআন প্রতিযোগিতায় তাহফিজুল কুরআন ওয়াসসুন্নাহ মাদরাসা যাত্রাবাড়ীর ছাত্র ক্ষুদে হাফেজ মুশফিকুর রহমান প্রথম রাউন্ডে নির্ভুলে পড়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছে,
আলহামদুলিল্লাহ, সকলের কাছে দোয়া চাই।
মুশফিকের জীবনের এই গুরুত্বপূর্ণ সময়ে আমরা সম্মান ও কৃতজ্ঞচিত্তে স্মরণ করছি তার সম্মানিত শিক্ষকদের, যাদের অক্লান্ত পরিশ্রম ও দোয়ায় সে আজ এ পর্যন্ত পথ পাড়ি দিয়ে এসেছে,একই সাথে তার সাবেক শিক্ষা প্রতিষ্ঠান সমুহকে, যেখানে সে পড়াশোনা করে হিফজ সম্পন্ন করেছে।
উল্লেখ্য যে, হাফেজ মুশফিক তার ছাত্র জীবন শুরু করে
তা'লীমুল কুরআন কমপ্লেক্স হিমছড়ি রামু কক্সবাজার থেকে, পরবর্তীতে কক্সবাজারের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মাহাদ আন নিবরাস থেকে হিফজ সম্পন্ন করে। তারপর মুশফিকের বাবা তাকে আন্তর্জাতিক পর্যায়ে হিফজ কম্পিটিশনে অংশ গ্রহণের জন্য আমাদের তাহফিজুল কুরআন ওয়াসসুন্নাহ মাদরাসা যাত্রাবাড়ী তে ভর্তি করান।
আলহামদুলিল্লাহ এখানকার ওস্তাদদের অক্লান্ত পরিশ্রম ও প্রচেষ্টায় মুশফিক এখন আন্তর্জাতিক পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে।
আমরা দেশব্যাপী সকলের নিকট দোয়া প্রার্থী আল্লাহ যেনো মুশফিককে ভালো রেজাল্টের মাধ্যমে দেশের মুখ উজ্জ্বল করার তৌফিক দান করেন। হে আল্লাহ মুশফিকুর রহমান সহ অন্যন্য সকল প্রতিযোগীদেরকে সফলতা দান করুন । কুরআনের চরিত্রের সাথে ব্যক্তি ও সমাজে ফুটিয়ে তোলার তৌফিক দান করুন,আমিন।