07/11/2024
কোথায় জানি একটা লেখা পড়েছিলাম
লেখাটা মাথা থেকে সরাতে পারি না একটা দীর্ঘ সময় যাবৎ।
তোমাকে একজন পেয়েছে মানে,
আরেকজন কি বিভৎস ভাবেই না তোমাকে হারিয়েছে।।
লেখাটি খুব ছোট, কিন্তু পৃথিবীর সমান বিশাল কথাটির গভীরতা
কেউ একজন দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর কাউকে নিজের করে পাওয়ার স্বপ্ন দেখে যাচ্ছে, অপেক্ষা করে যাচ্ছে..........
অথচ অন্য কেউ যেন অপেক্ষা ছাড়া, সাধনা ছাড়াই তাকে নিজের করে পেয়ে গেলো,
সে জানেও না সে যাকে নিজের করে পেলো ; কেউ একজন কতশত দিন ধরে ক্ষুধার্ত ভিক্ষুকের মত তার অপেক্ষায় দাঁড়িয়েছিল ❤️🩹❤️🩹
হায়রে জীবন,, 💔😅