08/08/2024
১. বিকল্প আছে? বা বিকল্প দেখান!
উত্তর: বিকল্প তৈরি হচ্ছে। সময় হলে দেখতে পাবেন।
২. সব একই।
উত্তর: সব এক নয়। অতীতে যা হয়েছে, বর্তমান ও ভবিষ্যতে তা হবে না।
৩. এক দল খেয়েছে ১৭ বছর আর আরেক দল খাবে ১৭ বছর।
উত্তর: সেই সুযোগ আর দেয়া হবে না।
৪. আগেই তো ভালো ছিল।
উত্তর: আগের ভালোটা শুধুমাত্র সুবিধাভোগীদের জন্য ছিল। আপনি কি তাদের মধ্যে একজন?
৫. এইজন্যই কি দেশ স্বাধীন করলাম?
উত্তর: দেশ স্বাধীন করা হয়েছে উন্নয়ন ও সংস্কারের জন্য। এটা রাতারাতি হয় না, সময় লাগে। ১৫ বছর ধরে স্বৈরাচারের শাসন সহ্য করেছেন, সংস্কারের জন্য কিছু সময় ধৈর্য ধরুন।
৬. জাতি হিসেবে আমরা অসভ্যই থেকে গেলাম!
উত্তর: প্রতিটি জাতির মধ্যে কিছু অসভ্য মানুষ থাকে। কিন্তু এর জন্য পুরো জাতি অসভ্য হয় না। আমাদের সমাজে হয়তো অসভ্য বেশি, কিন্তু এর দায়ভার পূর্ববর্তী শাসকদের, যারা সমাজকে উন্নত করতে পারেনি। নতুনদের মাধ্যমে পরিবর্তন আসছে, আসবেই।
আপনার সব প্রশ্ন ও শঙ্কার উত্তর হচ্ছে: একটু ধৈর্য ধরুন, সময় দিন। পরিবর্তনে বিশ্বাস করুন এবং সহযোগিতা করুন। শুরুটা করুন নিজের মন-মানসিকতার পরিবর্তন দিয়ে।
The change starts from You.Stop being conventional and thinking the conventional way of supporting the symbol...that's called a CULT. দেশকে আরও ৫০-১০০ বছর পিছাবেন না........সামনের দিকে হাটেন...... পিছনের রাস্তায় পচা গোবর.....প্যান্টে লেগে যাবে
- Collected